অরিগ্যামি || দুটি ভিন্ন কালারের লেডিবাগ পোকার অরিগ্যামি তৈরি ।

in hive-129948 •  9 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে আমার সময়। ঠিকঠাক করে বসে কাজ করার সময়টুকু পাচ্ছি না। শত ব্যস্ততার মধ্যেও আমি সব সময় চেষ্টা করি, আমার কাজগুলো গুছিয়ে রাখার জন্য। যাইহোক,বন্ধুরা তোমরা সবাই জানো যে, আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে নতুন নতুন অরিগ্যামি পোস্ট শেয়ার করে থাকি। আজকের ব্লগেও তোমাদের সাথে নতুন একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করব। এই অরিগ্যামি পোস্টটিতে আমি শেয়ার করবো দুইটি পোকার অরিগ্যামি। এই পোকার নাম লেডিবাগ । সত্যি কথা বলতে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে গেলে অনেকটা ভাবতে হয়। তাছাড়া এগুলো তৈরি করার আগেও সবটা মাথায় সাজিয়ে নিয়ে তৈরি করতে বসতে হয়, তা না হলে আসলে এইগুলো ভালোভাবে করা যায় না। যাইহোক, ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি, আমার এই কাজটি সুন্দরভাবে করার জন্য। এই অরিগ্যামি পোস্ট টি নিয়ে তোমাদের কি মতামত আছে তা কমেন্ট করে জানিও।

InShot_20240415_210827090.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●আঠা
●পেন্সিল
●কাঁচি
●স্কেল
●স্কেচ পেন

20240415_120757.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কালার পেপার নিয়ে স্কেল এবং পেন্সিলের সাহায্যে ১৩/১৩ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে মেপে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার একটি স্কেচ পেনের সাহায্যে গোল গোল করে কিছু বৃত্ত অঙ্কন করে নিলাম চিত্রের মতন করে।

20240415_121501.jpg20240415_121519.jpg20240415_122149.jpg

দ্বিতীয় ধাপ

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।একইভাবে পরপর দুইবার করে ভাঁজ করে নিলাম কাগজটিকে। তারপর ভাঁজ করা কাগজটিকে পুনরায় খুলে তা আবার জিগজ্যাক করে ভাঁজ করে নিলাম।এখন জিগজ্যাক করে ভাঁজ করা কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম এবং আঠার সাহায্যে তা জোড়া লাগিয়ে নিলাম।

20240415_122434.jpg20240415_122501.jpg20240415_122540.jpg
20240415_122604.jpg20240415_122659.jpg20240415_122740.jpg
20240415_122912.jpg20240415_122941.jpg20240415_123050.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে একটি কালারের পেপারের উপর পেন্সিল ও স্কেলের সাহায্যে ৭/৪ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার পেপারটি কাঁচির সাহায্যে পোকার মাথার মতো করে কেটে নিলাম।

20240415_123649.jpg20240415_124127.jpg
20240415_124224.jpg20240415_124611.jpg

চতুর্থ ধাপ

এবার ওই একই কালারের পেপার নিয়ে কাঁচির সাহায্য কিছু অংশ কেটে নিয়ে, আগের ধাপে কেটে রাখা কাগজটির উপরে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।

20240415_124945.jpg20240415_125026.jpg
20240415_125050.jpg20240415_125143.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে একটি সাদা কালারের পেপার নিয়ে কাঁচির সাহায্যে চোখের আকারে কেটে তা স্কেচ পেনের সাহায্যে কালার করে পোকার চোখ তৈরি করে নিলাম।

20240415_115140.jpg20240415_115152.jpg20240415_115511.jpg

ষষ্ঠ ধাপ

এবার মাথার উপরে চোখগুলো বসিয়ে দিয়ে, দ্বিতীয় ধাপে তৈরি করা জিগজ্যাক করে ভাঁজ করে নেওয়া কাগজটি আঠার সাহায্যে মাথার উপরের একটি অংশে লাগিয়ে নিলাম। এভাবে একটি লেডিবাগ পোকা তৈরীর কাজ সম্পন্ন করলাম। উপরে ধাপগুলো অনুসরণ করে অন্য একটি কালারের লেডিবাগ পোকা তৈরি করে নিলাম। এভাবে আমার অরিগ্যামি তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240415_125348.jpg20240415_125437.jpg
20240415_131302.jpg20240415_131334.jpg

সপ্তম ধাপ

লেডিবাগ পোকা দুটিকে এক জায়গায় রেখে এই ফটোগ্রাফি টি করে নিলাম।

InShot_20240415_210827090.jpg

InShot_20240415_210847394.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা দুটি ভিন্ন কালারের লেডিবাগ পোকার অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি বরাবরই খুবই চমৎকার অরিগ্যামি তৈরি করে আসছেন। আপনার তৈরি অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি কালারের লেডিবাগ পোকার অরিগ্যামি তৈরি করেছেন। এই অরিগ্যামিটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার তৈরি করা অরিগ্যামি গুলো যে আমার কাছে ভীষণ ভালো লাগে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই। চেষ্টা করেছি ভাই, এই অরিগ্যামি গুলো তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

লেডিবাগ পোকার তৈরি অসাধারণ হয়েছে।দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এ ডাই পোস্ট তৈরি করলেন। দেখে আমারো তৈরি করার ইচ্ছা জাগলো।

চেষ্টা করেছি ভাই, দক্ষতার সাথে এই অরিগ্যামি গুলো তৈরি করার জন্য। এইগুলো আপনার কাছে অসাধারণ লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

রঙিন কাগজ দিয়ে লেডিবাগের অরিগামি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে উপস্থাপন করেছেন যে কেউ চাইলে খুব সহজেই তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ দিয়ে লেডিবাগের অরিগামি শেয়ার করার জন্য।

প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে উপস্থাপন করেছেন যে কেউ চাইলে খুব সহজেই তৈরি করতে পারবে।

আমি সব সময় এমনটাই চেষ্টা করি আপু। আপনার সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রতিনিয়ত আপনি রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করে আমাদেরকে মুগ্ধ করছেন। আজকে দুইটি ভিন্ন ভিন্ন লেডি বাগ পোকার অরিগামি তৈরি অসাধারণ ছিল। আসলেই আপনি একজন দক্ষ ব্যক্তি যেটা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন। আজকের তৈরি অসম্ভব সুন্দর ছিল । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি । আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পাবো এটাই আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আমার কাজের এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

আজকে আপনি অনেক সুন্দর ভাবে লেডিবার্ড পোকার অরিগামী তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। আপনার সুন্দর এই চিত্র তৈরি করা দেখে খুবই ভালো লেগেছে আমার। আসলে এই ক্রিয়েটিভিটি নিজের সক্ষমতা দ্বারা সৃষ্টি হয়। চেষ্টা করলে এভাবে আরো অনেক কিছু করা সম্ভব। আশা করব আপনি আরো অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট নিয়ে উপস্থিত হবেন আমাদের মাঝে।

সেটা তো অবশ্যই ভাই, চেষ্টা করলে এভাবে আরো অনেক কিছুই তৈরি করা সম্ভব। সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

image.png

লেডিবাগ পোকা দেখতে বেশ চমৎকার হয়। দারুণ লাগে দেখতে। লেডিবাগ পোকার অরিগ‍্যামি টা দারুণ তৈরি করেছেন। এককথায় বেশ চমৎকার। অনেক সুন্দর লাগছে দেখতে অরিগ‍্যামি টা। এবং প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে অরিগ‍্যামি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

এত সুন্দর ভাবে আমার তৈরি করা লেডিবাগ পোকার অরিগ‍্যামির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

ব্যস্ততার মধ্যেও যে আপনি এত সুন্দর একটা অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। লেডি বাগ পোকাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি সবসময় সুন্দর সুন্দর কাজ করে থাকেন। ঠিক তেমনিভাবে অনেক সুন্দর অরগ্যামিও তৈরি করেন। আজ এত সুন্দর দেখতে এবং কিউট দেখতে দুইটা লেডি বাগ পোকার অরিগ্যামি তৈরি করেছেন, যেগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। এগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগবে দেখতে। আর এই লেডি বাগ পোকাগুলো যে কেউ চাইলে সহজে তৈরি করে নিতে পারবে। এই লেডি বাগ পোকা গুলো তৈরি করার পদ্ধতি আমিও শিখতে পারলাম।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

ভাই আপনার হাতের কাজ দেখলে সত্যি আমি সব সময় মুগ্ধ হই। আপনার প্রত্যেকটা কাজ এত সুন্দর হয় যে সবাই দেখলে মুগ্ধ হবে। আর ঠিক তেমনি ভাবে আজকে এত সুন্দর লেডি বাগ পোকার অরিগ্যামি তৈরি করেছেন, যেগুলো অনেক কিউট এবং সুন্দর লাগতেছে। দুইটা ভিন্ন কালারের লেডি বাগ পোকা হওয়ার কারণে আমার কাছে দেখতে বেশি সুন্দর লেগেছে। পোকা গুলোর চোখ মুখ আঁকার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। এই ধরনের কাজ আসলেই সুন্দর ওই থাকে। আপনার সুন্দর সুন্দর অরিগ্যামি সব সময় দেখবো আশা করছি।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে । খুব ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।

ব্যস্ততার মাঝে থেকেও খুব সুন্দর অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের লেডি বাগ পোকার অরিগামী পোস্ট দেখে। পোকার অরিগামি হলেও দেখতে বেশ কিউট লাগছে। তৈরি করার প্রসেস দারুন ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি আপু, এগুলো সুন্দর করে তৈরি করার জন্য। এইগুলো যে আপনার কাছে কিউট লেগেছে, এটা জেনে খুব ভালো লাগলো আমার।

বেশ দারুন লাগতেছে। দুটি ভিন্ন কালারের লেডিবাগ পোকার অরিগ্যামি দারুন দক্ষতায় সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্ভব হয়না। শুভেচ্ছা রইল আপনার জন্য।

অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

লেডিবাগ পোকা গুলো দেখতে অনেক কিউট লাগে। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করলে চমৎকার ফুটে উঠে। নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার ভিন্ন রকম ডাই প্রজেক্ট গুলো দেখতে অনেক ভালো লাগে দাদা। আজকে পোস্ট দেখে ও ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

আমার শেয়ার করা এই পোস্টটি দেখে আপনার ভীষণ ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই । চেষ্টা করেছি ভাই, এইগুলো নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য।