ডাই || লাল ফুলের ও সবুজ ঘাসের একটি ওয়ালমেট তৈরি

in hive-129948 •  8 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে বিভিন্ন রকমের ডাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সত্যি কথা বলতে, এই কাজগুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। তবে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভাবনা থেকে এই ডাই গুলো তৈরি করা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। তবে এই চ্যালেঞ্জিং কাজটি যদি শখের কাজ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা আর চ্যালেঞ্জিং মনে হয় না। যাইহোক, আমি এর আগেও তোমাদের সাথে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছি। আজকেও একটি ওয়ালমেট তৈরি করে দেখাবো তোমাদের। তবে এই ওয়ালমেটটি আগে তৈরি করা আমার যেকোন ওয়ালমেটের থেকে একটু ভিন্ন। আর আমি সব সময় চেষ্টা করি, আমার কাজগুলো ভেতরে একটু ভিন্নতা আনার জন্য। আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই নিজের সৃজনশীলতাকে আমি বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। যাইহোক, আজকের এই ওয়ালমেট আমি কেমন করে তৈরি করেছি, তা ধাপে ধাপে আমি নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।

InShot_20240528_050557189.jpg

InShot_20240528_050818304.jpg

20240526_162026.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●বিভিন্ন কালারের পেপার
●টিস্যু
●আঠা
●স্কেচ পেন
●এক্রোলিক কালার
●তুলি
●পেন্সিল
●কম্পাস
●কাঁচি
●স্কেল
●পুঁতি

20240526_154045.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কার্ডবোর্ডের উপর বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240526_120849.jpg20240526_120907.jpg20240526_121057.jpg

দ্বিতীয় ধাপ

এবার কেটে নেওয়া কার্ডবোর্ডের চারিদিকে আঠা দিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে অতিরিক্ত টিস্যু কেটে নিয়ে সাদা এক্রোলিক কালার ও তুলির সাহায্যে কার্ডবোর্ডের উপরে করে নিলাম।

20240526_121217.jpg20240526_121414.jpg20240526_121642.jpg
20240526_121854.jpg20240526_123004.jpg20240526_124420.jpg

তৃতীয় ধাপ

এবার সবুজ কালার পেপার নিয়ে তা কাঁচির সাহায্য কেটে নিলাম চিত্রের মতন করে।

20240526_125229.jpg20240526_125302.jpg20240526_125332.jpg
20240526_130011.jpg20240526_132755.jpg

চতুর্থ ধাপ

এবার কার্ডবোর্ডের উপরে আঠার সাহায্যে তৃতীয় ধাপে কেটে নেওয়া কাগজগুলো পরপর লাগিয়ে নিলাম এবং কার্ডবোর্ডের বাইরের অতিরিক্ত কাগজগুলো কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240526_133221.jpg20240526_133257.jpg20240526_133434.jpg
20240526_133739.jpg20240526_134323.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে, একটি কালার পেপার নিয়ে তা স্কেলের সাহায্যে ৩/৩ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে কেটে নিলাম। তারপর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে, পেন্সিলের সাহায্যে পাতা অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। একই ভাবে আরও কয়েকটি পাতা তৈরি করে নিলাম এবং সবুজ কালারের স্কেচ পেনের সাহায্যে পাতার উপর কিছু দাগ টেনে নিলাম।

20240526_134546.jpg20240526_134708.jpg20240526_134715.jpg
20240526_134741.jpg20240526_135927.jpg20240526_151756.jpg

ষষ্ঠ ধাপ

এবার একটি গোলাপী কালারের পেপার ৬/৬ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম এবং চিত্রের ধাপ গুলো অনুসরণ করে ফুলগুলো তৈরি করে নিলাম।

20240526_140354.jpg20240526_140409.jpg20240526_140553.jpg
20240526_140656.jpg20240526_140728.jpg20240526_140825.jpg
20240526_140902.jpg20240526_140959.jpg20240526_141035.jpg
20240526_141049.jpg20240526_141406.jpg20240526_141554.jpg
20240526_143645.jpg20240526_145558.jpg20240526_150219.jpg

সপ্তম ধাপ

এই ধাপে, আঠার সাহায্যে ফুলগুলো পরপর কার্ডবোর্ড এর উপরে লাগিয়ে নিলাম। এরপর সবুজ স্কেচ পেনের সাহায্যে ফুল গুলোর ডাল তৈরি করে নিয়ে আঠার সাহায্যে তার উপরে পাতাগুলো লাগিয়ে নিলাম । এভাবে আমার ওয়ালমেটে তৈরির কাজটা সম্পন্ন করলাম।

20240526_150528.jpg20240526_150538.jpg20240526_151152.jpg
20240526_151821.jpg20240526_151836.jpgInShot_20240528_050557189.jpg

InShot_20240528_050818304.jpg

20240526_162026.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই লাল ফুলের ও সবুজ ঘাসের ওয়ালমেটটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে বানানো সুন্দর একটি ওয়ালমেট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ওয়ালমেটটা দেখতে অনেক সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে অনেক সুন্দর লাগে।আমি রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে অনেক পছন্দ করি। আপনার ওয়ালমেটের কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর। যাইহোক এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নিত্যনতুন জিনিসগুলো আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে তুলে ধরেন। ইতিপূর্বেও আমি আপনার ওয়ালমেট গুলো দেখেছিলাম একদম চমৎকার ছিল। আজকেও আপনি অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ওয়ালমেট তৈরি করার ধাপগুলো স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন এ বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া আশা করছি আগামীতে আরও নিত্য নতুন আপনার থেকে দেখতে পারবো।

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

একটি ওয়ালমেট ঘরের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করে দেয়। আপনার এই ওয়ালমেটটি ঘরে রেখে দিলে অসম্ভব ভালো লাগবে।লাল ফুলের ও সবুজ ঘাসের একটি ওয়ালমেট তৈরি করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে।

আমার শেয়ার করা এই ওয়ালমেটটা যে আপনার কাছে অনেক ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই।

আপনি প্রায়ই আমাদের মাঝে দারুন সব ওয়ালমেট তৈরির প্রক্রিয়া শেয়ার করে থাকেন। আজকের তৈরি ওয়ালমেট টি অসাধারণ লাগছে দেখতে। লাল ফুলের মাঝে সবুজ ঘাস দেওয়ার কারণে দেখতে আরো বেশি কিউট লাগছে। এই ওয়ালমেটটি দেওয়ালে সাজিয়ে রাখলে অনেক বেশি আকর্ষণীয় লাগবে।

আমার শেয়ার করা এই ওয়ালমেটটা আপনার কাছে অসাধারণ দেখতে লেগেছে, এটা আমার জন্য আনন্দের বিষয় আপু।

খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো, কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার শেয়ার করা এই ওয়ালমেট এর কালার কম্বিনেশন যে আপনার কাছে অসাধারণ লেগেছে, সেটা জেনে খুব ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কাজগুলো দেখে মুগ্ধ হচ্ছি। আজকে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। লাল ফুলের ও সবুজ ঘাসের সমন্বয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। যেটা প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে দেখতে পাই। আমাদের সাথে এত সুন্দর কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই, আপনি যে সব সময় এ ধরনের কাজের প্রশংসা করেন, এটা জেনে খুব ভালো লাগলো। যাইহোক, আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে দারুন লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম আমি।

লাল কালারের ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। এ ধরনের ফুলগুলো সব সময় সবার কাছে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজের তৈরি ফুলগুলো দেখতে অনেক দেখেছি আকর্ষণীয়। আপনার উপস্থাপনা খুবই দারুণ ছিল।

আমার শেয়ার করা এই ডাই এর উপস্থাপনা যে আপনার কাছে খুবই দারুণ লেগেছে, এটা আমার জন্য আনন্দের বিষয় ভাই। প্রশংসামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আমার কাছে ভীষণ ভালো লাগে আপনার প্রতিটা কাজ। লাল ফুলের ও সবুজ ঘাসের একটি ওয়ালমেট তৈরি করেছেন দারুণভাবে।ফুলের কালারটি অত্যন্ত সুন্দর ছিল। ফুলটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য। দারুণ ফুলের ওয়ালমেট শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা প্রতিটা কাজ যে আপনার কাছে ভীষণ ভালো লাগে, এটা আমার জন্য সত্যিই খুশির বিষয় ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

লাল ফুলের ও সবুজ ঘাসের একটি ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করলেন। ওয়ালমেটটি আমার খুবই ভালো লেগেছে।

চেষ্টা করেছি ভাই, আমার দক্ষতার সাথে এই ডাই টি তৈরি করার জন্য । ডাই টি যে আপনার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমার জন্য খুশির বিষয়।

খুবই সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন ওয়ালমেট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবুজ ঘাস ও রঙিন ফুলের কাজগুলো অসাধারণ ছিল। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ

image.png

আসলে ঠিক বলেছেন, যে কাজগুলোকে আমরা অনেক বেশি কঠিন মনে করি, সেটা যদি নিজের শখের বশত করি তাহলে কিন্তু কঠিন মনে হয় না। এমনকি তখন কিন্তু কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আপনি কিন্তু আজকে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। আসলে আমার কাছে কিন্তু এই ধরনের ওয়ালমেট গুলো খুবই দারুন লাগে। তাছাড়া ফুলগুলো লাল কালার দেওয়াতে বেশি ভালো লাগতেছে।

আমার এই ওয়ালমেটটি যে আপনার কাছে খুব সুন্দর লেগেছে, তা জেনে অনেক ভালো লাগলো আপু। যাইহোক, এত সুন্দর করে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

লাল ফুলের সাথে সবুজ ঘাস গুলো দারুন মানিয়েছে ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার ওয়ালমেট দেখে। সব মিলিয়ে অসাধারণ একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করেছেন। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

সব মিলিয়ে আমার শেয়ার করা এই ওয়ালমেটটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা আমার জন্য অনেক খুশির বিষয় আপু। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরির বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই ওয়ালমেট তৈরিতে রঙ্গিন কাগজ দিয়ে সবুজ ঘাস তৈরি করে দেওয়াটাওয়ার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

ভাই, আপনার যে আমার তৈরি এই ওয়ালমেট এর বর্ণনাগুলো পড়ে খুবই ভালো লেগেছে, সেটা জেনে আমারও অনেক ভালো লাগলো। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

লাল ফুলের ও সবুজ ঘাসের খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আমার কাছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে।প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

চেষ্টা করেছি ভাই, ওয়ালমেট তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি লাল ফুলের ও সবুজ ঘাসের একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম। আপনি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভাবনা থেকে এই ডাই গুলো তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো,আপনার কাছে রীতিমতো একটি চ্যালেঞ্জিং কাজ হয়ে পড়ে। আমাদের মাঝে ইউনক একটি ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আমার শেয়ার করা এই ওয়ালমেটটি যে আপনার কাছে ইউনিক লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ রঙিন কাগজের ঘাস এবং ফুল বানিয়ে খুব চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। আপনার ওয়ালমেট বানানো দেখি সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালোই লাগবে। ওয়ালমারের মধ্যে ফুল গুলো যেন বাস্তবে ফুলের মত মনে হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালোই লাগবে।

এটি তৈরি করার পর আমিও সেটাই করেছি ভাই, ওয়ালমেট টি আমি ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি।

আপনি আজকে বেশ সুন্দর দেখতে একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে এক কথায় অসাধারণ লেগেছে। দেখে মনে হচ্ছে এটা বেশ ধৈর্য সহকারি তৈরি করেছিলেন। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর দেখতে একটি ওয়ালমেট তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

হ্যাঁ ভাই, এটি অনেক ধৈর্য সহকারে করতে হয়েছিল আমাকে। যাইহোক, আমার শেয়ার করা এই ডাই টির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নিত্যনতুন জিনিসগুলো ক্রিয়েটিভিটির মাধ্যমে তুলে ধরেন। আপনি প্রায় আমাদের মাঝে দারুণ সব ওয়ালমেট তৈরি করে শেয়ার করে থাকেন। আপনার এই ওয়ালমেট টি ঘরে রেখে দিলে অসম্ভব সুন্দর লাগবে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এত অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সবকিছু মিলিয়ে আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। সত্যি বলতে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপু, নিত্য নতুন জিনিস গুলো ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে।

জি ভাইয়া আপনার কাজ গুলা সত্যিই অনেক ভালো লাগে আমার কাছে।

আমার কাজগুলো আপনাদের এমন ভাল লাগলেই আমার কাজের সার্থকতা আসবে আপু।

ধন্যবাদ ভাইয়া কথাটা শুনে অনেক ভালো লাগলো।

আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কিছু ওয়ালমেট তৈরি করে আসছেন। আজকেও বেশ অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং এই ওয়ালমেট এর মধ্যে আপনি লাল ফুল এবং সবুজ ঘাস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

আমার শেয়ার করা এই ওয়ালমেটটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে তা জেনে আমার অনেক ভালো লাগলো ভাই।

আপনি মাঝে মাঝেই আমাদের মাঝে সুন্দর সুন্দর ডাই পোস্ট শেয়ার করেন। আপনার ডাই পোস্ট গুলা খুবই সুন্দর হয়ে থাকে। আজকে আপনি লাল ফুল ও সবুজ ঘাসের একটি ডাই তৈরি করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে এই ধরনের ওয়ালমেট গুলা ঘরের দেওয়ালে সংরক্ষণ করলে দেখতে খুবই সুন্দর লাগে।

আমি সর্বদা চেষ্টা করি ভাই, সুন্দর সুন্দর ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাইহোক, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

টপ লেভেলের পোস্ট গুলা বেশি ভাগ আপনার কাছে থেকেই দেখতে পাওয়া যায়। সু স্বাগতম ভাই

টপ লেভেলের পোস্ট হয় কিনা জানিনা ভাই। তবে আমি সবসময় অনেক সময় নিয়ে এই ধরনের কাজ গুলো করার চেষ্টা করি, এই আর কি।

একদম ঠিক বলেছেন ভাইয়া প্রতি সপ্তাহে এরকম প্রজেক্ট তৈরি করতে গেলে আসলেই অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারণ নতুনত্ব আনতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয়। তারপরও কিন্তু আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ডাই তৈরি করেন। আজকের ডাই টি খুব ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে ফুলগুলোর কারণে আরো বেশি চমৎকার লাগছে দেখতে।

হ্যাঁ আপু, অনেক চিন্তাভাবনা করতে হয় এই ধরনের প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে নতুনত্ব আনার জন্য। যাইহোক, আমার শেয়ার করা এই ডাই টি যে আপনার কাছে খুব ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি।