বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে বাড়ির ছাদে লাগানো লেবু গাছে হওয়া লেবুর ফলন নিয়ে কিছু কথা শেয়ার করব। ছাদে বাগান করে টিকিয়ে রাখা সত্যিই অনেক কঠিন। বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের বাড়ির ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে আসছি। বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, সেই সাথে সবজির গাছও আমরা বিভিন্ন সময়ে লাগিয়ে থাকি ছাদে। শুধু এগুলো লাগালেই হয়ে যায় না, এর পরিচর্যা যথেষ্ট কঠিন কাজ। নিয়মিত পরিচর্যা না করলে ছাদে বাগান করা অসম্ভব ব্যাপার। বর্ষাকালে যদিও কিছুদিন পরিচর্যা না করে গাছগুলোকে ভালো রাখা যায় । তবে বিশেষ করে গরমকালে নিয়মিত এর পরিচর্যা না করলে এদের টিকিয়ে রাখা অসম্ভব। গরমকালের নিয়মিত দুইবার করে জল দিয়ে রাখতে হয় ছাদ বাগানের গাছগুলোতে। আমাদের ছাদ বাগানে থাকা বিভিন্ন ধরনের ফল গাছের মধ্যে দেশি জাতের লেবু গাছও রয়েছে। ছাদে লাগানো লেবু গাছ আমাদের পরিবারের সবারই বেশ পছন্দের কারণ এই গাছ থেকে আমরা বছরে বেশ ভালো পরিমান লেবু পেয়ে থাকি।
যে সময়টাতে লেবু গাছে লেবু ধরে তারপর থেকে কয়েক মাস ধরে আমাদের লেবু কেনার কোন প্রয়োজন পড়ে না। আমাদের এই লেবু গাছের লেবু বাজারে পাওয়া লেবুর থেকে অনেক বেশি ভালো কারণ এই লেবুর মধ্যে রসের পরিমাণ বেশি থাকে। সেই সাথে আলাদা একটা সুন্দর ঘ্রাণ রয়েছে যা অন্যান্য অনেক কেনা লেবুতে পাওয়া যায় না । বাজার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেবু কিনে এনে এই লেবুর সাথে তুলনা করেছি কিন্তু সেগুলো আমাদের গাছের লেবুর কাছে হার মেনে গেছে। গরমকালে লেবুর শরবত থেকে শুরু করে সব ধরনের তরকারিতে আমরা আমাদের গাছের লেবু ব্যবহার করে থাকি। এই বছরে কয়েক মাস আগে থেকেই ফুল ফোটা শুরু হয়েছিল গাছে। এখন লেবুগুলো বেশ বড় হয়ে গেছে । মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে কিন্তু আরো কয়েক সপ্তাহ গাছে থাকলে সম্পূর্ণভাবে খাওয়ার উপযুক্ত হবে। প্রতিবছরই এই গাছে লেবুর ফলন বেশ ভালো হয় কিন্তু তুলনামূলক এই বছর লেবুর ফলন আমাদের ধারণার থেকে বেশি হয়েছে।
এই বছরে লেবুর ফলনের আগে কয়েকবার জৈব সার প্রয়োগ করা হয়েছে এই লেবু গাছে। তাছাড়া নিয়মিত দুইবার করে জলও দেওয়া হয়েছে এই গাছে সেজন্যই হয়তো এত বাম্পার ফলন দেখা দিয়েছে। এই বাম্পার ফলন দেখে আমরা সবাই অনেক খুশি। লেবু গাছে কয়েকটি ধাপে লেবুর দেখা মিলেছে। একদম ছোট থেকে শুরু করে বড় সব রকমেরই লেবু রয়েছে গাছে। তাই বিভিন্ন সময়ে আমরা আমাদের প্রয়োজনমতো লেবু এই গাছ থেকে পেয়ে যাব। এই বছর লেবুর ফলন এত ভালো দেখে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, না খেয়ে পারলে বাজারেও কিছু বিক্রি করে আসবো! যদিও কথাটা আমরা মজা করার জন্য বলছিলাম এত ভালো ফলন দেখে। তবে এই বছর আমরা আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে আমাদের প্রতিবেশীদেরও কিছু লেবু দিতে পারব যা আমাদের জন্য অনেক ভালো লাগার ব্যাপার।
পোস্ট বিবরণ
ডিভাইস | Samsung Galaxy M31s |
---|---|
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা। |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বাড়ির ছাদের উপর বিভিন্ন ফল ফুলের গাছ পরিপূর্ণ সত্যিই এরকম সুন্দর পরিবেশ সবারই করা উচিত। যেমনটা আপনি পরিচর্যা করে চলেছেন গরমের সময় উত্তপ্ত পরিবেশে এসব গাছ বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। একটু পরিচর্যা কম হলেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে লেবুর বাম্পার ফলন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই পরিচর্যা কম করে গাছগুলোকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে যায়। এত সুন্দর করে কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছাদ বাগানের লেবু চাষ দেখে মুগ্ধ হলাম। নিজের চাষকৃত যেকোন ফসলেই আনন্দ দেয়। ফ্রেস খাওয়া যায়। ঠিক বলেছেন গরম কালে বাড়তি যত্ন না নিলে টিকিয়ে রাখা মুশকিল। কয়েক মাস নিজেদের চাষকৃত লেবু পরিবারের চাহিদা পুরণ করছে যেনে ভালো লাগলো। লেবুর বাম্পার ফলন নিয়ে পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সত্যি কথা আপু নিজেরা কোনো সবজি বা ফল তৈরি করলে তা পুরোপুরিভাবে ফ্রেশ পাওয়া যায়। আমার আজকের শেয়ার করা পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit