আর্ট || ম্যান্ডেলা আর্টের মধ্যে স্মার্ট গার্ল

in hive-129948 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।
এই সপ্তাহ জুড়ে আমি প্রচন্ড কষ্ট করে প্রত্যেকটা পোস্ট করেছি। কারণ এই সপ্তাহে আমি টার্গেট নিয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি হাই কোয়ালিটির করবো। সেই জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় আমি ব্যয় করেছি প্রত্যেকটা পোস্টের জন্য। যাইহোক,তোমরা সবাই জানো আমি আর্ট করতে অনেক বেশি ভালোবাসি এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের সাথে কমপক্ষে একটি আর্ট শেয়ার করে থাকি। ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই আর্ট গুলো নিখুঁত করার চেষ্টা করি। যেমন আজকের শেয়ার করার ম্যান্ডেলা আর্টটি করতে আমার প্রায় পাঁচ ঘন্টার মত সময় লেগেছে নিখুঁতভাবে করতে গিয়ে। তবে আমি ধৈর্য ধরে এই কাজগুলো করেছি। আজকের ম্যান্ডেলা আর্টটি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। প্রথমে একটি স্মার্ট গার্ল এর ছবি অঙ্কন করে তারপর ম্যান্ডেলা আর্টের ডিজাইন গুলো করেছি। যাইহোক,তোমাদের কাছে এটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও।

InShot_20240109_035233360.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো কালারের পেন
● পেন্সিল
● জ্যামিতিক কম্পাস

InShot_20240110_034322892.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি স্মার্ট গার্ল দাঁড়িয়ে আছে, এমন একটি চিত্র অঙ্কন করে নিলাম।

InShot_20240110_034917667.jpg

দ্বিতীয় ধাপ

এবার কম্পাস এবং পেন্সিলের সাহায্যে মেয়েটির পিছনে ছয়টি ছোট থেকে বড় আকারের বৃত্ত অঙ্কন করে নিলাম। এরপর কলমের সাহায্যে বৃত্তগুলোকে হাইলাইটস করে নিলাম।

InShot_20240110_034500266.jpgInShot_20240110_035139981.jpg

InShot_20240110_035009024.jpg

তৃতীয় ধাপ

এখন কালো কলমের সাহায্যে দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম বৃত্ত দুটির মধ্যে ফুলের এবং অন্যান্য কিছু ডিজাইন করে নিলাম ।

InShot_20240110_034717942.jpgInShot_20240110_034412163.jpg

InShot_20240110_035344716.jpg

চতুর্থ ধাপ

এবার চতুর্থ বৃহত্তম বৃত্তটির মধ্যে চিত্রের মতো করে ডিজাইনগুলো করে নিলাম কালো কলমের সাহায্যে।

InShot_20240110_034824373.jpgInShot_20240110_034625152.jpg

পঞ্চম ধাপ

সব থেকে বড় বৃহত্তম বৃত্তটির মধ্যে কলমের সাহায্যে ছোট ছোট করে দাগ কেটে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

InShot_20240110_035247490.jpgInShot_20240110_035700591.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে তৈরি করা চিত্রাঙ্কনের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20240110_035500960.jpgInShot_20240110_035058860.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20240109_035233360.jpg



বন্ধুরা, আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্টের মধ্যে স্মার্ট গার্ল এর চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার সুন্দর মন্তব্যটি শেয়ার করার মাধ্যমে কাজের উৎসাহ বাড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

image.png

আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় আমার ভীষণ ভালো লাগে। এর প্রধান একটা কারণ হলো আপনার আর্টগুলো ভীষণ পারফেক্ট হয় সবদিক থেকেই। কোথাও যেন একটুও ১৯,২০ নেই। আজকে সেই আর্টের মাঝে আবার একটা নতুনত্ব জুড়ে দিয়েছেন। মেয়েটার স্টাইলটা কিন্তু বেশ ভালো লাগছে দাদা 😍।

আমার শেয়ার করা আর্ট গুলো সব দিক থেকে আপনার কাছে পারফেক্ট লাগে, এটা জেনে অনেক খুশি হলাম ভাই।

মেয়েটার স্টাইলটা কিন্তু বেশ ভালো লাগছে দাদা 😍।

স্মার্ট গার্ল বলে কথা, ভালো তো লাগবেই!! হিহি🤣🤣

প্রতিনিয়ত আপনি নিখুঁতভাবে ম্যান্ডেলার ডিজাইনগুলো অঙ্কন করে থাকেন যেগুলো আমি দেখে থাকি। আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আর দেখতেও খুবই পছন্দ করি। ম্যান্ডেলা আর্টের মধ্যে স্মার্ট গার্ল ও অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। পুরোটা অনেক নিখুঁতভাবে অংকন করেছেন ৫ ঘন্টা সময় লাগারই কথা। আপনি এই সপ্তাহে হাই কোয়ালিটির পোস্ট করার টার্গেট নিয়েছেন এটা শুনে সত্যি খুব ভালো লেগেছে। আপনার এই ধরনের সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখার অপেক্ষায় থাকলাম প্রতিনিয়ত।

আমি আমার সর্বোচ্চ চেষ্টা ও দক্ষতা দিয়ে নিখুঁত ভাবে আর্ট টি করার চেষ্টা করেছি ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলার জন্য এবং সেই সাথে আমার আর্টের প্রশংসা করার জন্য।

ম্যান্ডেলা আর্ট এর মধ্যে স্মার্ট গার্ল এটা কিন্তু দারুন ছিল। আপনি দারুন ভাবে সম্পূর্ণ করেছেন। আমি তো দেখে রীতিমতো পুরা মুগ্ধ হয়ে গেলাম, দারুন ভাবে সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই ধরনের কাজগুলি ভীষণ ভালো লাগে, আপনার জন্য শুভেচ্ছা রইল অসাধারণ।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা আপনার আর্ট আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আজকে বেশ সুন্দর একটি ম্যান্ডেলা আর্টের মধ্যে স্মার্ট গার্ল ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কাজ গুলো সব সময়ই নিখুঁত হয়ে থাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা আর্ট গুলো আপনার কাছে সবসময় নিখুঁত এবং ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম। আজকের শেয়ার করা এই আর্ট টি আপনাকে মুগ্ধ করেছে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই।

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার এই চিত্র অংকনে স্মার্ট বালিকার চিত্র অংকনটি দেখতে সবথেকে বেশি ভালো লাগছে। যাহোক অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

চিত্র অংকনে স্মার্ট বালিকার চিত্র অংকনটি দেখতে সবথেকে বেশি ভালো লাগছে।

আমাদের ছেলেদের নজরে বালিকাই বেশি ভালো লাগবে, এটাই স্বাভাবিক! হিহি..একটু মজা করলাম আর কি ভাই🤪🤭🤭।

চমৎকার একটি সার্কেল আর্ট এর মধ্য দিয়ে একটি মেয়ে মানুষের দৃশ্য অঙ্কন করেছেন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই প্রতিভা সম্পন্ন একটি আর্ট দেখতে পেরে। সার্কেল টাও যেমন সুন্দর হয়েছে পাশাপাশি আরো সুন্দর হয়েছে মেয়ে মানুষের দৃশ্য অঙ্কন।

আমার এই আর্ট টি আপনার কাছে প্রতিভা সম্পন্ন একটি আর্ট মনে হয়েছে সেটি জেনে অনেক ভালো লাগলো ভাই।

আপনার ম্যান্ডেলা আর্ট গুলো খুবই নিখুঁত হয়। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ম্যান্ডেলা আর্টের মধ্যে স্মার্ট গার্ল এর চিত্রটি খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু , এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার কাছ থেকে এই আর্ট -এর প্রশংসা পেয়ে বেশ ভালো লাগলো।

আপনি তো দেখছি ম্যান্ডেলা আর্টের মধ্যে স্মার্ট গার্লকেও এঁকে ফেললেন। তবে এটা বলতে হচ্ছে যে ম্যান্ডেলা আর্ট যেমন অনেক বেশি সুন্দর হয়েছে, তেমনি স্মার্ট গার্ল ও খুব সুন্দর হয়েছে। গোল বৃত্তের মধ্যে নিখুঁত নিখুঁত ভিন্ন ভিন্ন রকমের কিছু ডিজাইন এঁকেছেন আপনি। প্রতিনিয়ত আপনি রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো সবার মাঝে শেয়ার করে থাকেন। তবে রং ছাড়াও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আপনার আর্ট। নিজের প্রতিভাকে কাজে লাগিয়েছেন আপনি, আর ধৈর্য এবং দক্ষতার সাথে অঙ্কন করেছেন। সময়ের প্রয়োজন তো লাগবেই এরকম একটা নিখুঁত আর্ট করতে।

সবাই শুধু স্মার্ট গার্ল এর প্রশংসা করছিল, আপনি দেখছি ম্যান্ডেলা আর্ট এবং এর ভেতরের স্মার্ট গার্ল দুটোরই খুব প্রশংসা করলেন।

তবে রং ছাড়াও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আপনার আর্ট।

প্রথমে ভেবেছিলাম আর্ট টিতে রং করব। তবে রং করার আগেই আর্ট টি বেশ ভালো লাগছিল আমার কাছে তাই আর রং করিনি।

ভাই আপনি আজকে খুব চমৎকার একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। যতটা সুন্দর হয়েছে মেন্ডেলা আর তার থেকে বেশি সুন্দর হয়েছে স্মার্ট গার্ল। এটি তৈরীর প্রতিটা ধাপা খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

যতটা সুন্দর হয়েছে মেন্ডেলা আর তার থেকে বেশি সুন্দর হয়েছে স্মার্ট গার্ল।

ছেলেদের পক্ষ থেকে স্মার্ট গার্ল এর প্রশংসা একটু বেশি পাওয়া গেল, যদিও এটাই স্বাভাবিক!! হিহি 🤭🤭

পাচঁ ঘন্টা! বাপরে বাপ দাদা! আপনার আর্ট আমার কাছে বরাবরই ভালো লাগে। মনে হচ্ছে মেয়েটি সার্কেলের ভিতর বসে রয়েছে। যথেষ্ট সুন্দর হয়েছে আজকের ম্যান্ডেলা আর্টটি 🌼

ভাই আর্ট এর কাজ নিখুঁতভাবে করতে গেলে অনেক সময় লেগে যায়, এইজন্যই পাঁচ ঘন্টার বেশি সময় লেগেছে এটি করতে।

প্রথমে ভেবেছিলাম এটি বৃত্তের মধ্যে একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট। পরে যখন ভালোভাবে দেখলাম তখন দেখতে পেলাম এর মধ্যবর্তী স্থানে একটি স্মার্ট মেয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন। এর মধ্যে একদমই ভিন্নতার ছোয়া দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ৷

চেষ্টা করেছি ভাই আর্ট টির মধ্যে ভিন্নতার ছোঁয়া দেওয়ার। ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।