ইকো পার্ক থেকে তোলা কিছু ফটোগ্রাফি || পর্ব - ০১

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব যে ফটোগ্রাফি গুলো আমি ইকো পার্কে গিয়ে তুলেছিলাম। কয়েক মাস আগের কথা হবে বন্ধুদের সাথে গেছিলাম এই ইকো পার্কে।সেদিন বাড়ি থেকে বের হওয়ার আগে অনেক বৃষ্টিও হয়েছিল সেই জন্য সেদিনের পরিবেশটা বেশ সুন্দর ছিল। সেদিন আমরা বন্ধুরা সবাই মিলে নিকটবর্তী বাসস্ট্যান্ড থেকে বাসে করে এই ইকো পার্কের সামনে এসে নেমেছিলাম। পার্কের সামনে নামার পর পার্কের মধ্যে যাওয়ার এন্ট্রি টিকিট কাটার দায়িত্ব আমার উপর পড়েছিল। তারপর তাড়াতাড়ি করে আমাদের সবার টিকিট কেটে নিয়ে গেটের সামনে থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম । কিছু সময় পর ইকো পার্কের মধ্যে প্রবেশ করলাম এবং আমি ফটোগ্রাফি করা শুরু করলাম । সেদিন অনেক অনেক ফটোগ্রাফি করেছিলাম যা কয়েকটি পর্বের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব । আজ সেদিনের ফটোগ্রাফির কিছু অংশ শেয়ার করলাম।

20220728_153336.jpg
ইকো পার্কের মধ্যে প্রবেশ করার পরে প্রথমে যে জিনিসটি আমার নজরে আসে সেটি হল এই টয়ট্রেন। এই টয় ট্রেনটি গেটের অনেকটা কাছেই ছিল।


20220728_152837.jpg
ইকো পার্কে প্রবেশের পূর্বে টিকিট কাউন্টারে গেছিলাম টিকিট নেওয়ার জন্য। টিকিট কাউন্টারের একটি দেয়ালে খুবই সুন্দর করে ইকোপার্ক লেখা ছিল ইংরেজিতে যা ফটোগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছ।


20220728_152739.jpg
টিকিট কাউন্টারের সামনের একটি জায়গায় টব সহ ফুলের গাছগুলো রাখা রয়েছে। এখানে বিভিন্ন জাতের ফুল গাছ রাখা ছিল । ফুল গাছগুলোর মধ্যে অধিকাংশ ফুল গাছের নাম আমার জানা ছিল না।


20220728_152734.jpg
দেয়ালের উপর বিভিন্ন জাতের গাছ জন্মানো হয়েছে যা দেয়ালটিকে সত্যিই অসাধারণ করে তুলেছে। এমন সুন্দর ভাবে দেয়ালের উপর গাছ লাগানোর দৃশ্য সচরাচর দেখা যায় না।
20220728_152800.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকো পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

20220728_153256.jpg
ইকো পার্কের মধ্যে প্রবেশ করার পর রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন রাস্তার দুই ধারে সবুজের সমারোহ দেখা যাচ্ছিল। বিভিন্ন ধরণের গাছ দিয়ে সাজানো ছিল এই পার্কের সমস্ত জায়গা।
20220728_153251.jpg


20220728_153244.jpg
পার্কের মধ্যে কিছু সময় হাঁটাহাঁটি করার পর সবুজ ঘাসে পরিপূর্ণ একটি মাঠে জল দেখতে পাই তার কারণ হলো আমরা ইকো পার্কে যাওয়ার পূর্বে সেই দিন অনেক বৃষ্টি হয়েছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে সবুজ মাঠে জলের এই দৃশ্য দেখতে বেশ সুন্দর লাগছিল।

20220728_153247.jpg
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকো পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।


বন্ধুরা, আজকের শেয়ার করা ইকো পার্কে গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করো আমার সাথে । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🎢🎢 ধন্যবাদ সবাইকে 🎢🎢

