(এসো নিজে করি) ডাই || ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  8 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বেশ কিছুদিন ধরে বেশ ব্যস্ততার মধ্যেই সময় যাচ্ছে আমার। এই ব্যস্ততার মধ্যেও আমি সব সময় চেষ্টা করি, আমার সব কাজগুলো গুছিয়ে রাখার জন্য। আমাদের এই কমিউনিটিতে আমি প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে ডাই তৈরি করে তোমাদের সাথে শেয়ার করে থাকি।এই ডাইগুলো করতে অনেক বেশি সময়ের দরকার পড়ে। তাছাড়া অনেক ধৈর্যেরও দরকার হয়। আজকের এই ডাই টি আমি একদিনে তৈরি করিনি, বিগত তিনদিন ধরে একটু একটু করে আমি এই ডাই টির কাজ সম্পন্ন করেছি। এই ধরনের ডাই গুলো তৈরি করার পর তা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া এই ডাই গুলো দেওয়ালে যদি টাঙিয়ে রাখা হয়, তাহলে দেওয়ালের সৌন্দর্যও বেড়ে যায়। আমি এই ডাইগুলো তৈরি করে সাধারণত ঘরের দেওয়ালের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করি। যাইহোক, আজকের এই ডাই টি কেমন করে আমি তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।

InShot_20240403_083212910.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●টিস্যু
●আঠা
●পেন্সিল
●কম্পাস
●কাঁচি
●স্কেচ পেন
●পোস্টার কালার
●এক্রোলিক কালার
●তুলি
●ক্লে

InShot_20240403_094814478.jpg



🧸 প্রথম ধাপ 🧸

প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপরে পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240331_153724.jpg20240331_154049.jpg

🧸 দ্বিতীয় ধাপ 🧸

এবার কেটে নেওয়া কার্ডবোর্ডের উপরে আঠার সাহায্যে টিস্যু লাগিয়ে অতিরিক্ত টিস্যুগুলো কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240331_154341.jpg20240331_154428.jpg
20240331_154751.jpg20240331_154848.jpg20240331_160335.jpg

🧸 তৃতীয় ধাপ 🧸

এই ধাপে, কার্ডবোর্ডের উপরে প্রথমে সাদা পোস্টার কালার করে, তার উপরে নীল পোস্টার কালার করে নিলাম।

20240331_160822.jpg20240331_161536.jpg20240331_165421.jpg
20240401_123700.jpg20240401_124404.jpg

🧸 চতুর্থ ধাপ 🧸

এখন খয়েরি কালারের ক্লে দিয়ে একটি গাছ তৈরি করে তা আঠার সাহায্যে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিলাম।

20240401_124854.jpg20240401_125503.jpg20240401_125618.jpg
20240401_125650.jpg20240401_130004.jpg20240401_130430.jpg
20240401_130641.jpg20240401_131103.jpg20240401_131500.jpg
20240401_131801.jpg20240401_132306.jpg

🧸 পঞ্চম ধাপ 🧸

এবার কালো কালারের ক্লে দিয়ে দোলনা তৈরি করে আঠার সাহায্যে কার্ডবোর্ডের উপর গাছের সাথে লাগিয়ে নিলাম।

20240401_132448.jpg20240401_132700.jpg20240401_132912.jpg20240401_133000.jpg
20240401_133522.jpg20240401_133539.jpg20240401_133816.jpg

🧸 ষষ্ঠ ধাপ 🧸

ষষ্ঠ ধাপে, গোলাপী কালারের ক্লে দিয়ে একটি বিড়াল তৈরি করে নিলাম এবং তা দোলনার উপরে বসিয়ে দিলাম। অনুরূপভাবে আরেকটি বিড়াল তৈরি করে দোলনার উপরে বসিয়ে দিলাম এবং লাল কালারের ক্লে দিয়ে একটি লাভ তৈরি করে তা বিড়াল দুটির মাথার উপরের জায়গায় বসিয়ে দিলাম।

20240401_134045.jpg20240401_134340.jpg20240401_134740.jpg20240401_134957.jpg
20240401_135038.jpg20240401_141527.jpg
20240401_141712.jpg20240401_142356.jpg20240401_142532.jpg

🧸 সপ্তম ধাপ 🧸

এই ধাপে, কালো কালারের ক্লে দিয়ে গাছের নিচের অংশে লাগিয়ে দিলাম এবং সেটাকে কালো এক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম। তারপর স্কেচ পেনের সাহায্যে কিছু ঘাসের চিত্র অঙ্কন করে নিলাম ও লাল পোস্টার কালার দিয়ে ঘাসের উপরে কিছু ফুল এঁকে করে নিলাম। এখন নীল কালারের ক্লে দিয়ে কার্ডবোর্ডের চারিদিকে বর্ডার করে নিলাম এবং নীল পোস্টার কালার দিয়ে সেটাকে কালার করে নিলাম।

20240401_142636.jpg20240401_143126.jpg20240401_160159.jpg20240401_160530.jpg
20240401_162019.jpg20240401_162038.jpg20240401_160851.jpg
20240401_161530.jpg20240401_161722.jpg20240401_163324.jpg

🧸 অষ্টম ধাপ 🧸

অষ্টম ধাপে, গোলাপী কালারের ক্লে নিয়ে পাঁচটি ছোট ছোট বল তৈরি করে তা জোড়া লাগিয়ে তার উপরে সাদা কালারের ক্লে দিয়ে ফুল তৈরি করে নিলাম। অনুরূপভাবে আরও কয়েকটি ফুল তৈরি করে নিলাম। এছাড়াও সবুজ কালারের ক্লে দিয়ে কিছু সংখ্যক পাতা তৈরি করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো। এবারে আঠার সাহায্যে ফুল ও পাতাগুলো গাছের উপরে লাগিয়ে নিলাম। আর এইভাবেই ওয়ালমেট (ডাই) তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240402_125844.jpg20240402_125956.jpg20240402_130014.jpg20240402_130027.jpg
20240402_130139.jpg20240402_130604.jpg20240402_130544.jpg
20240402_130216.jpg20240402_130253.jpg20240402_130339.jpg20240402_130629.jpg
20240402_130722.jpg20240402_130916.jpg20240402_131526.jpg
20240402_131857.jpg20240402_125411.jpg

InShot_20240403_083301370.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করা ওয়ালমেট (ডাই) টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো সবসময় নতুন নতুন কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। যেটা প্রতিনিয়ত দেখে মুগ্ধ হই। আজকে কার্ডবোর্ড দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে । এই ধরনের চিন্তা ভাবনা মূলক কাজ দেখতে অনেক ভালো লাগে। যেটা আপনার অনেক বড় একটি দক্ষতা । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনি প্রতিনিয়ত আমার কাজগুলো দেখে মুগ্ধ হন, এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয় ভাই। আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

image.png

ঠিক বলেছেন ভাইয়া এই ডাইগুলো দেওয়ালে টাঙিয়ে রাখা হয় তাহলে দেওয়ালের সৌন্দর্য অনেক বেড়ে যায় ।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ওয়ালমেটি দেখতে অনেক চমৎকার লাগছে । ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ওয়ালমেট টা আপনার কাছে চমৎকার লেগেছে, এটা জেনে খুব ভালো লাগলো আপু। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

এগুলো নিঃসন্দেহে অনেক কঠিন কাজ আপনি চমৎকার একটি ডাই প্রজেক্ট উপহার দিয়েছেন। এত ব্যস্ততার মাঝে এই কাজগুলো করা সত্যিই খুব কঠিন ব্যাপার, তবুও ধীরে ধীরে আপনি সময় নিয়ে কাজটি চমৎকারভাবে সম্পন্ন করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। আপনার তৈরি ওয়ালমেটটি সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ওয়ালমেটটা আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার এত সুন্দর প্রশংসামূলক মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই মন্তব্যের রিপ্লাই দেয়ার জন্য।
আমার মন্তব্যে একটি বানান ভুল ছিল 😄
ঠিক করে নিয়েছি এখন। খুব ভালো থাকুন দোয়া রইল।

আপনার একটি বানান ভুল দেখেছিলাম ভাই, তবে সেটা কমেন্টের রিপ্লাই করার সময় আর উল্লেখ করিনি। কমেন্ট করার সময় দুই একটা বানান ভুল যেতে পারে, এটা কোন বড় সমস্যা না ভাই ।

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ক্লে আর বোর্ড দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন যে দেখে চোখ ফেরাতে পারছি না। বানানোর পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা আমার জন্য অনেক খুশির বিষয় আপু। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ক্লেএবং কার্ড বোর্ড দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট ঘরে সৌন্দর্য তা বৃদ্ধিতে সাহায্য করে। কালার কম্বিনেশন অসাধারণ লাগল দেখতে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। সুন্দর একটি বালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা ওয়ালমেট এর কালার কম্বিনেশন আপনার কাছে অসাধারণ লেগেছে, জেনে ভালো লাগলো ভাই। এটা আপনি ঠিক বলেছেন যে, এই ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে।

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে, দেখেই মুগ্ধ হলাম। আসলে ভাইয়া আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। আপনি খুবই সুন্দর ভাবে ধৈর্য ধরে এই পোস্টটি তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

ভাই, আপনি হয়তো ভুল করে একই পোস্টে, একই কমেন্ট দুইবার করে ফেলেছেন। আমি আপনার অন্য কমেন্টটিতে অলরেডি রিপ্লাই করে দিয়েছি।

অসাধারণ হয়েছে, দেখেই মুগ্ধ হলাম। আসলে ভাইয়া আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। আপনি খুবই সুন্দর ভাবে ধৈর্য ধরে এই পোস্টটি তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আমার এই কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ভাই, এই কাজটি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়েছিল আমার।

