জীবন জীবনের জন্যে ।। 10% for shy-fox

in hive-129948 •  2 years ago 

◾️ ০৩ সেপ্টেম্বর
▪️ শনিবার


আসসালামু আলাইকুম/ আদাব

poorboy.jpg

সোর্স

'জীবন অত্যন্ত মূল্যবান' কথাটি নিশ্চয়ই আমরা রোজই কারও না কারও মুখে শুনতে পাই । সকালে ঘুম থেকে উঠেই বাবা কিংবা মা কথাটি সবার আগে বলে, ভালো মত পড়ালেখা করলেই জীবন সার্থক। কিন্তু কথাটা কেমন যেন বেমানান শোনায়। তাহলে যে মানুষগুলো জীবনের সাথে যুদ্ধ করে বেড়ায় তাদের ক্ষেত্রেও কি জীবনের এই সংজ্ঞা প্রযোজ্য হবে? তারা কি চাইলেও তাদের জীবনকে সার্থক করে তুলতে পারে? একটি মানুষকে জীবনে চলার পথে কত কিছুই না অতিক্রম করতে হয়। আবার এই জীবনেই মানুষ সুখ দুঃখ, হাসি কান্না মিলিয়ে কাটিয়ে দেয়। একেক মানুষের কাছে এই জীবনের সংজ্ঞা একেক রকম। যেমনঃ একটি সাধারন গরিব ঘরের ছেলে অথবা মেয়ের কাছে জীবন মানেই কোন ভাবে দু পয়সা রোজগার করে দিন কাটিয়ে দেওয়া। সকালে উঠেই তাদের হয়তো অন্যের বাড়িতে কাজ করতে হয়।

আবার কেউ ভিক্ষা করেই দু পয়সা আয় করে নেয়। এটাই তাদের জীবন। আবার কোন বড়লোক পরিবারের ছেলে কিংবা মেয়ে রোজ সকালে আয়েশ করে ঘুম থেকে উঠে স্কুলে যায়। এরপর বন্ধুবান্ধবের সাথে আড্ডা, বিভিন্ন ভাবে হাজার টাকা খরচ করে ঘুরে বেড়ায়। অথচ রাস্তায় হাত পাতা ভিক্ষুকদের দু পয়সা দিতে তাদের কারো কারো হাত কাপে অসংখ্য বার। টাকার জোরকেই তারা জীবনের আসল সুখ মনে করে। আসলে কি তাই?

একদিন সকালে নাস্তার পর প্রতিদিনের মতই ভারসিটির পথে রওনা হলাম। আজকে আর রিক্সা না নিয়ে পায়ে হেটেই চলা শুরু করলাম। যাওয়ার পথে একটা তিন চার বছরের শিশুকে দেখলাম একটি ডাস্টবিন থেকে একটি আধা খাওয়া ময়লা আপেল কুড়িয়ে খাচ্ছে। ঠিক সেই সময়, পাশ দিয়ে আরেকটি ছোট্ট শিশু তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। শিশুটি তার মাকে রাগ করে বলছিল, কেন তার মা তার জন্য চকলেট কিনে আনেনি। মা তখন ডাস্টবিনের কাছে ঐ ছেলেটিকে দেখিয়ে বলছিল, দেখো বাবা, এই বাচ্চাটিও তোমার সমান। অথচ সে খাবার না পেয়ে ডাস্টবিনের ময়লা খাবার কুড়িয়ে খাচ্ছে। তুমি তো চাইলেই চকলেট, চিপস কতো কি খেতে পারো, অথচ ঐ ছেলেটি কিছুই খেতে পারে না। মায়ের কথাটি শুনে আমার চোখ ভিজে উঠল। সাথে সাথেই সেই শিশুটিকে নিয়ে আমি দোকানে গিয়ে খাবার কিনে দিলাম। রিক্সা ভাড়ার বাচানো টাকা দিয়েই খাবারের দাম মিটে গেল। শিশুটি বেশ মজা করে খেল এবং তার পেটে এতটা ক্ষুধা ছিলো যে খাওয়ার সময় তার কোন হুস ছিল না। খাওয়া শেষে আমার দিকে তাকিয়ে শিশুটি কৃতজ্ঞতার একটি হাসি দিল। শিশুটির হাসি আমার কাছে যেন মনে হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।

poor1.jpg

সোর্স

যাই হোক, এরকম কত হাজারো শিশু তার জীবনেকে এই দরিদ্রতার কাছে সপে দিয়েছে। তাদের এ ছোট্ট পাওয়াই যেন তাদের অমূল্য অমূল্য পাওয়া। কত মানুষ আছে যারা তাদের জীবনের ছোট খাটো সমস্যার জন্যই হাঁপিয়ে ওঠে। অথচ পৃথিবীতে অসংখ্য মানুষ তাদের জীবনের এত বড় বড় সমস্যা গুলোও নিয়মিত নিরবে সয়ে যায়। সেদিন আমি বুঝতে পারি জীবনের প্রকৃত মানে কি। আপনারাও হয়তো এমন কোন ঘটনার সম্মুখীন হয়েছেন বা ভবিষ্যতে হয়ে থাকবেন। তাহলে আমাদের বুঝা দরকার জীবনের আসল মানে কি।

সুতরাং অন্যকে সবসময় সাহায্য করে নিজেদের দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করলেই মূলত জীবনের মূল সুর খুজে পাওয়া সম্ভব।

"মানুষ মানুষের জন্যে,

জীবন জীবনের জন্যে" ।

divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন লিখেছেন ভাই। আর ছেলেটিকে পেট ভরে খাইয়ে দিয়ে মানবতাকে জিতিয়ে দিলেন, স্যালুট জানাই আপনাকে। আমাদের সকলেরই উচিত এরকম অনাহারে ঠাঁইহীন মানুষগুলোর পাশে যতটুক সম্ভব ততটুকু নিয়ে পাশে দাঁড়ানো।

হ্যাঁ ভাই। ঠিক বলেছেন আপনি। ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ আপনাকে