ছোট্ট একটা পুরস্কার জিতে নিলাম!

in hive-129948 •  19 hours ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

20241222_003935.jpg

20241222_004016.jpg

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ছোট্ট একটি পুরস্কার পাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আসলে পুরস্কার ছোট হোক বা বড় হোক দুটোরই সমান গুরুত্ব থাকে। পুরস্কার আসলে একটা রেস্পেক্ট সেটা ছোট হোক বড় হোক তার বিচার কখনো দামের সাথে করা যায় না। আজ আসলে বিকালের দিকে নতুন একটি মোবাইল কিনবো তাই দেখার জন্য গেছিলাম মধ্যমগ্রামের কয়েকটি জায়গায়। সেখানে যে কয়েকটি মোবাইলের শোরুম ছিল সব কয়টিতে ঘুরে ঘুরে দেখি এই ঘোরাঘুরির একটা সময় যে স্যামসাংয়ের শোরুমে। আসলে স্যামসাংয়ের মোবাইল আমার বারাবরই ভালো লাগে। আমি যে ফোন দিয়ে আমার কাজগুলো চালাই সেটাও স্যামসাংয়েরই ফোন।

যাইহোক, স্যামসাংয়ের শোরুমে যাওয়ার পর ফেরার পথে শোরুমের পাশেই দেখি একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে। আসলে সেখানে কিছু পাজেল দেওয়া ছিল সেগুলো সলভ করতে পারলেই ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা ছিল। এই ব্যাপারটা দেখে আমি সেখানে দাঁড়িয়ে যাই এবং কয়েকজন এই খেলাটা খেলে তাদের এই খেলাটা উপভোগ করি। এই সময় ওইখানে স্যামসাংয়ের যে কর্মী গুলো ছিল তাও আমাকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য বলে। আমি প্রথমে না করছিলাম তবে মনে হচ্ছিলো একবার ট্রাই করে দেখি যদি কিছু পাওয়া যায়।

তারপর আমিও সেই পাজেল সলভ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আসলে এক মিনিট হাত সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই এই পাজেল সলভ করার কথা ছিল। আমি ৪২ সেকেন্ড সময় নিয়ে পাজেলটি সলভ করে ফেলি। তাই ছোট একটি পুরস্কার পেয়ে যাই।আসলে এটি একটি পেন ছিল। আসলে এইসব ইভেন্টের মূল উদ্দেশ্য থাকে সেসব কোম্পানির অ্যাড চারিদিকে ছড়িয়ে দেওয়ার। যেমন এই যে পেনটি আমাকে পুরস্কার দিয়েছে সেখানে স্যামসাংয়ের নাম লেখা রয়েছে। আসলে তারা অ্যাড দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের ইভেন্টের আয়োজন করেছিল। এ ব্যাপার গুলো সহজেই বোঝা যায়। যাইহোক, তারা তাদের কাজ করেছে আমরা আমাদের পুরস্কার পেয়ে লাভবান হয়েছি এটাই ভালো ব্যাপার।

বিকালের পরপর গিয়ে এই রকম একটা পুরস্কার পেয়ে বেশ ভালোই লাগছিল।পরিষ্কার ছোট হোক তার আপত্তি নেই অনেক বছর পর বলতে গেলে ছোট হলেও একটা পুরস্কার পেয়েছি এই জন্যই বেশি আনন্দ লাগছিল। যাইহোক, এতটুকুই ছিল আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png