নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমার মনটা একটু খারাপ। মন খারাপের কারণটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমাদের মন প্রতিদিনই কোনো না কোনো কারণে খারাপ হয়ে যায়। একদম হাসি খুশি ভাবে থাকাটা মানুষের পক্ষে অন্তত অসম্ভব। কারণ মানুষের জীবনে সুখ দুঃখ একের পর এক আসতেই থাকে। সেই কারণে কিছু সময় সুখের মুখ চোখে দেখলেও আবার দুঃখের মুখ দেখতেই হয়। আলোর পরে যেমন অন্ধকার দেখা যায় তেমন ভাবে অন্ধকারের পর আলো দেখা যায়। মানুষের জীবনে সুখ দুঃখের ব্যাপারটাও তেমন একের পর এক এইভাবে আসতে থাকে। যাই হোক, এইসব কথাবার্তা থেকে এখন আসল কথায় আসা যাক । আমার মন খারাপের কারণটা হচ্ছে আমার এক প্রতিবেশী দাদু অসুস্থ । আসলে তার হার্টের অপারেশন হয়েছে গতকাল সন্ধ্যার সময়।
দাদুর সাথে আমার একটা অন্যরকম ভাব । দাদুর বয়স অনেকটাই বেশি । আমার এই দাদু কবিতা লিখতে খুব ভালোবাসে। মাঝে মাঝে তিনি আমাকে তার কবিতা পড়ে শোনায়। আমি যখন ছাদে গিয়ে দাঁড়াই, দাদু যদি ছাদে থাকে তখন দাদুর লেখা কোন নতুন কবিতা থাকলে আমাকে তা শোনায় । আর আমিও দাদুর কবিতা খুব ধৈর্য সহকারে শুনে থাকি। কারণ একটা গভীর অর্থ থাকে দাদুর কবিতায়। যাইহোক, হঠাৎ করে দাদুর এই অসুস্থতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেছিল। গতকাল দাদুর হার্ট অপারেশনও হয়েছে। আর আজকে আমরা সবাই মিলে দাদুর সাথে দেখা করতে গেছিলাম। দাদু আমাদের থেকে অনেক ইমোশনাল হয়ে পড়ে দেখা করার টাইম। দাদুর শরীর এখন মোটামুটি ঠিক আছে। তবে দাদুর অসুস্থতার কারণে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মনটা একটু খারাপই থাকবে। আগামীকাল হয়তো দাদুকে বাড়িতে নিয়ে আসবে। তারপর দাদু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, সেই প্রার্থনাই করি দাদুর জন্য।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদুর সুস্থতা কামনা করছি।আসলে প্রিয় কেউ অসুস্থ হলে খুবই খারাপ লাগে।দাদু আপনার সঙ্গি ছিলো বলা চলে।অনেক বয়স হয়েছে এবং অপারেশন হয়েছে হার্ডের কতোই না কষ্ট পাচ্ছে বেচারা।কাছ থেকে দেখেছেন ও দাদুর সাথে কাটানো স্মৃতি মনে পড়ে কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি। দাদুর সুস্থতা কামনা করছি।পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit