ডাই || ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  9 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ত ভাবে সময় যাচ্ছে আমার। এই ব্যস্ততার মধ্যেও সব কাজগুলো নিয়মিতভাবে করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে আমার। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি এখন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ডাই তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা এই ডাইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে কাগজ দিয়ে তোমাদের সাথে অনেক ডাই শেয়ার করেছি। তবে বর্তমানে আমি কার্ডবোর্ড এবং ক্লে এর সাহায্যে ডাই গুলো তৈরি করে শেয়ার করছি। এগুলো করতে একটু অভিজ্ঞতার দরকার পড়ে। আর আস্তে আস্তে আমি এই অভিজ্ঞতাও অর্জন করছি এইগুলো করতে গিয়ে। যাইহোক, আজকে আমি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার একটি ওয়ালমেট তৈরি করেছি। আমি চেষ্টা করেছি ডাই টি সুন্দরভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার। এই ডাই টি আমি কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।

20240324_151429.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●ভিন্ন কালারের ক্লে
●এক্রোলিক কালার
●পোস্টার কালার
●টিস্যু
●আঠা
●কাঁচি
●পেন্সিল
●কম্পাস

20240324_131341.jpg



🍉 প্রথম ধাপ 🍉

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি কার্ডবোর্ডের উপর বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার কেটে নেওয়া বৃত্তের উপর আঠা দিয়ে টিস্যু পেপার লাগিয়ে নিলাম এবং অতিরিক্ত টিস্যু পেপার কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার হলুদ ও সাদা এক্রোলিক কালারের সাহায্যে গোলাকার কার্ডবোর্ডের উপরে কালার করে নিলাম।

20240324_105059.jpg20240324_105236.jpg20240324_105550.jpg
20240324_105919.jpg20240324_110345.jpg20240324_110533.jpg
20240324_111025.jpg20240324_111734.jpg

🍉 দ্বিতীয় ধাপ 🍉

এবার লাল কালারের ক্লে নিয়ে তরমুজের ভিতরের লাল অংশের মত তৈরি করে নিলাম। এবার সাদা ও সবুজ কালারের ক্লে দিয়ে মিক্সড করে গোল করে পেঁচিয়ে তরমুজের নিচের অংশে লাগিয়ে নিলাম চিত্রের মতন করে। এবার সবুজ পোস্টার কালার দিয়ে তরমুজের নিচের একটি অংশে কালার করে নিলাম।

20240324_112814.jpg20240324_113652.jpg
20240324_114257.jpg20240324_114518.jpg20240324_115547.jpg
20240324_114904.jpg20240324_115638.jpg
20240324_115841.jpg20240324_120114.jpg

🍉 তৃতীয় ধাপ 🍉

এই ধাপে, পান্ডা তৈরির জন্য প্রথমে সাদা কালারের ক্লে নিয়ে তা গোল বলের মতো তৈরি করে চ্যাপ্টা করে নিলাম। এবার কালো কালারের ক্লে নিয়ে কান তৈরি করে সাদা কালারের ক্লে এর উপরে বসিয়ে দিলাম। এখন চোখ ও মুখ লাগিয়ে নিলাম কালো ক্লে এর সাহায্যে। তারপর শরীরের কিছু অংশ ও হাত বানিয়ে মাথার সাথে জোড়া লাগিয়ে পান্ডাটি তৈরি করে নিলাম।

20240324_121441.jpg20240324_121546.jpg20240324_121822.jpg
20240324_121958.jpg20240324_122244.jpg
20240324_122616.jpg20240324_122927.jpg

🍉 চতুর্থ ধাপ 🍉

চতুর্থ ধাপে এসে, প্রথম ধাপে তৈরি করা কার্ডবোর্ড এর উপরে আঠার সাহায্যে তৈরি করা তরমুজ লাগিয়ে নিলাম এবং তরমুজের উপরে পূর্বের ধাপে তৈরি করা পান্ডাটি লাগিয়ে নিলাম। এবার তিনটি ভিন্ন কালারের ক্লে নিয়ে বেলুন তৈরি করে নিলাম। এখন সেগুলো পরপর করে কার্ডবোর্ডের উপরে বসিয়ে নিলাম এবং কালো কালারের ক্লে নিয়ে সুতোর মতো তৈরি করে বেলুনে লাগিয়ে নিলাম চিত্রের মতো করে।

20240324_123024.jpg20240324_123208.jpg20240324_123327.jpg
20240324_125113.jpg20240324_125147.jpg20240324_125620.jpg
20240324_125841.jpg20240324_125934.jpg20240324_130806.jpg

🍉 পঞ্চম ধাপ 🍉

এই ধাপে, কালো ও সাদা কালারের ক্লে নিয়ে অন্য একটি পান্ডার মাথা তৈরি করে নিলাম। তারপর আঠার সাহায্যে সেটিকে তরমুজের উপরে বসিয়ে নিলাম।

20240324_132251.jpg20240324_132521.jpg20240324_132720.jpg
20240324_133049.jpg20240324_133251.jpg20240324_133343.jpg
20240324_133557.jpg20240324_134234.jpg

🍉 ষষ্ঠ ধাপ 🍉

ষষ্ঠ ধাপে, গোলাপি কালারের ক্লে নিয়ে তা লম্বা করে পেঁচিয়ে কার্ডবোর্ডের চারদিকে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।

20240324_140753.jpg20240324_140924.jpg
20240324_141220.jpg20240324_141420.jpg20240324_142218.jpg

🍉 সপ্তম ধাপ 🍉

এবার সপ্তম ধাপে, ক্লে দিয়ে হলুদ, লাল ও কমলা কালারের ফুল তৈরি করে নিয়ে ওয়ালমেট এর উপরের বিভিন্ন জায়গায় বসিয়ে নিলাম।

20240324_134807.jpg20240324_134902.jpg20240324_143321.jpg20240324_143347.jpg
20240324_143408.jpg20240324_143552.jpg

20240324_151429.jpg

20240324_151010.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করা তরমুজ ও পান্ডার ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কাজগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ভাইয়া। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার দারুণ ওয়ালমেট তৈরি করেছেন। আপনার কাজগুলো এত নিখুঁত যে দেখে এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এভাবে এগিয়ে যান।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আমার শেয়ার করা কাজগুলোর প্রশংসা এবং সেই সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে শুভ কামনা করেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে দারুন একটি পান্ডা ও তরমুজের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে ভীষণ চমৎকার লাগছে ।একদম ইউনিক হয়েছে। প্রতিটি ধাপের উপস্থাপন খুবই চমৎকার ছিল।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপু, এই ওয়ালমেট টি আপনার কাছে ইউনিক লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া।ওয়ালমেটটি এতো সুন্দর কালারফুল হয়েছে যে চোখ ফেরাতে পারছি না।অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ এবং পান্ডার ওয়ালমেট তৈরি টা এক কথায় অসাধারণ হয়েছে। ভাইয়া আমি তো মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। কি যে কিউট লাগছে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি তরমুজ এবং পান্ডার ওয়ালমেট টি যে আপনার কাছে কিউট লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো আপু।

ভাইয়া আপনার তৈরি করা পান্ডা এবং তরমুজ এর ডাইটি দেখে মনে হচ্ছে এটা সত্যি কারের। খুবই দক্ষতার সাথে আপনি এটি তৈরি করেছেন এটা আপনার তৈরি করার বিবরণ গুলো দেখলেই বোঝা যাচ্ছে।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আশা করি পরবর্তীতে আপনার থেকে আরো সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পারবো।

এত সুন্দর করে আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। চেষ্টা করব ভাই, পরবর্তীতেও আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। অনেক সুন্দর হয়েছে দেখতে। ঘরের ওয়ালে দারুণ মাননসই হবে। ক্লে ও কার্ডবোর্ড ব্যবহার করে বেশ দক্ষতার সাথে তৈরি করেছেন ওয়ালমেটটি। তৈরির ধাপ গুলোও গুছিয়ে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এটি তৈরির ধাপগুলো আমি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। যাইহোক, ওভারঅল আপনার প্রশংসা মূলক এই মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভাই বর্তমানে তরমুজের যে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তবে আপনি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে অসাধারণভাবে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট টি আমার কাছে বেশ ভালো লেগেছে। এ ধরনের ওয়ালমেট ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

ভাই বর্তমানে তরমুজের যে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

এটা কিন্তু ঠিক কথা বলেছেন ভাই, সেই জন্যই ক্লে দিয়ে তরমুজ তৈরি করলাম আর কি! হিহি🤭🤭🍉🍉😂
যাইহোক, আমার শেয়ার করা এই ডাই টি আপনার কাছে বেশ ভালো লেগেছে, জেনে খুশি হলাম ভাই।

আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর পান্ডা ও তরমুজের ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশনটাও বেশ দারুন ছিল।আপনি বেশ দক্ষতার সঙ্গে ওয়ালমেটটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনার কাজগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

আমার কাজগুলো আপনার বরাবরই ভালো লাগে, জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন । এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে সত্যিই অনেক কিউট লাগছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে কিউট লেগেছে এবং এটি দেখে যে আপনি মুগ্ধ হয়ে গেছেন, তা জেনে অনেক খুশি হলাম আপু।

বলতেই হয় অসম্ভব সুন্দর হয়েছে। প্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ পাণ্ডার ওয়ালমেটি অসাধারণ হয়েছে। আপনি খুবই চমৎকারভাবে এটি তৈরি করেছেন। এগুলো তৈরি করার ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ডাই টি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

বেশ দুর্দান্ত কাজ করতেছেন দাদা বর্তমানে। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেটটি বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। বেশ চমৎকার লাগতেছে। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। তরমুজের চিত্রটিও বেশ চমৎকার লাগতেছে। তরমুজের যে দাম এখন বর্তমানে 🙂সব মিলিয়ে ওয়ালমেট টি বেশ সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা কাজগুলো যে আপনার কাছে দুর্দান্ত লাগে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। যাইহোক, আপনার প্রশংসা মূলক এই মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ক্লে ব্যবহার করে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আর এটা ব্যবহার করে কোন কিছু করলে অনেক সুন্দর হয়। কয়েকদিন আগেও দেখেছিলাম আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। আপনি কার্ডবোর্ডও ব্যবহার করেছিলেন এটার মধ্যে, যার কারণে এত বেশি সুন্দর হয়েছে। তরমুজ ও পান্ডার ওয়ালমেট করে তৈরি করেছেন আপনি, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। পান্ডা দুইটাকে কিন্তু খুবই কিউট লাগতেছে দেখতে। আপনি কিন্তু অনেক সুন্দর কাজ করতে পারেন। আপনার প্রত্যেকটা পোস্ট আমার খুব ভালো লাগে।

পান্ডা দুইটাকে কিন্তু খুবই কিউট লাগতেছে দেখতে।

পান্ডা দুটি তৈরি করার পর আমার নিজের কাছেও তাই মনে হচ্ছিল ভাই। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি নতুন পোস্ট তৈরি করেন আর আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকেও অনেক চমৎকারভাবে তুলে দিয়ে পান্ডার সাথে অর্ধেক তরমুজ এঁকেছেন। দেখতে তো খুব সুন্দর লাগছে কার্ডবোর্ড এর উপর চিত্রটি। এত সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার পোস্টগুলো আপনার কাছে খুব ভালো লাগে, এটা আমার জন্য অনেক খুশির বিষয় আপু। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার হাতের কাজকে প্রশংসা না করে পারছি না ভাই। আপনার তৈরি ক্লে কার্ড বোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট দেখতে এক কথায় অসাধারণ লাগছে। খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই অসাধারণ একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার হাতের কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার এই ওয়ালমেট টা আপনার কাছে খুব সুন্দর লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

আপনি খুশি হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভালো থাকবেন ভাই।❤️

Posted using SteemPro Mobile

আপনি তো বেশ সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করলেন। ক্লে আর কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর করে পান্ডার এবং তরমুজের প্রজেক্ট তৈরি করলেন। বিশেষ করে তরমুজের কালার অনেক সুন্দর হয়েছে। এছাড়া আপনি পান্ডার ডিজাইনটা বেশ সুন্দরভাবে করতে পেরেছেন। খুব সুন্দরভাবে ধাপ গুলো উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বিশেষ করে তরমুজের কালার অনেক সুন্দর হয়েছে।

আপু, অরজিনাল তরমুজের কালারের মত করে তৈরি করার চেষ্টা করেছি। যাইহোক, প্রশংসামূলক এই মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনার হাতের কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের কাজগুলো যদিও কখনো করা হয়নি তবে আপনার পোস্ট দেখে অনেক ভালো লেগেছে।

আমার হাতের কাজ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক খুশির বিষয় আপু। যাইহোক, আপনার কাছ থেকে প্রশংসামূলক এই মন্তব্যটি পেয়ে অনেক ভালো লাগলো ।

ক্লে দিয়ে কতো কিছু বানানো যায়! আপনি তো দাদা চমৎকার ওয়ালেমেট বানিয়ে ফেললেন। তরমুজের সাথে পান্ডা! সবমিলিয়ে চোখে লাগার মতো ছিল। অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটি ওয়ালেমেট শেয়ার করে নেয়ার জন্য। 🌼

ভাই, ক্লে দিয়ে আরো অনেক কিছুই বানানো যায়। আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা এমন ক্রেয়েটিভ পোস্ট দেখে তো মাথা ঘুরছে। আপনি কেমন করে এমন ক্রেয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন। আমি তো মাথায় কিছু ঢুকানে পারছি না। শুধু চেয়ে চেযে দেখছি। বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপু, এমন ক্রিয়েটিভ পোস্ট দেখে মাথা ঘুরানোর কোন দরকার নেই! হিহি🤭🤭 এই রোজা রমজান মাসে সবাই অনেক অনেক সুস্থ থাকেন, সেই শুভ কামনা করি। যাইহোক, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

  ·  9 months ago (edited)

ক্লে দিয়ে আপনি তো দেখছি চমৎকার পান্ডার চিত্র আর তরমুজ তৈরি করেছেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনার সুন্দর এই কাজ দেখে। অনেক সুন্দর ভাবে আপনি কার্যক্রম করেছেন। দেখে একদম মন ছুয়ে গেল। এরই মধ্য দিয়ে আমিও নতুন কিছু শেখার সুযোগ পেলাম।

আমার এই কাজ দেখে আপনার মন ছুঁয়ে গেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই। এই পোস্টটির মাধ্যমে আপনি যে নতুন কিছু শেখার সুযোগ পেয়েছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।

আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকে ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে দারুণ একটি তরমুজ এবং পান্ডার ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে দারুণ লাগছে। এই ধরনের চিন্তাভাবনামূলক কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে ভাই। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

Posted using SteemPro Mobile

আমি চেষ্টা করি ভাই, প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। যাইহোক, আমার এই ধরনের কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। আসলে দাদা আপনি খুবই সুন্দরভাবে এই ডাই পোস্ট তৈরি করেছেন মআসলে এগুলো দিয়ে ডাই পোস্ট করতে করতে একটু অভিজ্ঞতার প্রয়োজন হয় আর আপনি সেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন। যার কারণে এত সুন্দর ডাই পোস্টটি তৈরি করতে পেরেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

এগুলো তৈরি করার ক্ষেত্রে, খুব বেশি অভিজ্ঞতা এখনও অর্জন করে পারি নি ভাই। তবে আস্তে আস্তে চেষ্টা করছি, অভিজ্ঞতা অর্জন করার জন্য।

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে এরকম ভাবে ওয়ালমেট তৈরি করে ঘরে টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি দেখতে আপনার কাছে বেশ অসাধারণ লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। সুন্দর এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

তরমুজ ও পান্ডার ওয়ালমেট জাস্ট ওয়াও দাদা। সত্যি আপনার কাজ গুলো আসলে ভীষণ ভালো লাগে। দেখতে অসাধারন লাগতেছে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। সব সময়ই সুন্দর সুন্দর পোস্ট উপহার দিয়ে চলেছেন। ভালো লাগলো দাদা। আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনার এই মন্তব্যের মাধ্যমে আমার কাজগুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

অনেক সুন্দর একটি ডাই তৈরি করেছেন ভাইয়া। আপনি ঠিক বলেছেন এগুলো তৈরি করতে অভিজ্ঞতার প্রয়োজন। আপনার ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম ইউনিক মনে হচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে ইউনিক এবং ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু। সুন্দর এই মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর একটি ডাই তৈরি করেছেন
ভাইয়া। কার্ডবোর্ড তরমুজ ও পান্ডার বেশ দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেটটি দেখতে অসাধারণ লাগছে।
কোন কাজে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সেই কাজ কোনক্রমেই করা সম্ভব নয় তবে আপনার বেশ দারুন আইডিয়া আছে তা দেখেই বোঝা যাচ্ছে। ওয়ালমেট এর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার
জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমার কাজের এত সুন্দর প্রশংসা করার জন্য।

বাহ্,অনেক সুন্দর হয়েছে তো।আমার কাছে বেশ ভালো লেগেছে। কালারিং সব ক্লে দিয়ে তৈরি। ওয়ালমেট হিসেবে দেওয়ালে টাঙালে দেখতে বেশ ভালো লাগবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

হ্যাঁ আপু, এটা ঠিক বলেছেন, এটিকে ওয়ালমেট হিসেবে দেওয়ালে টাঙালে দেখতে বেশ ভালো লাগবে।