নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
প্রয়োজনীয় উপকরণ:
● বিভিন্ন কালারের কাগজ
● কাঁচি
● আঠা
●কার্ডবোর্ড
●জ্যামিতিক কম্পাস ও পেন্সিল
● স্কেল
প্রথম ধাপ
যেহেতু টেবিল ঘড়ি তৈরি করব সেই জন্য প্রথমে ঘড়ির ডায়াল তৈরি করার জন্য এক টুকরো রঙিন কাগজকের উপর কম্পাস এবং পেন্সিলের সাহায্যে বৃত্ত অংকন করে নিলাম এবং তা পরে কাঁচির সাহায্যে কেটে নিলাম। গোল করে কেটে রাখা রঙিন কাগজের ভিতরে পেন্সিলের সাহায্যে স্টিম কয়েনের লোগো এঁকে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
দ্বিতীয় ধাপ
এইবার একটি পেপার থেকে ১ থেকে পর্যায়ক্রমে ১২ পর্যন্ত নাম্বার গুলো কেটে নিলাম যেগুলো ঘড়ির ডায়ালে বসাবো।
তৃতীয় ধাপ
প্রথম ধাপে করে রাখা রঙিন কাগজের উপর এক থেকে পর্যায়ক্রমে বারো পর্যন্ত নাম্বারগুলো বসিয়ে নিলাম চিত্রে যা স্পষ্ট বোঝা দেখা যাচ্ছে।
চতুর্থ ধাপ
পূর্বের ধাপে করে রাখা ঘড়ির ডায়ালের নিচে একটি অন্য কালারের কাগজ লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
পঞ্চম ধাপ
ঘড়ির তিন রকমের কাটা অর্থাৎ সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা সাদা কাগজ থেকে কেটে নিলাম।
ষষ্ট ধাপ
একটা চারকোনা কার্ডবোর্ডে প্রথমে সাদা কাগজ লাগিয়ে নিলাম আঠার সাহায্যে । এরপর সেই কার্ডবোর্ডের চার কোনায় ত্রিভুজ আকৃতির চারটি রঙিন কাগজ লাগিয়ে নিলাম।
সপ্তম ধাপ
ষষ্ঠ ধাপে প্রস্তুত করা চারকোনা কার্ডবোর্ডের উপর পূর্বে করে রাখা ঘড়ির ডায়ালটি মাঝ বরাবর বসিয়ে নিলাম। ঘড়ির কাঁটা গুলোও এই ধাপে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
অষ্টম ধাপ
টেবিল ঘড়ি তৈরির সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর সেটিকে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে একটি ছবি তুলে নিলাম।
আরে বাহ্ খুবই সুন্দর টেবিল ঘড়ি তৈরি করেছেন তো, প্রতিযোগিতা উপলক্ষে। প্রতিযোগিতা উপলক্ষে তৈরি করার টেবিল ঘড়ি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সংখ্যা গুলো খুবই সুন্দরভাবে লিখেছেন। সব মিলিয়ে অসাধারণ ভাবে এবং অনেক সময় ব্যবহার করে একটি তৈরি করেছেন আপনি দেখে বোঝা যাচ্ছে। একেবারে বাস্তবিক ঘড়ির মত মনে হচ্ছে এটি দেখতে। সত্যি এই প্রতিযোগিতাটির কারণে সবাই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারছে, যা দেখতে ভীষণ ভালো লাগতেছে। সম্পূর্ণটা ভীষণ ভালো লেগেছে। আশা করছি সম্মানীয় একটা স্থান অর্জন করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য। খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমার তৈরি করা দেয়াল ঘড়িটি দেখতে বেশ সুন্দর লাগছে। তবে একটু কষ্টও লাগছে যে এটা চলছে না। হা হা হা... যাইহোক তোমার আইডিয়াটা একেবারেই ইউনিক। অবশ্যই শুভকামনা রইল তোমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যন্ত্র লাগিয়ে দিলে ঠিকই ঘড়িটা চলবে! পরে যন্ত্র লাগিয়ে অন্য একটি ঘড়ি তৈরি করে দেখাবো। যাই হোক কমেন্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার টেবিল ঘড়ির ডাই প্রোজেক্টটি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করেছেন। দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শেয়ার করা ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ এত সুন্দর করে আমার ডাই পোস্টের প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন কালারের কাগজ দিয়ে এমন সুন্দর জিনিস তৈরি করতে যেমন ভালো লাগে ঠিক তার চেয়ে বেশি ভালো লাগে এগুলো দেখতে। আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ড্রাই প্রজেক্ট করেছেন যেখানে দেয়াল ঘড়ির দৃশ্য তৈরি করে উপস্থাপন করেছেন, যা দেখি আমার খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে তৈরি আমার শেয়ার করা ডাই প্রজেক্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যদের তুলনায় আপনিও পিছিয়ে নেই ভাই ,অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন । আমার তো খুবই পছন্দ হয়েছে টেবিল ঘড়িটি। ভাবছি বাড়িতে নিয়ে এসে টেবিলের উপরে রেখে দেবো, হি হি হি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে দিদি এটি আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন আমার কোন সমস্যা নাই। 🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit