◾️ ২৫ মে
▪️ বুধবার
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ভার্সিটির টানা ক্লাস করতে করতে কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই সকাল ৯ টায় ল্যাব। ল্যাব শেষে ২ টা পর্যন্ত ক্লাস। এরপর বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুম। আবার পরের দিন একই রুটিন। গতকাল আর ক্লাসে যাইনি। রোমে বসে থাকতেও ভাল লাগছিল না। তাই বিকেলের দিকে বাসা থেকে বের হয়ে আমি আর আমার কিছু বন্ধু মিলে ধানমন্ডি লেকের দিকে যাই।
লেকে আমার প্রতি সপ্তাহেই যাওয়া হয়। ঢাকা শহরে একটু খোলামেলা পরিবেশ পাওয়ার জন্য সবাই এই লেকের দিকেই আসে। আমার ইন্ধুবালাকে সাথে নিয়ে যখন ঘুরতে বের হই তখন প্রতিবার এই লেকেই আসি। ও বলে তুমি কি ঢাকা শহরে এই লেক ছাড়া আর কোন ঘুরার জায়গা পাও না? হাহাহা। আমার কাছে আসলে তাই মনে হয়। লেক ছাড়া আর ঘোরার জায়গা আমি আসলেই খুজে পাইনা। হ্যা আছে। চন্দ্রিমা উদ্যান আছে, সংসদ ভবন আছে, ঢাকা ইউনিভার্সিটি, লালবাগ কেল্লা আরও অনেক জায়গা আছে। কিন্তু ঢাকার এই জ্যাম ঢেলে ঐসব জায়গায় যেতে যেতে ঘুরার আর মোড থাকে না। তারচেয়ে ভাল বাসার কাছের এই লেক। পায়ে হাটার পথ। হিহি।
বিকেলের দিকে লেকের পাড়ে বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। পানিতে দেখলাম বেশ কিছু লাল শাপলা ফুল ফুটে আছে। শাপলা ফুল সচারাচর দেখতে পাওয়া যায়না। এই ফুল গুলো পানি থেকে তোলা একদম মানা। লেকের সৌন্দর্য রক্ষার্থে এই ফুল গুলো লাগানো হয়েছে।
সরোবরের এই পাশটা তেই আমাদের বেশি আড্ডা দেওয়া হয়। আই মিন রবীন্দ্র সরোবর থেকে জিগাতলার দিকটাতে। ৩২-নাম্বার এর দিকেও বসি তবে খুব কম। আজ সবারই হাটাহাটি করতে ইচ্ছে করছিল তাই সবাই মিলে হাটতে হাটতে ৩২-নাম্বার এর দিকে গেলাম।
৩২ এর ঐ দিকে গিয়ে একটা ফুড কোর্টে ঢুকলাম চা খাওয়ার জন্য। চা বেশি ভাল লাগেনি। ২০ টাকা করে দাম তবে এর চেয়ে রবীন্দ্র সরোবরের মালাই ও মটকা চা খেতে ভাল লাগে। কি আর করার। মাঝে মাঝে একটু খারাপ কিছুও খেতে হয়। তা না হলে ভালো মন্দের তফাত বুঝবেন কিভাবে! তাইনা? তো আমরা ৪ কাপ চা ও একজনের জন্য একটি কোক অর্ডার দিয়েছিলাম।
চা খেতে খেতে আরও বেশ কিছু সময় আমরা আড্ডা দিলাম। অনেক হাসাহাসি করলাম। এরপর ঐখানে কেমন যেন বেশি গরম লাগত শুরু করল আমার। ভাবলাম গাছপালার এই দিকে একটু হাটি। তাও লাভ হলো না। গাছের পাতা একটিও নড়ে না। স্বাস্থ্য সচেতন কিছু মানুষ সন্ধ্যার পরে এইদিকে হাটাহাটি করে। আমরাও এই রাস্তাতেই হেটে বাসার দিকে আসতে থাকলাম।
লেকের পাড় দিয়ে ময়লা আবর্জনা অনেক। এর পাড় বেঁধে দিয়ে ও প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিলে লেকের পরিবেশ আরও সুন্দর হবে বলে আমি মনে করি। লেকের উন্নয়নের জন্য কর্তৃপক্ষের সুনজর আশা করছি।
হাটতে হাটতে ডিঙ্গির এইদিকে এসে দেখি কিছু লোক ব্যাডমিন্টন খেলছে। এখানে প্রায় সারা বছরই ব্যাডমিন্টন এর কোর্ট কাঁটা থাকে এবং সন্ধ্যার দিকে খেলা হয়।
এরপর লেক থেকে বের হয়ে রাত ৯ টার দিকে হাটতে হাটতে বাসায় ফিরি। এই ছিল গতকালে লেকে কাটানো আমার কিছু সময়। আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভাল লাগছে। এতক্ষন ধরে আমার লেখাটি যদি আপনি পড়ে থাকেন তবে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজ তবে এখানেই রাখছি। ভাল থাকবেন সবাই।
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১০ প্রো |
লোকেশন | what3words Location |
আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।
শুভেচ্ছান্তে
@rokibulsanto
ভাই তোদের সাথে অনেক দিন হলো আড্ডা দেওয়া হয় না। ধানমণ্ডি লেগে অনেক সময় কাটিয়েছি। খুব ভালো লাগে জায়গাটা। তবে আশা করি তোদের সাথে আবারো ভালো সময় কাটানোর জন্য যাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে ব্যস্ত পারসন আপনি আসবেন বলে আমাদের মনে হয় না। হাহা। টায়ায়-১ মিস হয়ে যাবে যে আবার। হাহা। তবে আসিস বন্ধু। অনেক ভাল একটা সময় স্পেন্ড করবো সবাই মিলে। ভালোবাসা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার ফটোগ্রাফি করে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো সময় কাটিয়েছেন ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেক জায়গাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু ভাল সময় না কাটিয়ে কি পারি। সব বন্ধুরা এক সাথে থাকলে এমনিতেই ভাল সময় কাটে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আর জায়গা টা সত্যিই অনেক ভাল লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকায় থাকলে আমি মাঝে মাঝেই ধানমন্ডি লেকে যাই। ঢাকার ভিতরে খুব নীরব একটা জায়গা। জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভাই। কারণ চারপাশেই পাথরের দালান দেখে মাথা ঘুরে যায়। যাইহোক খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন বন্ধুদের সাথে।আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল ভাই। ধন্যবাদ এরকম সুন্দর একটি মুহূর্তে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা খোলামেলা একটু পরিবেশ পাওয়া যায় এই লেকে। তবে ছুটির দিন গুলোতে মানুষ অনেক বেশি থাকে। তখন আর খোলামেলা মনে হয় না। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফি এবং আপনার বর্ণনা পড়ে বুঝতে পারলাম আপনি ধানমন্ডি লেকে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন আমিও মাঝেমধ্যে সময় পেলেই ধানমন্ডি লেকে গিয়ে কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই ভাল সময়ই কেটেছিল। ধন্যবাদ আপনাকে কমেন্ট করে পাশে থাকার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধানমন্ডি লেকে কিছু সময় কাটানোর মুহূর্ত টুকু খুবই সুন্দর বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা কি বন্ধুরা মিলে যে কোন জায়গায় গেলে সময়টা অনেক ভালো কাটে। আর সেখানে তো আপনি ধানমন্ডি লেকের মত খুবই নির্মল ও মনমুগ্ধকর পরিবেশে অনেকটাই সময় কাটিয়েছেন তাই ভালো লাগবে এটাই স্বাভাবিক। ভাই আপনার ইন্দুবালা কে দেখার আমার খুবই শখ। জামাইবাবু হিসেবে এই শখ আমার পূরণ হবে বলে আশা করছি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা। ইন্দুবালাকে একদিন দেখাবোনি ভাই। অনেক ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে। ভালবাসা নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধানমন্ডি লেকে এক সময় অনেক যাওয়া হতো, কেননা সেই সময় বেচেলার ছিলাম। এখন তেমন একটা যাওয়া হয় না তবে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি। কেননা এসব জায়গায় ঘুরতে মোটামুটি ভালই লাগে। কেননা এ শহরে যানজট যেখানে থাকতে বিরক্ত লাগে তবে এইসব জায়গা যখন চাই তখন মোটামুটি ভালই লাগে। ধন্যবাদ আপনাকে ধানমন্ডি লেকেপার করা কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে একা আসতেন। এখন ভাবিকে নিয়ে আসবেন সমস্যা নেই তো ভাই। হাহা। এখন আরও ভাল লাগবে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে ভাই শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলেজ লাইফে আমিও ভালো একটা সময় এই লেকে আড্ডা দিয়েছি, আমার কলেজ মহাখালি হলেও আমরা সবাই ধানমন্ডিতে চলে আসলাম, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এইখানটায়। বন্ধুদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তবে অনেকদিন এখানে যাওয়া হয়না স্মৃতিগুলো রয়ে গেছে সে মানুষগুলো আজ ব্যস্ত হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় পেলে আসবেন একদিন। হ্যা ভালই লাগে জায়গাটি। অনেক ধন্যবাদ আপনাকে ভাই কমেন্ট করে পাশে থাকার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্মৃতি বিজড়িত এই জায়গাটির কথা আজকে আপনি আবার মনে করিয়ে দিলেন ভাইয়া। ধানমন্ডি 15 তে থাকার সুবাদে এই জায়গাটিতে অনেক ঘোরাঘুরি করা হয়েছে এবং অনেক খাওয়া-দাওয়া করা হয়েছে এই জায়গাটিতে। বন্ধুদের সাথে আপনি দেখলাম চমৎকার কিছু সময় উপভোগ করেছেন এই ধানমন্ডি লেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই। জায়গাটি ভাল লাগে। লেকের পাড়ে বসে বেশ ভাল আড্ডা দেয়া যায়। আপনিও অনেক ভাল টাইম কাটিয়েছেন এই জায়গাটিতে। শুনে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধানমন্ডি লেক জায়গাটা অনেক সুন্দর ও নিরিবিলি যতদূর বুঝতে পারছি।এখন কমিউনিটিতে ঢুকলেই ধানমন্ডি লেক নিয়ে অনেকের পোষ্ট দেখতে পাচ্ছি ভাইয়া।তবে আপনারা সবাই মিলে দারুণ সময় কাটিয়েছেন,শাপলা ফুলগুলি সুন্দর ছিল।
ভাইয়া আমি তো ছবিতে দেখতে পাচ্ছি 5 কাপ চা অর্ডার করেছিলেন, মনে হয় একটু মিসটেক হয়েছে।যাইহোক শুভকামনা রইলো আপনাদের জন্য, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে মনযোগ দিয়ে পোস্টটি দেখেছেন এটা প্রমান পেলাম। হাহা। এর জন্যই একটু ভুল করে দিয়েছি যাতে ধরতে পারি কে কে মনযোগ দিয়ে পড়েছে পোস্টটি। আপনি জয়যুক্ত দিদি। ভালোবাসা বেড়ে গেল আপনার প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে দিদি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হায় ঈশ্বর, ভাইয়া কমেন্ট করতে গিয়েও পরীক্ষা দিতে হবে।আমার পুরস্কার কই!হি হি☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit