নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই ভালো আছো। আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমার স্টিমিট জার্নির কিছু কথা শেয়ার করবো । দুই বছরের অধিক সময় পূর্বে আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছি, এই স্টিমিট ব্লগিং সম্পর্কে আমার কোন কিছুই জানা ছিল না। আমি একবার রবিবারের আড্ডা অনুষ্ঠানে তোমাদের এটাও জানিয়েছিলাম যে, আমি ব্ল্যাকস দাদার হাত ধরেই এই স্টিমিট ব্লগিং জগতে প্রবেশ করেছি। ব্ল্যাকস দাদাই ছোট ছোট ইনফরমেশন এর মাধ্যমে এখানে কি করা যাবে, কি করা যাবে না, সেই সম্পর্কে আমাকে ধারণা দিয়েছে কাজের শুরু থেকেই।
ব্যানারটি ক্যানভা দিয়ে তৈরি
স্টিমিটে যোগদান করার পর প্রথমে আমি আমাদের এই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতাম না। আমি আমার ব্লগিং ক্যারিয়ার শুরু করি "বিউটি অফ ক্রিয়েটিভিটি" কমিউনিটিতে ব্লগিং করার মাধ্যমে। সেখান থেকেই আমার যাত্রা শুরু আর ব্ল্যাকস দাদাই প্রথম আমাকে ওই কমিউনিটিতে যোগদান করিয়ে দেয়। শুরুর স্টেপগুলো আমার কাছে অনেকটাই কঠিন ছিল। কারণ নতুন নতুন এখানে কাজ করা শুরু করেছিলাম। অনেকদিন পর্যন্ত "বিউটি অফ ক্রিয়েটিভিটি" -তে কাজ করার পর আস্তে আস্তে আমাদের এই "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সম্পর্কে জানা এবং অনেকটা ধাপ অতিক্রম করে এই পর্যন্ত আসা।
যাইহোক, প্রথম যখন কাজ শুরু করি, ব্ল্যাকস দাদার একটা কথা আমার এই কাজ করার গতিকে অনেকটা প্রভাবিত করেছিল। দাদার সাথে থাকার সময় দাদা আমাকে একটা কথা বলেছিল, "লেগে থাকো, ভালো কিছু হবেই এখান থেকে"। এই একটা কথা আমি আজও পর্যন্ত ভুলিনি এবং দাদার এই কথাকে মনে ধরে রেখে আমি নিরন্তর ভাবে আমার কাজগুলো করে যাচ্ছি।মানুষ আশাবাদী, আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। আমি এটা বিশ্বাস করি, আমাদের কমিউনিটিতে যারা কাজ করে, তারা সবাই আমাদের এই প্ল্যাটফর্মটাকে নিয়ে অনেক আশাবাদী। আমরা দাদাদের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং আমরা জানি আমাদের মাথার উপর দাদারা রয়েছে। তাই আমরা নিশ্চিন্তে থাকতে পারি। এখানে যেকোনো সময় যা কিছু হোক না কেন, পাশে আমাদের দুই দাদাকে সব সময় পাব, এটা আমাদের সবসময় বিশ্বাস। এইজন্য আমরা এখানে কাজ করার ক্ষেত্রে ইনকামের থেকে কাজের প্রতি মনোযোগটা বেশি দিয়ে থাকি। কারণ আমরা জানি, কাজ করতে থাকলে সেখান থেকে ভালো কিছু হবেই।
আমাদের এই কমিউনিটিতে ভেরিফাইড হতে অনেকটা সময় লেগেছিল আমার। প্রতিটা ধাপই খুব সুন্দর করে পার করেছিলাম আমি। আমার এখনো মনে আছে, আমি যখন তৃতীয় লেভেলে ছিলাম, একবার বর্ষার সময় আটকে গিয়েছিলাম বাইরে গিয়ে। সেই মুহূর্তে আমার ক্লাস জয়েন করার ছিল এবং পরীক্ষা দেওয়ার কথা ছিল। যাইহোক, সেই দিন প্রচন্ড বৃষ্টির মধ্যেই আমি বাড়িতে ছুটে আসি এই পরীক্ষা দেওয়ার জন্য। প্রচন্ড বর্ষার মধ্যে বাজারের একটি দোকান থেকে পলিথিন নিয়ে তার মধ্যে ফোন নিয়ে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছিলাম। এই দিনগুলো এখনো মনে পড়ে কারণ সব সময় কাজের প্রতি একটা আলাদাই আগ্রহ ছিল। সব সময় দাদার এই কথাটা মাথায় থাকতো যে, "লেগে থাকো ভালো কিছু হবেই"। আজ এই প্লাটফর্মে দাঁড়িয়ে যা কিছুই করছি, দাদার এই কথার কারণেই। আমি দাদার এই কথাটাকে সেই সময় যতটা গুরুত্ব দিয়ে শুনেছিলাম, এখনো পর্যন্ত সমান গুরুত্ব দিয়ে এই কথাটা আমি সবসময় স্মরণ করি। কারণ জানি ব্ল্যাকস দাদা কোন কথা বললে, তার একটা আলাদাই গুরুত্ব আছে। আর এই গুরুত্ব আমি সবসময় মান্য করি। তাছাড়া, দাদার ছোট ছোট অন্যান্য অনেক শিক্ষামূলক কথা আমি সবসময় মনে রাখি। কারণ দাদা সব সময় আমাকে ভালো উপদেশ দিয়ে থাকে।
এই প্লাটফর্মে কাজ করার ক্ষেত্রে ছোট দাদার এই ছোট ছোট পরামর্শ গুলো অনেকটাই কাজে এসেছে আমার। এখানে যখন প্রথম প্রথম কাজ করি, অনেক ভেরিয়েশন এর কাজ করতে পারতাম না। কিছু কিছু ভেরিয়েশনের কাজ করতাম তবে আস্তে আস্তে নিজেকে ইনপ্রুভ করার সুযোগ পেয়েছি কাজ করতে করতে । এখানে নিজের সৃজনশীলতাকে তুলে ধরার চেষ্টা করেছি, বিভিন্ন কাজের মাধ্যমে। এই কমিউনিটিতে কাজ করে সবার অনেক ভালোবাসাও পেয়েছি। সবার ভালোবাসায় কাজ করার আগ্রহটাও অনেক গুণ বেড়ে গেছে। কাজের শুরু থেকে এখন পর্যন্ত সব স্মৃতি গুলো যখন মনে করা হয়, আলাদাই ভালো লাগা কাজ করে মনের মধ্যে। আলাদা একটা জার্নি আমাদের সবারই রয়েছে এখানে কাজ করার পর থেকে। কয়েকদিনের মধ্যেই তৃতীয় বর্ষে পা দেবে আমাদের এই কমিউনিটি যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়।
আমি এখানে তিনটি বর্ষপূর্তি দেখার সুযোগ পাবো, যা আমার জন্য গর্বের বিষয়। এখানে কাজের সাথে সাথে ইনকামের ব্যবস্থা রয়েছে, তবে সব সময় ইনকাম আপ থাকে না, ডাউনও থাকে। আমরা অনেক ডাউনও দেখেছি, আবার আপও দেখেছি। তবে আমি আমার কাজকে কখনো ইনকামের সাথে জুড়ে দেখিনি। আমি শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমার পোস্ট করার ধারাবাহিকতা সবসময় বজায় রেখেছি। অনেক সময় পরিস্থিতি এমন হয়েছে, প্রচন্ড জ্বর হয়েছে কাজ করার কোন সামর্থ্য নেই কিন্তু এখানকার প্রতি ভালোবাসার কারণে পরিস্থিতি যাই হোক, কাজ করা কোনদিন মিস করি নি। অনেক সময় বাইরে ঘুরতে গিয়েছি, পরিস্থিতি নেই কোন কিছু করার, ইন্টারনেট ব্যবস্থা নেই, তারপরও কোনো না কোনো ব্যবস্থা করে আমি আমার কাজগুলো পূর্ণ করেছি। কারণ সব সময় মনে হতো, আমি আমার এই কাজের ধারাবাহিকতা সবসময় বজায় রাখবো। এই স্মৃতি গুলো সব সময় মনে পড়ে আমার।
তাছাড়া আমাদের এই কমিউনিটিতে কাজ করতে গিয়ে এডমিন মডারেটর সবারই অনেক সাপোর্ট পেয়েছি। কোন সময় কোন সমস্যা হলে, সবার কাছ থেকে সাহায্য পেয়েছি। এছাড়াও যেসব ব্লগার এখানে কাজ করে, সবার কাছ থেকেই কিছু না কিছু শিখতে পেরেছি। অনেক কিছু জানতে পেরেছি, নতুন একটা মানুষ হওয়ার সুযোগ পেয়েছি এখানে আসার পর। আগে আমি একরকম ছিলাম আর এখন আরেক রকম। একজন সফল ব্লগার হিসেবে এখানে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছি এখানে এসে। সত্যি বলতে অনেক ভালোবাসি আমি আমাদের এই কমিউনিটিকে। সব সময় এই ভালোবাসা আমাদের এই কমিউনিটির উপর আমার থাকবে। তাছাড়া আমি সর্বদাই আমাদের এই কমিউনিটির সাথে যুক্ত থাকতে চাই এবং কাজ করে যেতে চাই। সব সময় আমাদের এই কমিউনিটির সমৃদ্ধি কামনা করি আমি।
মনের এই কথাগুলো আজ তোমাদের সাথে শেয়ার করে অনেকটাই ভালো লাগছে আমার। এখন পরিস্থিতি যাই হোক, আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে, এটা আমরা জানি। তাই আমাদের এই কাজ করার ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে হবে। কোন পরিস্থিতিতে হাল ছেড়ে দিলে চলবে না। আমি যেমন সর্বদা দাদার কথাগুলো মনে রেখে কাজ করে যাই, সবাইও নিজেদের মতো সুন্দর করে কাজ করে যাবে এই প্রত্যাশা রাখি। দাদার এই কথাটা "লেগে থাকো, ভালো কিছু হবেই" -আমাকে সব সময় মোটিভেশন দেয়। তোমরাও তোমাদের কাজ করার ক্ষেত্রে, কাজের প্রতি ভালবাসার জন্য কিছু না কিছু মোটিভেশন নিয়ে, সবাই সবার কাজের ধারাবাহিকতা বজায় রাখবে, এই প্রার্থনাই করি। সবশেষে এটাই বলতে চাই, "আমি গর্বিত, আমি আমার বাংলা ব্লগের সদস্য"।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত , ওয়েস্ট বেঙ্গল। |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যেকোনো কাজে লেগে থাকলে সফলতা আসবেই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় অধৈর্য্য হয়ে যাই। যাইহোক আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমাদের শুরুটা কিন্তু আসলেই সহজ ছিলো না। কারণ ভেরিফাইড হতে প্রচুর সময় লেগেছিল। কিন্তু আমরা লেগেছিলাম বলেই সবকিছু অনেকটা সহজ হয়ে গিয়েছে। তবে আপনি খুবই ভাগ্যবান যে, ছোট দাদা আপনাকে শুরুর দিকে প্রচুর সাপোর্ট দিয়েছে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটা তো অবশ্যই ভাই, আমি এই দিক দিয়ে অনেক ভাগ্যবান। যাইহোক, আমার এই পোস্টটি পড়ে যে আপনার ভালো লেগেছে, সেটা জেনে আমারও ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করলে সফলতা আসবে এটাই স্বাভাবিক। যেকোনো কাজে সহজে হার না মেনে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে ভালো কিছু অর্জন করা সম্ভব। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার যোগ্যতা অর্জন করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তৃতীয় লেভেলে পরীক্ষার দিনে আপনি ভিজতে ভিজতে বাড়ি এসেছিলেন। আর দাদা আপনাকে বলেছিল লেগে থাকো একদিন ভালো কিছু হবে। আপনি সেই কথা কে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে গেছেন। আর এর ফলে আপনি এখন সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো সুন্দর করে আপনার এই কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/ronggin0/status/1800849762972991946?t=-1239lHXPCP4lypcW2WFZQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit