এবিবি গ্রাজুয়েশন By rokibulsanto ।। 10% for shy fox

in hive-129948 •  3 years ago  (edited)

◾️ ১৬ মার্চ
▪️ বুধবার


আসসালামু আলাইকুম / আদাব

কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন। আজকে আমি খুব খুশি কারন এবিবি স্কুলের প্রত্যেকটি স্টেপ পার করে অবশেষে ভেরিফাইড হতে পেরেছি ☺। আমার বাংলা ব্লগে আমার জার্নি ও এবিবি স্কুলে থাকাকালীন অনুভুতিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তার সাথে এবিবি স্কুলের সকল অর্জন পোস্টগুলো একসাথে করে আপনাদের মাঝে প্রকাশ করছি।

banner.png

ক্যানভা দিয়ে তৈরী করা হয়েছে

আমার অর্জনগুলো

divider.png

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার যাত্রা শুরু হয় বিগত ২ মাস আগে থেকে। এর আগে আমি Newcommers community তে achievement পোস্টগুলো কমপ্লিট করেছিলাম কিন্তু সেখানে ব্লগিং কিভাবে করতে হয় সে ব্যাপারে পুরোপুরি ধারনা অর্জন করতে পারিনি। তার পর আমার এক বন্ধুর মাধ্যমে এই সুন্দর কমিউনিটি সম্পর্কে জানতে পারি এবং ডিস্করডে জয়েন হই।

জয়েন হওয়ার পর জানতে পারি এখানে স্টিমিট প্লাটফর্ম এবং একজন প্রফেশনাল লেভেল এর ব্লগার হওয়ার জন্য যেসব বিষয় জানা প্রয়োজন তা হাতে কলমে শেখানো হয়। বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই কমিউনিটির ফাউন্ডার আমাদের সকলের প্রিয় দাদাকে যিনি এবিবি স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নবীনদের জন্য শিক্ষা নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন।

আমাদের সবার পছন্দের মানুষ @shuvo35 ভাইয়ের দ্বারা ভয়েস ভেরিফিকেশনের মাধ্যমে লেভেল ওয়ানের ক্লাস করা শুরু করি। লেভেল ওয়ানে আমাদের পাঠদান করান আমাদের সম্মানিত প্রফেসর @engrsyful ভাই। এভাবে প্রতিটি লেভেলই খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারি আমাদের প্রফেসর @hafizullah ভাই , @rex-sumon ভাই, @moh.arif ভাইয়ের কাছ থেকে। তাছাড়া আমাদের মডারেটর প্যানেলের @nusuranur আপু , @alsarzilsiam ভাই, রুপক ভাই, আইরিন আপু আমাদের সব সময় গাইড লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। আপনাদের ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। অনেক অনেক ভালোবাসা থাকবে আপনাদের জন্য। আপনাদের থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে একজন কোয়ালিটিফুল ব্লগার যেন হতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। ইনশাল্লাহ কমিউনিটির সকল নিয়মকানুন মেনে নিয়মিত লেখালেখির মাধ্যমে এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করবো।

divider.png

যারা এবিবি স্কুলের বিভিন্ন লেভেল এ অবস্থান করছেন আপনাদের উদ্যেশ্যে বলতে চাই আপনারা সেসব বিষয় বা যে টপিকগুলো সম্পর্কে শিক্ষা নিচ্ছেন এগুলো কেউ এত যত্ন করে আপনাকে শেখাবে না। সবার উচিত আমাদের সম্মানিত প্রফেসরদের প্রতি সম্মান রেখে তাদের থেকে প্রাপ্ত লেকচারগুলো নিজের আয়ত্তে এনে নিজের স্কিল ডেভেলোপ করা। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা থাকলো।

divider.png

এবিবি-স্কুল মিস করবো এমন বলবো না কারন আমরা এখনও ক্লাসগুলোতে জয়েন হয়ে চুপ করে ক্লাসগুলো করতে পারবো। তো যাইহোক এই ছিল আমার গ্র্যাজুয়েশন হওয়ার পিছনে সকল অর্জন ও অনুভূতি। সবার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে অনেক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

verifiedss.PNG

কাঙ্ক্ষিত সেই ট্যাগ অবশেষে আমার নটিফিকেশনে 😍

divider.png

শুভেচ্ছান্তে

@rokibulsanto

Mybanner.png


blogPng.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এক সময় আমিও এই এবিবি স্কুলের নিয়মিত একজন ছাত্র ছিলাম। আমি অনেক কষ্ট করেছি নিজের নামে সাথে এই ভেরিফাইড নামটা যুক্ত করার জন্য। তবুও খুব মিস করি সেই সময় গুলোকে। ধন্যবাদ ভাইয়া আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন সবসময়।

খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনি খুবই সুন্দর ভাবে আপনার মনের অনুভূতিগুলো প্রকাশ করেছেন। আমিও অনেক মিস করি এই ক্লাশ করার দিনগুলো। তবে এবিবি স্কুলের ক্লাশ করার কথা আমার সারা জীবন মনে থাকবে।

ধন্যবাদ দাদো। ভালবাসা নিও

যাক অবশেষে সব চড়াই-উৎরাই পার করে নিজেকে ভেরিফাইড মেম্বার হিসেবে জাহির করেছে। এবং সুন্দর ছিল আপনারা কি জানেন যাত্রাপথের অভিজ্ঞতাগুলো। আশা করছি আপনার সামনের দিনগুলো অনেক আরো সুন্দর হবে।

ধন্যবাদ আপনাকে ভাই

ভেরিফাই ট্যাগ পাওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি এবিবি স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার বিষয় গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যি অনেক অসাধারণ ছিল। ভিন্নধর্মী এই পোষ্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাই

অবশ্যই ভাই আপনার জন্য দোয়া করি আপনি যেন ভবিষ্যতে একজন কোয়ালিটি ব্লগার হতে পারেন। আমাদের এ কমিটিতে প্রতিটা মানুষ ভেরিফাইড হওয়ার পিছনে একটা গল্প থাকে ঠিক তেমনি ভাবে আপনার ভেরিফাইড হওয়ার পিছনে একটি গল্প এবং কিছু কঠোর পরিশ্রম ছিল। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️

ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন আমার জন্য।

আপনি অনেক সুন্দর করে আপনার অনুভূতি গুলো শেয়ার করেছেন। হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমাদের ফাউন্ডার আর, এম, ই দাদা এবিবি স্কুলের উদ্যোগ নিয়েছে ভাল ব্লগার গড়ে তোলার জন্য। তবে দুঃখের বিষয় আমরা সেই সময় এই সুযোগটা পাই নাই। আর এখন যারা এই সুযোগটা পাচ্ছে তারা অবহেলা করছে। বিনে পয়সায় কেবা কাউকে কি শিখাতে চায় এ প্রশ্নটা নতুন মেম্বারদের অনেকের মনের মাধ্যমে জাগে না। তবে যাদের শিক্ষার আগ্রহ আছে তারা অবশ্যই আপনার মতই সামনে এগিয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন এবিবি স্কুলের লেকচারার, প্রফেসর, এবং সহকারি প্রফেসররা যারা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করার পরে ক্লাসগুলো করান। তাই আমিও সকলকে অনুরোধ করবো যাতে মন দিয়ে ক্লাস গুলো করেন। এবং একজন ভাল ব্লগার হিসেবে নিজেকে গড়ে তোলেন। আমাদের সাথে আপনার এবিবি স্কুলের অনুভূতিগুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা রইলো আপনার প্রতি। ভালো থাকবেন।