ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্র অংকন || পর্ব -০২

in hive-129948 •  2 years ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

প্রতিদিনের মতোই আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি । আজকের ব্লগে তোমাদের সাথে একটি চিত্রাংকন শেয়ার করব। এটি একটি ম্যান্ডেলার চিত্র অংকন। বৃত্তাকার সাদা কালো এবং রঙিন ম্যান্ডেলার অনেক চিত্রাংকন তোমাদের সাথে শেয়ার করেছি। ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাংকন খুব একটা শেয়ার করিনি। আজ তোমাদের সাথে ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার দ্বিতীয়তম চিত্র অঙ্কন শেয়ার করতে যাচ্ছি। চিত্রাংকনটি আমি কেমন করে করেছি তা ধাপে ধাপে নিচে উপস্থাপন করলাম। আজকের চিত্র অঙ্কনটি করতে খুব বেশি কষ্ট হয়নি, খুব সহজেই অঙ্কন করেছি । তাহলে আর কথা না বাড়িয়ে চিত্রাংকনটি কেমন করে অঙ্কন করেছি তা দেখে নেওয়া যাক।

IMG-20221103-WA0207.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● একটি কালো কলম এবং একটি রঙিন কলম
● জ্যামিতিক স্কেল
IMG-20221103-WA0172.jpg

⏫⏫ প্রথম ধাপ ⏫⏫

কালো কালারের কলম এবং জ্যামিতিক স্কেলের সাহায্যে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম।
IMG-20221103-WA0174.jpg

⏫⏫ দ্বিতীয় ধাপ ⏫⏫

এখন জ্যামিতিক স্কেল এবং কলমের সাহায্যে এই ত্রিভুজটির মধ্যে ছয়টি দাগ অঙ্কন করে নিলাম। যার ফলে বড় ত্রিভুজটির মধ্যে অনেকগুলো ছোট ছোট ত্রিভুজের সৃষ্টি হলো।
IMG-20221103-WA0173.jpg

⏫⏫ তৃতীয় ধাপ ⏫⏫

এই ধাপের ছোট ত্রিভুজ গুলোর তিনটিতে রঙিন পেনের সাহায্যে ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0194.jpg

⏫⏫ চতুর্থ ধাপ ⏫⏫

এই ধাপে বড় ত্রিভুজের মধ্যে অবস্থিত চারটি ছোট ত্রিভুজের মধ্যে রঙিন পেন এর সাহায্যে ডিজাইন করলাম এবং কয়েকটি ত্রিভুজের মধ্যে কালো পেনের সাহায্যে ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0210.jpg

⏫⏫ পঞ্চম ধাপ ⏫⏫

এই ধাপে রঙিন পেন এবং কালো পেনের সাহায্যে অন্য দুটি ত্রিভুজের মধ্যে একইভাবে ডিজাইন করে নিলাম এবং বৃত্তের ভিতরের কিছু অংশে আলাদা কিছু ডিজাইন করে দিলাম।
IMG-20221103-WA0195.jpg

⏫⏫ ষষ্ঠ ধাপ ⏫⏫

চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

IMG-20221103-WA0171.jpgIMG-20221103-WA0208.jpg

⏫⏫ সপ্তম ধাপ ⏫⏫

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0207.jpg

বন্ধুরা আজকে শেয়ার করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার দ্বিতীয়তম চিত্র অঙ্কনটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

◀️ ধন্যবাদ সবাইকে ◀️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আমার কাছে আপনার এই মান্ডালা আর্ট অনেক ভালো লেগেছে। হালকা কালার করাতে দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের নিখুঁত কাজগুলো করতে অনেক সময় লাগে। আপনার আর্ট গুলো আগেও দেখেছি আপনি খুব সুন্দর আর্ট করেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বাহ আজ একটি ভিন্ন রকমের মেন্ডেলা আর্ট দেখলাম ।আমার কাছে মেন্ডেলা আর্ট গুলো অনেক ভালো লাগে। আজ আপনি ত্রিভুজাকৃতির ম্যান্ডেলা আর্ট করেছেন। এর ভেতরের ছোট ছোট কাজগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ।

এবার একটু অন্যরকম ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি, আপু। আর্ট টি আপনার অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আবার সেটার ম্যান্ডেলা সত্যি মনোমুগ্ধকর একটা কাজ। যে আপনার এই পোস্টটি একটু ধৈর্য সহকারে দেখবে সেই বুঝতে পারবে আপনি কি অংকন করে আমাদেরকে দেখিয়েছেন। এটা অংকন করা সত্যিই অনেক কঠিন একটা কাজ বলে আমি মনে করি।

এবার একটু ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি ভাই। ত্রিভুজের মধ্যে ত্রিভুজ অঙ্কন করে যে ম্যান্ডেলাটি অঙ্কন করেছি যা আপনাকে মুগ্ধ করেছে জেনে বেশ ভালো লাগলো।

দারুন একটা ত্রিভুজাকৃতির ম্যান্ডেলা চিত্রাংকন দেখলাম আপনার মাধ্যমে দাদা, খুব চমৎকার লাগছে দেখতে আমার খুব পছন্দ হয়েছে। আইডিয়াটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল এবং সেই সাথে কালার কম্বিনেশন টাও খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

নতুন নতুন আইডিয়া দিয়ে চিত্র অঙ্কন করতে আমার বেশ ভালো লাগে। আমার এই চিত্র অঙ্কন আপনার দুর্দান্ত লেগেছে জেনে অনেক খুশি হলাম।

অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন ভাইয়া। এটা দেখতে অসাধারণ লাগছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছে। আপনি সবসময়ই অসাধারণ অসাধারণ চিত্রাংকন করেন। আজকেও অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এত সুন্দর প্রশংসা শুনে মুগ্ধ হয়ে গেলাম আমি।

ত্রিভুজ আকৃতির চমৎকার একটি চিত্র অংকন করেছেন ভাইয়া। চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর লাগছে। লাল ও কালো রং করার কারণে দেখতে আরো সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

আমার শেয়ার করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্র অংকন আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বাহ্! আপনার ত্রিভুজ ম্যান্ডেলা আর্টটি খুব দারুন লাগছে। আমারও ম্যান্ডেলা আর্ট করতে ভীষন ভালো লাগে।আমার অবসর সময়ে আমি প্রায় আর্ট করি।তবে যাই বলি না কেন আপনার আজকের আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমিও আগে অবসর সময় এই আর্ট করতাম কিন্তু এখন যেহেতু পোস্ট করতে হয় তাই যখন প্রয়োজন পড়ে তখনই করি। আমার আজকের শেয়ার করা আর্ট টি নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাই।

ত্রিভুজাকৃতির ম্যান্ডেলা চিত্রাঙ্কন টি অনেক ভালো লাগছে দেখতে ভাইয়া।আপনার আর্ট পোস্টটি খুবই চমৎকার হয়েছে। আপনি আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার আর্ট পোস্টটি আপনার চমৎকার লেগেছে যেনে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে মন্তব্যটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

দেখতেও যেমন সুন্দর হয়েছে, তেমনি কালার কম্বিনেশনটাও অসাধারণ সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটা ম্যান্ডেলা শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আজকের ম্যান্ডেলা আর্টটি। আমার কাছে এই ধরনের আর্ট গুলো অনেক বেশি ভালো লাগে। আপনি কালার করার কারণে আরো বেশি সুন্দর ফুটে উঠে। সবমিলিয়ে ত্রিভুজাকৃতির আর্টটি ভালো ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

হ্যাঁ ভাই কালার করার জন্য আরও সুন্দর লাগছে ম্যান্ডেলাটা এটা আমিও লক্ষ্য করেছি।