রেসিপি || ভারতীয় মিষ্টি জাতীয় খাবার "বরফি" তৈরি

in hive-129948 •  8 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তোমরা সবাই জানো যে, আমি প্রতি সপ্তাহে কমপক্ষে একটি রেসিপি পোস্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রেসিপি পোস্ট শেয়ার করার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি, একটু ভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের এই কমিউনিটিতে ঝাল জাতীয় রেসিপি অধিকাংশ ব্লগারাই শেয়ার করে থাকে। তবে আমি মাঝে মাঝে ঝাল জাতীয় রেসিপির পাশাপাশি একটু মিষ্টি জাতীয় রেসিপিও শেয়ার করার চেষ্টা করি। যাইহোক, আজকে তোমাদের সাথে ভারতীয় মিষ্টি জাতীয় একটি খাবার বরফি তৈরি করে দেখাবো। এই বরফি আমার ব্যক্তিগতভাবে অনেক প্রিয় একটি খাবার। এটা তৈরি করা খুব বেশি কঠিন না। তাছাড়া এটি তৈরি করতে বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। যাইহোক,আমি রেসিপিটি তৈরি সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে নিচে শেয়ার করেছি ।

InShot_20240312_041027540.jpg



প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
লিকুইড দুধ২ লিটার
গুঁড়ো দুধ১/২ কাপ
চিনি১কাপ
গোলাপজল১চামচ
দারচিনি গুড়ো১/২চামচ
লেবুর রস৬ চামচ

InShot_20240312_072719336.jpg

⏩ প্রস্তুত প্রণালী ⏪

🌺 প্রথম ধাপ 🌺

প্রথমে একটি প্যানে ২ লিটার লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে।

20240311_112017.jpg

🌺 দ্বিতীয় ধাপ 🌺

এবার সেই জাল দেওয়া লিকুইড দুধে ছয় চামচ লেবুর রস যোগ করে ছানা তৈরি করে নিতে হবে।

20240311_114629.jpg20240311_114318.jpg

20240311_115521.jpg

🌺 তৃতীয় ধাপ 🌺

তৃতীয় ধাপে, এই ছানা একটি ছিদ্রযুক্ত পাত্রে তুলে নিয়ে রেখে দিতে হবে তাহলে ছানা থেকে সমস্ত জল ঝরে যাবে। এরপরে ছানাগুলো হাত দিয়ে ভেঙে ঝুরঝুরে করে নিতে হবে।

20240311_120330.jpg20240311_122041.jpg

🌺 চতুর্থ ধাপ 🌺

এবার প্যানে ১/২ কাপ গুঁড়ো দুধ দিয়ে তাতে পরিমাণ মতো জল যোগ করে দিতে হবে। এরপরে তাতে চিনি ১ কাপ, গোলাপজল ১ চামচ এবং দারচিনি গুঁড়ো ১/২ চামচ দিয়ে এই দুধ অল্প আঁচে জাল দিয়ে নিতে হবে।

20240311_121801.jpg20240311_121939.jpg
20240311_124441.jpg20240311_124716.jpg
20240311_125159.jpg20240311_125821.jpg

🌺 পঞ্চম ধাপ 🌺

এবার এই দুধের মধ্যে ঝুরঝুরে করে রাখা ছানা যোগ করে দিতে হবে এবং দুধ ও ছানার মিশ্রণটি যতক্ষণ না ঘন হচ্ছে, ততক্ষণ অল্প আঁচে জাল দিয়ে যেতে হবে।

20240311_125527.jpg20240311_125554.jpg

20240311_131343.jpg

🌺 ষষ্ঠ ধাপ 🌺

এই ধাপে ছানা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে তা ফ্রিজে এক ঘন্টার মত রেখে দিতে হবে।

InShot_20240312_040544242.jpg

🌺 সপ্তম ধাপ 🌺

এক ঘণ্টা পর ফ্রিজ থেকে ওই ছানা বের করে এনে বরফির আকারে কেটে কাজু,কিসমিস ও আমন্ড সহযোগে সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিলাম।

InShot_20240312_035953832.jpg

InShot_20240312_040317365.jpg


🥀পোস্ট বিবরণ🥀

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung Galaxy M31s
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই বরফি রেসিপি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার এমনিতে অন্য বরফি খাওয়া হয়েছে, তবে এই বরফিটা আমার কখনো খাওয়া হয়নি। আপনি খুবই অল্প উপকরণের মাধ্যমে এই বরফি রেসিপি তৈরি করেছেন। দেখেই তো আমার খুবই লোভ লেগে গিয়েছে খাওয়ার জন্য। আপনি নিজেই বলেন রোজার সময় এরকম রেসিপি দেখলে কিরকম টা লাগে। এটা কিন্তু আপনি একেবারেই ভালো করলেন না, এরকম একটা রেসিপি রোজার সময় দেখিয়ে। পরেও দেখাতে পারতেন আপনি এই রেসিপিটা। যাইহোক উপস্থাপনা দেখে আমি শিখে নিয়েছি। এটা তো আমি অবশ্যই তৈরি করব।

আপনি নিজেই বলেন রোজার সময় এরকম রেসিপি দেখলে কিরকম টা লাগে।

এটা তো ভেবে দেখিনি আপু! এর পর থেকে তাহলে সন্ধ্যার পরে গিয়ে রেসিপি পোস্টগুলো শেয়ার করব।🤭🤭 যাইহোক, ইফতারির সময় এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আপু। আশা করি, অনেক ভালো লাগবে।

Posted using SteemPro Mobile

বরফি বিভিন্ন ভাবে খেয়েছি দাদা। তবে আজকে আপনার পোস্ট এর মাধ্যমে নতুন একটি রেসিপি পোস্ট দেখতে পেলাম। খেতে নিচ্ছই ভীষণ মজাদার হয়েছিলো। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

চেষ্টা করেছি ভাই, ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শেয়ার করার জন্য। হ্যাঁ ভাই, এই রেসিপিটি খেতে অনেক মজাদার হয়েছিল।

Posted using SteemPro Mobile

দাদা বর্তমানে আপনি সেরাদের মধ্যে সেরা। আপনার প্রতিনিয়ত কাজগুলো দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। আজকে আপনি বরফি তৈরি করেছেন এবং এইগুলো খেতে অসাধারণ লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপন করার প্রক্রিয়াগুলি বেশ সুন্দর ও সাবলীল ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

Posted using SteemPro Mobile

এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো, আপনার এই মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

আপনার বরফি দেখে লোভ লেগে গেল। আসলে ভাইয়া এমন রেসিপি আমাদের সবারই অনেক প্রিয়। আপনার রেসিপি সত্যি অনেক মজার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু, বরফি দেখে লোভ লেগে গেলে শুধু হবে না, বাড়িতে এরকম করে তৈরি করে খেয়েও দেখতে হবে।

Posted using SteemPro Mobile

আজ আপনি আমাদের মাঝে ভারতীয় মিষ্টি জাতীয় খাবার "বরফি" তৈরি করে দেখিয়েছেন। আমাদের এখানে এই খাবারটিকে সন্দেশ বলে অনেকে। আমার কাছেও এই খাবারটি খেতে খুবই মজা লাগে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন।

একই খাবারের বিভিন্ন রকম নাম, বিভিন্ন জায়গায় দেখা যায়। যাইহোক, আপনার কাছে এই খাবারটি খেতে অনেক মজার লাগে, জেনে ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে আপনি বরফি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের মিষ্টি জাতীয় খাবার গুলো খেতে অনেক বেশি ভালো লাগে। বরফি রেসিপি তৈরিতে গোলাপজলের ব্যবহারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

বরফি তৈরি করতে অল্প গোলাপ জলের ব্যবহার করতে হয় ভাই, তাহলে একটা অন্যরকমের সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রেসিপি থেকে।

Posted using SteemPro Mobile

সত্যি বলতে দাদা বরফি কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে কোন ধারণা ছিল না আর আপনার এই পোষ্টের মাধ্যমে আজকে জানতে পারলাম কিভাবে বরফি তৈরি করতে হয়। বরফি তৈরীর ধাপগুলো আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

আপনি যে আমার শেয়ার করা এই পোস্টের মাধ্যমে বরফি কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে জানতে পেরেছেন, এটা জেনে ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

দাদা প্রতি সপ্তাহে আপনার করা রেসেপি গুলো সত্যি অনেক ভালো লাগে ৷ বেশ সুন্দর আর ইউনিক রেসেপি করেন ৷ ঠিক যেমন আজকের রেসেপি টি ওয়াও দারুন ৷ভারতীয় মিষ্টি জাতীয় একটি খাবার বরফি তৈরি করেছেন ৷ প্রতিটি ধাপ দেখলাম বোঝা মিষ্টি জাতীয় বরফি অনেক টেষ্ট করবে ৷ অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি লোভনীয় স্বাদের রেসেপি খাবার শেয়ার করার জন্য ৷

আমার শেয়ার করা রেসিপি গুলো যে আপনার কাছে সুন্দর এবং ইউনিক লাগে, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার এত সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

দাদা আমি আমি শুনেছি এই ভারতের মিষ্টি নাকি খেতে অনেক সুস্বাদু হয়। যদিও এখন পর্যন্ত খাওয়া হয়নি তবে খাওয়ার। বরফি মিষ্টি আপনি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো দাদা। বরফিমিষ্টি আমার কাছে ও ভীষণ পছন্দের। অনেক সুন্দরভাবে মিষ্টি তৈরির পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

দাদা আমি আমি শুনেছি এই ভারতের মিষ্টি নাকি খেতে অনেক সুস্বাদু হয়।

হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। এখানে অনেক রকমের এবং অনেক বেশি সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার গুলো পাওয়া যায়।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আপনি প্রতি সপ্তাহে একটি রেসিপি পোস্ট শেয়ার করে থাকেন । আমাদের কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে থাকে। আজকে আপনি মিষ্টি জাতীয় খাবার তৈরি করেছেন নিজ হাতে। যেটা খুবই সুন্দর লাগছে খেতে অনেক সুস্বাদু হবে নাম তার বরফি ভালো লাগলো। আপনার রেসিপি তৈরির ভিন্নতা সব সময় আমার কাছে ভালো লাগে।

Posted using SteemPro Mobile

আমার রেসিপি তৈরির ভিন্নতা যে সব সময় আপনার কাছে ভালো লাগে, সেটা জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

এই রেসিপিটা আমার খুব খুব প্রিয়।মাঝে মাঝেই বাইরে খাওয়া হয়। তবে আপনি এত সুন্দর করে রেসিপিটা শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে।সময় করে নিশ্চয়ই একদিন তৈরি করব।

ঠিক আছে আপু, সময় করে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটি। আশা করি, অনেক ভালো লাগবে। এই রেসিপিটি যে আপনার খুব প্রিয়, সেটা জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

মিষ্টি জাতীয় যে কোন খাবার আমার অনেক পছন্দ। আমি মিষ্টি খেতে খুবই পছন করি। আপনি খুব সুন্দর ভাবে বরফি মিষ্টি তৈরি করেছেন এবং ধাপে ধাপে তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি বরফি মিষ্টি দেখতে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর ও ইউনিক একটা রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা রেসিপিটির এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনি আজকে আপনাদের ভারতীয় মিষ্টি জাতীয় খাবার বরফির রেসিপি শেয়ার করেছেন। এটা তৈরি করার পদ্ধতি দেখলে, যে কেউই সহজে তৈরি করে নিতে পারবে। এই বরফি তো দেখছি ঘরে বসে সহজেই তৈরি করে নেওয়া যাবে। কারণ এতে খুব একটা উপকরণের ও প্রয়োজন হয় না। ঝামেলা ছাড়াই সহজে এবং কম সময়ে এই বরফি তৈরি করা সম্ভব। এরকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বরফি কখনো খাইনি আমি। নিশ্চয়ই এই বরফিগুলো মজা করে খেয়েছেন আপনি। আমি যদি হতাম সবগুলো একাই খেয়ে নিতাম।

  ·  8 months ago (edited)

হ্যাঁ ভাই, বেশি উপকরণের প্রয়োজন হয় না রেসিপিটি তৈরি করতে তাই ঘরে বসে সহজেই তৈরি করা যায় ।

Posted using SteemPro Mobile

এই ধরনের বরফি আগে কখনো খাওয়া হয়নি। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। এই ধরনের আইটেমগুলো তৈরি করা মোটামুটি সহজ আর খেতেও দারুন লাগে। আপনি সম্পূর্ণ রেসিপিটি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমি এর আগে কখনো কোন রেসিপিতে গোলাপজল ব্যবহার করিনি। তবে শুনেছি এটা ব্যবহার করলে নাকি খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়।

আমার শেয়ার করা এই রেসিপিটির উপস্থাপন যে আপনার কাছে চমৎকার লেগেছে তা জেনে ভালো লাগলো আপু।

আমি এর আগে কখনো কোন রেসিপিতে গোলাপজল ব্যবহার করিনি। তবে শুনেছি এটা ব্যবহার করলে নাকি খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়।

গোলাপজল দিলে খাবারের টেস্ট বেড়ে যায় বা কমে যায়, এরকম কোনো ব্যাপার না আপু। এটা দিলে খাবারের মধ্যে একটা আলাদা সুগন্ধ পাওয়া যায়,শুধু এতটুকু পরিবর্তনই হয় ।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। আপনার পোস্ট গুলো দেখে সত্যি আমি অবাক হয়ে যাই ‌ প্রতিটি পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে একদম নতুন নতুন জিনিস আপনি তৈরি করেন। যদিও বরফি এর আগে আমি খেয়েছি কিন্তু আপনার তৈরি করার পদ্ধতিটা একটু অন্য রকম লাগছে। রেসিপি পরিবেশন টা দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

আমার শেয়ার করা এই রেসিপিটির পরিবেশন যে আপনার কাছে দারুন লেগেছে তা জেনে অনেক খুশি হলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এত সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

দেখেই তো লোভ লেগে গেল দাদা। বরফি তো কখনো খাওয়া হয়নি। আপনাদের ভারতে তাহলে এটা বিখ্যাত। খেতেও বেশ মজার মনে হয়। আপনি সুন্দর করে দেখালেন রেসিপিটি।

হ্যাঁ ভাই, এই রেসিপিটি তো আমাদের এইখানে বিখ্যাতই। রেসিপিটি দেখে লোভ লেগে গেলে বাড়িতে এরকম করে তৈরি করে খেতে হবে ভাই।🤭

Posted using SteemPro Mobile

তাই তো মনে হচ্ছে দাদা 😁। দুধের তৈরি যেকোনো জিনিস অন্যরকম স্বাদ হয়

আপনি প্রতি সপ্তাহে একটি রেসিপি পোস্ট শেয়ার করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন এখানে সবাই বেশিরভাগ সময় ঝাল জাতীয় রেসিপি শেয়ার করেন। আপনি তা না করে মিষ্টি খাবার নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। ঝালের পাশাপাশি মিষ্টি খাবার খেতেও খুব ভালো লাগে। বরফি খেতে আমি খুব পছন্দ করি। অনেক আগে একবার তৈরি করেছিলাম। তবে এখন খেতে ইচ্ছে করলে বেশিরভাগ সময় বাহিরে থেকে কিনে আনা হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

আগে আপু আমিও বাইরে থেকে কিনে খেতাম এই বরফি। তবে এখন বাড়িতেই বানিয়ে খাই। বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে এখন।

Posted using SteemPro Mobile

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভারতীয় মিষ্টি জাতীয় খাবার বরফি তৈরি। আপনার তৈরি বরফি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে ভাই। তবে কিছুদিন আগে আমিও বাড়িতে এভাবে লিকুইড দুধ দিয়ে বরফি তৈরি করে খেয়েছিলাম বে সুস্বাদু ছিল। নিজের হাতে যে কোন জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

নিজের হাতে যে কোন জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা।

এটা ঠিক কথা বলেছেন ভাই । যাইহোক, কিছুদিন আগে আপনিও যে বাড়িতে এভাবে লিকুইড দুধ দিয়ে বরফি তৈরি করে খেয়েছিলেন, সেটা জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে। বরফি দেখেই তো খেতে ইচ্ছা করছে দাদা। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন এবং রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

হ্যাঁ আপু, এই বরফি খেতে বেশ দারুণ হয়েছিল। আপনিও এমন করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই বরফি তৈরি করা খুব বেশি কঠিন কাজ না ।

Posted using SteemPro Mobile

ভাই কি দেখাইলেন এটা, পোষ্ট পড়ছি আর ঢোক গিলছি। এখন এতগুলো ঢোক এর যদি দাম চান তাহলে কইত্থেকে দিবো ভাই? হা হা হা হা। দারুণ রেসিপি ছিলো এটা, আমার পছন্দ হয়েছে। অনেক ধন্যবাদ

এখন এতগুলো ঢোক এর যদি দাম চান তাহলে কইত্থেকে দিবো ভাই?

এর উত্তর তো আমারও জানা নেই দাদা! হিহিহি🤭🤭 যাইহোক, আপনার সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমার শেয়ার করা এই রেসিপিটি যে আপনার পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।

Posted using SteemPro Mobile

মিষ্টি জাতীয় যেকোনো খাবার খেতে অনেক ভালো লাগে।আমি মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করি। তাই তো আপনার রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।ইউনিক একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম। অনেক ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে, এটা জেনে বেশ ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

আপনার বরফি রেসিপি দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে।আসলে বরফি খেয়েছি দেরি হয়েছে।তবে আপনার রেসিপি দেখে এখন থেকে বাসায় বানিয়ে খাওয়া যাবে।ধন্যবাদ ভাই।

ঠিক আছে ভাই, রেসিপিটি আপনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি, অনেক ভালো লাগবে।

Posted using SteemPro Mobile