আর্ট || একটু ভিন্ন ভাবে করা ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট

in hive-129948 •  6 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। তোমরা সবাই জানো যে, আমি ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশি ভালোবাসি। এই কারণেই এই ম্যান্ডেলা আর্টগুলো বেশি করা হয় আমার । তবে ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে আমি সব সময় এই বিষয়টা খেয়াল রাখি যে, ম্যান্ডেলা আর্টের মধ্যে ভিন্নতা নিয়ে আসা । আজকে তোমাদের সাথে একটি ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আমি অনেকদিন আগেও একটি ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এবার একটু ভিন্নভাবে ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্টটি করেছি আমি। এই আর্টটি করতে আমার অনেকটাই সময় লেগেছে। আসলে ম্যান্ডেলা আর্টগুলো অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয় তাহলে তা দেখতে সুন্দর ও নিখুঁত হয়। যাইহোক, আর্টটি তোমাদের কেমন লাগলো তা তোমাদের মন্তব্যের মাধ্যমে জানিও । আর্ট করার প্রত্যেকটি ধাপ আমি নিচে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টটি দেখে নেওয়া যাক।


InShot_20240730_074559167.jpg



প্রয়োজনীয় উপকরণ:

▪️সাদা আর্ট পেপার
▪️বিভিন্ন কালারের স্কেচ পেন
▪️কালো জেল পেন
▪️স্কেল
▪️পেন্সিল
▪️কম্পাস

20240713_153203.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে স্কেল ও পেন্সিলের সাহায্যে দুটি দাগ টেনে নিলাম এবং পেন্সিলের সাহায্যে পুরো ল্যাম্পপোস্টের চিত্রটি অঙ্কন করে নিলাম।

20240713_114930.jpg20240713_115214.jpg

20240713_121811.jpg

দ্বিতীয় ধাপ

এবার ল্যাম্পপোস্টের মাঝ বরাবর পেন্সিল ও কম্পাসের সাহায্যে চারটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং কালো জেল পেনের সাহায্যে পুরো চিত্রটি হাইলাইটস করে নিলাম। এখন ল্যাম্পপোস্টের নিচের অংশে পেন্সিলের সাহায্যে কিছু ঘাসের চিত্র অংকন করে নিলাম।

20240713_122421.jpg20240713_123608.jpg

20240713_124937.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে ল্যাম্পপোস্টের নিচের অংশ কালো স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম এবং সব থেকে ছোট বৃত্তটির মধ্যে কালো জেল পেনের সাহায্যে ডিজাইন করে নিয়ে একটি স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240713_125748.jpg20240713_131022.jpg

চতুর্থ ধাপ

অন্যান্য বৃত্ত গুলোর মধ্যেও একই ভাবে কালো জেল পেনের সাহায্যে কিছু চিত্র অঙ্কন করে নিয়ে স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240713_132300.jpg20240713_132551.jpg20240713_134940.jpg
20240713_142818.jpg20240713_144318.jpg

পঞ্চম ধাপ

এবার ল্যাম্পপোস্টের উপরের অংশে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিয়ে ভিন্ন ভিন্ন কালারের স্কেচ পেন দিয়ে পুরো ল্যাম্পপোস্টে কালার করে নিলাম।

20240713_150224.jpg20240713_151138.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে কালো জেল পেনের সাহায্যে দুটি পাখির চিত্র অঙ্কন করে নিলাম। এভাবেই আমার আর্ট তৈরীর কাজ সম্পন্ন করলাম এবং সবশেষে নিজের নাম লিখে নিলাম।

20240713_152728.jpg20240713_152750.jpg

20240713_152921.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট দেখে সত্যিই অনেক ভালো লেগেছে দাদা। এই আর্টগুলো করা অনেক সময়ের ব্যাপার। আর ধৈর্য নিয়ে আপনি ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। দারুন একটি আর্ট শেয়ার করেছেন।

এই আর্টগুলো করা অনেক সময়ের ব্যাপার।

হ্যাঁ আপু, এটা ঠিক কথা বলেছেন। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

এই আর্টগুলো কিন্তু অনেক ধৈর্য এবং সময় নিয়ে অঙ্কন করা লাগে। ম্যান্ডেলা আর্ট আমি অনেক পছন্দ করি দেখতে। আর কালারফুল ভাবে অঙ্কন করা হলে তো আরো বেশি মনোমুগ্ধকর লাগে। আপনি এই সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্ট টি ভিন্নভাবে করার কারণে দেখতে দারুণ লাগতেছে। ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট এক কথায় দারুন ভাবে করেছেন। আপনি প্রতিনিয়তই অনেক নিখুঁতভাবে এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করেন, যেগুলো আমার কাছে সবসময় খুব ভালো লাগে।

আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

ম্যান্ডালা আর্ট এর প্রতি আপনার একটা অন্য রকম ভালোবাসা আছে তা আপনার আর্টগুলো দেখলেই বুঝা যায়।বেশ সময় নিয়ে আঁকেন। আর তাই দেখতে বেশ সুন্দর হয়।আপনার আঁকা আজকের ম্যান্ডালা আর্টটিও বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি যে আপনার কাছে সুন্দর লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু আমি।

কালারফুল ল্যাম্প পোস্টটি দেখে মুগ্ধ হলাম ভাইয়া।অসাধারণ হাতের আর্ট আপনার দাদা।ধন্যবাদ চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।

আমার এই আর্ট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব খুশি হলাম আপু আমি। আমার হাতের কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি বরাবর ই ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকেন।আর এ ধরনের আর্টগুলো সময় ও ধৈর্যের দরকার হয়। আপনি সময় ও ধৈর্য ধরে সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে আর্টটি খুব ভালো লেগেছে। আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে খুব ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

আপনি আর্ট করতে ভালোবাসেন জেনে ভালো লাগলো। আর্ট পোস্ট গুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে। তবে আপনি আজকে ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ সমূহ ধৈর্য ধরে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ভিন্ন ধরনের ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমার আর্ট পোস্টগুলো যে আপনার কাছে ভীষণ ভালো লাগে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। যাইহোক, আমার আজকে শেয়ার করা এই আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

এরকম সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি কালারফুল ম্যান্ডেলা আর্টগুলো দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি কয়েকটা কালার ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন, যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম আর্টগুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্যের দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।

এত সুন্দর ভাবে গুছিয়ে আমার এই আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার পোস্ট গুলো দেখে বুঝা যায় ভাইয়া আপনি ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশি ভালোবাসেন। তাই আপনার পোস্টে ম্যান্ডেলা আর্টগুলো বেশি দেখতে পাই।এটা ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্টগুলো অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। আর তাহলে দেখতে সুন্দর ও নিখুঁত হয়।আজও কিন্তু আপনার ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট এক্সিলেন্ট হয়েছে। বলব জাস্ট অসাধারণ আশা করি এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আরো দেখতে পারবো আপনার কাছ থেকে

এত সুন্দর ভাবে আমার এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

বাহ ভাইয়া আজকে আপনি ভিন্নভাবে খুব চমৎকার ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। এবং এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে মোটামুটি অনেক সময় লাগে। ধৈর্য ধরে ম্যান্ডেলা আর্ট গুলো করলে দেখতে বেশ অসাধারণ লাগে। সত্যি আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আমার শেয়ার করা এই ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা জেনে খুব ভালো লাগলো ভাই আমার। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই মেন্ডেলা চিত্র অংকন করেছেন। ধাপগুলো দেখতে পেয়ে ভালো লাগলো। রঙিন হওয়ার কারণে আরো সুন্দর লাগছে।

ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

তোমার আর্ট মানেই ভিন্নধর্মী।ম্যান্ডেলা আর্টগুলিতে ছোট ছোট অনেক কিছু ফুটিয়ে তোলা হয় বলে আমার কাছে বেশ ভালো লাগে।তাছাড়া খুবই নিখুঁত ও স্পষ্ট করে ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করেছো দাদা বরাবরের মতোই।পাখি দুটি ল্যাম্পপোস্টের উপর বাসা করবে বলে ভাবছে নাকি☺️☺️,ধন্যবাদ দাদা।

ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্টটি যে তোমার কাছে খুবই নিখুঁত ও স্পষ্ট মনে হয়েছে, সেটা জেনে অনেক ভালো লাগলো বোন আমার।

পাখি দুটি ল্যাম্পপোস্টের উপর বাসা করবে বলে ভাবছে নাকি☺️☺️,

সেটা হতে পারে বোন। হিহি.. 🤭🤭

ম্যান্ডেলা আর্টে ল্যাম্পপোস্টের ছবিটি অসাধারণ লিখেছেন। রংয়ের যে বৈচিত্র ছবিটিতে দিয়েছেন তা ভীষণ মনোমুগ্ধকর হয়েছে। অসাধারণ একটি চিত্রকলা। আপনার ছবি আঁকার দক্ষতা এক অন্য মাত্রায় ফুটে উঠলো। ল্যাম্পপোস্টের সঙ্গে ম্যান্ডেলা আর্ট এর যে মিশেল তৈরি করলেন তা অসাধারণ এবং অসামান্য একটি আর্টফর্মকে প্রকাশ করেছে।

আমার আর্ট করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। অনেক ভালো লাগলো আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি পড়ে।

আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করার করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন৷ আজকের এই আর্ট দেখে খুব ভালই লাগছে এবং এখানে আপনি আর্টের মধ্যে একেবারে ভিন্ন কিছু ডিজাইন দিয়েছেন এবং ভিন্ন ভিন্ন ধরনের রঙের সংমিশ্রণ দিয়ে এর সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করে ফেলেছেন৷

আমার শেয়ার করা এই আর্টটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

আপনাকে স্বাগতম৷