অরিগ্যামি || তিনটি ভিন্ন কালারের পাখির অরিগ্যামি তৈরি।

in hive-129948 •  6 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। পেপার ভাঁজ করে যে জিনিস গুলো করা হয় সেগুলোকে মূলত অরিগ্যামি বলা হয়। আগে যদিও এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তবে এখন স্পষ্ট ভাবে এই বিষয়টা জানি। কাগজ দিয়ে আসলে অনেক জিনিস তৈরি করা যায়। আর কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করতে আমার বেশ ভালই লাগে। আমি নিজের সৃজনশীলতাকে সুন্দর করে ফুটিয়ে তোলার সুযোগ পাই এই কাজগুলো করার মাধ্যমে। যাইহোক, আজকের এই অরিগ্যামি পোস্টটিতে আমি তিনটি ভিন্ন কালারের পাখির অরিগ্যামি তৈরি করেছি। এই ভিন্ন ভিন্ন কালারের পেপার দিয়ে এমন ধরনের পাখি তৈরি করলে, সেটা দেখতে অনেক ভালো লাগে। আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে পাখির অরিগ্যামি গুলো তৈরি করে দেখিয়েছি এখানে। তোমরা যদি চাও তাহলে এই পাখির অরিগ্যামি তৈরির পদ্ধতি নিচে শেয়ার করা স্টেপ গুলো ফলো করে শিখে নিতে পারবে। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে স্টেপ গুলো নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240618_020513790.jpg

InShot_20240618_020547047.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●স্কেচ পেন
●পোস্টার কালার
●তুলি

20240615_104855.jpg

প্রথম ধাপ

একটি ১৫/১৫ সেমি দৈর্ঘ্য ও প্রস্থের কালার পেপার নিয়ে একবার ভাঁজ করে নিলাম যা দেখতে ত্রিভুজের মত হবে।

20240615_105433.jpg20240615_111429.jpg

দ্বিতীয় ধাপ

এবার পেপারটি পুনরায় আবার ভাঁজ করে নিলাম। তারপর পেপারটি উল্টে আবারও ভাঁজ করে নিলাম।

20240615_111755.jpg20240615_111844.jpg20240615_111906.jpg

তৃতীয় ধাপ

এখন চিত্রের ধাপ গুলো অনুসরণ করে পাখির আকারে অরিগ্যামি তৈরি করে নিলাম।

20240615_111959.jpg20240615_112143.jpg20240615_112210.jpg20240615_112312.jpg
20240615_112322.jpg20240615_112414.jpg20240615_112517.jpg
20240615_112722.jpg20240615_112803.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে, পোস্টার কালার ও কালো স্কেচ পেনের সাহায্যে প্রথমে পাখির চোখ এঁকে নিলাম। তারপর স্কেচ পেনের সাহায্যে পাখির ঠোঁট ও শরীরের কিছু অংশে কালার করে নিলাম।

20240615_113415.jpg

পঞ্চম ধাপ

এবার ভিন্ন দুটি কালারের ১৫/১৫ সেমি দৈর্ঘ্য ও প্রস্থের পেপার নিয়ে, উপরের ধাপগুলো অনুসরণ করে আরও দুটি পাখি তৈরি করে নিলাম।

20240615_105558.jpg20240615_114751.jpg

20240615_121040.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে, পাখি তিনটি এক জায়গায় রেখে এই ফটোগ্রাফি করে নিলাম।

InShot_20240618_020513790.jpg

InShot_20240618_020609708.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা তিনটি ভিন্ন কালারের পাখির অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তা আমার বাংলা ব্লগে এসে বুঝতে পেরেছি। আজ আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার তিনটি পাখি তৈরি করেছেন ।দেখতে ভীষণ ভালো লাগছে ।পাখিগুলো ভিন্ন ভিন্ন কালার হওয়ার কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। দারুন ছিল আপনার অরিগ্যামিটি ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তা আমার বাংলা ব্লগে এসে বুঝতে পেরেছি।

এটা আপনি ঠিক কথা বলেছেন আপু। যাইহোক, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

তিনটা ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে এত সুন্দর দেখতে পাখির অরিগ্যামি তৈরি করেছেন দেখে তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাঁজে ভাঁজে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। তেমনি আপনার তৈরি অরিগ্যামি গুলো খুব দারুণ লাগতেছে। অনেক কিউট হয়েছে কিন্তু এই পাখিগুলো। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই কিউট পাখিগুলো তৈরি করে নিতে পারবে।

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

চমৎকার বানিয়েছেন দাদা রঙ্গিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি পাখি।পাখি গুলো দেখে মনে হচ্ছে দূরে কোথাও তিনটি পাখি ঝাঁক বেঁধে ঘুরতে যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে কাগজ দিয়ে পাখি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পাখি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনার এই গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

আপনি আজকে তিনটি ভিন্ন কালারের পাখি অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি অরিগামিটি ভীষণ ভালো লেগেছে। তিনটি পাখি দেখতে ভীষণ ভালো লাগছে। তৈরি করা প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার শেয়ার করা এই পাখিগুলো দেখতে আপনার কাছে যে ভীষণ ভালো লেগেছে, এটা জেনে আমারও খুব ভালো লাগলো ভাই। প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সত্যি ভাই আপনার দক্ষতার প্রশংসার যতই করবো না কেন ততই খুব কম হবে। আপনি সবকিছু নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে তৈরি করেন দেখে আমার কাছে খুব ভালো লাগে। আজকে অনেক সুন্দর করে ভিন্ন কালারের তিনটা পাখি তৈরি করে নিয়েছেন যেগুলো দেখেই মুগ্ধ হয়েছি। রঙিন কাগজের কালার গুলো অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যা দেখতে বেশি ভালো লাগতেছে। ছোট বড় করে এরকম পাখি তৈরি করে দেয়ালের মধ্যে গাম দিয়ে লাগিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগবে।

আমার কাজ করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ভালো লাগলো ভাই, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি পড়ে।

অরিগ‍্যামি এর ব‍্যাপার টা এর আগে দাদা হ‍্যাংআউটে ক্লিয়ার করেছিল। তিনটা রঙিন কাগজ দিয়ে ভিন্ন কালারের তিনটা পাখির অরিগ‍্যামি টা বেশ চমৎকার তৈরি করেছেন ভাই। অসাধারণ লাগছে দেখতে। পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করৈ নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

আমার শেয়ার করা পাখির অরিগ‍্যামি গুলো দেখতে আপনার কাছে যে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

তিনটি ভিন্ন ভিন্ন কালারের পাখির অরিগামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে আলাদা তিনটি কালারের ফুটিয়ে তোলায় সৌন্দর্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক কিভাবে অরিগ্যামি তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

আমি চেষ্টা করেছি ভাই, পাখির এই অরিগ্যামি গুলো আমি কিভাবে তৈরি করেছি, সেটা আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য।

আজ আপনি আমাদের মাঝে রঙ্গিন কাগজ দিয়ে তিনটি পাখি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। তিনটি পাখি দেখতে খুব সুন্দর লাগছে। এত সুন্দর করে কাগজ ভাজ করে পাখি তৈরি করে ফেললেন। আমি কাগজ দিয়ে পাখি বানাতে পারি না। তবে আপনার পাখি তৈরি করার ধাপগুলো দেখে আমিও তৈরি করার চেষ্টা করব। আপনার জন্য রইল শুভকামনা।

তবে আপনার পাখি তৈরি করার ধাপগুলো দেখে আমিও তৈরি করার চেষ্টা করব।

এটা জেনে অনেক খুশি হলাম আপু। যাইহোক, আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।

আপনি আজকে তিনটি ভিন্ন ভিন্ন কালারের কাগজ দিয়ে চমৎকার ভাবে পাখি তৈরি করেছেন। পাখি গুলো দেখতে বেশ কিউট লাগছে। তাছাড়া এধরনের অরিগ্যামি তৈরি করতে বেশ সময় ও ধৈর্য প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি সময় ও খুবই দক্ষতার সাথে অরিগ্যামি তৈরি সম্পন্ন করেছেন। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

আমার শেয়ার করা এই পাখিগুলো দেখতে আপনার কাছে যে বেশ কিউট লেগেছে, এটা জেনে খুব ভালো লাগলো ভাই। আমি চেষ্টা করেছি ভাই, পাখির অরিগ্যামি তৈরি ধাপগুলো সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

আপনি দেখতেছি বিভিন্ন কালারের কাগজ দিয়ে তিনটি পাখির অরিগ্যামি বানিয়েছেন। আপনার পাখিগুলো তৈরি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তবে পাখিগুলোর পা থাকলে মনে হয় দৌড়ে পালিয়ে যেত। এবং পাখিগুলোর খুব সুন্দর করে চোখ ও ঠোঁট বানিয়েছেন দেখতে বেশ ভালো লাগতেছে। খুব সুন্দর করে পাখি তিনটির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

তবে পাখিগুলোর পা থাকলে মনে হয় দৌড়ে পালিয়ে যেত।

হি হি হি..🤭🤭 এমন করে তো আমি ভেবে দেখে নি ভাই! যাইহোক, ওভারঅল আপনার এই সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

বেশ দুর্দান্ত হয়েছে ভাই, আপনার তৈরি করা পাখির অরিগ্যামি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে তিনটি ভিন্ন কালারের পাখির অরিগ্যামি তৈরি করেছেন ‌। কাগজের পাখি দেখতে খুবই সুন্দর লাগছে। পাখির অরিগ্যামি তৈরি প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। তিনটি ভিন্ন কালারের পাখির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর করে গুছিয়ে আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে কোন অরিগ্যামি বানালে দেখতে বেশ ভালই লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কালারের পাখির অগ্রগামী বানিয়েছেন। তবে মনে হয় আপনার পাখিগুলো বানানোর পর ঘুমের মধ্যে আছে নিরবে। আর ঘুম ভাঙলে মনে হয় উড়ে চলে যাবে। যাইহোক সময় দিয়ে অসাধারণ পাখির অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

তবে মনে হয় আপনার পাখিগুলো বানানোর পর ঘুমের মধ্যে আছে নিরবে। আর ঘুম ভাঙলে মনে হয় উড়ে চলে যাবে।

হিহিহি... না আপু উড়ে যাবে না কারণ এগুলো সবই পোষা পাখি।

পাখি গুলোকে খুবই সুন্দর লাগছে দেখতে। রঙিন কাগজের অরিগামি গুলো তৈরি করতে কিছুটা সময় লাগলো তৈরি করার পর অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি পাখি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।

আমার তৈরি করা পাখিগুলো যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, সেটা জেনে খুব ভালো লাগলো। আমি চেষ্টা করেছি আপু, এগুলো তৈরি করার প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপন করার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের পাখির অরিগামি পোস্টটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা পাখির এই অরিগ্যামি গুলো যে আপনার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, সেটা জেনে খুবই খুশি হলাম। আমি চেষ্টা করেছি আপু ,পাখির অরিগ্যামি গুলো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য।

আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তিনটি পাখির অরিগামি তৈরি করেছেন খুব সুন্দরভাবে।পাখিগুলা দেখতে অনেক কিউট লাগছে। এ ধরনের অরিগামি তৈরি করতে বেশ সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ।

আমার শেয়ার করা এই পাখিগুলো দেখতে আপনার কাছে যে অনেক কিউট লেগেছে, সেটা জেনে খুবই ভালো লাগলো । হ্যাঁ আপু, এই ধরনের কাজগুলো করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।