অরিগ্যামি || কল্পনার পরীর অরিগ্যামি তৈরি

in hive-129948 •  10 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, আমি সব সময় আমার সৃজনশীল মূলক কাজগুলো বিভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। সত্যি কথা বলতে, এই প্লাটফর্মে যোগদান করার পর থেকেই নিজের এই সৃজনশীল মূলক কাজগুলো উপস্থাপন করার সুযোগ পেয়েছি। যাইহোক, রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় এটা আমরা সবাই জানি। আমি এর আগেও রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তোমাদের দেখিয়েছি। এই জিনিসগুলো তৈরি করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়, তবে তৈরি করার পরে দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বাচ্চাদের দিলে তারাও অনেক খুশি হয়। আজকের ব্লগে তোমাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটি পরীর অরিগ্যামী করে দেখাবো। ছোটবেলায় এই পরীদের গল্প শুনতাম বড়দের মুখে আর আমরা এই পরীদের কল্পনা করে নিতাম। যাইহোক, ছোটবেলার সেই কল্পনা করা পরীর একটি অরিগ্যামি তৈরি করেছি আজ আমি।আশা করি, তোমাদের এটি ভালো লাগবে। এটি তৈরির ধাপগুলো আমি পরপর করে নিচে শেয়ার করলাম।

InShot_20240313_083750261.jpg

InShot_20240313_091856256.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●কাঁচি
●স্কেল
●স্কেচ পেন
●পেন্সিল
●আঠা
●কাঠি

20240312_093346.jpg

🧚‍♀️ প্রথম ধাপ 🧚‍♀️

প্রথমে তিনটি কাঠিকে আঠার সাহায্যে একটি সাথে আরেকটি জোড়া লাগিয়ে নিলাম চিত্রের মতো করে।

20240312_093552.jpg20240312_093633.jpg20240312_094058.jpg

🧚‍♀️ দ্বিতীয় ধাপ 🧚‍♀️

এবার একটি সাদা কালারের পেপারের উপর পেন্সিল ও স্কেচ পেন এর সাহায্যে পরীর মাথা অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240312_094223.jpg20240312_094527.jpg
20240312_094854.jpg20240312_095119.jpg

🧚‍♀️ তৃতীয় ধাপ 🧚‍♀️

এই ধাপে একটি গোলাপী কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে পরীর ডানা তৈরি করে নিলাম এবং আরেকটি বেগুনি কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে ড্রেসের উপরের অংশ তৈরি করে নিলাম।

20240312_095210.jpg20240312_100015.jpg
20240312_095246.jpg20240312_103731.jpg

🧚‍♀️ চতুর্থ ধাপ 🧚‍♀️

এবার একটি সবুজ কালারের পেপার মাঝ বরাবর দুই ভাঁজ করে কেটে নিলাম। তারপর সেই কেটে নেওয়া কাগজ জিক জ্যাক ভাঁজ করে একটি সাথে আরেকটি আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।

20240312_095317.jpg20240312_102058.jpg20240312_102453.jpg
20240312_102749.jpg20240312_103115.jpg

🧚‍♀️ পঞ্চম ধাপ 🧚‍♀️

এখন প্রথম ধাপে তৈরি করা কাঠির উপরে আঠার সাহায্যে ড্রেসের নিচের অংশ লাগিয়ে নিলাম। একইভাবে আঠার সাহায্যে ড্রেসের উপরের অংশ ও পরীর মাথা লাগিয়ে নিলাম।

20240312_103855.jpg20240312_104041.jpg20240312_104338.jpg
20240312_104401.jpg20240312_104645.jpg

🧚‍♀️ ষষ্ঠ ধাপ 🧚‍♀️

এই ধাপে পরীর ডানাতে স্কেচ পেনের কিছু দাগ টেনে নিলাম এবং আঠার সাহায্যে পরীর পিছনে ডানা লাগিয়ে নিলাম । এখন পরীর ড্রেসের উপরে রঙিন কাগজ দিয়ে ছোট্ট একটা ফুলের মত তৈরি করে লাগিয়ে নিলাম আঠার সাহায্যে। তারপর পায়ের নিচের অংশে স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম । এইভাবে আমার অরিগ্যামি তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240312_104945.jpg20240312_105154.jpg
20240312_105748.jpg20240312_105818.jpg
20240312_105904.jpgInShot_20240313_091856256.jpg

InShot_20240313_091929003.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা কল্পনার পরীর অরিগ্যামি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা প্রতিনিয়ত বর্তমান সময়ে আপনার এমন সৃজনশীল কাজ গুলো দেখছি ৷ আসলে আপনার পোষ্ট বা ব্লগ গুলো অনেক ভালো লাগে ৷ যা হোক শৈশব জীবনের কল্পনা নিয়ে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পরি বানিয়েছেন ৷ দেখতে বেশ ভালোই লাগছে ৷ অসংখ্য ধন্যবাদ দাদা সামনে আরও ভালো ভালো সৃজনশীল কাজ দেখবো এমনটাই প্রত্যাশা করি ৷ অসংখ্য ধন্যবাদ

আমি আমার সৃজনশীল এই কাজগুলো প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করে যাওয়ার চেষ্টা করব ভাই। উৎসাহ মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

কল্পনা থেকে অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পরীর অরিগ্যামি তৈরি করে নিয়েছেন যেটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে আপনার তৈরি করা এই অরিগ্যামিটা অনেক সুন্দর লেগেছে। খুবই কিউট লাগতেছে পরীটাকে দেখতে। আসলে ছোটবেলায় পরীদের গল্প অনেক বেশি শুনেছি। আপনি রঙিন কাগজের পাশাপাশি কাঠিও ব্যবহার করেছেন এটা তৈরি করতে। আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে পুরোটা। আপনার হাতের কাজ কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর হয়। আপনার হাতের পুরো কাজটা অসম্ভব ভালো ছিল।

আমার শেয়ার করা এই পরী টি দেখতে আপনার কাছে কিউট লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আপু। যাইহোক, আমার হাতের কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনি কিন্তু প্রতি নিয়ত চেষ্টা করে যান আমাদের মাঝে মাঝে নুতন নতুন ক্রেয়েটিভ ব্লগ শেয়ার করতে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজও দারুন একটি ব্লগ শেয়ার করলেন। এক কথায় অসাধারণ। বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে আপনার স্বপ্নের পরী বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সব সময় চেষ্টা করি আপু, ক্রিয়েটিভ কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক, আপনার সুন্দর এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

কল্পনার পরুর অরিগামি খুবিই সুন্দর হয়েছে ভাই।একদম বাস্তব পরি যদি এমন হতো।আমাদের সবার শখ স্বপনের পরির সাথে দেখা করা আজ আপনি দেখা করিয়েই ছাড়লেন।অনেক ভাল লাগছে আপনার পোস্টা ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা কল্পনার পরীর অরিগ্যামি টি আপনার কাছে খুবই সুন্দর লেগেছে, এটা আমার জন্য আনন্দের বিষয় ভাই। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলে দাদা ছোটবেলায় পরীদেরকে নিয়ে কল্পনা করতে বেশ ভালই লাগতো। আপনি অনেক সুন্দর ভাবে কল্পনার পরি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

ছোটবেলায় পরীদের নিয়ে এমন কল্পনা আমরা সবাই কমবেশি করেছি । যাইহোক, আমার শেয়ার করা এই পোস্ট টি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে তা জেনে অনেক খুশি হলাম ভাই।

Posted using SteemPro Mobile

আসলে কল্পনাতে আমরা অনেক এই পরীর কথা ভাবি। আপনি আজকে সেই পরীকে তৈরি করেছেন। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। কল্পনার পরীর এই ডাই পোস্টটি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

কল্পনার পরীর এই ডাই পোস্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে , এটা আমার জন্য খুশির বিষয় ভাই। প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলেই ভাইয়া ছোটবেলায় পরীকে নিয়ে অনেক বেশি কল্পনা করতাম ।মনে হতো যদি আমার একটা পরী থাকত তাহলে তার সাথে ঘুরে বেড়াতে পারতাম। কল্পনার পরীর অরিগ্যামি তৈরি করেছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই কল্পনার পরীর অরিগ্যামি টি যে আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

ঠিক বলছেন ভাইয়া অরিগ্যামিতৈরি করতে সময়ের দরকার হয়। বিশেষ করে রঙিন কাগজের তৈরি করা জিনিসগুলোতে প্রচুর সময় দিতে হয়। আর আপনি তো সুন্দর তৈরি করলেন কল্পনার পরীর অরিগ্যামি। কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে করলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

হ্যাঁ আপু, বেশ ভালই সময় লাগে এই কাজগুলো করতে গেলে। যাইহোক, পরীর এই অরিগ্যামি টি আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

কল্পনা করে তো দেখছি বেশ দারুন একটি পরীর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার শেয়ার করা পরীর অরিগ্যামি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। দারুন ‍সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ারও করেছেন দেখছি। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা পরীর এই অরিগ্যামি টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু। আপনার সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Diy টি এতো মিষ্টি হয়েছে।বুঝা মুশকিল এটা কোনো ছেলের হাতের কাজ!দারুণ দারুণ

ধন্যবাদ আপু, আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য। সত্যি কথা বলতে আপু, সারাদিন এখন এইসব নিয়েই থাকি। এই জন্যই এই কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারি। ডাই করার ক্ষেত্রে মেয়েরা অনেক এগিয়ে, এটা জানি। তবে ছেলেরাও এখন আর পিছিয়ে নেই, এই কাজে। হিহি🤭🤭

Posted using SteemPro Mobile

রঙিন কাগজ দিয়ে তৈরি অনেক সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনি বেশ দক্ষতার সঙ্গে কল্পনার পরীর এই অরিগ্যামিটি তৈরি করেছেন। আপনার কাজগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। অরিগ্যামি তৈরি প্রক্রিয়াটি ধাপে ধাপে সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার এই কাজগুলো আপনার কাছে বরাবরই ভালো লাগে, এটা জেনে অনেক ভালো লাগলো আপু। উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

রঙিন কাগজ দিয়ে তৈরি করা বিভিন্ন রকম জিনিস দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনি তো দেখছি কল্পনা থেকে খুবই সুন্দর দেখতে একটা পরীর অরিগ্যামি তৈরি করে নিয়েছেন। যেটা দেখতে তো আমার কাছে আরো বেশি সুন্দর লেগেছে। ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর পরীর অরিগ্যামি তৈরি করার কারণে দেখতে খুব সুন্দর লাগতেছে। আপনি খুবই সুন্দর করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটা তৈরি করেছেন, যা দেখেই তো বুঝতে পারতেছি।

চেষ্টা করেছি ভাই, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পরীর অরিগ্যামি টি সুন্দরভাবে তৈরি করার জন্য। ধন্যবাদ ভাই, আপনার সুন্দর এই মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

আপনি ঠিকই বলেছেন এগুলো কাজ করতে একটু বেশি সময় লাগে। আপনার তৈরি করা পরীর অরিগ্যামি দেখে খুবই ভালো লাগলো। আপনি অরিগ্যামি তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

চেষ্টা করেছি ভাই, অরিগ্যামি তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। এটা আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুশি হলাম।

Posted using SteemPro Mobile

পরীটিকে দেখতে খুবই কিউট লাগছে। কল্পনায় পরীর অরিগামি তৈরি করেছেন আপনি। আমার কাছে আপনার তৈরি করা এই অরিগ্যামি টি অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগলেও দেখতে খুবই সুন্দর লাগে। কাগজের কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সবকিছু মিলিয়ে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

ছোটবেলায় আমরাও পরীর গল্প শুনতাম। আজকে আপনি রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে কল্পনার পরীর অরিগ্যামি বানিয়েছেন। সত্যি আপনার পরী তৈরি অসাধারণ হয়েছে। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। সত্যি বলতে আজকে আপনার রঙিন পেপার দিয়ে পরী তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পরীর অরিগ্যামি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আপনার এত সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। পরীর অরিগ্যামি টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এটা জেনে খুব ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

কল্পনার পরীর দারুন অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রঙিন কাগজের জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আপনারও যে অনেক ভালো লাগে, তা জেনে অনেক খুশি হলাম ভাই। যাইহোক, আমার এই কল্পনার পরীর অরিগ্যামি টি যে আপনার কাছে দারুণ লেগেছে, সেটা জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

খুব সুন্দর একটি অরিগামি করেছেন ভাইয়া। পরীটাকে দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমার শেয়ার করা এই অরিগ্যামি টি আপনার কাছে খুব সুন্দর লেগেছে, জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ, আপনার সুন্দর এই মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

কাগজ দিয়ে খুবই সুন্দর পরী তৈরি করেছেন। আপনার এই ডাই পোস্টটি আমার অনেক ভালো লেগেছে। আসলে তৈরি করা পরী দেখতে খুবই সুন্দর হয়েছে।

আমার তৈরি করা এই পরী টি দেখতে আপনার কাছে খুবই সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার এই মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

কাগজ দিয়ে তো দারুন অরিগামি তৈরি করেছেন। একদম মনের মাধুরী মিশিয়ে তৈরি করার চেষ্টা করেছেন স্বপ্নের পরী। বেশ ভালো লাগলো আর পাশাপাশি আমিও শিখে গেলাম কিভাবে তৈরি করতে হয় তার ক্যাটাগরি।

অরিগ্যামি টি আপনার কাছে ভালো লেগেছে এবং সে সাথে আপনি এটি তৈরির পদ্ধতি শিখেও নিয়েছেন, এটা জেনে খুব ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

আপনার তো দেখছি প্রতিভার কোন কমতি নেই। আজকে আপনি খুব সুন্দর একটি অরিগামি তৈরি করে ফেলেছেন৷ এর দিকে থেকে যেন চোখই সারাতে পারছি না৷ খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন এবং কল্পনার পরীর এই সুন্দর অরিগামিটি দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন এবং যেভাবে এটি তৈরি করার পদ্ধতি গুলো আপনি শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

এত সুন্দরভাবে আমার কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

কল্পনার পরীটা তো বেশ সুন্দর। কল্পনার পরীরা অরিগ্যামি তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ছোট পরী অরিগ্যামি তৈরি করেছেন যেটা দেখতে অনেক বেশি কিউট লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমার শেয়ার করা এই কল্পনার পরীর অরিগ্যামি টি দেখতে আপনার কাছে কিউট লেগেছে, জেনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ, আপনার সুন্দর এই মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile