লেভেল ৩ হতে আমার অর্জন by @rokibulsanto || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago 

◾️ ০১ ফেব্রুয়ারি
▪️ মঙ্গলবার


আসসালামু-আলাইকুম বন্ধুগণ
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। আজকে আমি আমার লেভেল-৩ এর লিখিত পরীক্ষা দিতে চলেছি আপনাদের মাঝে। পরীক্ষা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সকলের প্রিয় দাদাকে যিনি @abb-school প্রতিষ্ঠার মাধ্যমে ব্লগিং ক্যারিয়ার এ একজন কোয়ালিটিফুল ব্লগার তৈরী করতে যেসব বিষয় জানা আবশ্যক তা তিনি আমাদের সম্মানিত প্রফেসরগণদের দ্বারা শেখানোর একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন।

level3pic.jpg

আমি লেভেল-১ এবং লেভেল-২ পার করে এবার লেভেল-৩ এর পরীক্ষায় বসেছি। লেভেল-৩ তে আমাদের সম্মানিত প্রফেসর হাফিজ ভাই এবং ইঞ্জিনিয়ার সাইফুল ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝিয়েছেন। বিষয়গুলো হলোঃ
☛ মার্কডাউন
☛ কনটেন্ট
☛ কিউরেশন

এবার আমি লেভেল-৩ এর প্রশ্নউত্তর পর্বের মাধ্যমে উপরের বিষয়গুলো বুঝানোর চেষ্টা করবো।

☛ মার্কডাউন কি ?

✅উত্তরঃ আমরা যদি স্টিমিট প্লাটফর্মে কোয়ালিটিফুল আকর্ষণীয় কোন ব্লগ ক্রিয়েট করতে চাই তবে আমাদের এই মার্কডাউন এর ব্যবহার সম্বন্ধে ভালো ধারনা রাখতে হবে। মার্ক ডাউন হচ্ছে লেখাকে সুন্দরভাবে পাঠকদের কাছে দৃষ্টি নন্দন করে তুলার জন্য কিছু টেক্সট ফরমেট। এই মার্ক ডাউন করা হয় সাধারনত ২ ভাবে। এক হচ্ছে HTML কোড ব্যবহার করে। আরেকটি হচ্ছে নির্দিষ্ট কিছু symbol ব্যবহার করে। কিছু মার্ক ডাউন কোডের উদাহারন হচ্ছেঃ লেখাকে বোল্ড করা, ইতালিক করা, টেক্সট জাস্টিফাই করা, হাইপারলিংক করা, লাইন ব্রেক দেয়া, হোরিজেন্টাল রো দেয়া ইত্যাদি।

☛ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

✅উত্তরঃ মার্কডাউন কোডের ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারন কোন পোস্ট এ যখন মার্কডাউন ব্যবহার করা হবে তখন সেই পোস্টটি পড়তে পাঠকের খুব ভালো লাগবে এবং মেইন বিষয়বস্তু বুঝতে তার জন্য সহজ হবে। আর মার্কডাউন ব্যবহার করা ছাড়া পোস্ট কখনও অতটা কোয়ালিটিফুল মনে হয় না। সুন্দর ভাবে পয়েন্টগুলো হাইলাইট করে যখন কোন বিষয়বস্তু আলোচনা করা হয় তখন তা বুঝতে সুবিধা হয় এবং পড়তেও ভালো লাগে নিজের। আর একজন পাঠক যখন কোন কিছু খুজতে আসবে তখন সে যদি সেই পোস্ট এ তার কাঙ্ক্ষিত লেখাটি সুন্দর ভাবে পয়েন্ট আকারে পেয়ে যায় সে তখন ভোট দিয়ে যাবে এবং তার মাধ্যমে আমরা বেনিফিটেড হব। আর এইটা একমাত্র পসিবল আমাদের কন্টেন্ট কে মার্ক ডাউন দিয়ে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার মাধ্যমে।

☛ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

✅উত্তরঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে তিনভাবে দৃশ্যমান করে দেখানো যায়। নিচে পয়েন্টগুলো দেয়া হলঃ
◼️ আমরা যদি কোড এর আগে ব্যাকস্লাশ (\) দেই তবে কোডগুলো দৃশ্যমান থাকবে।
◼️ আমরা যদি কোডটির আগে চারটি (৪) টি স্পেস দিয়ে শুরু করি তবেও কোডগুলো দৃশ্যমান থাকবে।
◼️ আমরা যদি কোডটির আগে এবং পরে এপোস্ট্রপি (`) দেই তবেও কোডগুলো দৃশ্যমান থাকবে।

☛ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।


✅উত্তরঃ
ইনপুট

|sl|name|address|
|-|-|-|
|01|rokibulsanto|Dhanmondi|
|02|mahdihasan|Jigatola|
|03|Mithun|Farmget|


আউটপুট

slnameaddress
01rokibulsantoDhanmondi
02mahdihasanJigatola
01MithunFarmget

☛ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

✅উত্তরঃ সোর্স আমরা ২ ভাবে উল্লেখ করতে পারি । HTML কোড এর এংকর ট্যাগ ব্যবহার করে। আরেকটি হচ্ছে সিম্বোল ব্যবহার করে। ২টিই আমি নিচে দেখাচ্ছি। HTML কোড ইউজ করার চেয়ে সিম্বোল দিয়ে হাইপারলিঙ্ক করা সহজ। এখানে আমরা তৃতীয় বন্ধনির এর ভেতর সোর্স দিব তারপর প্রথম বন্ধনির ভেতর লিংক দিয়ে দিব।

◼️ <a href="www.google.com">Google</a>
◼️[Google](www.google.com)


☛ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

✅উত্তরঃ HTML কোড

<h1>আমার বাংলা ব্লগ</h1>
<h2>আমার বাংলা ব্লগ</h2>
<h3>আমার বাংলা ব্লগ</h3>
<h4>আমার বাংলা ব্লগ</h4>
<h5>আমার বাংলা ব্লগ</h5>
<h6>আমার বাংলা ব্লগ</h6>

সিম্বোল কোড

# আমার বাংলা ব্লগ
## আমার বাংলা ব্লগ
### আমার বাংলা ব্লগ
#### আমার বাংলা ব্লগ
##### আমার বাংলা ব্লগ
###### আমার বাংলা ব্লগ

আউটপুট

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ

☛ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

✅উত্তরঃ

<div class="text-justify">
</div>


☛ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

✅উত্তরঃ কোন একটি কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় এর উপর গুরুত্ব দেয়া উচিত। তা হচ্ছে আমরা ঐসব বিষয় নিয়ে কন্টেন্ট বানাবো যেগুলোতে আমাদের ভালো জ্ঞান, অভিজ্ঞতা আছে এবং সৃজনশীলভাবে তা সবার মাঝে তুলে ধরতে পারবো সেইসব বিষয় আমাদের নির্বাচন করতে হবে।

☛ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

✅উত্তরঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারন কোন একটি বিষয় যদি আমি নিজেই ভালোভাবে না জানি তাহলে অন্য কাউকে কিভাবে সেই বিষয় সম্পর্কে ধারনা দিব! কখোনোই কোন বিষয়বস্তু নিয়ে অন্য কাউকে শেখানো যাওয়াটা উচিত নয় যতক্ষন পর্যন্ত না সেই বিষয় সম্পর্কে নিজের ভালো জ্ঞান থাকে।

☛ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

✅উত্তরঃ ৩.৫ ডলার ।

☛ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

✅উত্তরঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল হলো ৫ মিনিট পরে ভোট দেয়া, ভালো কোয়ালিটিফুল কনটেন্ট এ ভোট দেয়া, যে পোস্টগুলোতে বেশি পরিমান ভোট পড়ে অর্থাৎ টেন্ডিং পোস্টগুলোতে ভোট দেয়া, ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দেয়া।

☛ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

✅উত্তরঃ @Heroism কে ডেলিগেট করলে বেশি আর্ন হবে। এর কারন হচ্ছে আমি যদি নিজে কিউরেশন করি তবে আমার ক্ষুদ্র স্টিম পাওয়ার দিয়ে বেশি পরিমান কিউরেশন রেওয়াড আসবে না । কিন্তু আমি যদি হিরোইজম কে আমার পাওয়ার ডেলিগেট করে দেই তবে হিরোইজম তার বিশাল পাওয়ার নিয়ে ভালো ভালো কনটেন্ট এ ভোট দিয়ে কিউরেশন রেওয়াড আর্ন করবে এবং সেখান থেকে আমার অংশটুকু দিয়ে দিবে । এছাড়াও আমার নিজের পোস্ট এ এসেও হিরোইজম ভোট দিয়ে যাবে এতে করে আমি স্টিম ডলার ও পাবো এবং সাথে এস পি ও পাবো । তাই আমার মতে হিরোইজম কে ডেলিগেট করলে সবদিক থেকেই আমাদের বেশি আর্ন হবে।

cc: @alsarzilsiam


সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লিখিত পরীক্ষা এখানেই শেষ করছি।



Mybanner.png


blogPng.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার উপস্থাপনা টি সত্যিই অসাধারণ ছিল। অন্যান্য যারা পরীক্ষা দিয়েছে তার তুলনায় একটু ব্যতিক্রম ভাবে আপনি আপনার পোস্টটি তৈরি করেছেন। আপনি মোটামুটি সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিয়াম ভাই আমাকে লেভেল দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন ভাই। আপনার জন্য অবিরাম ভালোবাসা 💛

লেভেল তিন হতে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এবং গুছিয়ে সেগুলো উপস্থাপন করেছেন।অভিনন্দন আপনাকে।শুভ কামনা রইলো।এগিয়ে যান।

ধন্যবাদ আশিক ভাই সুন্দর মন্তব্য করার জন্য

আপনার উপস্থাপনা টি সত্যিই অসাধারণ হয়েছে।অভিনন্দন ও শুভ কামনা রইলো আপনার জন্য এগিয়ে যান।

ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা থাকলো

লেবেল ৩ ক্লাস করে আপনি তো মনে হয় অনেক কিছুই শিখতে পেরেছেন। আপনি প্রশ্ন গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আমরাও ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আশা করব বাকি কাজগুলো করে অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ম্যাডাম সুন্দর মন্তব্য করার জন্য