নমস্কার সবাইকে ,
তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। |
---|
প্রথমেই সবাইকে আমার আজকের ব্লগে স্বাগতম জানাই। কালী পুজোয় ঘোরাঘুরি নিয়ে আজ দ্বিতীয়তম ব্লগ টি শেয়ার করব। বারাসাতের বিভিন্ন পুজো প্যান্ডেল গুলোর কাজ সাধারণত পুজোর একদিন আগেই কমপ্লিট করা হয়ে যায়। পুজোর একদিন আগে বেরিয়েছিলাম পরিবারের সাথে বারাসাতের পুজো প্যান্ডেল গুলো ঘুরে দেখার জন্য । এই দিন দুপুরে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হওয়ার আগে আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিল। তখন আমরা ভেবেছিলাম আজ হয়তো আমাদের আর বের হওয়া হবে না, আমাদের আজকের প্ল্যানটা ক্যান্সেল করতে হবে । সেই দিন আমাদের কপালে বের হওয়া লেখা ছিল তাই দেখলাম দু'ঘণ্টা পর আমাদের বাড়ির অতিথি অন্য একটি কাজে চলে গেল। তাকে অনেক বলার পরও সে থাকতে রাজি হলো না কারণ তার অন্য একটি ইম্পরট্যান্ট কাজ ছিল।
এরপর প্রায় সন্ধ্যার দিকে পরিবারের সবাই মিলে প্রথমে আমরা ডাকবাংলোর মোড়ে যাই আশেপাশের পুজো প্যান্ডেল গুলো দেখার জন্য। সেখানে যাওয়ার পর আমরা ভাবছিলাম কোন পুজো প্যান্ডেলটি দেখতে আগে যাবো। ডাকবাংলোর সবথেকে কাছে "সন্ধানী ক্লাবের পুজো" প্যান্ডেলটি পড়ে কিন্তু তার সামনে যাওয়ার পরে দেখি অনেকটা ভিড় সেজন্য আমরা সেখানে প্রবেশের প্ল্যান ক্যান্সেল করি। সেখান থেকে কিছু দূর হেঁটে গেলে বারাসাত ফায়ার বিগ্রেড এর অফিস পড়ে, তার সামনে বড় একটি মাঠ রয়েছে সেই মাঠে একটি পুজো প্যান্ডেল করা হয়েছিল। এই ক্লাবটির নাম যদিও আমি ভুলে গেছি এখন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে এই পুজো প্যান্ডেলটি দেখতে যাই। আমরা সেখানে যাওয়ার পর খুব একটা লোকের ভিড় দেখতে পেলাম না তাই আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম। এখানে অনেক বড় প্যান্ডেল হয়েছিল সেরকম কোন ব্যাপার না কিন্তু খুব সুন্দর ভাবে প্যান্ডেলটি সাজিয়ে তোলা হয়েছিল।
প্যান্ডেলটির মধ্যে বাবা-মা আগেই চলে যায়। আমি বাইরে একটু টুকটাক ফটোগ্রাফি করায় ব্যস্ত ছিলাম তারপর ভিতরে গিয়ে সুন্দর সাজানো প্যান্ডেল টি দেখে খুব ভালো লাগলো। চিত্র ছায়া ডেকোরেটর দ্বারা এই প্যান্ডেলটি করা হয়েছিল এবং শিল্পী নারায়ণ চ্যাটার্জী ছিলেন এই প্যান্ডেলটির নির্মাণশিল্পী যা পুজো প্যান্ডেলের পাশের একটি জায়গাতে লেখা ছিল । এইখানের পুজো প্যান্ডেলটির থিম কি ছিল আমি সেটা কোথাও লেখা দেখি নি। কোথাও লেখা দেখিনি তাই সে সম্পর্কে বিস্তারিত বলতে পারব না কিন্তু যতটুক প্যান্ডেল ঘুরে দেখেছিলাম সে অনুযায়ী একটু বর্ণনা করার করব।
বিভিন্ন মাটির হাড়ি দিয়ে চারপাশে সাজানো ছিল। মাটির হাড়িগুলোতে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা ছিল যা দেখতে খুবই ভালো লাগছিল। প্যান্ডেলের চারপাশের লাইটিং খুব সুন্দর করে সাজানো ছিল তাছাড়া প্যান্ডেলটির বিভিন্ন জায়গায় মাটির ট্যারাকোটার বিভিন্ন ডিজাইন দেখতে পেয়েছিলাম। শত শত তাল পাতার পাখা প্যান্ডেলটির বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছিলাম। এই পুজো প্যান্ডেলটির মা কালী খুব সুন্দর করে বানিয়েছিল তারা যা আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলে তোমরা বুঝতে পারবে।
খুবই সুন্দরভাবে নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি করেছিল এই প্যান্ডেলের প্রতিমা টি। প্যান্ডেলটি দেখে আমার বাবা-মাও খুব পছন্দ করেছিল ।তারা প্যান্ডেলটির কয়েকটি অংশে দাড়িয়ে কিছু ফটোগ্রাফি করে দেওয়ার জন্য বলে তখন আমি তাদের কিছু ফটোগ্রাফিও করে দিয়েছিলাম। পরে আমি প্যান্ডেলটির বিভিন্ন অংশের ফটোগ্রাফি করে নিয়েছিলাম যা আমি আজকের পোস্টে শেয়ার করলাম। তোমরা প্যান্ডেলের ভিতরের বিভিন্ন দৃশ্য আমার আজকের পোস্টের ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারবে এবং প্যান্ডেলটি কেমন হয়েছিল সে সম্পর্কে খুব ভালো ধারণা করতে পারবে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত ,নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বারাসাতের কালীপুজো খুব ভালো হয় সেটা শুধু শুনেছি। তোমার পোষ্ট দেখে সেটা আবারও প্রমাণ পেলাম। প্যান্ডেল থেকে চোখ ফেরানো যাবে না। সত্যিই অসাধারণ। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্যান্ডেল গুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল যা দেখে চোখ ফেরানো যাচ্ছিল না ।অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে দেখতে হচ্ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনাদের ভাগ্যে বাহিরে যাওয়া লেখা ছিল এই জন্যই অতিথিও চলে গেল। তবে পরিবার নিয়ে একসাথে কোথাও বেরোতে ভালই লাগে। আর এত সুন্দর পূজা মন্ডপ আর এতসব নিখুঁত হাতের কাজ দেখলে সত্যিই ভীষণ ভালো লাগে। আমার তো একেবারে নিজের চোখে এরকম দেখতে ইচ্ছে করে। তাছাড়া মাটির ট্যারাকোটার বিভিন্ন ডিজাইন দেখতেও কিন্তু ভীষণ অসাধারণ লাগছিল। এত সুন্দর আলোকসজ্জা আর এত সুন্দর সুন্দর কারো কাজ দেখতে ভীষণই ভালো লেগেছে। আপনার পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু সেটাই হবে হয়তো, যদিও আমরা চাইনি অতিথি চলে যাক তারপরও অনেক চেষ্টা করার পরও তাকে আটকাতে পারিনি। পোস্টটি খুব সুন্দরভাবে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। মাটির ট্যারাকোটার বিভিন্ন ডিজাইন সত্যি খুব অসাধারণ লাগছিল প্যান্ডেলটিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit