ডাই || রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি

in hive-129948 •  10 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করব। এই ডাই পোস্টে আমি একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছি। এই ফুলের ওয়ালমেট তৈরি করতে আমার বেশ ভালো লাগে তবে এই কাজ করতে ঘন্টা পর ঘন্টা সময় লেগে যায়। তারপর এটা উপস্থাপন করা সেটাও বেশ মুশকিল কাজ। তবে মাঝে মাঝে পোস্ট ভ্যারিয়েশন করার জন্য এগুলো করি। একটা জিনিস বুঝতে পারলাম এই কাজগুলো করার মাধ্যমে আমার ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পাচ্ছে । একটা হিসাব করে দেখলাম ৬ ঘণ্টার বেশি সময় লেগে গেছে এই ডাই টি তৈরি থেকে উপস্থাপন পর্যন্ত করতে। এটি তৈরির সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে নিচে তোমাদের সাথে শেয়ার করলাম । ডাই টি নিয়ে তোমাদের কি মতামত আছে তা কমেন্টের সাহায্যে জানাতে পারো। তোমাদের সবার ভালো লাগলেই আমার কষ্ট সার্থক।


InShot_20240110_015337798.jpg


প্রয়োজনীয় উপকরণ:

● বিভিন্ন কালারের রঙিন কাগজ
● কাঁচি
● আঠা
●পেন্সিল
●স্কেল
●পুঁথি

InShot_20240110_000705090.jpg


প্রথম ধাপ

প্রথমে কালো কাগজ গুলোকে কাঁচির সাহায্যে কেটে নিয়ে সেগুলোকে রোলের মতো করে পেঁচিয়ে নিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম ।এই রোল গুলোকে এইবার চারকোনা ফ্রেমের আকারে বসিয়ে আঠার সাহায্যে চিত্রের মতো করে লাগিয়ে নিলাম ।

InShot_20240110_002109376.jpgInShot_20240110_001901604.jpgInShot_20240110_002303137.jpg

দ্বিতীয় ধাপ

এবার দ্বিতীয় ধাপে কিছু সবুজ রঙের রঙিন কাগজ ৮/৮ সেন্টিমিটারে স্কেলের সাহায্যে মেপে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার কেটে নেওয়া কাগজ ত্রিভূজ এর মত ভাঁজ করে, আবারও একই ভাবে ত্রিভূজ এর সামনে ও পেছনে ভাঁজ করে নিলাম চিত্রের মত করে। এবার ভাঁজ করা কাগজ কাঁচির সাহায্যে কেটে, সেই ভাঁজ করা কাগজ পেন্সিল এর সাহায্যে দাগ টেনে নিলাম পুনরায় কাঁচির সাহায্যে কেটে নিয়ে ফুল তৈরি করে নিলাম। এইবার একই ভাবে অনেক গুলো ফুল করে নিলাম।

20240108_163815.jpg20240108_163925.jpg20240108_164027.jpg
20240108_164145.jpg20240108_164244.jpg20240108_164345.jpg
20240108_164441.jpg20240108_164514.jpg20240108_164558.jpg
20240108_164736.jpg20240108_164805.jpgInShot_20240110_000425642.jpg

তৃতীয় ধাপ

তৃতীয় ধাপে পুনরায় কিছু রঙিন কাগজ নিয়ে ৬/৬ সেন্টিমিটারে মেপে কেটে নিয়ে দ্বিতীয় ধাপ অনুসরণ করে একইভাবে কাজ গুলো করে নিলাম এবং পেন্সিলের সাহায্যে ফুলের আকার অঙ্কন করে নিয়ে কাঁচির সাহায্য কেটে নিলাম। এভাবে একে একে সব ফুলগুলো তৈরি করে নিলাম যা তোমরা চিত্র দেখতে পাচ্ছো।

20240108_163745.jpg20240108_164906.jpg20240108_164946.jpg
20240108_165110.jpg20240108_165144.jpg20240108_165211.jpg
20240108_165324.jpg20240108_165410.jpgInShot_20240110_001220409.jpg
InShot_20240110_000908112.jpgInShot_20240110_000444848.jpg

চতুর্থ ধাপ

এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপ অনুসরণ করে, এই ধাপেও একই রকম ভাবে রঙিন কাগজ ৫/৫ সেন্টিমিটারে কেটে তা ভাঁজ করে ফুলগুলো তৈরি করে নিলাম।

InShot_20240110_002229302.jpgInShot_20240110_001020483.jpgInShot_20240110_000954558.jpg
InShot_20240110_000927137.jpgInShot_20240110_001505660.jpg
InShot_20240110_001557565.jpgInShot_20240110_000514773.jpg

পঞ্চম ধাপ

এবার পঞ্চম ধাপে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের তৈরি করা ফুল গুলো আঠার সাহায্যে একে একে লাগিয়ে নিলাম এবং সব শেষে পুঁথি গুলোকে প্রতিটি ফুলের উপরে আঠার সাহায্যে বসিয়ে দিলাম।

InShot_20240110_001751218.jpgInShot_20240110_001401094.jpg
InShot_20240110_001706583.jpgInShot_20240110_001047517.jpg
InShot_20240110_001839097.jpgInShot_20240110_000740920.jpg

ষষ্ঠ ধাপ

ষষ্ঠ ধাপে, পূর্বে করা ফুলগুলোকে চারকোনো ফ্রেম এর উপরে আঠার সাহায্যে এক এক করে লাগিয়ে দিলাম।

InShot_20240110_000251018.jpgInShot_20240110_002005518.jpg

InShot_20240110_015337798.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার এবং ফটোগ্রাফার@ronggin
লোকেশনকলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

বন্ধুরা, বিভিন্ন কালারের রঙিন কাগজ ও পুঁথি দিয়ে তৈরি করা ফুলের ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকার একটা রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। রঙিন কাগজের তৈরি আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লাগলো।

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট এর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ ও পুতি দিয়ে খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে তৈরি করতে আপনার খুবই ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়েছে। আপনার তৈরি ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, এই ধরনের ওয়ালমেট ঘরের দেওয়ালে টানিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। আমার তৈরি করার এই ওয়ালমেটটিও আমি আমার ঘরের দেয়ালে টানিয়ে রেখেছি।

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। কাগজ দিয়ে প্রতিনিয়ত অনেকেই অনেক কিছু তৈরি করে আসছে৷ আজকে আপনি এই রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন৷ এই ওয়ালমেটটি দেখে একদমই মনোমুগ্ধকর দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে পুতি দেওয়ার কারণে এটিকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। খুব নিখুঁতভাবে আপনি এটিকে তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

আমার শেয়ার করা ফুলের ওয়ালমেট টি আপনার কাছে মনোমুগ্ধকর দেখতে লাগছে জেনে ভালো লাগলো।

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন দাদা আপনি রঙ্গিন কাগজ এবং পুঁতি দিয়ে। আমার কাছে তো ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লাগে। যেহেতু আপনি রঙিন কাগজের সাথে পুঁতি ব্যবহার করলেন। দেখতে আলাদা খুব সুন্দর দেখাচ্ছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

ওয়ালমেট টি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। কষ্ট করে কাজ করা আমার সার্থক হলো ।

ফুলের ওয়ালমেট দেখতে বেশ সুন্দর লাগতেছে দাদা। পুঁতি দেওয়ার কারনে একটু বেশি সুন্দর লাগতেছে। অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো দাদা। শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

প্রথমে আমি ভাবছিলাম পুঁথি দিয়ে করব কিনা🤔। যাই হোক তাহলে পুঁথি দেওয়ার কারণে এটা আপনার কাছে বেশি সুন্দর লেগেছে, ব্যাপারটা জেনে ভালো লাগলো।

রঙিন কাগজ আর পুঁতি ব্যবহার করে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। পোস্ট ভ্যারিয়েশন ভালোর জন্য আপনি মাঝে মাঝে এগুলো করে থাকেন জেনে ভালো লাগলো। ৬ ঘন্টারও বেশি সময় লেগেছিল এটা তৈরি করতে আপনার, যা দেখেই বুঝতে পারতেছি কিন্তু। বিশেষ করে ফুলগুলো কেটে জোড়া লাগানো, এসব কিছু করার জন্য বেশি সময় লেগেছে। আমি নিজেও রঙিন কাগজ দিয়ে এরকম জিনিসগুলো তৈরি করে থাকি। এগুলো দিয়ে লাগালে খুব সুন্দর লাগবে। একেবারে নজর করে নিয়েছে আপনার তৈরি করা এই ওয়ালমেট।

ওয়ালমেট টা আপনার কাছে নজর কাড়ার মতো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম ভাই। তবে এইসব তৈরি করা অনেক সময় সাপেক্ষ কাজ। ঘন্টার পর ঘন্টা কাজ করার পরও কেমন জানি এটি তৈরির কাজ শেষ হতে চায় না ।

রঙ্গিন কাগজ এবং পুঁথি দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার এই ওয়ালমেট তৈরিতে রঙ্গিন কাগজ ভাঁজ করে সুন্দর ফুল তৈরি করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

রঙ্গিন কাগজ এবং পুঁথি দিয়ে তৈরি করা এই ওয়ালমেটটা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

রঙিন কাগজ এবং পুঁথি দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এ ধরনের ওয়ালমেট গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। এই ডাই টি তৈরি থেকে উপস্থাপন পর্যন্ত আপনার ৬ ঘণ্টার বেশি সময় লেগে গেছে । আসলে আপনি সময় নিয়ে ধৈর্য্য সহকারে ডাইটি তৈরি করেছেন জন্য বেশি আকর্ষণীয় লাগছে ওয়ালমেটটি।

হ্যাঁ আপু, অনেক সময়ই লেগে গেছিল এটি করতে। আমি চেষ্টা করেছিলাম ধৈর্য সহকারে একটু বেশি সময় নিয়ে জিনিসটি সুন্দর করে করার।

আপনিতো রঙিন কাগজ এবং পুঁথি দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে কোন কিছু ধৈর্য ধরে করলে কাজগুলো খুব সুন্দর হয়। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পোস্ট করা আপনার ৬ ঘন্টার উপরে সময় লেগেছে। তবে এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালোই লাগবে। তবে ওয়ালমেট এর মধ্যে পূর্তি ব্যবহার করার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। খুব সুন্দর করে ওয়ালমেট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

যে কোনো কাজ সুন্দর করে করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয়। এটা আমিও দেখেছি ভাই, এই ধরনের ওয়ালমেট ঘরে টানিয়ে রাখলে বেশ সুন্দর লাগে । তাইতো এটি আমি আমার রুমে টাঙিয়ে দিয়েছি তৈরি করার পরপরই ।

আপনার ওয়ালমেট তৈরিতে অসাধারণ হয়েছে। আপনি রঙিন কাগজ এবং পুঁথি দিয়ে চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। তবে আপনার ওয়ালমেট এর মধ্যে পুঁথি ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। এ ধরনের ওয়ালমেট গুলো অফিস এবং ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তবে আপনার এই ওয়ালমেট তৈরি দেখেই বোঝা যাচ্ছে আপনার অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, ফুলের এই ওয়ালমেট টি অনেক সময় ধরেই আমি করেছিলাম। ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ফুলের অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার শেয়ার করা ফুলের এই ওয়ালমেট টি আপনাকে মুগ্ধ করেছে , এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু

ভাইয়া আপনি রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। ফুলের মাঝখানে পুঁতি দেওয়াতে দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এত সুন্দর করে গুছিয়ে আমার শেয়ার করা এই ওয়ালমেটটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

সময় নিয়ে যদি কোন কাজ করা হয় তা এমনিতেই খুব সুন্দর হয়। আর সময় নিয়ে নিখুঁতভাবে ধীরে ধীরে এই কাজগুলো করলে বেশি সুন্দর লাগে শেষে দেখতে। তেমনি আপনি অনেক বেশি সময় ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করার কারণে, এটাকে এত বেশি সুন্দর লাগতেছে যে আমি তো মুগ্ধ হলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করলে দারুন লাগে। আর এরকম কিছু তৈরি করে দেয়ালে লাগালে দেয়ালের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আপনিও যদি এটা দিয়ে আলে লাগান তাহলে খুব ভালো লাগবে।

আমার শেয়ার করা এই ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। হ্যাঁ আপু, অলরেডি দেওয়ালে টাঙিয়ে দিয়েছি এই ওয়ালমেট টি।

রঙিন কাগজ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি। তবে আজকে আপনার রঙিন কাগজও পুঁথি দিয়ে সুন্দর এই ওয়ালমেট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এই ওয়ালমেট দেওয়ালে টানিয়ে রাখলে অসাধারণ লাগবে। আপনার ধাপগুলো দেখে খুব সহজেই এভাবে তৈরি করা শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

এই ওয়ালমেট দেওয়ালে টানিয়ে রাখলে অসাধারণ লাগবে।

অলরেডি এটাকে দেওয়ালে টানিয়ে দিয়েছি ভাই।

ঠিক বলেছেন ভাইয়া এরকম ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। তাছাড়া এগুলো বর্ণনা করতেও বেশ কষ্টকর। যাই হোক আপনার আজকের ওয়ালমেট কিন্তু খুবই চমৎকার হয়েছে। কালো কালারের উপরে হলুদ এবং সবুজ কালারের ফুল খুব সুন্দরভাবে ফুটেছে। পুঁতি দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

হাতে অনেক বেশি সময় না থাকলে এই ওয়ালমেট তৈরির কাজ করা যায় না, বেশ সময় সাপেক্ষ কাজ এটি। যাইহোক, অনেক অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা এই ওয়ালমেট টি নিয়ে এত সুন্দর করে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।