রেসিপি || বাহারী পটল ভাজি রেসিপি

in hive-129948 •  6 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি যদিও খুব বেশি ভালো নেই।

বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে রেসিপি পোস্ট তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমাদের আগেও আমি এই কথা জানিয়েছি যে, যেকোনো রেসিপি করতে আমি অনেক বেশি ভালোবাসি। তাছাড়া এই রেসিপি তৈরির কাজ আমি অনেক আগে থেকেই করে আসছি। এই সপ্তাহে অসুস্থ থাকার কারণে রেসিপি তৈরি করতে একটু কষ্ট হয়েছে যদিও। যাইহোক, তবে আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কষ্ট হলেও এই কাজটি করেছি। আজকের রেসিপি পোস্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাহারী পটল ভাজি রেসিপি। এই রেসিপিটি বাড়িতে তৈরি করা একদমই সহজ একটি কাজ। বাড়িতে শুধু সামান্য কিছু উপকরণ থাকলেই, এই রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারবে সবাই। তাছাড়া, গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতেও কিন্তু বেশ দারুন লাগে। যাইহোক, রেসিপিটি আমি কেমন করে তৈরি করেছি, তার স্টেপগুলো আমি নিচে শেয়ার করলাম।

InShot_20240508_002019787.jpg



প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
পটল৪টি
কাঁচা লঙ্কা৫টি
রসুন১টি
পেঁয়াজ৫টি
তেলপরিমাণ মতো
লবণহাফ চামচ
হলুদ গুঁড়োহাফ চামচ
গরম মসলার গুঁড়ো১ চামচ

InShot_20240508_002648695.jpg

⏩ প্রস্তুত প্রণালী ⏪

প্রথম ধাপ

প্রথম ধাপে, পটলগুলোকে চেছে তা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিলাম।

20240506_113611.jpg20240506_114642.jpg

দ্বিতীয় ধাপ

এবার একে একে রসুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ গুলো চিত্রের মত করে কেটে নিলাম।

20240506_115940.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, পটল গুলোতে লবণ ও হলুদ মাখিয়ে আধঘণ্টার মতো রেখে দিলাম।

20240506_120348.jpg20240506_120453.jpg

20240506_120714.jpg

চতুর্থ ধাপ

এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলো অল্প আঁচে ভেজে নিলাম।

20240506_120914.jpg20240506_121608.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে, পটলগুলোতে রসুন, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা একে একে দিয়ে দিলাম।

20240506_121636.jpg20240506_121708.jpg

20240506_121738.jpg

ষষ্ঠ ধাপ

এবার ষষ্ঠ ধাপে, গরম মসলার গুঁড়ো দিয়ে পেঁয়াজ,রসুন ও কাঁচা লঙ্কা গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি ভেজে নিলাম। এভাবে হয়ে গেলো আমার বাহারী পটল ভাজি রেসিপি টি।

20240506_121811.jpg20240506_122804.jpg

সপ্তম ধাপ

এবার বাহারী পটল ভাজির উপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে পরিবেশন করে নিলাম।

InShot_20240507_153722657.jpg

InShot_20240508_002019787.jpg


🥀পোস্ট বিবরণ🥀

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung Galaxy M31s
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা বাহারী পটল ভাজি রেসিপি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি একটি রেসিপি পোস্ট উপস্থাপন করেছেন দেখছি। যদিও অসুস্থ থাকার কারণে খুব সহজে একটি রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। অল্প কিছু উপকরণে এরকম সুন্দর একটি রেসিপি তৈরি করা সম্ভব দেখছি। পটলের গায়ে ছুড়ির সাহায্যে সুন্দর করে কেটে নেওয়ার ফলে দেখতে বেশ ভালো লাগছে।সবমিলিয়ে সুন্দর একটি উপস্থাপনা ছিল আপনার।

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। ভালো লাগলো, আপনার প্রশংসামূলক এই মন্তব্যটি পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থ শরীর নিয়েও বেশ মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। পটল খেতে আমি খুবই পছন্দ করি। আজকেও পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছি। তাছাড়া আমরা অন্য ভাবে পটল ভাজি করে থাকি। এভাবে পটল ভাজি কখনো খাওয়া হয়নি। এই ভাজি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

এত সুন্দর করে গুছিয়ে আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

  ·  6 months ago (edited)

আপনি প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করে থাকেন জেনে খুবই ভালো লাগলো। আপনি অসুস্থতার মধ্যেও যে এতো সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন যা সত্যিই প্রশংসনীয়। বাহারি পটল ভাজি খেতে যেমন সুস্বাদু তৈরি করা আমার কাছে মনে হয় খুবই সহজ। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। বাহারী এই পটল ভাজি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর খুব দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।

চেষ্টা করেছি আপু, রেসিপিটি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যাইহোক, আমার দ্রুত সুস্থতা কামনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রথমে মহান সৃষ্টি কর্তার কাছে আপনি সুস্থতা প্রার্থনা করছি। আপনি অতি দ্রুত আরোগ্য লাভ করুন। গরম ভাতের সাথে পটল ভাজি খেতে আমারও খুব ভালো লাগে। আপনার পটল ভাজি গুলো অনেক সুন্দর হয়েছে।আমি পটল ভাজি খেতে অনেক ভালোবাসি তো আপনার বাহাড়ি পটল ভাজি দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। আপনার এই ইউনিট রেসিপিটা আমি একদিন ট্রাই করবো ইনশাআল্লাহ। সবশেষে মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা আবারও কামনা করছি এবং অসুস্থতার মাঝেও এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অবশ্যই ভাই, রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আশা করি, ভালো লাগবে। যাইহোক, সৃষ্টিকর্তার কাছে আমার সুস্থতা কামনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

পটল ভাজে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আপনি আজ পটল ভাজি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে খুবই লোভন লাগছে। এ ধরনের রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা রেসিপি ধরন বুঝতে সুবিধা হয়েছে।

রেসিপিটি আপনার কাছে খুবই লোভনীয় লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

পটল ভাজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই চমৎকার বাহারি স্টাইলে পটল ভাজি রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরির প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি ভাই, রেসিপিটি তৈরির প্রত্যেকটি ধাপ সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যাইহোক, রেসিপিটি আপনার কাছে চমৎকার লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

আমরা চাকা চাকা বা লম্বা ফেরে ফেরে ভাজি করি এভাবে আস্ত পটল ভাজি প্রথম দেখলাম খুবই চমৎকার লাগছে দেখতে।রেসিপিটা সহজ ছিল সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই, রেসিপিটি অনেক সহজ ছিল। যাইহোক, রেসিপিটি আপনার কাছে খুবই চমৎকার লেগেছে, জেনে খুব খুশি হলাম।

পটল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। পটল ভাজার দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আপনার রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগলো।খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।প্রতিটা ধাপ দারুনভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই রেসিপিটি দেখে আপনার ভীষণ ভালো লেগেছে, জেনে অনেক খুশি হলাম আপু।

image.png

বাহারি পটলের কথা শুনেই খিদে পেয়ে গেলো, যাই খেয়ে আসি। তবে খাওয়ার আগে আপনার রেসিপির একটু প্রশংসা করে যাই। আপনি এমন ভাবে পরিবেশন করেছেন দেখে ইচ্ছে করছে একটা ভাতে নিয়ে খাওয়া শুরু করি। আসলে আমাদের কষ্ট হলেও আমরা কিন্তু কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনেক কাজ করে থাকি। তবে আপনি অসুস্থ থাকা সত্ত্বেও এত সুন্দর রেসিপি পরিবেশন করলেন দেখে ভালো লাগলো।

এত সুন্দর করে আমার এই রেসিপির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

আসলে আমাদের কষ্ট হলেও আমরা কিন্তু কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনেক কাজ করে থাকি।

এটা ঠিক কথা বলেছেন আপু।

আজকে আপনি খুব সুন্দর করে বাহারী পটল ভাজি রেসিপি করেছেন। তবে পটল ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই পটল ভাজি অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এবং পটল ভাজি দিয়ে গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে বেশ মজাই লাগে। খুব সুন্দর করে বাহারী পটল ভাজি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ ভাই এটা কথা ঠিক বলেছেন, পটল ভাজি গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে বেশ মজাই লাগে। যাইহোক আমি চেষ্টা করেছি ভাই, বাহারী পটল ভাজি রেসিপিটি আপনাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

বাহারি পটলের অনেক নাম শুনেছি। তবে এখনো পর্যন্ত খেয়ে দেখিনি। আপনার রেসিপিটা দেখে রেসিপিটা তৈরি করতে ইচ্ছে করছে। আর আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো ভাই। আসলে আমরা অসুস্থ থাকলেও নিজেদের কাজগুলোকে ঠিক রাখার চেষ্টা করি। অসুস্থতার মাঝেও আমাদের মাঝে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

রেসিপিটি আগে খেয়ে না থাকলে, বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাই । আশা করি, ভালো লাগবে।

পটল ভাজি খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। তবে আজকে আপনি খুব সুন্দর করে বাহারী পটল ভাজি চমৎকার রেসিপি করেছেন। তবে আবার ভাইয়া পটল ভাজি করে ভর্তাও করা যায়। আর পটল ভাজি দিয়ে যেকোনো কিছু খেলে খুব মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার নিজেরও খেতে খুব ইচ্ছে করতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বাহারী পটল ভাজি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আপু, আমার শেয়ার করা রেসিপিটি দেখে আপনার নিজেরও খেতে ইচ্ছা করলে, বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটি সত্যিই অনেক মজার।

সত্যি বাহারি পটল ভাজা ভাইয়া দারুণ সুন্দর হয়েছে আপনার পটল ভাজা গুলো।চমৎকার করে কেটেছেন পটল গুলো।এরকম ভাজা এর আগে কোনদিন দেখিনি।ধাপে ধাপে পটল ভাজা রেসিপি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর বাহারি পটল ভাজা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

পটল রান্না করার চেয়ে এভাবে ভেজে খেতে আমার কাছে বেশ ভালই লাগে‌। তবে বেশ কয়েকদিন পটল ভাজা খাওয়া হয়না। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। গরম গরম ভাতের সাথে এরকম পটল ভাজা খাওয়ার মজাটাই আলাদা। খুব শীঘ্রই রেসিপিটি তৈরি করার চেষ্টা করব। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনি খুব শীঘ্রই এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন, জেনে খুব ভালো লাগলো আপু। হ্যাঁ আপু এটা ঠিক কথা বলেছেন,গরম গরম ভাতের সাথে এরকম পটল ভাজা খাওয়ার মজাটাই আলাদা।

ভাই আমার বাসাতেও বাহারি পটল ভাজি রেসিপি তৈরি করা হয়। তাই আমি জানি এই রেসিপিটি খেতে কতটা স্বাদের হয়। খুবই ভালো লাগে এই বাহারি পটল ভাজি রেসিপি খেতে। আর হ্যাঁ ভাই, আপনি খুব সুন্দর করে বাহারি পটল ভাজি রেসিপির রন্ধন প্রণালীর ধাপ গুলো উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

খুবই ভালো লাগে এই বাহারি পটল ভাজি রেসিপি খেতে।

আমারও খুব ভালো লাগে ভাই, এই বাহারী পটল ভাজি রেসিপি টি খেতে।

জেনে খুব ভালো লাগলো যে প্রতি সপ্তাহে আপনি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করেন অসুস্থ শরীর নিয়েও খুব সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যাইহোক আপনার সুস্থতা কামনা করছি। বাহারি পটল ভাজ এর রেসিপি নামটা যেমন সুন্দর রেসিপিটাও খুবই চমৎকার হয়েছে। এভাবে কখনো পটল ভাজি করে খেয়ে দেখিনি অবশ্যই একদিন ট্রাই করে দেখব আপনার রেসিপি দেখে শিখে নিলাম ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।

অবশ্যই আপু, রেসিপিটি একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি, ভালো লাগবে।

ভাইয়া পটল ভাজিটা সিম্পলের মধ্যে দারুন হয়েছে। পটল গুলো অনেক সুন্দর করে কেটেছেন। দেখেই ভালো লাগছে। এমন পটল ভাজি হলে ভাত খেতে আর বেশি কিছু লাগবে না। পরিবেশনটাও দারুন ছিল। ধন্যবাদ।

এতো সুন্দর করে আমার শেয়ার করা এই রেসিপির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।