◾️ ১৭ জানুয়ারি
▪️ সোমবার
আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুগণ,
আশা রাখছি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন । আমি কয়েকদিন ধরে টানা রান্নাবান্না করছি । নিজের হাতের রান্না খেয়ে আমি বলতে গেলে অবাক -ই হয়ে যাচ্ছি । রান্না মোটামোটি খাওয়া যাচ্ছে 😋 । আসলে নিজে যেকোনো জিনিস রান্না করলে সেটি যেমন-ই হোক না কেন নিজের কাছে খেতে ভালোই লাগে । তৃপ্তি পাওয়া যায় । তবে নিজে রান্না করে সেই রান্না খেয়েদেয়ে পোস্ট করতে বসলে ভালোই লাগে । কাজটাতে কেমন যেন আনন্দ ফিল করছি । তো চলুন আজকে মুরগি নিয়ে কিছু একটা করা যাক । মুরগি ভুনা সাধারন কমন একটি রেসিপি । সবাই কমবেশি রাঁধতে পারে । আজকে আমিও তাই রাঁধব ।
আশা রাখছি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন । আমি কয়েকদিন ধরে টানা রান্নাবান্না করছি । নিজের হাতের রান্না খেয়ে আমি বলতে গেলে অবাক -ই হয়ে যাচ্ছি । রান্না মোটামোটি খাওয়া যাচ্ছে 😋 । আসলে নিজে যেকোনো জিনিস রান্না করলে সেটি যেমন-ই হোক না কেন নিজের কাছে খেতে ভালোই লাগে । তৃপ্তি পাওয়া যায় । তবে নিজে রান্না করে সেই রান্না খেয়েদেয়ে পোস্ট করতে বসলে ভালোই লাগে । কাজটাতে কেমন যেন আনন্দ ফিল করছি । তো চলুন আজকে মুরগি নিয়ে কিছু একটা করা যাক । মুরগি ভুনা সাধারন কমন একটি রেসিপি । সবাই কমবেশি রাঁধতে পারে । আজকে আমিও তাই রাঁধব ।
চলুন রান্নাঘরে যাই...
প্রয়োজনীয় উপকরন
দ্রব্য | পরিমান |
---|---|
মুরগি | ২ কেজি |
পিঁয়াজকুচি | বড় সাইজের ৫ টি |
রসুন পেস্ট | ১ টেবিল চামিচ |
আদা পেস্ট | ১ টেবিল চামিচ |
মরিচগুড়া | ৪ টেবিল চামিচ |
হলুদগুড়া | ১ টেবিল চামিচ |
ধনিয়াগুড়া | ১ টেবিল চামিচ |
মুরগির মাংসের মসলা | ১ টেবিল চামিচ |
কাচামরিচ | ৬ টি |
তেসপাতা | ২ টি |
সাদা এলাচ | ৪ টি |
দারচিনি | ৩ টি |
আলু | ৫ টি |
লবণ | পরিমানমতো |
প্রথমে আমরা কড়াই-এ পরিমানমতো সয়াবিন তেল দিয়ে তাতে পিঁয়াজ কুচি গুলো দিয়ে দিব। পেয়াজগুলো হালকা বাদামি রঙ্গের হওয়ার আগ পর্যন্ত চুলার জাল অল্প আচে রেখে নাড়া-চারা করে দিব ।
পিঁয়াজ গুলো যখন বাদামি বর্ণের হয়ে আসবে তখন আমরা এতে হলুদ ও মরিচের গুড়া দিয়ে দিব ।
এই ধাপে আমরা একে একে (উপরে উল্লেখিত) মসলাগুলো দিয়ে দিব এবং চামিচ দিয়ে নেড়ে দিব।
এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মসলাটা কিছুক্ষন কশিয়ে নিব । সুন্দর একটা কালার চলে আসবে এতে
এবার আমরা মুরগির মাংস দিয়ে দিব এবং মসলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব
এবার কিছুক্ষন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কশিয়ে নিব । তারপর এতে আলুগুলো দিয়ে দিব।
এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে ৭/৮ মিনিট মাংস এবং আলুগুলো কশাবো
৭/৮ মিনিট মাংসগুলো কশানো হয়ে গেলে এতে আমরা ৪ কাপ পরিমান হালকা গরম পানি যোগ করে দিব ঝুল এবং মাংস ভালভাবে সিদ্ধ হওয়ার জন্য ।
এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে ৫/৭ মিনিট রান্না করবো এতে আমাদের রান্না হয়ে যাবে । একটা বাটিতে ঢেলে পরিবেশন করবো । গরম গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খেতে দারুন লাগবে এই মুরগির রেসিপিটি ।
আজ রান্না এখানেই শেষ করলাম । সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের । দেখা হবে আগামিকাল নতুন কোন রন্ধন নিয়ে । ধন্যবাদ সবাইকে ।
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | আই ফোন ১৩ প্রো |
লোকেশন | ধানমন্ডি-১৯ |
শুভেচ্ছান্তে
@rokibulsanto
