DIY || চলো স্পাইডার ম্যান আঁকি ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য by rokibulsanto

in hive-129948 •  3 years ago 
হ্যালো বন্ধুগন ,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। আমি @rokibulsanto আপনাদের নতুন বন্ধু । প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে ছোট্ট একটি আর্ট নিয়ে এসে পড়েছি । আজকে আপনাদের সাথে আমি স্পাইডার ম্যান এর একটি ছবি ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করবো । আশা করছি সবার ভালো লাগবে ।
তো কথা না বাড়িয়ে চলুন পেপার পেন্সিল নিয়ে বসে পড়া যাক

8.jpg

ফাইনাল ছবি

প্রয়োজনীয় উপকরন
🟥 A4 সাইজের পেপার
🟥 2B পেন্সিল
🟥 Dark+ পেন্সিল
🟥 রাবার
🟥 কাটার
🟥 স্কেল

1.jpg


✔️স্টেপ-১

সর্ব প্রথমে আমরা স্পাইডার ম্যান এর মাথার অবয়বটি আঁকার চেষ্টা করবো । মাথার অংশটি আঁকার সময় আমাদের খুব -ই খেয়াল রাখতে হবে যাতে করে এটি বেশি মোটা অথবা চাপা না হয়ে যায় । মাথার অংশটি যত ভাল হবে চিত্রটি দেখতে তত সুন্দর লাগবে ।

2.jpg


✔️স্টেপ-২

এই ধাপে আমরা স্পাইডার ম্যান এর চোখ আঁকব । বাম চোখটি মাথার বাম দিকের বর্ডার এর সাথে লাগিয়ে দিব এবং চোখের লেয়ার টি হালকা চিকন ডাবল লেয়ারের করে দিব । অনুরূপ ভাবে ডান পাশের চোখটিতেও ডাবল লেয়ার করে দিব । ডানের চোখটি উপরের দিকে একটু চোঁওকা করে দিব

3.jpg


✔️স্টেপ-৩

এখন আমরা মাথার দাগগুলো টানবো । মাথার দাগ গুলো টানার জন্য প্রথমে ২ চোখের মাঝখান বরাবর একটি বিন্দু করে নিব । বিন্দু থেকে মাথার কপাল বরাবর ৩ টি দাগ আগে টানব ঠিক চিত্রে যেমন ভাবে দেখানো হয়েছে । এবার উপরের দাগগুলোর সাথে মিলিয়ে নিচের দিকের দাগ গুলো দিব এবং সাথে চোখের পাশের দাগ গুলোও

4.jpg


✔️স্টেপ-৪

এবার আমরা মাকড়শার জাল গুলো আঁকব । জালগুলো একটার সাথে আরেকটা একটু ঢেউ খেলানো ভাবে আঁকব ঠিক বাস্তবে মাকড়শার জাল দেখতে যেমনটি হয়ে থাকে । জাল গুলো খুব যত্ন করে আঁকার চেষ্টা করবো । জালগুলো যত ভাল হবে তত দেখতে সুন্দর লাগবে চিত্রটি ।

5.jpg


✔️স্টেপ-৫

এই ধাপে আমরা চোখের লেয়ারটি গাঢ় করে দিব ডার্ক প্লাস পেন্সিল ব্যবহার করে এবং এর সাথে মাথার আউট লাইনটি সহ ।

6.jpg


✔️স্টেপ-৬

উপরের ধাপে মূলত মাথার অংশটুকুর কাজ সম্পন্ন হয়েছে । এখন আমরা গলার নিচ থেকে সামান্য একটু অংশ আঁকব । মাথা থেকে বডির অংশটি পেন্সিল দিয়ে হালকা করে স্ট্রাকচার এনে পরে গাঢ় করে আঁকব । এইখানে কয়েকবার রাবার ব্যবহার করা লাগতে পারে । বডির অংশটি এঁকে মাঝের জালের মতো দাগগুলো এঁকে দিব যেমনটি আমরা মাথার ভিতরের জালগুলোর সময় এঁকেছিলাম ।

7.jpg


✔️ফাইনাল ছবি

আমরা ফাইনাল স্টেপ চলে এসেছি । ফাইনাল ফিনিশিং দেয়ার জন্য আমরা আউট লাইন গুলো যত্ন নিয়ে গাঢ় করে দিব এবং মাথার পিছনের অংশতে 2B পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দিব । এর মাধ্যমেই আমাদের স্পাইডার ম্যান অংকন শেষ হয়ে যাবে ।

8.jpg


✔️সেলফি স্টেপ

মাকড়শা ম্যান এর সাথে আমার সেলফি ।


আজ এ পর্যন্তই । দেখা হবে আগামিকাল ইনশাল্লাহ নতুন কোন টপিক নিয়ে । সবাই ভালো থাকবেন । এতক্ষন ধরে আমার পোস্টটি পড়ার জন্য আপনার প্রতি রইল আমার ভালবাসা ।

ধন্যবাদ

9.jpg


বিভাগ তথ্য
ডিভাইস শাওমি রেডমি নোট 4
লোকেশন ধানমন্ডি-১৯
আর্টিস্ট @rokibulsanto

শুভেচ্ছান্তে
@rokibulsanto


amarbanglblog.png


blogPng.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

  • স্পাইডার ম্যানের স্কেচ আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে এটি এঁকে দেখিয়েছেন। এ ধরনের আঁকা গুলো আমার খুবই ভালো লাগে দেখতে। সব সময় আপনার এই ধরনের তৈরি পোস্টগুলো দেখতে চাই। শুভকামনা রইল আপনার জন্য।

@nrocky71 ভাই ধন্যবাদ আপনাকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য । এ ধরনের পোস্ট ইনশাল্লাহ সামনে আরো নিয়ে আসবো ।পাশে থাকবেন ভাই ❤

অসাধারণ একটি স্কেচ আর্ট। অনেক ভালো লেগেছে। মার্কডাউন এর জন্য পোস্টটি আরো চমকপ্রদ হয়ে ওঠেছে।

@shakib735 ধন্যবাদ ভাই

ভালোবাসার স্পাইডারম্যান 😍
আমি স্পাইডারম্যানের বিশাল বড় ফ্যান। আপনি সেই স্পাইডারম্যানের খুব সুন্দর স্কেচ একে ফেলেছেন। খুবই সুন্দর হয়েছে আর চমৎকার উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।

@munna101 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ❤