ভিডিওগ্রাফি || ষাট ফুটের গৌরাঙ্গ

in hive-129948 •  10 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

InShot_20240319_133253807.jpg

আমি পূর্বেও কয়েকবার মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণে গেছি। তবে সেই সময়গুলোতে গিয়ে এত ঘোরাঘুরি করার সুযোগ পাইনি, এইবার ঘোরাঘুরি করতে গিয়ে যতটা পেয়েছিলাম। যেহেতু হাতে সময় নিয়ে গেছিলাম সেজন্য এইসব জায়গায় যে দর্শনীয় স্থানগুলো ছিল তার প্রায় সবগুলোই দেখে এসেছিলাম। আমাদের ঘোরাঘুরির একদিন আমরা গেছিলাম নবদ্বীপের বিখ্যাত ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শন করার জন্য। পূর্বে ইউটিউবে এই সম্পর্কে আমি ভিডিও দেখেছিলাম নবদ্বীপ যাওয়ার আগে। সেজন্য এখানে যেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, খুব সহজেই চিনে গেছিলাম। যাইহোক, ষাট ফুটের গৌরাঙ্গ নিকট থেকে দেখার জন্য টিকিট কাটতে হয় প্রথমে। জন প্রতি এখানে টিকিট মূল্য ১০ টাকা করে । আমরা চারজন ছিলাম, তাই আমরা চারজনের জন্য টিকিট কেটে নি। আমাদের একটা কৃত্রিম গুহার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়েছিল, নিকট থেকে এই ষাট ফুটের গৌরাঙ্গ দেখার জন্য যা তোমরা ভিডিওগ্রাফির প্রথমেই দেখতে পাবে

InShot_20240319_133335708.jpg

InShot_20240319_133314464.jpg

কৃত্রিম গুহার ভিতর দিয়ে যাওয়ার পর নজরে চলে আসবে ৬০ ফুট উচ্চতার এই মূর্তিটি ‌। এটি সত্যিই অনেক বড় ছিল। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানিনা, তবে সামনে থেকে দেখতে বেশ বড়ই লাগছিল। এই জায়গায় আরো বাগানের মত করা ছিল, যেখানে কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য মূর্তির মাধ্যমে ধারণ করা ছিল। ভিডিওগ্রাফির এক অংশে রঙ্গিন মাছের কিছু দৃশ্যও তোমরা দেখতে পাবে। ছোট বড় বিভিন্ন সাইজের রঙিন মাছগুলো সেইখানে থাকা একটা জলাশয়ের মধ্যে দেখতে পেয়েছিলাম। যাইহোক, সেদিন যে ভিডিওগ্রাফিটি করেছিলাম, এই ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শন করতে গিয়ে তা নিচে শেয়ার করলাম।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশননবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা নবদ্বীপের বিখ্যাত ষাট ফুটের গৌরাঙ্গ এর এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও দাদা কি বলবো আসলে আমি শুধু দেখছিলাম দাদা ৷ আসলে ভারত মানেই মন্দির আর সৌন্দর্য ময় জায়গা ৷ তবে সবচেয়ে ভালো আপনার মাধ্যমে আজকে মায়াপুর নবদ্বীপের ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শন পেলাম ফোনের মাধ্যমে ৷ বিষয়টা সত্যি অনেক ভালো লাগলো ৷
অসংখ্য ধন্যবাদ দাদা অনেক সুন্দর একটি ভিডিও শেযার করার জন্য ৷

আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শনের মুহূর্ত টা আসলেই অসাধারণ ছিল। বিশেষ করে আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং ভিডিওর কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে খুব ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

আপনার ভিডিওগ্রাফিটা বেশ দারুন ছিল। আজকে প্রথম দেখলাম ৬০ ফুটের গৌরাঙ্গ। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এবং চারিপাশে আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা।

Posted using SteemPro Mobile

আমার এই ভিডিওগ্রাফিটি আপনার কাছে দারুন লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার সুন্দর এই মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

ষাট ফুটের গৌরাঙ্গ দর্শনের ভিডিওগ্রাফির প্রত্যেকটি বিষয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।সবথেকে ভালো লেগেছে ভিডিও একপর্যায়ে দেখতে পাওয়া ওই মাছগুলো। আর এরকম গুহা গুলোর ভেতর দিয়ে যেতে দিনের বেলাতেও অনেক বেশি ভালো লাগে। ষাট ফুট গৌরাঙ্গ নিকট থেকে দেখার জন্য টিকিট মূল্য মাত্র ১০ টাকা করে চারজনেই নিয়েছিলেন। টিকিট মূল্য যথারীতি অনেক কমই মনে হচ্ছে। যাইহোক সেটা বিষয় না বিষয়টি হচ্ছে আপনারা গৌরাঙ্গ দর্শন করেছিলেন। আর সেটি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম ভাইয়া।

টিকিট মূল্য যথারীতি অনেক কমই মনে হচ্ছে।

হ্যাঁ ভাই, টিকিটের মূল্য কমই ছিল। যাইহোক, আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফির প্রত্যেকটি বিষয় আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, জেনে খুশি হলাম।