আমার কাছে তো নিজের হাতের রান্না থেকে অন্যের হাতের রান্নাই বেশি ভালো লাগে খেতে। যাই হোক আপনার মুরগির মাংসের ভুনা কিন্তু অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। তাছাড়া আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে মুরগির মাংসের ভুনা খুবই সুস্বাদু হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা । আপনি মেয়ে তো তাই রান্না বান্না করতে করতে নিজের হাতের রান্না হয়তো আর খেতে ইচ্ছে করে না । আমরা ছেলেরা তো শখের বসে রান্না করি । যা রান্না করি চোখ বুজে গিলে ফেলি 😁। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য । ভালোবাসা নিবেন 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংস আমার খুবই প্রিয়। বিশেষ করে মায়ের হাতের রান্না। তবে আপনার রান্নাটাও দেখতে খুব সুন্দর লাগছে। জিভে জল আনার মতো। শুভ কামনা ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়ের হাতের রান্নার কাছে কোন রান্নার তুলনায় হয় না । অসংখ্য ধন্যবাদ ভাই । বাসায় দাওয়াত রইলো আসবেন রেসিপি বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ । শুভ কামনা আপনার জন্য ❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা মুরগির ভুনা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। পার্সোনালি আমারেও খুব ভালো লাগে এ রেসিপি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ শিহাব ভাই । ভালোবাসা নিবেন ❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংসের ভুনা রেসিপি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার করে আপনি রান্নাটি করেছেন ।দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।দেখেই তো খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।সেটি দেখে যে কেউ আপনার মত রান্না করে ফেলতে পারবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু রান্নাটি আসলেই ভাল লেগেছে খেতে । শুভেচ্ছা রইলো আপনার প্রতি আমার পক্ষ থেকে । ভালো থাকবেন 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংসের ভুনা রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। যেটা আমার খুবই পছন্দের খাবার। আপনার রেসিপি তৈরি যথেষ্ট সুন্দর হয়েছে। এত সুন্দর লোভনীয় খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রিপন ভাই মন্তব্য করার জন্য শুভেচ্ছা আপনাকে । পাশে থাকবেন ভাই । ভালোবাসা রইলো ❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে সুস্বাদু খেতে হয়েছিল । মুরগির মাংস খেতে আমার খুবই ভালো লাগে আর রান্নার কালার দেখে ও খুব চমৎকার লাগছে।নিজে রান্না করে খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে।আপনি খুব সুন্দর ভাবে মুরগির ভুনা রেসিপিটির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাগতা আপু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর মন্তব্যের জন্য 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাই জিবে জল চলে আসলো আপনার রেসিপি দেখে । আসলে মুরগির মাংস রেসিপি দেখে কেউ স্ত্রীর থাকতে পারে না। কেননা মুরগির মাংস একবার যে খেয়েছে তার স্বাদ আর ভুলতে পারবেনা। আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও মজাদার ভুনা হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপি দেখে তো আমার ক্ষুধা বেড়ে গেল। আপনার রেসিপি দেখে প্রচুর খেতে ইচ্ছে করছে আমার। আপনার প্রতিটি ধাপ অসাধারণ হয়েছে তার প্রশংসা না করলেই নয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলমগীর কবির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে অভিবাধন জানানোর জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংস খেতে শীতের সময় খুবই ভালো লাগে শুধু শীতের সময় না যে কোন সিজনে মুরগির মাংস আমার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মুরগির মাংস ভুনা রেসিপি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ইমন ভাই সুন্দর কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit