ফটোগ্রাফি || বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি || ১৪ জানুয়ারি ২০২৪

in hive-129948 •  11 months ago 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ঠিক আছি।
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম । আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।

InShot_20240114_020335165.jpg

এই শীতের মৌসুমে তোমাদের সাথে সেরকম ভাবে কোন ফুলের ফটোগ্রাফি, আমার পক্ষ থেকে শেয়ার করা হয়নি। এই শীতের মৌসুমে চারিদিকে নানা রকমের ফুল ফুটতে দেখা যায়। এই ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে সবসময় মুগ্ধ করে। আমি ব্যক্তিগতভাবে ফুল অনেক বেশি ভালোবাসি। আমি কোনো জায়গায় ঘুরতে গিয়ে ফুল দেখতে পেলে অবশ্যই তার ফটোগ্রাফি করে নি। আজকের ফটোগ্রাফিমূলক এই পোস্টে তোমাদের সাথে সেরকম কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব যা আমি বিভিন্ন দিনে, বিভিন্ন জায়গা থেকে তুলে রেখেছিলাম।

🌸🌸 ফটোগ্রাফি -০১ 🌸🌸

InShot_20240114_015726547.jpg
স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

প্রথম ফটোগ্রাফিতে তোমরা যে ফুলটি দেখতে পাচ্ছ সেই ফুলটিকে কসমস ফুল বলা হয়। এই ফুলগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। কিন্তু আমি আজকে যে কালারের ফুলটি শেয়ার করেছি সেটা অনেকটা গোলাপি বর্ণের। এই ফুল গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আমি এই ফুলগুলোর ফটোগ্রাফি কলকাতার একটি পার্কে গিয়ে তুলেছিলাম। সেই পার্কে অসংখ্য এই ফুল গাছ ছিল। এই ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটলে দেখতে বেশি ভালো লাগে।

🌼🌼 ফটোগ্রাফি -০২ 🌼🌼

InShot_20240114_020100774.jpg
স্থান: বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল ।

এই শীতে সরিষা ফুলের ফটোগ্রাফি অনেকেই শেয়ার করেছে। শীতের সময় সরিষা ক্ষেতে গিয়ে একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। এমন হলুদের মাঝে গিয়ে কিছু সময় থাকতে পারলে বেশ ভালো লাগে। এই ফুলগুলো আমি বেশ কিছুদিন আগে আমাদের বাড়ির কাছাকাছি একটা সরিষা ক্ষেত থেকে তুলেছিলাম।

🌺🌺 ফটোগ্রাফি -০৩ 🌺🌺

InShot_20240114_015646904.jpg

স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

প্রথমে আমি যখন এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম তখন এই ফুলের নাম আমি জানতাম না। তবে পরবর্তীতে আমি জানতে পারি , এই ফুলের নাম হলো "চীনা পিংক" ফুল। এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর । বিভিন্ন কালারের হয়ে থাকে এই গুলো। এই ফুলগুলো মিশ্র কালারের দেখা যায়। এখানের ফুলটিতে পিংক আর সাদার মিশ্রণ দেখা যাচ্ছে। আমার বেশ ভালই লেগেছিল এই ফুল গুলো দেখে।

🥀🥀 ফটোগ্রাফি -০৪ 🥀🥀

InShot_20240114_015927880.jpg
স্থান: খুলনা, বাংলাদেশ ।

এই ফুলটিকে বলা হয় রক্ত গাঁদা ফুল। এই ফুলগুলো কিন্তু অনেকটা লাল হয়। এটা গাঁদা ফুলেরই অন্য একটা জাত। ছোটবেলা থেকেই এই ফুলগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমাদের বাড়ির ছাদেও আমি আগে এই ফুল গাছগুলো লাগাতাম। এই ফটোগ্রাফিটি বেশ কিছু দিন আগে আমি বাংলাদেশ ভ্রমণে গিয়ে তুলেছিলাম।

🌼🌼 ফটোগ্রাফি -০৫ 🌼🌼

InShot_20240114_015507381.jpg
স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ।

এটি হলুদ রঙের বড় গাঁদা ফুল। গাঁদা ফুল আমরা সবাই চিনি। এই শীতের সময় এই গাঁদা ফুল ফুটতে দেখা যায়। এই গাঁদা ফুল গুলো বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই গাঁদা ফুলগুলো গ্রাম এবং শহরে অনেক জায়গাতে লাগানো হয় এই শীতের মৌসুমে। এই ফটোগ্রাফিটিও আমি কলকাতার একটি পার্কে গিয়ে তুলেছিলাম। সেখানে অসংখ্য গাঁদা ফুলের গাছ ছিল এবং সুন্দর এই ফুলগুলো ফুটেছিল।

💮💮 ফটোগ্রাফি -০৬ 💮💮

InShot_20240114_020010800.jpg
স্থান: নড়াইল, বাংলাদেশ।

এই ফুলটি বুনো একটি ফুল। রাস্তার পাশে এরকম অসংখ্য ফুল দেখা যায় যেগুলোর নাম হয়তো আমরা ভালো করে জানি না। তবে আমরা সেগুলোকে বুনোফুল হিসেবে চিনে থাকি। এই ফুলটির ফটোগ্রাফি আমি বাংলাদেশ ভ্রমণের সময় তুলেছিলাম। গ্রামের রাস্তা দিয়ে চলার সময় রাস্তার পাশে এই ফুলটি দেখতে পেয়েছিলাম। সেখান থেকেই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।

🌷🌷 ফটোগ্রাফি -০৭ 🌷🌷

InShot_20240114_015607848.jpg
স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ।

সবশেষে শেয়ার করা, এই ফুলের নাম আমার জানা নেই। আমি কয়েকদিনে আগে যখন কলকাতার একটি পার্কে ঘুরতে গেছিলাম , সেখানে গিয়ে পার্কের একটা কর্নারে এই ফুলগুলো আমি দেখতে পেয়েছিলাম। হঠাৎ করেই আমার নজরে আসে এই ফুলগুলো । তখন সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটি করি। এই ফুলটির নাম আমি বিভিন্ন ভাবে জানার চেষ্টা করেছি তবে জানতে পারিনি। তোমরা যদি কেউ এই ফুলটির নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে সেটা জানিও।



ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin

বন্ধুরা, আজকে শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এক কথায় বলতে হয় আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো চোখ ধাঁধানো ছিল। এত সুন্দর ছিল প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। বলতে হয় আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি খুব চমৎকার ছিল।

আমার শেয়ার করা এই ফটোগ্রাফিগুলো আপনার কাছে চোখ ধাঁধানোর মত লেগেছে জেনে ভালো লাগলো। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। তবে বিশেষ করে করে আমার কাছে ২ নং এবং তিন নং ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে।এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আপু , আমার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলোর এত সুন্দর প্রশংসা করার জন্য।

ঠিকই বলেছেন এই শীতের দিনে ফুল যেন তার সৌন্দর্য একেবারে ঢেলে দেয়। চারিদিকে ফুলের সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে । আমিও যেখানে যাই ফুল দেখলে ফটোগ্রাফি করতে কিন্তু ভুলি না । আর আপনি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন । প্রত্যেকটা ফুলই দেখতে অসাধারণ লাগছে । বিশেষ করে বুনো ফুলটা দেখতে সত্যি খুব ভালো লাগছে ।এ ধরনের বুনো ফুল যত্ন ছাড়াই কত সুন্দর ভাবে বেড়ে ওঠে । আর দেখতে সত্যি অসাধারণ হয় অনেক ফুল এই ফুলগুলো ।

আমিও যেখানে যাই ফুল দেখলে ফটোগ্রাফি করতে কিন্তু ভুলি না ।

আপনিও দেখছি আমার মত একই কাজ করেন আপু। যাইহোক , আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে সেটা জেনে অনেক ভালো লাগলো।

বাহ ভাই ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে,একদম চোখ ফেরাতে পারছি না। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর ফোকাসের সমন্বয়ে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে যথার্থ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফুলের এই ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ফোকাস করে তোলার চেষ্টা করেছিলাম ভাই। এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা আমার জন্য আনন্দের বিষয়।

শীতের এই সময়টাতে সব জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে একেবারে। আর আপনি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন, আর সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আমি তো একেবারেই মুগ্ধ। ফুলগুলোর সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দরভাবেই ফুটে উঠেছে। আমি তো বুঝতেই পারতেছিলাম না কোন ফুলটা রেখে কোন ফুলটার ফটোগ্রাফি দেখব। কারণ সবগুলো একেবারে মনোমুগ্ধকর ছিল। ফটোগ্রাফি গুলো করে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আমার শেয়ার করা এই ফুলগুলো ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন সেটা জেনে অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপু, এত সুন্দর ভাবে আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

শীতের সময় বিভিন্ন প্রকারে ফুল দেখা যায়। আর এই ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। শীতের প্রধান ফুল হলো ডালিয়া এবং গাঁদা ফুল। যাহোক আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

শীতের প্রধান ফুল হলো ডালিয়া এবং গাঁদা ফুল।

যদিও আমি আজ ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করি নি ভাই। যাইহোক, আমার শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

দাদা শেষের ফুলটির নাম হচ্ছে বেওলা ফুল। কসমস ফুল গুলো আমার কাছে সব থেকে ভীষণ ভালো লাগে। চীনা পিংক গুলো ও ভীষণ ভালো লাগে। বেশ চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

Posted using SteemPro Mobile

দাদা শেষের ফুলটির নাম হচ্ছে বেওলা ফুল।

ধন্যবাদ ভাই, শেষের ফুলটির নাম জানানোর জন্য এবং আমার শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফিগুলোর প্রশংসা করার জন্য।

বাহ্ কি চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।খুবই সুন্দর হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য এবং আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ।

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই যাবে না একেবারে। কারণ প্রত্যেকটা মানুষ ফুল অনেক বেশি পছন্দ করে। আমি ফুল দেখতে খুবই ভালোবাসি। আর ফুলের ফটোগ্রাফি করতে তো আরো বেশি পছন্দ করি সব সময়। ফুল দেখলে ফটোগ্রাফি না করে একেবারে থাকতেই পারি না। মন ছোঁয়া অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখেই মনটা জুড়িয়ে গেল। একেবারে চোখ ধাঁধানো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করলেন।

ফুল আমরা সবাই অনেক পছন্দ করি এবং ভালোবাসি। যাইহোক, আমার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে মন ছুঁয়ে যাওয়া ফটোগ্রাফির মত লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই।

ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি এতটাই ক্লিয়ার আর নিখুঁত হয়েছে যার জন্য দেখতে এত বেশি চমৎকার দেখাচ্ছে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফুল আমার খুব পছন্দের। আমি তো ফুল দেখলেই ফটোগ্রাফি করা শুরু করে দেই। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

চেষ্টা করি আপু ফটোগ্রাফি করার সময় ক্লিয়ার আর নিখুঁত ফটোগ্রাফি করার। আমার শেয়ার করা এই ফুল গুলোর ফটোগ্রাফি এবং এইগুলোর বর্ণনা আপনার কাছে খুব সুন্দর লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

শীতকালটা বোধহয় এই ফুলের জন্যই বেশি ভালো লাগে। মোটামুটি সব ধরনের ফুলের সমাহার দেখা যায় এই সময়টাতে। আপনার তোলা প্রতিটা ছবি অনেক ভালো লাগলো দাদা। বিশেষ করে সরষে ফুল ছবিতে যে এত সুন্দর লাগতে পারে দেখতে সেটা এবারই প্রথম অনুভব করলাম। রক্ত গাদার ছবিটাও দুর্দান্ত উঠেছে।

একদম ঠিক কথা ভাই, শীতকালটা ফুলের জন্যই বেশি ভালো লাগে। আমার শেয়ার করা ফুলগুলোর এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।