জেনারেল রাইটিং|| দিন শেষে আমাদের ভালো থাকতে হবে

in hive-129948 •  last year  (edited)

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে নিজেদের লাইফ নিয়ে কিছু কথা শেয়ার করব আমি।

Photo_1705711809709.jpg
পোস্টার মেকার অ্যাপ দিয়ে তৈরি

আমরা মানুষ, অন্যান্য সব প্রাণীদের থেকে আমরাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আমাদেরই দাবি করা। তবে আমরা শ্রেষ্ঠ হয়েও কি সব থেকে খুশি থাকি বা আনন্দে থাকি? এটাই বড় প্রশ্ন। বিবেক, বুদ্ধি, জ্ঞান সবদিক থেকেই আমরা উপরে। তবে দিনশেষে আমাদের দুঃখের কারণ কি? পৃথিবীর অন্যান্য প্রাণীর দিকে তাকালে আমরা দেখতে পাবো তারা স্বাভাবিকভাবেই জীবনযাপন করে । তাদের মধ্যে মানুষের মত ডিপ্রেশন, চিন্তা, দুঃখ কাজ করে না। তারা শুধুমাত্র খাদ্য আর থাকার জায়গা পেলেই শান্তিতে বসবাস করে।

অন্যদিকে মানুষের সমস্যা শুরু হয় থাকার এবং খাওয়ার জায়গা পূরণ হওয়ার পর থেকে। কিন্তু সমস্যাটা কোথা থেকে শুরু হচ্ছে তা নিয়ে আমরা ভাবি না । আমাদের সাথে অনেক সময় হয়তো এমন ঘটনা ঘটে আমরা যা কখনো এক্সপেক্ট করি না। কিন্তু হঠাৎ করেই ঘটে যায় যা আমাদেরকে দুঃখী করে তোলে। সত্যি কথা বলতে আমাদের সাথে ৯৯% জিনিস ভালো হওয়ার পরও যদি ১% জিনিস খারাপ হয় বা খারাপ ঘটে তাহলে আমরা সাথে সাথেই দুঃখী হয়ে যাই। আমাদের সাথে যে ৯৯% ভালো ঘটেছে, আমরা সেই দিকে তাকাই না। যেখানে ১% খারাপ ঘটেছে আমাদের ধ্যান সবসময় সেই জায়গায় চলে যায়। আমাদের দুঃখের কারণই এটা।

তাহলে এখানে সলিউশনটা হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের নজর ওই ১% খারাপের দিক থেকে ৯৯% যেখানে ভালো হচ্ছে সেখানে নিয়ে আসতে হবে ‌। একটু দৃষ্টিভঙ্গির বদল করলেই আমরা দিন শেষ ভালো থাকতে পারবো। আমাদের জীব হিসেবে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে আনন্দ নিয়ে বেঁচে থাকা। আর আমরা যদি দিনশেষে সেই আনন্দই না পেলাম, দুঃখী ভাবে জীবন কাটিয়ে যাই তাহলে সেই জীবনের কোন মূল্যই নেই। সময়ের সাথে সাথে মানুষের দুঃখের পরিমাণও বাড়ছে। এখন বিনোদনের এত ব্যবস্থার পরেও মানুষ দুঃখী থাকে।

আর এই মানুষের দুঃখকে ব্যবহার করে বিনোদন ইন্ডাস্ট্রি আরো বেড়েই চলেছে। তবে এই দুঃখের কিন্তু সমাপ্তি ঘটছে না। টেম্পোরারি কিছু সময়ের জন্য এই দুঃখ ব্যাপারটা আমরা ভুলে গেলেও আল্টিমেটলি এই দুঃখ কিন্তু আমাদের উপরেই চেপে বসছে। আমাদের এখানে বুদ্ধিমত্তাটাকে বাড়াতে হবে, নজর বদলাতে হবে। আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ালেই আমরা সব সময় সুখে থাকতে পারবো। আমি এই বিষয়গুলো নিজেও চেষ্টা করি। সেজন্যই সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই নিয়ে কি মতামত আছে, তোমরা টা কমেন্ট করে জানাতে পারো।



বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের একটা বড় দোষ আমারা একটু কষ্টে থাকার কথা চিন্তা করতে পারি না। আমাদের সব সময় ভালো থাকতে হবে এটাই আমাদের লক্ষ্য। তার থেকে বড় কথা আমারা সব সময় আমাদের উপরের দিকে তাকাই। আমার থেকে অন্যের অনেক বেশি আছে সেই জিনিসটা চিন্তা করি। কিন্তু একবারও আমাদের নিচে যারা আছে তাদের কথা একবারও ভাবি না। ভালো থাকবো কি করে যদি অল্পতেই সন্তুষ্ট থাকতে না পারি।

Posted using SteemPro Mobile

গ্রাটিটিউট ব্যাপারটা নিয়ে আসতে হবে আমাদের ভালো থাকতে গেলে।

  ·  last year (edited)

দিনশেষে আমরা কিন্তু সবাই পরিশ্রমই।
শারীরিক বা মানসিকভাবে হেনস্থা শিকার হয় প্রায় সব সময়।
তবে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু আমরা দিনশেষে ভালো থাকার চেষ্টা করি।
এখন দেখার বিষয় আমরা কতটা ভালো আছি।
বর্তমানে পরিবেশ পরিস্থিতি এবং মানুষের মন মানসিকতার যেভাবে চেঞ্জ শুরু হয়ে গেছে আসলে ভালো থাকাটা সময়ের ব্যাপার।
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো অনেক গুরুত্বপূর্ণ উদাহরণসহ আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর করে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন ভাইয়া সুখের থেকে দুঃখের পরিমান কম হলেও আমরা ওই দুঃখ কে নিয়েই পরে থাকি। এ জন্য আমরা কখনোই পুরোপুরি সুখী হতে পারি না। আমরা যদি যা পেয়েছি তা নিয়েই সন্তুষ্ট থাকতাম তাহলে দুঃখ আমাদের উপর ভর করতে পারতো না। ভালো লাগলো লিখাটি পড়ে।

আমার লেখা এই পোস্ট টি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আসলেই দাদা , অন্যান্য সব প্রাণীর থেকে আমারাই শ্রেষ্ঠ ৷ তবে ভালো কিংবা সুখে থাকার দিক দিয়ে আমরাই অনেক পিছিয়ে ৷ কারণ সেটাই আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক নেই ৷ আমরা যতই ভালো থাকি, দিন শেষে একটু জন্য আমরা ভীষণ আপসোস করি ৷ আমাদের এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তাহলেই আমরা ভালো থাকবো ৷ আপনি খুবই সুন্দর কিছু কথা বলেছেন ৷ আপনার কথা গুলো ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই কথাগুলো আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাই। এটাই বাস্তব ভাই, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলালেই অল্পতে সুখী হতে পারি।

ভাইয়া আপনি তো আজকে একদম বাস্তবিক একটা বিষয় তুলে ধরলেন। আসলে আমাদের মাঝে ভালো এবং খারাপ দুটোই রয়েছে। বিশেষ করে আমাদের যদি বেশিরভাগ ভালো হয় তাহলে আমরা সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু যদি সামান্য পরিমাণেও খারাপ কিছু হয় সেটা নিয়ে ভাবতে ভাবতেই জীবন শেষ। সত্যি প্রাণীরা আমাদের থেকেও অনেক বেশি ভালো রয়েছে। আমরা শ্রেষ্ঠ হলেও আমাদের সমস্যার শেষ নেই। তবে আমি মনে করি আমরা যদি নিজেরা ভালো থাকার চেষ্টা করি তাহলেই সম্ভব।

আমরা শ্রেষ্ঠ এবং আমাদের সমস্যাগুলোও শ্রেষ্ঠ ভাই! আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলালেই সহজে সুখী হতে পারবো।

বর্তমান সময়ে নিজেকে ভালো রাখা খুবই কঠিন ব্যাপার। বিভিন্ন পারিপার্শ্বিকতা আমাদেরকে আসলেই ভালো থাকতে দেয় না। কিন্তু ভালো না থাকলেও আমাদেরকে জোর করে সেই ভালো থাকাটা আদায় করে নিতে হয়। কারণ নিজে ভাল না থাকলে সবকিছু ঠিকঠাক চলবে না। এবং পাশাপাশি পাশের মানুষ গুলোকে ভালো রাখা খুবই কঠিন হয়ে যাবে। তাই আমাদেরকে ভালো থাকার ব্যবস্থা নিজেকে তৈরি করে নিতে হবে। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ আপু এটাই সত্যি কথা, আমাদের ভালো থাকার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করে নিতে হবে।

আসলেই ভাইয়া আমরা শ্রেষ্ঠ প্রাণী হলেও কিন্তু আমাদের থেকে অন্যান্য প্রাণীরাই ভালো রয়েছে। আমাদের মানুষদের মধ্যে সমস্যার শেষ নেই। তাছাড়া এটা ঠিক বলেছেন মানুষ যদি সব সময় ভালো থাকে তাহলে সমস্যা নেই। একটু কিছু খারাপ হলেই সেটা নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। আর তখন এটাই আমাদের দুঃখের কারণ হয়ে যায়। আপনার লেখাটা পড়ে আজকে বাস্তবিক কিছু বিষয় জানতে পারলাম। অনেক ভালো লাগলো।

আমার এই লেখাটা পড়ে আপনি কিছু বাস্তবিক বিষয় জানতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো আপু।

একদমই ঠিক বলেছেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলেও আমাদের থেকে অন্যান্য যে সকল প্রাণীরা রয়েছে তারাই আমাদের থেকে অনেক সুখে রয়েছে৷ আমাদের সব সময় ভালো থাকতে হবে এটাই আমাদের লক্ষ্য রাখা উচিত৷ আমাদের যদি বেশিরভাগ মানুষই ভালো হয় তখন আমরা তা নিয়ে চিন্তা করি না৷ শুধুমাত্র খারাপ জিনিস নিয়ে চিন্তা করি৷
অনেক ভালো লাগলো আজকের এই পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

আমাদের এই খারাপ জিনিস গুলো চিন্তা করা থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো।

ভাই আমরা মানুষ জাতি কিছু কিছু ক্ষেত্রে পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তায়ালা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই বিবেক বুদ্ধির যথার্থ ব্যবহার কতটুকু করছি। আমাদের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে,শুধুমাত্র নিজেদের লাভের কথা চিন্তা করি। যার ১০ কোটি টাকা আছে, সে কিভাবে ১০০ কোটি টাকার মালিক হবে সেই চিন্তায় মগ্ন থাকে। টাকার পিছনে ছুটতে ছুটতে দিনশেষে সুখ কি জিনিস সেটা বুঝিনা আমরা। সুতরাং ভালো থাকতে হলে চাহিদা কমাতে হবে এবং অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

সেটাই ভাই, আমরা আমাদের চাহিদা যত কমাবো আমরা তত বেশি সুখী থাকবো। এত সুন্দর ভাবে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।