রেসিপি || আমার পছন্দের " দুধ পুলি" রেসিপি

in hive-129948 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।

বেশ কিছুদিন পর আজকে তোমাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করব। এটি একটি পিঠার রেসিপি। এই শীতে আমরা পিঠা খেতে সবাই অনেক ভালোবাসি। এই শীতে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পিঠা হয়। অধিকাংশ পিঠাই মা তৈরি করে। তবে এই শীত উপলক্ষে আমি আজকের এই পিঠা রেসিপিটি করেছি। এটি নারকেলের পুর দিয়ে তৈরি দুধপুলি পিঠার রেসিপি। এই রেসিপিটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। অনেকটা কষ্ট হয়েছে এই রেসিপিটি করতে গিয়ে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত করা, ফটো তোলা, তারপর উপস্থাপন করা অনেক পরিশ্রমের কাজ ছিল। যাইহোক, রেসিপিটি এখন নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240104_031147570.jpg

প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
নারকেল২টি
চালের গুড়ো৪ কাপ
তেলপরিমাণ মতো
ঘি২ টেবিল চামচ
চিনি৮ চামচ
গুঁড়ো দুধ৪ চামচ
গুড়পরিমাণ মত
তেজপাতা২ টি
ছোট এলাচ৮টি
বড় এলাচ১ টি
লবঙ্গ৫টি
দারচিনি২ টুকরো

InShot_20240104_021526997.jpg


প্রস্তুত প্রণালী



প্রথম ধাপ

প্রথম ধাপে , প্যানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে তাতে ২টি তেজপাতা, ছোট এলাচ ৫ টি, দারচিনি ২ টুকরো, বড় এলাচ-১টি, লবঙ্গ-৪টি এবং পরিমাণমতো চিনি দিয়ে অল্প হিটে দুধ ঘন করে নিতে হবে।

20231203_133309.jpg20231203_133343.jpg20231203_133402.jpg
20231203_133440.jpg20231203_133548-1.jpg20231203_133702-1.jpg20231203_151043-1.jpg

দ্বিতীয় ধাপ

এবার দ্বিতীয় ধাপে একটি কড়াইতে কোরানো নারকেল নিয়ে তাতে পরিমাণ মতো গুঁড়ো দুধ, ছোট এলাচ ২টি, ঘি ২ টেবিল চামচ, গুড় পরিমাণ মতো দিয়ে সবগুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে নারকেল হালকা করে ভেজে নিতে হবে।

20231203_134437.jpg20231203_134629.jpg20231203_134943.jpg
20231203_135101.jpg20231203_135454.jpg20231203_140831.jpg

তৃতীয় ধাপ


তৃতীয় ধাপে কড়াইতে জল নিয়ে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

20231203_132313.jpg20231203_132650.jpg

চতুর্থ ধাপ


তৃতীয় ধাপের মেশানো চালের গুঁড়ো দিয়ে ছোট ছোট বল করে লেচি আকারে বেলে নিতে হবে এই ধাপে।

20231203_141415.jpg20231203_143216.jpg
পঞ্চম ধাপ


পঞ্চম ধাপে বেলে রাখা লেচি গুলোতে নারকেলের পুর দিয়ে ভাজ করে পিঠা আকারে তৈরি করে নিতে হবে।

20231203_144341.jpg20231203_145839.jpg
ষষ্ঠ ধাপ

পূর্বে তৈরি করা পিঠা গরম তেলে ভেজে নিয়ে, প্রথম ধাপের ঘন করে জাল দিয়ে রাখা দুধে একে একে পিঠা গুলো দিয়ে দিতে হবে।

20231203_144702.jpg20231203_153602.jpg

সপ্তম ধাপ

এবার সপ্তম ধাপে, একে একে সব পিঠা গুলো দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিটের মত ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুধপুলি।

20231203_153752.jpg20231203_153728.jpg
অষ্টম ধাপ

এবার দুধ পুলি গুলো প্লেটে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম।

InShot_20240104_022906215.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung Galaxy M31s
এডিটিং অ্যাপInShot
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা "দুধ পুলি" রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দুধ পুলি খেতে আমারও খুব ভালো লাগে।আপনারও ভালো লাগে জেনে ভালো লাগলো।শীতকালে পিঠাপুলি খেতে ভীষণ ভালো লাগে খেতে।ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

হ্যাঁ দিদি, দুধ পুলি আমার ফেভারিট একটি রেসিপি। আমার শেয়ার করা এই দুধ পুলি রেসিপিটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শীতকালীন পিঠা গুলো আপনার মা তৈরি করে থাকেন।তবে এবার আপনার পছন্দের দুধ পুলি পিঠাটি নিজেই তৈরি করেছেন।এজন্য আপনার বেশ কষ্ট হয়েছে।পিঠা দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।আপনার রান্নার হাত তো দারুন আছে ভাইয়া।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ সুন্দর শীতকালীন পিঠাটির রেসিপি শেয়ার করার জন্য।

পিঠা তৈরি করতে তা বেশ ভালই কষ্ট হয়েছিল আপু। শুধু দেখতে না , খেতেও অনেক ভালো হয়েছিল 🤭🤭।

ভাই আপনি আজকে আমাদের মাঝে লোভনীয় দুধ পুলি রেসিপি শেয়ার করেছেন সত্যিই রেসিপি খেতে খুবই স্বাদ লাগে কারণ এই রেসিপি আমি অনেক খেয়েছি সেই স্বাদ আমি অনেক বুঝেছি। আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে এখনই আবার তৈরি করে খেতে। খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে এখনই আবার তৈরি করে খেতে।

এখনই না হোক, সময় পেয়ে রেসিপিটি করে খেয়ে নেবেন ভাই এই শীতের মৌসুমে। এত সুন্দরভাবে আমার শেয়ার করা এই রেসিপিটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই দুধ পুলি পিঠা আমার ভীষণ ভীষণ পছন্দের। শীত বা গরমে এই দুধ পুলি প্রায় খাওয়া হয়ে থাকে। আর এটি খেতে এতটাই সুস্বাদু যা বলে বোঝাানো যাবে না। আপনি আজকে খুব চমৎকার করে আপনার পছন্দের দুধ পুলি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

দুধ পুলি পিঠা আপনার এত বেশি পছন্দের জেনে ভালো লাগলো ভাই। আমার শেয়ার করা এই রেসিপিটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

আপনার শেয়ার করা পুলি পিঠা দেখে লোভ লেগে গেলো। দুধ পুলি পিঠা খেতে ভীষণ মজা হয়।আমিও দুধ পুলি পিঠা করি। তবে পিঠা তেলে ভেজে নেই না।আপনি ভেজে নিলেন পিঠাটি।এরপর দুধে ভিজালেন।খেতে খুব মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ ভাইয়া মজার এই পিঠার রেসিপিটি শেয়ার করার জন্য।

পুলি পিঠা দেখে শুধু লোভ লাগলে হবে না আপু, বাড়িতে তৈরি করে খেতে হবে এটি। এই পিঠা তেলে ভেজে তারপর দুধে ভিজালে অনেক বেশি মজার হয় আপু।

শীত মানেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব হয়ে থাকে। আপনি আজ আমাদের মাঝে খুবই লোভনীয় দুধপুলি পিঠা রেসিপি উপস্থাপন করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে রেসিপিটি। এই ধরনের পিঠা আমার কাছে খুবই পছন্দের। রেসিপির ধরনটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা যে কেউ এটা শিখে নিয়ে পরবর্তীতে করে নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

দুধপুলি আমাদের সবার কাছেই লোভনীয় ভাই🤤🤤। যাইহোক , আমি চেষ্টা করেছি ভাই রেসিপি এমন ভাবে উপস্থাপন করার যেনো যে কেউ এটা শিখে নিয়ে পরবর্তীতে করতে পরে।

থালা দেখতে সুন্দর লাগছে, আমরা এই ধরণের মিষ্টি রান্না করছি

থালা দেখতে সুন্দর লাগছে,

পিঠা রেখে থালার প্রশংসা!! যাই হোক, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

দুধপুলি পিঠা রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই রেসিপি আমারও প্রিয়। আসলে আপনার বাড়িতে আপনার মা এই সকল পিঠা তৈরি করে। তবে এই পিঠা রেসিপি আপনি তৈরি করেছেন আর এই নারিকেল দিয়ে তৈরি করার রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে এভাবে রেসিপি আমরাও তৈরি করেছিলাম। আপনার রেসিপির পরিবেশন দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা রেসিপির পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জনে খুশি হলাম ভাই। এত সুন্দর করে গুছিয়ে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

শীতকালে বিভিন্ন ধরণের পিঠা খাওয়া হয়। পুলি পিঠা কম বেশি সবাই পছন্দ করেন। দুধ পুলি পিঠা খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রেসিপি পোস্ট দেখে তো ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনার ধাপ গুলো দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই, এই পুলি পিঠা আমাদের সবারই পছন্দের। আমার এই রেসিপি পোস্টটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম।

শীতের পিঠা মানে লোভনীয় খাবার 😋
দুধ পুলি আমার অনেক পছন্দের একটি পিঠা, আমরাও তৈরি করে থাকি। তবে আপনার তৈরি প্রনালীটা এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার কাছে এরকম অসাধারণ রেসিপি পেয়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই চমৎকার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

সেটা তো অবশ্যই ভাই, শীতের পিঠা মানে লোভনীয় ব্যাপার🤤। আমার এই পিঠা তৈরি প্রস্তুত প্রনালীটা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম।

দেখেই বুঝা যাচ্ছে দাদা পিঠা তৈরির প্রসেসটা শুরু থেকে শেষ অবধি খুব সুন্দর করে শেয়ার করেছেন। আসলে রেসিপির পাশাপাশি শেয়ার করা এটা কষ্টের কাজ আসলে। আপনি সেটা ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼

পিঠা তৈরির পুরো প্রসেসটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাই। এটা সত্যিই অনেক কষ্টের কাজ ছিল।

এজাতীয় দুধ পুলিতাগুলো খেতে বেশ ভালো লাগে। আর শীতের সময় আসলে বিভিন্ন প্রকার পিঠা খেতে খুবই ইচ্ছে হয় মানুষের। বিশেষ করে নতুন ধান উঠার পর পরে দেখা যায় গ্রাম বাংলায় বিভিন্ন পর্যায়ের পিঠা তৈরির উৎসব পড়ে গেছে। যাইহোক ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি তৈরি করা দেখে।

বিশেষ করে নতুন ধান উঠার পর পরে দেখা যায় গ্রাম বাংলায় বিভিন্ন পর্যায়ের পিঠা তৈরির উৎসব পড়ে গেছে।

এখন কি নতুন ধান উঠার সময় ভাই? যদিও আমি এই ব্যাপারটা সঠিকভাবে জানি না। যাই হোক, আমার শেয়ার করা রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

শীতকালে পিটাপুলির মধ্যে আমার সব থেকে পছন্দের পিঠা হচ্ছে পুলি পিঠা। গতকালও আমার মা বানিয়ে আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

গতকালকে আপনার মা এই পিঠা বানিয়ে আপনার বাসায় পাঠিয়েছে জেনে ভালো লাগলো আপু। এই পিঠা যে আপনার সবথেকে বেশি পছন্দের ব্যাপারটা জেনে খুশি হলাম।

দুধ চিতই পিঠা খেয়েছিলাম। তবে দুধ পুলি খাওয়া হয়নি আজো। এটা যে হয় জানতামই না। তবে রেসিপিটি দেখে তো খুবই ইচ্ছে করছে খেয়ে নেওয়ার। ট্রাই মেরে দেখতে হবে একবার কি বলেন? আমার তো মুখে পানি এসে গেলো ভাই।

এই পিঠা যে হয় সেটাই জানতেন না!!🤔🤔 এটা জেনে তো আফসোস লাগলো ভাই আপনার জন্য।

ট্রাই মেরে দেখতে হবে একবার কি বলেন?

অবশ্যই ভাই, এই পিঠাটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একদিন। আমি গ্যারান্টি দিচ্ছি অনেক ভালো লাগবে আপনার কাছে।

চমৎকার একটি রেসিপি দেখতে পেলাম আপনার মাধ্যমে অনেক দিন পরে। আমার খুব পছন্দের একটি রেসিপি। যদিও কষ্টের পরিমাণ বেশি তাই এত সহজে এই রেসিপি তৈরি করা হয়ে উঠে না। কিন্তু আপনার রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না দাদা। হয়তো আমাকে তৈরি করে খেতে হবে যেহেতু আপনি লোভ লাগিয়ে দিলেন। রেসিপি তৈরির প্রসেস গুলো খুব ভালো লাগলো।

এই রেসিপি টি করতে কষ্ট বেশ হয় ,এটা তো মানতেই হবে আপু । টেস্টি জিনিস খেতে গেলে একটু বেশি কষ্ট করাই লাগে।

দুধ পুলি রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। দাদা শুধু আপনার পছন্দের নয় এই রেসিপিটা সবার কাছে অনেক পছন্দের। লোভনীয় রেসিপি টি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

দুধ পুলি রেসিপি টি দেখে খেতে ইচ্ছে করলে বাড়িতে তৈরি করে খেতে হবে ভাই। আমার তৈরি করা সব পিঠা আমরা খেয়ে নিয়েছি তাই আপনার লোভ লাগলেও দিতে পারবো না। হিহি.. একটু মজা করলাম ভাই 🤭🤭🤣🤣

শুরু আপনার না ভাই এই পিঠা আমার কাছে মনে হয় সবারই ভালো লাগে। আমার কাছে এই পিঠা অনেক পছন্দের। শীতের দিনে দুধ পুলি খেতে অসাধারণ লাগে। বিশেষ করে সকালে বাসি করে খেলে বেশি স্বাদ পাওয়া যায়। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

বিশেষ করে সকালে বাসি করে খেলে বেশি স্বাদ পাওয়া যায়।

এটা আমিও জানি ভাই। সকালে বাসি করে এই দুধ পুলি পিঠা খেতে অনেক বেশি মজা লাগে।

ওহ আচ্ছা। তাহলে তো দেখছি আপনও এর স্বাদ নিয়েছেন।

দুধ পুলি পিঠা আমার নিজেরও খুবই ফেভারিট। বুঝতেই পারতেছি খুবই কষ্ট করে পিঠাটা তৈরি করেছেন। আসলে খেতে হলে তো কষ্ট করতেই হবে। কষ্ট করে তৈরি করেছেন বলেই তো পিঠাটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর খুব মজা করে খেতে পেরেছিলেন। খুব সুন্দর করেই শুরু থেকে শেষ পর্যন্ত ভাগ করে নিলেন, কেউ চাইলে শিখে তৈরি করে নিতে পারবে। এই শীতের সময় গরম গরম দুধ পুলি পিঠা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। ধন্যবাদ সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

দুধপুলি আমার খুব পছন্দের একটি পিঠা। কিছুদিন আগে এই পিঠা খেয়েছিলাম। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

দুধপুলি পিঠা আপনারও পছন্দের জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।