(এসো নিজে করি) অরিগ্যামি || দুটি ভিন্ন কালারের কচ্ছপের অরিগ্যামি তৈরি।

in hive-129948 •  11 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার বেশ ভালই লাগে। তবে নিয়মিতভাবে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা একটা চ্যালেঞ্জিং কাজ। এই রঙিন কাগজ দিয়ে আজ পর্যন্ত তোমাদের সাথে আমি অনেক কিছুই তৈরি করে শেয়ার করেছি। এগুলো তৈরি করতে অনেক সময় যায় তাছাড়া অনেক ভাবারও প্রয়োজন হয় এগুলো তৈরি করার পূর্বে। রঙিন কাগজ দিয়ে যখন বিভিন্ন জিনিস তৈরি করা হয়, এগুলো দেখতে বেশ ভালো লাগে। ছোটবেলায় আমি এগুলো স্কুলের প্রজেক্ট হিসেবে করতাম। তবে এখন আমাদের এইখানে কাজের জন্য এগুলো আমি সাধারণত করে থাকি। যাইহোক, আজকে তোমাদের সাথে আমি রঙিন কাগজ দিয়ে দুইটি কচ্ছপের অরিগ্যামি তৈরি করে দেখাবো। রঙিন কাগজ দিয়ে এই দুটি কচ্ছপ তৈরি করার পর আমার নিজের কাছেই এগুলো অনেকটা কিউট লেগেছিল। যাইহোক, এগুলো নিয়ে তোমাদের কি মন্তব্য আছে তা তোমরা কমেন্ট করে জানিও।

20240408_155920.jpg

InShot_20240409_213023754.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●আঠা
●স্কেল
●কাঁচি
●পেন্সিল
●স্কেচ পেন

20240408_133345.jpg

🐢 প্রথম ধাপ 🐢

প্রথমে, একটি কালার পেপার নিয়ে স্কেল ও পেন্সিলের সাহায্যে ৭/৭সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে তা কাঁচির সাহায্য চারটি কাগজ কেটে নিলাম। অনুরূপভাবে, আরও অন্য একটি কালারের কাগজ একই মাপে চারটি কাগজ কেটে নিলাম।

20240408_134233.jpg20240408_134619.jpg

🐢 দ্বিতীয় ধাপ 🐢

এবার সেই ৭/৭ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে মেপে কেটে নেওয়া কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। একইভাবে আরও দুবার করে ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করা কাগজটি আবার খুলে সেই ভাঁজ বরাবর আবার জিগজ্যাক করে ভাঁজ করে নিলাম।

20240408_134717.jpg20240408_134734.jpg20240408_134759.jpg
20240408_135431.jpg20240408_135446.jpg20240408_135504.jpg

🐢 তৃতীয় ধাপ 🐢

এবার জিগজ্যাক করে ভাঁজ করা কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে আঠার সাহায্যে তা জোড়া লাগিয়ে নিলাম।

20240408_135531.jpg20240408_135614.jpg20240408_135639.jpg

🐢 চতুর্থ ধাপ 🐢

এই ধাপে, উপরে ধাপ অনুসরণ করে অনুরূপভাবে আরও তিনটি কাগজ তৈরি করে নিলাম এবং অন্য কালারের যে চারটি কাগজ ছিল সেগুলো একইভাবে তৈরি করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240408_140559.jpg20240408_140622.jpg

🐢 পঞ্চম ধাপ 🐢

এইবার জিগজ্যাক করে ভাঁজ করে তৈরি করা কাগজগুলো একটির পর একটি আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।

20240408_140642.jpg20240408_140754.jpg
20240408_140845.jpg20240408_141518.jpg

🐢 ষষ্ঠ ধাপ 🐢

এই ধাপে, কচ্ছপের পা তৈরি করার জন্য আরেকটি কালার পেপার নিয়ে তা স্কেচ পেনের সাহায্যে কালার করে নিয়ে কাঁচির সাহায্যে পর পর চারটি ভাগে কেটে নিলাম। এবার আরও একটি কালার পেপার নিয়ে কচ্ছপের মাথা ও লেজ তৈরি করে নিলাম এবং লেজে স্কেচ পেনের সাহায্যে কিছু কালার করে নিলাম।

20240408_141631.jpg20240408_141905.jpg20240408_141918.jpg
20240408_141922.jpg20240408_142548.jpg
20240408_142907.jpg20240408_142858.jpg20240408_143102.jpg

🐢 সপ্তম ধাপ 🐢

এবার একটি সাদা কালারের পেপার নিয়ে কাঁচির সাহায্যে গোল করে কেটে স্কেচ পেনের সাহায্যে চোখ অঙ্কন করে নিলাম এবং আঠার সাহায্যে চোখগুলো মাথার উপরে লাগিয়ে নিলাম। তারপর পঞ্চম ধাপের অংশের সাথে মাথা,লেজ ও পা আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিয়ে কচ্ছপের অরিগ্যামি তৈরির কাজটি সম্পন্ন করলাম। অনুরূপভাবে, আরও একটি কালারের কচ্ছপ একইভাবে তৈরি করে নিলাম।

20240408_143400.jpg20240408_143409.jpg20240408_143648.jpg
20240408_142914.jpg20240408_143738.jpg20240408_143952.jpg
20240408_144009.jpg20240408_144101.jpg
20240408_153853.jpg20240408_153816.jpg

InShot_20240409_213023754.jpg

InShot_20240409_212832378.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা দুটি ভিন্ন কালারের কচ্ছপের অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোটবেলায় আপনি এগুলো স্কুলের প্রজেক্ট হিসেবে করতেন জেনে ভালো লাগলো।সত্যি এগুলো তৈরি করতে ভাবনা ও সময় দুটোই ব্যায় করতে হয়।আপনার রঙ্গিন কাগজ দিয়ে বানানো কচ্ছপ দুটো খুব সুন্দর হয়েছে। কচ্ছপ দুটো ভীষণ যত্ন করে তৈরি করেছেন দাদা।তৈরি পদ্ধতি চমৎকার ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে কচ্ছপ বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

চেষ্টা করেছি দিদি, কচ্ছপ দুটো ভীষণ যত্ন করে তৈরি করার জন্য। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার পোস্টগুলো দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে যায় ভাইয়া। প্রতিনিয়ত লক্ষ্য করে যাচ্ছি আপনি রঙিন কাগজের অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে ও আপনি দুইটা আলাদা আলাদা রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর কচ্ছপ তৈরি করে শেয়ার করেছেন।

ভাই, আপনি আমার রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখে মুগ্ধ হয়ে যান, এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে দুটি ভিন্ন কালারের কচ্ছপ তৈরি করেছেন। আপনার দুটি কালারই আমার কাছে অনেক ভালো লেগেছে। দুটি কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। কচ্ছপগুলোকে দেখে মনে হচ্ছে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। রঙিন কাগজ দিয়ে এ ধরনের অরিগ্যামি তৈরি করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কচ্ছপগুলোকে দেখে মনে হচ্ছে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে।

আপনার এই কথাটা বেশ ইন্টারেস্টিং লাগলো আপু আমার কাছে। হিহি..🤭🤭 যাইহোক, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর সুন্দর কচ্ছপ তৈরি করছেন। কচ্ছপ টি দেখতে চমৎকার লাগতেছে। আপনি ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই কচ্ছপগুলো আপনার কাছে খুবই সুন্দর লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই।

দুটি বিভিন্ন কালারের কচ্ছপের অরিগামী দেখতে পারছি। কচ্ছপ দুটি দেখতে খুবই কিউট লাগছে। এ ধরনের অরিগামি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলা তৈরি করতেও বেশ মজা লাগে। এগুলা সংরক্ষণ করে যদি বাসায় সাজিয়ে রাখা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই কচ্ছপের অরিগ্যামি গুলো যে আপনার কাছে কিউট লেগেছে, এটা জেনে ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সু স্বাগতম ভাই।

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি করা এই অসাধারণ অরিগামি দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। কিছুক্ষণ আগেও দেখেছি একটা ওয়ালমেট। যাই হোক বেশ দারুন দক্ষতার পরিচয় দিয়ে থাকেন আপনি।

আপনি যে আমার শেয়ার করা অরিগ্যামি গুলো দেখে মুগ্ধ হয়েছেন, এটা আমার জন্য সত্যিই অনেক খুশির বিষয় ভাই। যাইহোক, আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দুটি ভিন্ন কালারের খুবই সুন্দর কচ্ছপ দেখতে পেলাম। আসলে আপনার আইডিয়াটা দারুন লেগেছে আমার কাছে। খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে এই কচ্ছপ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে কচ্ছপ তৈরি করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনার ধাপগুলো দেখে তাই শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

দুটি ভিন্ন কালারের কচ্ছপ তৈরির এই আইডিয়াটা আপনার কাছে দারুন লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। এই কাজ করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আজকে আপনি দুটি ভিন্ন কালারের কচ্ছপের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি কচ্ছপের অরিগামি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে দুটি ভিন্ন কালারের কচ্ছপের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি কচ্ছপ গুলো বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।

আপনার তৈরি কচ্ছপ গুলো বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।

এটা হলেই তো আমার কাজ করা সার্থক হবে আপু । ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

দুটি ভিন্ন কালারের কচ্ছপের অরিগামি দেখে সত্যিই খুব ভালো লাগলো। খুবই নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি চেষ্টা করেছি আপু, অরিগ্যামি গুলো নিখুঁতভাবে তৈরি করার জন্য। এইগুলো দেখে আপনার খুব ভালো লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

কচ্ছপে বাস্তবে দেখতে যেমন সুন্দর লাগে। দাদা আপনি ঠিক রঙিন কাগজ দিয়ে সেভাবে তৈরি করে দেখিয়েছেন। কচ্ছপ দুটি দেখতে অনেক কিউট লাগতেছে। এধরনের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

আমার শেয়ার করা এই কচ্ছপ দুটি দেখতে আপনার কাছে অনেক কিউট লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই । সুন্দর এই মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আরে বাপরে এ তো দেখছি আকর্ষণীয় কচ্ছপ তাও আবার রঙিন কাগজের তৈরি। ভাই আপনিতো দুটি ভিন্ন কালারের কচ্ছপের অরিগ্যামি খুব সুন্দর করে তৈরি করেছেন। যা দেখা মাত্রই ভাল লেগে গেল। খুবই কিউট লাগছে কচ্ছপ দুটোকে। ভাই আপনি রঙিন কাগজ দিয়ে কিভাবে এত সুন্দর কচ্ছপ তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার শেয়ার করা রঙিন কাগজের তৈরি এই কচ্ছপ দুটি যে আপনার কাছে খুবই কিউট লেগেছে, জেনে খুশি হলাম ।

এত কিউট দেখতে দুইটা কচ্ছপের অরিগ্যামি তৈরি করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনি আপনার প্রত্যেকটা কাজ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই নিখুঁতভাবে ধৈর্য ধরে সম্পূর্ণ করে থাকেন। যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। দুইটা কিউট কচ্ছপ তৈরি করেছেন, দেখি তো মনে হচ্ছে একটা কাপল। কচ্ছপ তৈরি করা শিখে নিলাম আপনার উপস্থাপনা দেখে খুব সহজেই। এই কচ্ছপগুলোকে দেখে তো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে অপরূপ সুন্দর দৃষ্টিতে। আপনি অনেক যত্ন করে কচ্ছপগুলোকে তৈরি করেছেন বলে মনে হচ্ছে। এগুলো আপনি সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে।

দুইটা কিউট কচ্ছপ তৈরি করেছেন, দেখি তো মনে হচ্ছে একটা কাপল।

হিহি..🤭🤭 হ্যাঁ আপু, এরা কাপল। আমিও অনেকটা তেমন ভাবনা থেকেই তৈরি করেছি কচ্ছপ দুটি। যাইহোক, আমার কাজের এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

বাহ আপনি তো বেশ চমৎকার কচ্ছপের অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। সত্যি বলতো আপনার কচ্ছপ দুটি তৈরী অসাধারণ হয়েছে। ছোটবেলা আমরাও স্কুলে এ ধরনের প্রজেক্ট তৈরি করতাম। সত্যি আপনার কচ্ছপ দুটি তৈরী দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কচ্ছপের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই কচ্ছপের অরিগ্যামি গুলো আপনার কাছে চমৎকার লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কচ্ছপ বানিয়েছেন। কচ্ছপের অরিগ্যামি দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো এতটা সহজ না। এই কাজগুলো অনেক ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। তবে আপনার কচ্ছপের চোখ এবং পা গুলো খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে কচ্ছপের অরিগ্যামি তৈরী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা এই কচ্ছপের অরিগ্যামির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

এত সুন্দর করে আপনি দুটি ভিন্ন কালারের কচ্ছপ তৈরি করেছেন। আপনার দক্ষতা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনি প্রত্যেকটা কাজের মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটিয়ে থাকেন, যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার দক্ষতামূলক কাজগুলো একেবারে নজর কাড়ানো হয়ে থাকে। আজকেও ঠিক তেমনি ভাবে দক্ষতাকে কাজে লাগিয়ে এই অরিগ্যামিটা তৈরি করেছে। কচ্ছপ দুটো কে দেখতে খুব কিউট লাগতেছে। কালারফুল ভাবে ফুটে উঠেছে কচ্ছপ দুটি।

এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কাছ থেকে এই প্রশংসা মূলক মন্তব্যটি পেয়ে অনেক ভালো লাগলো ভাই।

আমার কাছে রঙিন কাগজের জিনিস তৈরি করতে যত কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে কি বানাবো তা চিন্তা করতে। একবার কি বানাবো ঠিক করে ফেলতে পারলেন তখন আর খুব বেশি সময় লাগে না বানাতে। রঙিন কাগজের কচ্ছপ দুটি খুব সুন্দর হয়েছে। দুটি ভিন্ন কালার হওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে।

আপু, আপনার কাছে যে আমার শেয়ার করা এই রঙিন কাগজের তৈরি কচ্ছপের অরিগ্যামি দুটি খুব সুন্দর লেগেছে, জেনে খুশি হলাম। সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।