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। কালমেটে যদি ঘরে টাঙিয়ে রাখা যায় তাহলে দেখতে সব থেকে বেশি ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ওয়ালমেটটা আপনার কাছে সুন্দর লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া এত ব্যস্ততার মাঝেও খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। যাক দু-তিন দিন সময় নিয়ে এই ওয়ালমেটের কাজ শেষ করতে পেরেছেন জেনে ভালো লাগলো। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। গাছের ফুল ও বিড়াল গুলো দেখতে সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। আমিও ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু, আপনিও যে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পছন্দ করেন, এটা আমি আপনার অনেক পোষ্টের মাধ্যমে দেখেছি। যাইহোক, আমার শেয়ার করা এই ওয়ালমেটটির এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক দিনের অপেক্ষার পরে অবশেষে তাহলে ক্লে পেয়েছেন হাতের কাছে! আর পেয়েই সেই ক্লে দিয়ে চমৎকার কাজ শুরু করে দিয়েছেন দেকগে ভীষণ ভালো লাগলো ভাই! দারুণ একটি দৃশ্য ওয়ালমেট তৈরি করেছেন ক্লে এবং রঙের সাহায্যে । আশা করছি সামনে আরোও বেশ চমৎকার চমৎকার কাজ দেখতে পাবো ক্লে দিয়ে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ দিদি, সামনের দিনগুলোতেও ক্লে দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস আমার পক্ষ থেকে দেখতে পাবেন ।

ক্লে একং কার্ডবোড দিয়ে বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের পোস্টটি দেখে আমি বেশ মুগ্ধ হয়ে গেলাম। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি পুরো পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই পোস্ট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা জেনে অনেক ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  ·  8 months ago (edited)

আপনার চমৎকার এই ডাই পোস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি ভাই। খুব চমৎকারভাবে আপনি আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট তৈরি করে দেখিয়েছেন। যেখানে ক্লে আর বোড দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করেছেন আপনি। খুবই ভালো লাগলো সুন্দর এই চিত্র।

আমার শেয়ার করা এই ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে‌‌ অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো আমার কাছে ভালো লাগে দেখতে। গাছের ডালে ফুল এবং পাতাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো জিনিসটাই বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রোজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই ডাই প্রজেক্ট এর এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আমার।

বাহ আপনি তো বেশ চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। তবে এই ওয়ালমেটগুলো তৈরি করে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

তবে এই ওয়ালমেটগুলো তৈরি করে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়।

এটা ঠিক বলেছেন আপু। যাইহোক, এত সুন্দর প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

এর আগেও আপনার ক্লে দিয়ে তৈরি করা অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। আপনার ওয়ালমেট গুলো যত দেখি ততই খুব সুন্দর লাগে, কারণ অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে থাকেন আপনি যেগুলো খুব ভালো লাগে দেখতে। অনেক সুন্দর করে দুটি বিড়াল তৈরি করেছেন, যেগুলো আরো বেশি সুন্দর লাগতেছে। আর গাছের মধ্যে ফুল গুলো ও অনেক সুন্দর করে তৈরি করেছেন আপনি। এরকম ওয়ালমেট গুলো দেয়ালে লাগালে অনেক সুন্দর লাগে আমার কাছে। ঠিক তেমনি এই ওয়ালমেট টিও যদি দেয়ালে লাগানো হয় খুব সুন্দর লাগবে।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আমার।

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এখন দেখছি সবাই ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করছে। আমি ভাবছি আমিও তৈরি করা শুরু করে দেব। যাইহোক, এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপু, আর না ভেবে তাড়াতাড়ি শুরু করে দিতে পারেন এই ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরির কাজ।

করলে, কালার, টিস্যু অনেকগুলো উপকরণ ব্যবহার করে আপনি অসাধারণ ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া ‌‌। আপনার পোস্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা পোস্ট গুলো যে আপনার কাছে খুবই ভালো লাগে, এই বিষয়টা জেনে অনেক ভালো লাগলো আপু। যাইহোক, আমার আজকের শেয়ার করা ওয়ালমেট টি আপনার কাছে অসাধারণ লেগেছে , জেনে খুশি হলাম।

আপনার ডাইটি খুবই চমৎকার হয়েছে দাদা। তিনদিনে কাজটি সম্পন্ন করতে পেরেছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্লে দিয়ে বানানো গাছটা আর গাছের ফুলগুলো। দেখতেও চমৎকার লাগছে। দেয়ালে টাঙিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে।

আমার শেয়ার করা এই ডাই টি আপনার কাছে খুবই চমৎকার লেগেছে, জেনে খুশি হলাম ভাই।

💟

কার্ডবোর্ড আর ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। ওয়ালমেটি দেখতে খুবই সুন্দর লাগছে। দোলনায় বসে থাকা বিড়াল দুইটি বেশ কিউট লাগছে। আপনি বেশ কয়েকদিন ধরে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি করার পুরো প্রসেস খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমি চেষ্টা করেছি ভাই, ওয়ালমেট তৈরি করার পুরো প্রসেস সুন্দর ভাবে আপনাদের মাঝে বর্ণনা করার জন্য। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সু স্বাগতম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।