তুমি ভাল থেকো ।। 10% for shy-fox

in hive-129948 •  2 years ago  (edited)

◾️ ২৫ জুলাই
▪️ সোমবার


আসসালামু আলাইকুম / আদাব


কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে মা কে নিয়ে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভাল লাগবে। তো চলুন শুরু করা যাক।

care-gc17f5161b_1280.png

ফ্রি ইমেজ লিংক

তুমি ভাল থেকো


আমার প্রথম কান্না শুনে -
মুচকি হেসে বলেছিলে তুমি আমার দিকে অপলক,
তোমার দু'চোখ বেয়ে হয়ত গড়িয়েছিল আনন্দাশ্রু ।

আমার কারণে -
কতরাত নির্ঘুম কাটিয়েছো তুমি,
ভেজা কাপড়ে থেকে গেছো কনকনে শীতে
কিন্তু গ্রীস্মেও কখনো ভেজা কাপড়ে রাখোনি আমায় ।

যখন স্কুলে যেতাম -
শতশত উপদেশ পকেট ভরিয়ে দিয়ে,
রাস্তায় দাঁড়িয়ে থাকতে দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত ।

মুক্তিযুদ্ধের সময় -
বিমানের শব্দ শুনে ছুটে যেতাম বাড়ির বাইরে ।
আর তখন তুমি -
কী এক আশঙ্কায় দ্রুত ফিরিয়ে আনতে আমায় ।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলাম শহরের স্কুলে,
আমার হেঁটে স্কুলে যাওয়া তোমাকে কষ্ট দিত প্রতিদিন ।
সত্যি মাগো, তোমার জন্যই তো পেয়েছিলাম-
একটি নতুন হিরো বাইসাইকেল ।

যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি-
সেখানে সামান্য গণ্ডগোলের কথা শুনলেই
অসম্ভব বিচলিত হয়ে পড়তে তুমি,
আমার খবর নিতে সকাল-বিকেল-সন্ধ্যায় ।

চোখের আড়ালে থাকি
এমনটি চাওনি কখনো তুমি।
তথাপি চরম বাস্তবতায়, বহুদূরেই থাকতে হলো ।

প্রায়ই কথা হতো মুঠোফোনে,
মাঝে মাঝে দেখা হতো ছুটির ফাঁকে কিংবা কোন উপলক্ষে,
কাছে পেলেই তুমি বলতে, 'বাবা তোমাকে রোগা দেখাচ্ছে কেন?'
হঠাৎ খবর পেলাম -
অসুখ বেড়ে যাওয়ায় তোমাকে নেয়া হয়েছে হাসপাতালে ।
ছুটে গেলাম তোমার কাছে। বললাম, 'মাগো আমি এসেছি' ।
ঠোঁট দুটো নেড়ে অস্ফুট ভাবে বললে,
'বাবা তুমি ভাল থেকো' ।

চিকিৎসা চলছে যথারীতি
ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যথাসাধ্য,
এরই ফাঁকে, রাত শেষে সবাই জাগল প্রাকৃতিক নিয়মে
আর তুমি- নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লে
মহাকালের কোলে মাথা রেখে।

অপত্য স্নেহে খাইয়েছ, পরিয়েছ,
হাটতে শিখিয়েছ পৃথিবীর বুকে,
ক্ষতি করতে পারেনি কোন অশুভ শক্তি তোমার কারণে ।
স্নেহের আঁচলে ঢেকে রেখেছ আজীবন ।

অথচ সেই আমিই
আমার শক্ত দুই হাতে (অব্যক্ত যন্ত্রণায়)-
তোমাকে শুইয়ে দিলাম অন্ধকার প্রকোষ্ঠে, না ফেরার দেশে!
আমার দৃঢ় বিশ্বাস -
মহান সৃষ্টিকর্তার পুরষ্কার তোমার মত মায়ের জন্যই ।
কায়মমে প্রার্থনা করি মাগো, 'তুমি ভাল থেকো ! খুব ভালো ' ।

divider.png

আমার পরিচয়

santo.jpg

আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। দেখে অনেক সুন্দর লাগছে। কালার
কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

হাহাহ। লিখলাম কবিতা হয়ে গেলো ডিজিটাল আর্ট

ফানি ছিলো ব্যাপারটা। 🤣

খেয়াল করেনি হয়তো। মাঝে মাঝে এমন হয় । ব্যাপার না 😊