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এর আগেও অনেকের পোস্টে ইকো পার্কের ছবি দেখেছি।খুব সুন্দর পার্কটা।আর যদি বৃষ্টির দিন হয়,তাহলে তো আরো সুন্দর হবে।বৃষ্টিস্নাত পরিবেশে সময় কাটানো মজাই আলাদা।বন্ধুদের সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন। দেওয়ালের উপর গাছ জন্মানো ছবিটা বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। সেদিনের পরিবেশটা সত্যিই অসাধারণ ছিল। বৃষ্টির পরে সব কিছু সবুজময় হয়ে উঠেছিল।

ইকো পার্কে কখনো যাওয়া হয়নি। তবে আপনার পোস্টের মাধ্যমেই ইকো পার্কের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। বিশেষ করে দেয়ালে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে সেটি দেখতে আমার কাছে বেশি ভালো লাগছে। আর প্রথমে টয়ট্রেনটা দেখতে আরো বেশি সুন্দর। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দেয়ালে লাগানো গাছগুলো আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। এই গাছগুলো ইকোপার্কে প্রবেশের আগে দেখেছিলাম। ইকো পার্কের মধ্যে গিয়েও কয়েকটি জায়গায় এভাবে দেয়ালে গাছ লাগানো দেখেছিলাম।

এর আগেও ইকো পার্কের বিভিন্ন ফটোগ্রাফি দেখেছি। আজকে আবার আপনার মাধ্যমে নতুন কিছু ফটোগ্রাফি দেখলাম। ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি ইকোপার্কের পরিবেশটা আসলেই খুব সুন্দর। টয়ট্রেন এবং দেওয়ালে জন্মানো বিভিন্ন গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। টিকিট কাউন্টারের দেওয়ালের কারুকাজ গুলো খুবই সুন্দর লাগছে দেখতে।

ইকো পার্কের সমস্ত কিছুই অনেক সুন্দর ছিল। সবকিছুই অনেক সাজানো গোছানো ছিল।

এর আগেও দাদা এবং বৌদির পোস্ট দেখেছিলাম ইকোপার্ক নিয়ে। পার্কটা বেশ সুন্দর। একেবারে প্রাকৃতিক পরিবেশের ছোয়া রয়েছে। এবং আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

সত্যিই ইকো পার্কের সমস্ত জায়গায় প্রকৃতির ছোঁয়া দেখতে পাওয়া যায় । খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পার্কটি।

নগরে বসবাসরত মানুষদের জন্য এমন ইকোপার্কে কাটানো সময় আসলেই আনন্দময়। আমার কাছে অন্তত বেশ লাগে। কিছুটা সময় পৃকিতির কাছে নিজেকে সপে দেয়াতেও যেন আনন্দ। ইচ্ছা আাছে কখনো ভারতে গেলে এমন সব দর্শনীয় স্থান গুলো ভিজিট করবো।

কখনো কলকাতা আসলে ইকো পার্কের মধ্যে দিয়ে একবার ঘুরে যাবেন । এটি এত বড় একদিনে ঘুরে শেষ করা যায় না। শহরে বসবাস করা লোকজনের শান্তিতে নিশ্বাস নেওয়ার জন্য একটি অসাধারণ জায়গা এটি।

  ·  2 years ago (edited)

ইকো পার্কের ভেতরের জায়গা গুলো বেশ মনোমুগ্ধকর। বিশেষ করে ফুল গাছ গুলো টবে সাজানো আমার কাছে রেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ফুল গাছ দেখলেই আমার কাছে ভালো লাগে। তার সাথে উপরের টয় ট্রেনটি ও ভীষণ সুন্দর ছিল। আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে দেওয়ালের গাছগুলো। সত্যি গাছ গুলো দেওয়াটাকে আরো। তার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ছবিটি অসাধারণ লেগেছে।

টয় ট্রেনটি সত্যিই অনেক সুন্দর ছিল কিন্তু টয় ট্রেনে আমরা উঠিনি সেদিন। শুধুমাত্র টয়ট্রেনের সাথে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম সেগুলো যদিও শেয়ার করা হয়নি।