◾️ ২৯ জুন
▪️ বুধবার
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
গত কয়েকদিন আগে আমার খুব কাছের একজন বন্ধু এসেছিল ঢাকাতে। আসলে সে এসেছিল ল্যাপটপ কেনার জন্য। সেই গল্পটি আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হয়তো টাইটেল দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যা বন্ধুরা ঠিকই ধরেছেন। একটি চমৎকার আনন্দঘন সময় পার করেছিলাম গত কয়েকদিন আগে। আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে শেয়ার করি।
আমি যখন ভার্সিটিতে ২য় বর্ষে ছিলাম তখন পড়াশুনার অতটা চাপ ছিল না। প্রায় প্রতিদিন বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে যেতাম গান বাজনা করার জন্য। কিন্তু এখন কোনো কোনো সপ্তাহে একবারও যাওয়া হয়ে উঠে না ব্যস্ততার কারনে। যাইহোক, গত শুক্রবারে ভাবলাম একটু লেকের দিকে যাবো। শুভও বলতেছিলো গান বাজনা করার কথা। তাই আমাদের ফোক ব্রাদার্স ব্যান্ড এর সকল ভাই ব্রাদারদের সাথে কথা বলে সবাইকে লেকে আসতে বলি।
সন্ধ্যার দিকে আমি ও শুভ বাসা থেকে বের হয়ে লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আমার বাসা থেকে লেকে রিকশায় যেতে বড়জোর ২০ মিনিট এর মতো টাইম লাগে। দুই বন্ধু মিলে একটা সেলফি নিয়ে নেই ।
ধানমন্ডি ১০/এ রোড থেকে একটি রিকশা নিয়ে দুই বন্ধু হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। অনেক দিন পরে গান বাজনা করার জন্য যাচ্ছি তাই কেমন জানি ভাল লাগছিল। আমার অন্য ভাই ব্রাদাররা অলরেডি এসে গেছে। আমিই লেট। বারবার ফোন দিচ্ছিল তারা। যাইহোক, যাওয়ার সময় আশে পাশের কিছু ছবি তুলেছি। শেয়ার করছি আপনাদের সাথে।
রাস্তাঘাট ফাকাই ছিল। তাই লেকে যেতে বেশি সময় লাগেনি। শুক্রবারের দিন রবীন্দ্র সরোবরে লোকজনের অনেক ভিড় হয়। ছুটির দিনে সবাই এখানে এসে লেকের পাড়ে তাদের ফ্যামিলি ও কাছের মানুষদের সাথে সুন্দর একটি সময় অতিবাহিত করেন। আমরা যেদিন গেছিলাম সেদিন তুলনামুলকভাবে ভিড় একটু বেশিই ছিল।
অনেক দিন পর সবার সাথে দেখা। গিয়ে দেখি তারা বসে বসে সবাই জ্যামিং করছে। সবার সাথে কুশল বিনিময় করে ইউকেলেলে নিয়ে বসেছি ঠিক তখনই দেখি মাগরিব এর আযান দিচ্ছে। তাই গান বাজনা শুরু করার জন্য কিছুক্ষন ওয়েট করলাম। সেই সাথে চা খেতে খেতে সবার সাথে বেশ ভালোই আড্ডা দিচ্ছিলাম।
সেইদিন বেশ বাতাস ছিল। পরিবেশটাও অনেক ভাল লাগলছিল। মঞ্চের একপাশে বসে সুমন ভাই লালন সাইজির একটি গান ধরলো। আমি ইউকেলেলে বাজাচ্ছিলাম। সেই সময় শুভ একটি শর্ট ভিডিও বানিয়ে নেয়। নিচের লিংক এ ক্লিক করে তা দেখে নিতে পারেন।
শর্ট ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন
তো একের পর এক গান করতে করতে সেখানে অনেক মানুষের ভিড় লেগে যায়। প্রতিবারই এমন হয়। সবার সাথে একসাথে গান করতে বেশ ভালই লাগে। বিল্লাল ভাই বাংলার লিজেন্ড সাধুগুরু অনাথবন্ধু ঘোসের একটি আনকমন গান শুরু করে দেন। গানটির নাম বল রসনা বারে বারে যতন করে বল । আনকমন গান বলার কারন হচ্ছে অনেক মানুষের মধ্যে কমন গান ধরলে তারা যে যার মতো গানে টান দেয়। আমাদের বাদ্যযন্ত্রের সাথে মিল খায় না। শুনতে বাজে লাগে। তাই একটু আনকমন টাইপের গান লোকজনের ভিড় বেশি হলে গাওয়া হয়। তবে সব সময় যে এমন করা হয় তা না। দর্শকের রিকুয়েস্টের কিছু কমন গানও আমরা সবাই মিলে গেয়ে অনেক আনন্দ করি। নিচের ভিডিওটি দেখুন। লোকজনের অনেক ভিড় ছিল। তাই সাউন্ড কোয়ালিটি ভাল আসেনি। দয়া করে হেডফোন লাগিয়ে শুনবেন।
প্রায় দুই ঘন্টার বেশি গান বাজনা করার পর আমরা সবাই চা খাওয়ার জন্য যাই। সেখানে আড্ডা দিতে দিতে ঘড়িতে দেখি রাত ১০ টার মতো বেজে গেছে প্রায়। আর দেরি না করে রিকশা নিয়ে বাসায় চলে আসি।
খুবই চমৎকার একটি সন্ধ্যা কাটিয়েছি সবার সাথে। আমার বন্ধু শুভরও অনেক ভাল লেগেছে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভাল লাগছে। তো আজ এ পর্যন্তই শেষ করছি। দেখা হবে আগামিকাল অন্য কোনো লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ্ হাফেজ।
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | রেডমি নোট ৭ প্রো |
লোকেশন | what3words Location |
আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।
শুভেচ্ছান্তে
@rokibulsanto
এই আড্ডা গুলো বড্ড বেশী মিস করি এখন। মন ছুয়ে গেল গানের সাথে আপনাদের সবাইকে এত প্রাণবন্ত দেখে । আপনি দোতারা স্টাইলে দারুন বাজান কিন্তু ভাই 👌👌। আমার খুব ইচ্ছে। কিন্তু সময় দেওয়াই হয় না আর। তবে সব ঝামেলা কাটিয়ে একটু একটু করে সময় দেব ভাবছি। দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও কর্ড বেশ ভাল বাজান ভাই। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালবাসা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রসনা বল বল বল খুবই চমৎকার হয়েছে গানটি।গানটির তালে তালে খুবই চমৎকার ভাবে গিটার বাজিয়ে ছিলেন যা দেখে আমি অভিভূত হলাম।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে গানটি শুনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই বেশ তো বাজালেন দোতারা খানি। আপনার দোতারা বাজানো দেখে আমার ভীষণ নাচার ইচ্ছে হচ্ছিল। কিন্তু আপনি সামনে নেই তাই আর নেচে দেখাতে পারলাম না। গান বাজনার মাধ্যমে খুবই আনন্দময় সময় কাটিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। মনে হচ্ছিল এই আনন্দে আমিও সামিল হতে পারলে ভীষণ আনন্দ উপভোগ করতে পারতাম। আপনার আনন্দঘন মুহূর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে জামাইবাবু। চলে আসেন । একদিন গান বাজনা করবো আপনাকে সাথে নিয়ে। শুভ কামনা থাকবে আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দারুণ বাজালেন। আপনার বাজানো শুনে ভীষণ ভালো লাগলো। তাছাড়া এই রকম গানের আসর সামনাসামনি কখনো দেখা হয়নি। পুরো মুহূর্তটা যেন অসাধারণ আনন্দের ছিল। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর এবং আনন্দের একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামনে থেকে এমন গানের আসরে যদি থাকেন তবে অনেক ভাল লাগবে আপনার। কোনদিন যদি লেকে আসেন তবে এমন গান উপভোগ করতে পারবেন। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর করে বাজালেন ভাইয়া। আপনার আজকের পোস্ট সত্যি এককথায় দুর্দান্ত হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। পোস্টটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit