নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি পূর্বে প্রতি সপ্তাহেই তোমাদের সাথে কমপক্ষে একটি করে ডাই পোস্ট শেয়ার করতাম তবে বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ততার কারণে নতুন কোন ডাই পোস্ট আর শেয়ার করা হয়নি। তবে আজ একটু সময় পেয়ে নতুন একটি ডাই নিয়ে হাজির হয়ে গেলাম। এই ডাই পোস্টটিতে আমি পুরনো একটি কাঠের চিরুনিকে নতুন রূপ দিয়ে দেখাবো। আমাদের বাড়িতে অনেক জিনিসই অবহেলায় পড়ে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না। তবে সেই গুলোকে নতুন রূপ দিতে পারলে সেগুলো যেমন দেখতে সুন্দর হয়, তাছাড়া সেগুলো ব্যবহার করতেও পরবর্তীতে ভালো লাগে। পুরনো কোন জিনিসকে নতুন রূপে তৈরি করে তা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেও ব্যবহার করা যেতে পারে। নতুন নতুন জিনিস তৈরি করতে আমার বেশ ভালই লাগে। যাইহোক, আজকে শেয়ার করা এই ডাই টি খুব সহজেই আমি তৈরি করে ফেলেছি। এই ধরনের ডাই তৈরি করা অনেকটাই সহজ তবে একটু সময় বেশি লেগে যায় কারণ কয়েকটি ধাপে রং করতে হয় এবং রংগুলোকে শুকিয়ে পুনরায় আবার ডিজাইন করতে হয় । অন্যান্য ডাই শেয়ার করতে অনেকগুলো স্টেপ ব্যবহার করতে হয় আমার, তবে আজকের ডাই টি কয়েকটি স্টেপের মাধ্যমে সহজে শেয়ার করতে পেরেছি। এই ডাই টি আমি কেমন করে তৈরি করেছি, তার প্রত্যেকটি ধাপ আমি নিচে শেয়ার করলাম। আশা করি, এর মাধ্যমে এটি তৈরি পদ্ধতি তোমরাও শিখে নিতে পারবে।
প্রয়োজনীয় উপকরণ:
▪️পুরনো কাঠের চিরুনি
▪️অ্যাক্রলিক কালার
▪️তুলি
▪️জল
প্রথম ধাপ
প্রথমে কাঠের চিরুনি নিয়ে সেটাতে সাদা অ্যাক্রলিক কালার করে নিলাম। তারপর সাদা রং করা চিরুনিটি কে কিছু সময় শুকিয়ে রাখার জন্য রেখে দিলাম।
দ্বিতীয় ধাপ
এরপর এই চিরুনিতে হলুদ রঙের অ্যাক্রলিক কালার করে নিলাম। পূর্বের মত এই ধাপেও রং করা চিরুনিকে শুকিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ
এবার গোলাপি অ্যাক্রলিক কালার এবং তুলির সাহায্যে চিরুনির উপর কিছু ফুল অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপ
এখন তুলি ও সবুজ অ্যাক্রলিক রং নিয়ে পূর্বে করা ফুল গুলোর পাশে পাতার মতো করে অংকন করে নিলাম। এভাবে পুরনো একটা কাঠের চিরুনিকে নতুন রূপ দিয়ে দিলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ডাই মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
কাঠের চিরুনি আমি এই প্রথম দেখলাম দাদা।প্রথম দেখে ভেবেছিলাম diy যখন তখন তুমি কাগজ দিয়ে তৈরি করেছো মনে হয়।কিন্তু তারপর দেখলাম না রং করেছো।চমৎকার লাগছে দেখতে, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যান্য সময় কাগজ দিয়ে তৈরি করলেও এইবার একটু ভিন্ন ভাবে কিছু তৈরি করার চেষ্টা করলাম বোন । যাইহোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার এই সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/ronggin0/status/1815367791844974906?t=0TzxsuOwes7AKYcmDRlW1Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো জিনিস গুলোকে এভাবে যদি নতুন রূপ দিয়ে ব্যবহার করা যায় সেগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো। খুব সুন্দর লাগছে কাঠের চিরুনিটিকে আপনি যেভাবে নতুন রূপ দিয়েছেন সেটি দেখতে। কালার কম্বিনেশনও বেশ ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit