নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে আমার নতুন একটা সমস্যা নিয়ে কিছু কথা শেয়ার করব। আসলে সমস্যাটা যে খুব বড়, সেটা বলবো না। তবে হঠাৎ করেই সমস্যাটা দেখা দেবে সেটা বুঝতে পারিনি। আসলে দেড় মাস আগে আমি নতুন একটা চশমা বানিয়েছি আই টেস্ট করিয়ে পাওয়ার দিয়ে। দেড় মাস আগে যখন নতুন চশমা বানিয়েছিলাম আমার আগে করা চশমা গুলো বাতিল হয়ে গেছিল। যাই হোক, দেড় মাস ঠিক ঠাক চলেছে এই চশমা। আজকে দাদার সাথে লেন্সকার্ট গেছিলাম দাদার চশমা বানানোর জন্য। সেখানে আসলে ফ্রি আই টেস্ট করানো হয় । যেহেতু দাদা চশমা নিচ্ছিল সেই কারণে আমি ভাবলাম একবার আইটেস্ট করে নি। যেহেতু ফ্রি ফ্রি কাজটা হয়ে যাবে, সেই জন্য এটা ভেবেছিলাম।
যাই হোক, আই টেস্ট করে দেখলাম চোখের পাওয়ার বেশ কিছুটা বেড়ে গেছে। হঠাৎ করে এতটা পাওয়ার বেড়ে যাওয়ায় আমি নিজেও চিন্তিত হয়ে পড়লাম। তাছাড়া কিছুদিন আগেই নতুন চশমা বানিয়েছিলাম আর পাওয়ার বেড়ে গেলে যে ওই চশমা বাদ দিয়ে দিতে হবে সেটা ছাড়া কোনো উপায় থাকবে না। তবে যেহেতু চশমার পাওয়ার বেড়ে গেছে তাই উপায় না পেয়ে নতুন চশমা বানানো সিদ্ধান্ত নিতে হলো। নতুন করে পাওয়ার বেড়ে যাওয়ার কারণে দেড় মাস আগে যে চশমা বানিয়েছিলাম সেটার আর কোনো ব্যবহারই থাকছে না, সেই জন্য মনটা একটু খারাপ হয়েছিল। হঠাৎ করে এতগুলো টাকার লস গুনতেও হবে আমাকে । আসলে আমার চোখের পাওয়ার অনেক বছর ধরেই মোটামুটি ঠিকঠাক পজিশনে ছিল, খুব বেশি বাড়ে নি। তবে এবার বেশ কিছুটা বেড়ে গেছে। তাছাড়া চোখ একটু ড্রাই হয়ে গেছে, সেখানে থাকা অপটিশিয়ান এটা বলল যার কারণে আমাকে আই
ড্রপ সাজেস্ট করল। তবে আই ড্রপটা এখনো কেনা হয়নি। দুই এক দিনের মধ্যে আই ড্রপটা কেনার দরকার পড়বে আর কি। যাই হোক, এতোটুকুই ছিল আজকের ব্লগে শেয়ার করার।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত , নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাধারণত ছয় মাস পর পর চোখের চেক আপ করানোর প্রয়োজন হয়। তবে আপনার তো দেখছি দেড় মাসেই পাওয়ার এ পরিবর্তন এসেছে। যেহেতু সেন্সিটিভ বিষয়, টাকার মায়া ত্যাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই হতো! তবে ড্রাইনেস আপনার নিজের ও অনুভূত হওয়ার কথা। সেক্ষেত্রে আই ড্রপ ব্যাবহার করলে আরাম পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরীরের উপসর্গ কখন কিভাবে কোথায় দেখা দিবে এটা তো বলা বড়ই মুশকিল ভাই। ঠিক যেমনটা আপনার চোখের পাওয়ার হঠাৎ করে বেড়ে গিয়েছে। যার ফলে আপনার কিছুদিন আগেকার বানানো চশমাটি বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছেন যদিও বা কিছু টাকা আবার লস হয়ে যাবে। তবে চোখ ভালো রাখতে হলে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে ।যাই হোক ভাই আশা করি খুব তাড়াতাড়ি ড্রপ কিনে নিবেন আর বাকি কাজগুলিও কমপ্লিট করে নিবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাত্র দেড় মাস আগে চশমা নেওয়ার পর,এতো তাড়াতাড়ি চোখের পাওয়ার বেড়ে গিয়েছে,এটা জেনে বেশ অবাক হলাম। সাধারণত এতো তাড়াতাড়ি তো চোখের পাওয়ার বাড়ে না। যাইহোক চশমা পরিবর্তন করেছেন, এটা খুব ভালো হয়েছে। দ্রুত ড্রপ কিনে সেটাও ব্যবহার করা শুরু করে দেন। কারণ চোখ বেশ সেনসিটিভ জিনিস। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত তাড়াতাড়ি আপনার চোখের পাওয়ার বেড়ে গেল জেনে খুবই অবাক লাগলো। যদিও আমার নিজের চোখে সমস্যা রয়েছে গত ছয় মাস ধরে আমিও চোখে সমস্যায় ভুগছি এবং চশমা ব্যবহার করা হচ্ছে রীতিমত।চোখ খুবই সেনসিটিভ একটা জিনিস। চশমা বদলেছেন দেখে খুব ভালো লাগলো এবং চোখের ড্রপ নিয়মিত ব্যবহার করলে আশা করছি কিছুটা ভালো ফলাফল পাওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit