◾️ ১৯ জানুয়ারি
▪️ বুধবার
শুভ সন্ধ্যা বন্ধুগণ,
আশা করছি সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। গত কয়েকদিন ধরে আমি রেসিপি পোস্ট করতেছিলাম। ভেবেছিলাম এই সপ্তাহে টানা ৭ দিন রেসিপি বানিয়ে পোস্ট করবো।কিন্তু গত রাতে বন্ধুরা মিলে সারারাত আড্ডা দিয়ে সকাল সকাল উঠে আর কনটেন্ট রেডি করতে পারিনি । ঘুম ভেঙ্গেছে দুপুর ২ টায়।মনটা একটু খারাপ-ই হয়ে গিয়েছিলো। ভেবেছিলাম আজ আর হয়তো কোন পোস্ট করা হবে না । তো ঘুম থেকে উঠে গোসল খাওয়া শেষ করে বন্ধুরা মিলে গেলাম একটু রোদ পোহাতে ধানমন্ডি আবাহনী মাঠে। মাঠটি আমার বাসার কাছেই । যেতে মিনিট দশেকের মতো সময় লাগে।
আশা করছি সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। গত কয়েকদিন ধরে আমি রেসিপি পোস্ট করতেছিলাম। ভেবেছিলাম এই সপ্তাহে টানা ৭ দিন রেসিপি বানিয়ে পোস্ট করবো।কিন্তু গত রাতে বন্ধুরা মিলে সারারাত আড্ডা দিয়ে সকাল সকাল উঠে আর কনটেন্ট রেডি করতে পারিনি । ঘুম ভেঙ্গেছে দুপুর ২ টায়।মনটা একটু খারাপ-ই হয়ে গিয়েছিলো। ভেবেছিলাম আজ আর হয়তো কোন পোস্ট করা হবে না । তো ঘুম থেকে উঠে গোসল খাওয়া শেষ করে বন্ধুরা মিলে গেলাম একটু রোদ পোহাতে ধানমন্ডি আবাহনী মাঠে। মাঠটি আমার বাসার কাছেই । যেতে মিনিট দশেকের মতো সময় লাগে।
তো মাঠে ঢুকার সময়ই চোখে পড়লো ফুটপাতের এক পাশ দিয়ে লাইন ধরে সাজিয়ে রাখা মনোমুগ্ধকর ফুল ও বিভিন্ন প্রজাতির গাছের দোকান। অনেক ধরনের চোখ জুড়ানো ফুলের গাছ দেখলাম। এইখান থেকে মূলত বাসার ছাদে এবং বেলকনিতে লাগানোর জন্য আন-কমন প্রজাতির গাছগুলো মানুষ কিনে নিয়ে যায়। পকেট থেকে ফোনটি বের করে কয়েকটি ফুলের ছবি তুলে ফেললাম মনের অজান্তেই। মাঠের রোদ খেয়ে বাসায় এসে যখন ছবিগুলো দেখছিলাম তখন হঠাৎ মাথায় আসলো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক-
গাছটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে । বিক্রেতার কাছে গাছটির নাম সম্পর্কে জানতে চাইলে সে জানায় গাছটির নাম কেয়ালিলি। গাছগুলো বেশি লম্বা হয় না । এটি আরেক ধরনের আছে । ফুলগুলো সেই গাছে সাদা রঙ্গের হয়ে থাকে।
◼️ বৈজ্ঞানিক নাম : Zantedeschia aethiopica
◼️ বাংলা উচ্চারন : জ্যান্টেডেসচিয়া এথিওপিকা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
এটিও কেয়ালিলি ফুল গাছ । এর ফুলগুলো উপরের ছবির মতো হলুদ হয় না । এর ফুলগুলো সাদা হয়ে থাকে।
◼️ বৈজ্ঞানিক নাম : Zantedeschia aethiopica
◼️ বাংলা উচ্চারন : জ্যান্টেডেসচিয়া এথিওপিকা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
এটি ক্যাক্টাস জাতীয় গাছ । খুব সুন্দর লাল রঙ্গের হয়ে থাকে। ছোট্ট সুন্দর বলের মতো একটি গাছ।
◼️ বৈজ্ঞানিক নাম : Mansikkapallerokaktus
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
এই গাছটি দেখতে অনেকটা পাতাকপি সবজির মতো । বড় হলে নাকি পাতা গুলো পার্পল কালার রঙ ধারন করে। খুব সুন্দর ছড়ানো পাতাগুলো দেখে মনে হচ্ছে ময়ূর পাখা মেলে আছে ।
◼️ বৈজ্ঞানিক নাম : The pink purple of cabbage flower
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
এই গাছটিও ক্যাকটাস প্রজাতির। ছোট বলের মতো বাইরে দিয়ে বড় বড় কাটার আবরন সজারুর মতো।
◼️ বৈজ্ঞানিক নাম : Gymnocalycium
◼️ বাংলা উচ্চারন : জিমনোক্যালসিয়াম
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
ক্যাকটাস প্রজাতির আরেক ধরনের গাছ এটি। সাইজে আগেরটি থেকে একটু লম্বাটে হয়। কাটার সাইজগুলো ছোট ছোট হয়ে থাকে।
◼️ বৈজ্ঞানিক নাম : Acanthocereus
◼️ বাংলা উচ্চারন : অ্যাকোন্থোসেরিয়াস
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
গাছটির নাম হচ্ছে কাঁটা-মুকুট । খুব সুন্দর ছোট ছোট লাল রঙের ফুল ধরে। আমার বাসার ছাদেও এই গাছটি আমি লাগিয়েছি। গাছটির যে কান্ড রয়েছে তাতে প্রচুর পরিমান কাঁটা থাকে।
◼️ বৈজ্ঞানিক নাম : Crown of thorns
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
ক্যাকটাস জাতীয় আরেক ধরনের গাছ এটি। দেখতে অনেকটা ছোট আনারসের মতো লাগে । কিন্তু এর বাইরে দিয়ে ছোট ছোট সাদা বর্ণের কাঁটা।
◼️ বৈজ্ঞানিক নাম : Echinopsis tubiflora
◼️ বাংলা উচ্চারন : ইচিনোপসিস টিউবিফ্লোরা
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
খুব সুন্দর আন-কমন একটি গাছ এটি। অনেকটা ফুটন্ত পদ্ম ফুলের মতো দেখতে।
◼️ বৈজ্ঞানিক নাম : Echeveria peacockii
◼️ ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
📱ডিভাইসের নাম : রেডমি নোট ১০ প্রো
📸ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল
📸 ফটোগ্রাফার: @rokibulsanto
📈 লোকেশন : ধানমন্ডি-১৯
📈 ছবি তোলার স্থান : ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাত
আজ এ পর্যন্তই। এতক্ষন ধরে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছান্তে
@rokibulsanto
অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার ধারণ করা ফুল এবং ক্যাট্টাসের ছবি গুলো। সব গুলো ছবিই একদম নিক্ষুত হয়েছে। ছবি গুলোর কালার, কন্ট্রাস্ট, লাইট একদম পারফেক্ট। এভাবেই এগিয়ে চলুন ভাইয়া শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাহির ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও দাদা দারুন দারুন ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। কেয়ালিলি গাছটি আমি প্রথম দেখলাম দারুন লাগলো বিশেষ করে সাদা ফুলটি খুব ভালো লাগছে। তার সাথে পাতাকপি সবজি এবং লাল রঙের ক্যাকটাস গাছটি খুব সুন্দর লাগছে
অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগতা দি ❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কেয়ালিলি ফুলের ছবি দারুণ লাগলো এই ফুলটি আগে দেখেছি কি না মনে করতে পারছিনা।
ফুটন্ত পদ্মের মত যে গাছ সেটিও দারুণ। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সনিয়া আপু সুন্দর মন্তব্য করার জন্য । শুভ কামনা আপনার জন্য ❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো । আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিউল ভাই ভালোবাসা নিবেন। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফির তো প্রশংসা করতেই হয় সেই সাথে ফটোগ্রাফের বর্ণনাগুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন বিষয়টি আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য এভাবেই এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মুন্না ভাই ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফিগুলো জাস্ট অসাধারণ হয়েছে। প্রতিটি ছবির ফোকাস একদম পারফেক্ট ছিলো। আপনার ফটোগ্রাফি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিবেন ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফি গুলো তো অনেক অসাধারণ ছিল। আসলে ফটোগ্রাফি করাও একটা আর্ট। সুন্দরভাবে যদি ফটোগ্রাফি করতে না পারে তাহলে সেটা কোন ফটোগ্রাফির পর্যায়ে পড়ে না। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং তা উপস্থাপন করেছেন। আমার কাছে তো বেশি ভালো লেগেছে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থ্যাংক ইউ সো মাচ। ❤️ ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য 💐
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। 💐❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit