নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
---|
আমার আজকের ব্লগে প্রথমে সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে তোমাদের সাথে ইকো পার্কে ঘুরতে গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। মূলত এই ফটোগ্রাফি গুলো ইকোপার্কের বড় লেকের। সন্ধ্যার সময় ইকো পার্কের লেকের সৌন্দর্য কতটা ভালো লাগে এই ফটোগ্রাফি গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। বেশ কয়েক মাস আগের কথা হবে বন্ধুদের সাথে ইকো পার্কে ঘুরতে গেছিলাম।
গত দুই বছরের মধ্যে ইকো পার্কে বন্ধুদের সাথে পাঁচ থেকে ছয় বার ঘুরতে গেছি সর্বমোট। ইকোপার্ক জায়গাটায় এত সুন্দর বারবার সেখানে গেলও ভালোলাগা কম হয় না । ইকোপার্ক নিয়ে আগেও তোমাদের সাথে কয়েকটি পোস্ট শেয়ার করেছি। সেখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইকোপার্ক এতটাই বড় সেখানে গিয়ে একদিনে সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব না। ভালোভাবে ঘুরে দেখতে হলে কয়েকবার সেখানে যাওয়ার প্রয়োজন রয়েছে। যেদিন আমি বন্ধুদের সাথে ইকো পার্কে গেছিলাম সেই দিন দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম এবং বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। সারাদিন ইকোপার্কের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সন্ধ্যার দিকে চলে আসি ইকোপার্কের লেকের কাছে। বিশাল বড় লেকের চারপাশ ঘুরে দেখতেও অনেকটা সময়ের প্রয়োজন হয়। লেকের চারপাশে আমরা একটু ঘোরাঘুরিও করেছিলাম পরে লেকের একটা অংশে এসে আমরা বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে থাকি। লেকে চারপাশের লাইটিং মুগ্ধ করে দেবে যে কাউকেই। সন্ধ্যার সময় লেকের মধ্যে যে বোট গুলো চলাচল করে সেগুলোতে লাইটিং থাকায় বেশ সুন্দর লাগে দেখতে। গরমের সময় লেকের পাড়ে বসে থাকলে সুন্দর একটা হাওয়া দেয় যা মনে প্রশান্তি এনে দেয়। লেকের পাড়ে যে বসার জায়গা গুলো রয়েছে সেখানে প্রায়ই আমরা এক ঘণ্টার মতো বসে নিরবভাবে লেকের সৌন্দর্য উপভোগ করি। সেখানে বসে থাকার সময় অন্ধকারের মধ্যেই কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। সেগুলো তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি ও ভ্রমণ |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | ইকো পার্ক ,ওয়েস্ট বেঙ্গল। |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইকোপার্ক জায়গাটি সত্যি অনেক সুন্দর। আপনি আপনার বন্ধুদের সাথে সেখানে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আর এরকম সুন্দর জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে। সেই সাথে মানসিক প্রশান্তি আসে এবং ভিন্ন রকমের অনুভূতি তৈরি হয়। ইকো পার্কের লেক সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সন্ধ্যায় ইকো পার্কের লেক ছবিটিতে দেখতে অসাধারন লাগতেছে। এমন পরিবেশ এ সময় কাটাতে কার না ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগতেছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছেন এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তাহলে গত দুই বছরের মধ্যে পাঁচ থেকে ছয় বারের মত ইকোপার্কে গিয়েছেন। এই জায়গাটি মনে হয় একেবারে সুন্দর তাই বারবার গেলেও সৌন্দর্যতা ভালোই উপভোগ করেন। সন্ধ্যায় ইকো পার্কের লেক ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। দেখে বুঝতে পারছি বিশাল বড় লেক তাই চারপাশে ঘুরে দেখতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। ভালোই লিখেছেন সম্পূর্ণ পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ । তাই বারবার ছুটে যাই এইখানে ঘোরাঘুরি করতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সন্ধ্যার মুহূর্তে আপনি দারুন লেকের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থিত করেছেন। এমন একটা মুহূর্তের ফটোগ্রাফি দেখতে আমার বেশ ভালো লেগেছে। তার চেয়ে বেশি ভালো লেগেছে নতুন একটি স্থান সম্পর্কে ধারণা লাভ করতে পেরে। খুব ভালো লাগলো আপনার এই পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন একটি স্থান সম্পর্কে ধারণা লাভ করে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইকো পার্কের লেকের সৌন্দর্য দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না ভাইয়া। সন্ধ্যার সময় মনে হচ্ছে সৌন্দর্য বেড়ে গিয়েছে কয়েকগুণ। আসলে এমন জায়গায় বারবার গেলেও একঘেয়েমি লাগবে না। বরং আরও বেশি যেতে ইচ্ছে করবে। বিশেষ করে সন্ধ্যার সময় অনেক সুন্দর লাইটিং করা হয়। লেকের পাড়ে সন্ধ্যায় সময় কাটানোর মজাই আলাদা। সবমিলিয়ে বেশ ভালো লাগলো আপনার পোস্টটি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই ইকোপার্কের লেকের সৌন্দর্য এতটাই সুন্দর যে, সেখান থেকে চোখ ফেরানো যায় না। সন্ধ্যার সময় লেকের চারপাশের লাইটিং সবাইকে মুগ্ধ করে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit