বন্ধুরা ,
সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। কয়েকদিন আগে তোমাদের সাথে ইকো পার্কের মধ্যে থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। সেটি ছিল ইকো পার্ক থেকে তোলা ফটোগ্রাফি পর্বের দ্বিতীয়তম পর্ব।
দ্বিতীয় পর্বে আমি জানিয়েছিলাম যে, চিপস এবং কোল্ড ড্রিংকস কিনে আমরা হাঁটতে হাঁটতে বড় লেকের পাড়ে গেছিলাম এবং লেকের পাড়ে গিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। সেই লেকের পাড়ে গিয়ে কিন্তু আমরা বেশি সময় দাঁড়ায়নি। ১০ মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে আবার আমরা বন্ধুরা মিলে প্ল্যান করি পার্কের অন্যান্য জায়গাগুলো আগে আমরা যতটা সম্ভব ভালোভাবে ঘুরে ঘুরে দেখব এবং পড়ন্ত বিকালের দিকে আবার এই লেকের পাড়ে এসে লেকের পাড়ের সৌন্দর্য উপভোগ করব। সেজন্য আমরা সেই লেকের পাড় থেকে পার্কের ভিতরে আবার চলে এসেছিলাম বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য । পার্কের ভিতর ঘুরে দেখার সময় পার্কের মধ্যের সুন্দর আরো কিছু দৃশ্য যা আমার নজরে পড়েছিল তার ফটোগ্রাফি করেছিলাম । তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আজকের পর্বে শেয়ার করলাম।
রাস্তার সাইডে যে সুন্দর গাছটি দেখা যাচ্ছে সেটি হল বকুল ফুল গাছ। গাছটি কে খুব যত্ন সহকারে বড় করা হয়েছিল। এরকম বকুল ফুল গাছ পার্কের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছিলাম । খুবই সুন্দর লাগছিল এই বকুল ফুল গাছ গুলো দেখতে ।
পার্কের মধ্যের সমস্ত জায়গায় এরকম সুন্দর করে রাস্তা করা ছিল। এই রাস্তা হয়ে পার্কের বিভিন্ন অংশে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে পার্কের বিভিন্ন অংশে যাওয়ার জন্য মানুষ সাইকেলের ব্যবহার করে থাকে। যদিও আমরা পায়ে হেঁটে এইসব রাস্তা ধরে পার্কের বিভিন্ন অংশে গেছিলাম।
পার্কের যেখানেই চোখ যাচ্ছিল শুধু সবুজের সমারোহ চোখে পড়ছিল। পার্কের মধ্যে এমন কোন জায়গা পাওয়া দুষ্কর ছিল যেখানে এই সুন্দর সবুজ ঘাস দেখা যাচ্ছিল না। মনোরম সুন্দর এই ঘাসের সমারোহ দেখে মন জুড়িয়ে যাচ্ছিল।
চলার পথে রাস্তার পাশে এই ল্যাম্পপোস্টি চোখে পড়েছিল যা অনেকটা চাঁদের মত লাগছিল । চলতে চলতে এর একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
বৃষ্টির শেষে প্রকৃতির এক সতেজ ভাব লক্ষ্য করা গেছিল সেই দিন। পার্কের একটি জায়গায় বসে সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
ইকোপার্ক সম্পর্কে আগের পোস্ট টিও দেখেছিলাম। আজকে ইকো পার্কের আরো কয়েকটি ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। রাস্তার পাশে বকুল ফুল গাছটা আসলে খুব চমৎকার লাগছে দেখতে। পুরো পার্কটি তে সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বৃষ্টির পর প্রকৃতি খুব সতেজ হয়ে ওঠে। ল্যাম্পপোস্টিও দেখতে খুব সুন্দর। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফি নিয়ে আমার দেওয়া বর্ণনার পাশাপাশি আপনিও খুব সুন্দর ভাবে বর্ণনা উপস্থাপন করেছেন আমার ফটোগ্রাফির। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে কমেন্টেটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই দিনের পরিবেশটাই এত সুন্দর ছিল সব ফটোগ্রাফি বেশ ভালো আসছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit