করোনার বোস্টার ডোস গ্রহণ ।। 10% for shy-fox

in hive-129948 •  3 years ago 

◾️ ৪ জুন
▪️ শনিবার


আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

গতকাল ঢাকা থেকে বাসায় এসেছি। বাসায় আসার কারন হচ্ছে রোজার ঈদে বাসায় বেশিদিন থাকতে পারিনি। ঈদের পরের দিনই ঢাকা ব্যাক করতে হয়েছিল ভার্সিটিতে এক্সাম থাকার কারণে। এক্সাম শেষ না হতেই আবার ক্লাস শুরু হয়ে যায়। টানা কয়েক সপ্তাহ ক্লাস করার পরে কেমন যেনো ভাল লাগতেছিল না। এইদিকে আবার ঢাকার বাসায় বুয়াও আসতেছিলো না। কয়েকদিন নিজেরাই রান্না করে খেতে খেতে হাপিয়ে উঠেছিলাম। যাইহোক সব মিলিয়ে একটু প্যারার মধ্যে ছিলাম। ভার্সিটিতে তিনদিন ক্লাস না থাকার কারণে ঢাকা আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই।

বাসায় আসার আর একটি কারন ছিল করোনার ৩য় ডোস দেয়া। ৩য় ডোসের মেসেজ আসছিল তাও সপ্তাহ খানেক আগে। ভেবেছিলাম বড় ঈদের আগে আগে গিয়ে দিয়ে নিব। কিন্তু ছুটি যখন পেয়েছি আর ঢাকায় ভালও লাগছিল না সেই সুবাদে আজ আমার বোস্টার ডোস ও দেয়া হয়ে গিয়েছে। আপনাদের সাথে এই গল্পই আজ শেয়ার করছি।

banner.jpg

আজ সকালে আমাদের টাংগাইল এর ধনবাড়িতে বৃষ্টি হয়েছে ভালই। ভেবেছিলাম সকাল সকাল বের হব। ১০ টার আগে গেলে লাইনে হয়তো দাঁড়ানো লাগবে না। কিন্তু এই ভাবনা সফল হয়নি সকালে বৃষ্টি থাকার কারণে। আর একটি বিষয় আমি আসলে দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। বৃষ্টি থাকার কারণে সকালের ঘুমটা কড়া হয়েছিল। হাহা। যাইহোক সকাল ১১ টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হয়ে পড়ি।

1 (2).jpg

আমি আমার বন্ধু পারভেজ ও শুভ মিলে ধনবাড়ি বাসস্ট্যান্ড থেকে রিকশা করে উপজেলা হাসপাতাল এর দিকে যাই। আমার বাসা থেকে হাসপাতালে যেতে ১৫/২০ মিনিট এর মতো লাগে। সকালের মিষ্টি হাওয়া খেতে খেতে তিন বন্ধু মিলে হাসপাতালে গিয়ে পৌছি। তারাও আজ বোস্টার ডোস নিবে। আমাদের ধনবাড়ি উপজেলা হাসপাতাল এর কিছু ছবি এখন আপনাদের সাথে শেয়ার করছি। ২৫০ শয্যা বিশিষ্ট আমাদের এই হাসপাতাল এর ভিতরের পরিবেশ বেশ সুন্দর।

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

সকালে বৃষ্টি হওয়াতে সব কিছু অনেক ফ্রেশ লাগছিলো। হাসপাতের ভিতরে ভেষস কিছু গাছ লাগানো আছে।

7.jpg

8.jpg

করোনার ভ্যাকসিন দেয়ার জন্য হাসপাতালের পাশে ছোট্ট একটি ঘর করা হয়েছে। এখান সিরিয়াল কর করোনার টিকা দেয়া হয়। আমার ১ম ও ২য় ডোস আমি এখান থেকেই নিয়েছি। সকালে গিয়ে দেখি কোন ভিড় নেই। দেখেই অনেক ভাল লাগলো। লাইন ধরার প্যারা খেতে হবে না। হাহা। টিকা কার্ড বের করে ঐখানের কর্মরত লোকদের কাছে জমা দিলাম। তারা স্ক্যান করে খাতায় এন্ট্রি করে আমাকে টিকা নিতে বললেন।

10.jpg

9.jpg

banner.jpg

একে একে তিন বন্ধু টিকা নিয়ে নিলাম। শুনেছিলাম বোস্টার ডোস দেয়ার সময় নাকি ব্যাথা পাওয়া যায়। নার্সকে জিজ্ঞেস করলাম আচ্ছা সুই কি বোস্টার ডোস এর জন্য অনেক মোটা? তিনি হেসে উত্তর দিলেন হ্যা অনেক মোটা। কিঞ্চিত একটু ভয় লাগছিল। হাহা। এরপর সুই দিয়ে আমাকে টিকা দিয়ে দিল আমি বুঝতেই পারলাম না। হাহা। জিজ্ঞেস করলাম আপনি কি আদৌ দিয়েছেন নাকি দেননি!? নার্স আবার হেসে উত্তর দিল ভাগ্যিস আপনার বন্ধু ছবি তুলেছিল না হলে তো বিশ্বাস ই করতেন না। হাহা।

১০ মিনিটেই আমাদের তিন জনের টিকা দেয়া শেষ। এরপর তিন বন্ধু মিলে একটু প্রকৃতির হাওয়া খেতে খেতে নল্যা বাজারের পরে একটি ফাকা স্থান আছে সেখানে গেলাম। আপনাদের সাথে ছবি শেয়ার করছি।

12.jpg

13.jpg

14.jpg

বহুদিন পরে এই রকম খোলা পরিবেশ পেলাম। অনেক ভাল লাগছিল আমাদের। জায়গাটিও বেশ সুন্দর। বাতাস ছিল ভালই। সেইখানে বেশ কিছুক্ষন বসে আড্ডা দিলাম আমরা।

15.jpg

16.jpg

17.jpg

বেশ কিছুক্ষন আড্ডা দেয়ার পরে সেইখানে বসে প্ল্যান করলাম রাবার বাগানের দিকে যাব ঘুরতে। যেই কথা সেই কাজ বাইক নিয়ে বের হয়ে গিয়েছি রাবার বাগানের উদ্দেশ্যে। সেই গল্প ইনশাল্লাহ আগামিকাল শেয়ার করবো আপনাদের সাথে। আজ তবে এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ্‌ হাফেজ।

divider.png

বিভাগ তথ্য
ডিভাইস রেডমি নোট ১০ প্রো
লোকেশন what3words Location

divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঢাকার কোলাহলপূর্ণ ঘিঞ্জি পরিবেশ থেকে এইরকম খোলামেলা পরিবেশে গেলে ভালো লাগারই কথা। বুস্টার ডোজ নিয়ে খুব ভালো করেছেন। পোস্টটি পড়ে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

হ্যা ভাই। ঢাকাতে ভাল লাগে না এখন আর। নিজের এলাকায় গেলে আর আসতে ইচ্ছে করে না । অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ভালবাসা থাকবে আপনার জন্য

আমাদের মধ্যে অনেকেই এখনো বোস্টার ডোস গ্রহণ করে নাই। এর মধ্যে আমিও আছি। তবে আমি মনে করি আমাদের সবার এই টিকা গ্রহণ করা উচিত। তবে যাইহোক, আপনি ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে টিকা গ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনার জন্য দোয়া রইলো ভাই।

বোস্টার ডোস গ্রহন করার পরে কয়েকদিন শরীর ব্যাথা ও হালকা জর ছিল ভাই। মেসেজ এসে থাকলে তাড়াতাড়ি দিয়ে নিন । ধন্যবাদ আপনাকে

নিজে সুস্থতা এবং পরিবারকে নিরাপদে রাখতে বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে ভালো কাজ করেছেন আপনি। করোনাভাইরাস এর বুস্টার ডোজ সম্পন্ন করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের সুস্থতার জন্য মহামারীর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং টিকা গুলো গ্রহণ করা উচিত। টিকা গ্রহণের চমৎকার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য । ভাল থাকবেন ভাই।

বাহহ সব গুলো ডোজ গ্রহন করে ফেলেছেন ভাই দেখে ভালো লাগলো।আমারো বুস্টার ডোজের মেসেজ এসেছে এখনো যাওয়া হয়নি ধন্যবাদ শেয়ার করার জন্য।

মেসেজ এসে থাকলে দিয়ে নিন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে ভাই পাশে থাকার জন্য। ভাল থাকবেন ভাই

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই করনা ভ্যাকসিনের বুষ্টার্ডস গ্রহণ করার জন্য। যদিও আমি এখন পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করিনি তবে খুব শীঘ্রই গ্রহণ করবো ভাবছি। বুস্টার ডোজ গ্রহণের সুন্দর মুহূর্ত এবং অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ জীবন ভাই। ভাল থাকবেন দোয়া রইল

আপনি অনেক সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন। যদিও পড়ালেখার কারণে দীর্ঘদিন হাঁপিয়ে উঠেছেন। আবার ভুয়া না থাকার কারণে পাক করে খেতে হয়েছে। যাই হোক বাড়িতে এসে শেষ পর্যন্ত বুস্টার এর কাজটা সম্পন্ন করে ফেললেন। তবে আমাদের সবারই উচিত সচেতন হওয়া এবং নিজের সুস্বাস্থ্য ঠিক রাখা। আপনি মিষ্টি হাওয়া উপভোগ করার সাথে পরিবেশের দারুন দারুন ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়েছেন। সবমিলিয়ে দারুন ছিল, অপেক্ষায় রইলাম আপনার রাবার বাগান ঘুরার গল্পের। আমাদের সাথে ভুস্টার দেওয়ার গল্প শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে ভাই আমার পোস্টটি মনযোগ দিয়ে পড়ার জন্য । ভালবাসা রইল আপনার জন্য ভাই। ভাল থাকবেন।

করোনার বোস্টার ডোস গ্রহণ করেছেন খুব ভালো হয়েছে। একটু একটু শরীর খারাপ লাগবে। তবে দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

হ্যা ভাই শরীর ব্যাথা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

আমার এখনে তৃতীয় ডোজের মেসেজ আসেনি। আপনি তৃতীয় ডোজ নিয়ে ভালো করেছেন। যে হারে নতুন নতুন ভাইরাস আসছে আল্লাহ ভালো জানে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আপনাদের ধনবাড়ি উপজেলার হসপিটালটা সুন্দর আছে। আশেপাশের পরিবেশ সতেজ একদম।

৩য় ডোজের মেসেজ একটু দেরিতে আসে ভাই। আমারও কয়েক মাস পরে এসেছে। মেসেজ আসলে দিয়ে নিয়েন ভাই। ধন্যবাদ আপনাকে ভাই

বুষ্টার ডোজ নিয়েছি বেশ কয়েক মাস হয়ে গেল। ভাল করেছেন নিয়ে । আগামীতে আরো হয়তো খারাপ দিন আসতে পারে। আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বুদ্ধিমানের কাজ। ভাল থাকবেন।

জি দাদা। ঠিক বলছেন। অনেকে এখন পর্যন্ত একটা ডোস ও নেয়নি। এমন কয়েক জনের সাথেও দেখা হয়েছে আমার। তারা ইচ্ছে করেই নিচ্ছে না। আগামিতে যদি আরও খারাপ দিন আসে তবে তখন তাদের এই ভুল বুঝতে পারবে।

ভালোই করেছেন টিকাগুলো সম্পূর্ণ করে,আমার এখনও বুষ্টার ডোজটা বাকি যদিও ম্যাসেজ চলে এসেছে।ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ

মেসেজ যেহেতু এসেছে তবে দিয়ে নিন দেরি না করে। আপনাকে অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

তৃতীয় ডোজের ম‍্যাসেজ আসছে প্রায় পনের দিন। কিন্তু সাহস পাচ্ছি না। আগের দুই ডোজ নিয়ে জ্বর এসে গিয়েছিল। তবে যে আপনি বুস্টার ডোজ টা নিয়ে নিয়েছেন এটা দেখে অনেক ভালো লাগছে। ধন্যবাদ
আমাদের সাথে আপনার
অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। ভালো থাকুন সুস্থ্য থাকুন।।

বোস্টার ডোস দেয়ার পরে আমার শরীর ব্যাথা ছিল সাথে একটু জর। তবে ভয় পাবেন না ভাই। তেমন বেশি খারাপ লাগে না। দেরি না করে দিয়ে নিন। দোয়া রইল আপনার জন্য

বুস্টার ডোজ নেয়া মানে মোটামুটি করোনার হাত থেকে নিশ্চিন্ত। প্রত্যেক সচেতন মানুষের উচিত যত দ্রুত সম্ভব টিকাগুলো নিয়ে ফেলা। আমার মাত্র দুইটি দেয়া হয়েছে এখনো একটা বাকি আছে। শুভকামনা আপনার জন্য

জি ভাই ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটী মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালবাসা নিবেন ভাই।

আপনিও করোনাভাইরাস এর তৃতীয় ডোজ সম্পন্ন করে ফেলেন এটা জানার পরে আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া।

আমিও কিছুদিন আগে করোনাভাইরাস এর তৃতীয় ডোজ দিয়েছিলাম দেবার পরেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম।

আমারও শরীর ব্যাথা ও জর ছিল ভাই। তবে ২ দিন পর একাই ভাল হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ভাল থাকবেন।