ডাই || নতুন একটি ফুলের ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  last month 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ডাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। প্রতি সপ্তাহে নতুন নতুন ডাই তৈরি করা সত্যিই একটা চ্যালেঞ্জিং কাজ। তবে অন্যান্য কাজগুলোর পাশাপাশি এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই চ্যালেঞ্জিং হলেও আমি প্রতি সপ্তাহে এই কাজগুলো করে থাকি। ক্লে, কার্ডবোর্ড, কালার পেপার আরো অন্যান্য অনেক কিছু দিয়ে আমি মূলত প্রতি সপ্তাহে এই ডাই পোস্টের কাজটি করে থাকি।আজকে তোমাদের সাথে ক্লে ও কার্ডবোর্ড দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করে দেখাবো। এই ওয়ালমেট গুলো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। আমি এইসব ওয়ালমেট গুলো তৈরি করে তা আমার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখি। যাইহোক, আজকের ওয়ালমেটটি আমি কেমন করে তৈরি করেছি তার ধাপগুলো আমি নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে এবং নিচের ধাপ গুলো অনুসরণ করার মাধ্যমে এটি তৈরির পদ্ধতি তোমরাও শিখে নিতে পারবে।

InShot_20240904_015119811.jpg

InShot_20240903_204445077.jpg




প্রয়োজনীয় উপকরণ:

●কালার পেপার
●কার্ডবোর্ড
●টিস্যু
●এক্রোলিক কালার
●তুলি
●আঠা
●স্কেল
●কাঁচি
●পেন্সিল
●পুঁতি
●ক্লে

20240903_130513.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপর স্কেল ও পেন্সিলের সাহায্যে দাগ টেনে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240903_130926.jpg20240903_133119.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে কেটে নেওয়া কার্ডবোর্ডের উপরে আঠা লাগিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং তার উপরে তুলির সাহায্যে এক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম।

20240903_133413.jpg20240903_134120.jpg

20240903_135045.jpg

তৃতীয় ধাপ

এবার একটি কালো কালার পেপার কাঁচির সাহায্যে কেটে নিয়ে তা দিয়ে কাঠির মত তৈরি করে নিলাম এবং আগের ধাপের কার্ডবোর্ডের পেছনের দিকে আঠার সাহায্যে কাঠি গুলো পরপর লাগিয়ে নিলাম।

20240903_135256.jpg20240903_135332.jpg20240903_135850.jpg
20240903_140044.jpg20240903_140343.jpg

চতুর্থ ধাপ

এবার একটি সবুজ কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে তা দিয়ে পাতা তৈরি করে নিলাম এবং পাতাগুলো আঠার সাহায্যে কার্ডবোর্ডটির উপরে লাগিয়ে নিলাম।

20240903_140417.jpg20240903_140503.jpg20240903_140856.jpg
20240903_140906.jpg20240903_141038.jpg
20240903_141432.jpg20240903_141843.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে একটি কালো কালারের পেপারের চারিদিকে আঠা লাগিয়ে কার্ডবোর্ডের পিছনে তা লাগিয়ে নিলাম এবং কার্ডবোর্ডের উপরে চারপাশ দিয়ে আঠার সাহায্যে পুঁতি লাগিয়ে নিলাম।

20240903_141918.jpg20240903_141948.jpg
20240903_142701.jpg20240903_142835.jpg20240903_144949.jpg

ষষ্ঠ ধাপ

এখন বিভিন্ন কালারের ক্লে এর সাহায্যে কয়েকটি ফুল তৈরি করে নিয়ে তা পরপর কার্ডবোর্ডের উপরে কাঠিগুলোতে লাগিয়ে নিলাম। এভাবে আমার ক্লে ও কার্ডবোর্ড দ্বারা ওয়ালমেট তৈরির কাজ সম্পন্ন করলাম।

20240903_145132.jpg20240903_145614.jpg20240903_145734.jpg
20240903_145810.jpg20240903_145937.jpg20240903_151827.jpg
20240903_152207.jpg20240903_155916.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ফুলের এই ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন একটি ফুলের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে ডাই পোস্টটি তৈরি করে শেয়ার করলেন।

আমার এই ওয়ালমেট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন তা জেনে খুব খুশি হলাম ভাই আমি। প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ফুলের ওয়ালমেট তৈরি দেখে খুবই ভালো লাগলো ভাই। রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুব সুন্দর লাগে। ক্লে দিয়ে তৈরি ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করার জন্য।

আমার শেয়ার করা এই ফুলের ওয়ালমেট টি দেখে যে আপনার ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য।

খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট প্রস্তুত করেছেন রঙিন পেপার এবং ক্লে ব্যবহার করে।
আমার কাছে বেশ ভালো লেগেছে।
ঘরের দেয়ালে ঝুলিয়ে দিলেও দেখতে অনেক সুন্দর দেখাবে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

চেষ্টা করেছি ভাই, ওয়ালমেট তৈরির ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য । আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম ভাই আমি।

অনেক সুন্দর লাগে যদি ক্লে এরকম ভাবে সুন্দর সুন্দর ফুলের ওয়ালমেট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ডাইগুলো তৈরি করতে ভালোবাসি। ফুলের ওয়ালমেট তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ফুলের ওয়ালমেট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ফুলের ওয়ালমেট তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই আমি। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন ভাই। আসলে প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাচ্ছি। ছেলে মানুষের হাতের কাজ এতটা সুন্দর হয় কিভাবে আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। আসলে যে কোন ধরনের ওয়ালমেট তৈরি করে যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি তো আজকে অনেক ধরনের জিনিস দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার হাতের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আজকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমার হাতের কাজগুলো যে আপনার কাছে সুন্দর লাগে, এটা জেনে খুব খুশি হলাম আপু আমি। যাইহোক, আজকে শেয়ার করা আমার এই ওয়ালমেটটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বেশ দারুন একটা ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের ওয়ালমেট টা খুবই সুন্দর হয়েছে। ক্লে দিয়ে তৈরি বিভিন্ন রং এর ফুল গুলো অসাধারণ লাগছে দেখতে। দেয়ালে ঝুলানোর পর আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা ফুলের এই ওয়ালমেট টি যে আপনার কাছে সুন্দর লেগেছে, তা জেনে খুব ভালো লাগলো আপু আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ্! দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমারও খুব ভালো লাগে। এই ওয়ালমেটটি একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন ভাই। বিশেষ করে পুঁতি ব্যবহার করেছেন বলে,ওয়ালমেটটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক এতো চমৎকার একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এই ওয়ালমেট টি যে আপনার কাছে দারুণ লেগেছে তা জেনে আমার অনেক ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

বেশ কিছু সরঞ্জাম দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। খুবই নিখুঁতভাবে ওয়ালমেট টি তৈরি করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার এই ওয়ালমেট টি যে আপনার কাছে খুব আকর্ষণীয় এবং নিখুঁত লেগেছে তা জেনে খুব ভালো লাগলো আপু আমার। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করার দুর্দান্ত ওয়ালমেট দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর ভাবে আপনি ওয়ালমেট এর কাজ সম্পন্ন করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন তাই অনেক ধন্যবাদ।

আপু, আপনি যে আমার শেয়ার করা এই ওয়ালমেট টি দেখে মুগ্ধ হয়ে গেছেন, তা জেনে অনেক ভালো লাগলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ্ আপনিতো দেখছি আমার মনের মত দারুন একটি ওয়ালমেট বানালেন। ক্লে কার্ডবোড আর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটটি দেখে অনেক ভালো লাগলো। ক্লে ফুলগুলো দেখতে দারুন হয়েছে। ফুলের কালার আর ফুলগুলো বানানো অসম্ভব সুন্দর হয়েছে। আর দেয়ালে রাখার জন্য এর সৌন্দর্যতা যেন পুরোপুরি বৃদ্ধি পেয়েছে।অনেক ধন্যবাদ ভাইয়া।

এত সুন্দর ভাবে আমার এই ওয়ালমেটের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই প্রশংসাটি পেয়ে অনেক ভালো লাগলো আমার।

দাদা অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। দেখেই তো থো হয়ে গেলাম। আর যেমন করে আপনি পুরো পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেটা দেখে তো আমি মুগ্ধ। খুব সুন্দর করে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

আপু, আপনি যে আমার এই ডাই টি দেখে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব খুশি হলাম আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ফুলের প্রতি সবসময় আলাদা একটা ভালোলাগা কাজ করে আমার।অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছো ক্লে দিয়ে দাদা।এগুলো ঘরের সুন্দরতা বৃদ্ধি করে, খুবই ভালো লাগলো ফুলগুলো দেখে।ধন্যবাদ দাদা।

তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, তোমার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

একদম অসাধারণ। ভাই আপনি দেখছি আজকে আমাদের মাঝে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। যা দেখে অত্যন্ত খুশি হলাম সাথে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা নিশ্চয়ই আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া দারুন ছিল শেয়ার করার জন্য।

আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার ওয়ালমেট গুলো আমাদের কাছে সবসময় ভালো লাগে। আপনি সবসময় ইউনিক জিনিষ তৈরী করেন। আজকের ফুলের ওয়ালমেট টিও চমৎকার হয়েছে। ওয়ালমেট টি দেখে বুঝা যায় ফ্রেম দিয়ে বাধাঁনো। ধন্যবাদ।

চেষ্টা করি ভাই, ইউনিক জিনিস তৈরি করার জন্য। যাইহোক, আমার এই ওয়ালমেট টি যে আপনার কাছে চমৎকার লেগেছে তা জেনে খুব খুশি হলাম আমি।

ক্লে, কালার পেপার এবং কাঠবোর্ড দিয়ে ফুলের ওয়ালমেট টা দারুণ তৈরি করেছেন ভাই। দেখে চমৎকার লাগছে। ওয়ালমেট টার প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

সব মিলিয়ে আমার এই ওয়ালমেট টি যে আপনার কাছে দারুন লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Loading...

খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি ওয়ালমেট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে এই ওয়ালমেট তৈরি করেছেন এবং ধাপে ধাপে এর পদ্ধতি গুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে যে ভালো লেগেছে এবং আপনি যে এটি দেখে মুগ্ধ হয়ে গেছেন তা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনার এই প্রশংসা মূলক মন্তব্য টি পেয়ে খুব খুশি হলাম আমি।

আপনি এত সুন্দর সুন্দর ওয়ালমেট কিভাবে তৈরি করেন। আমাকে একটু শিখিয়ে দিবেন।

আমাকে একটু শিখিয়ে দিবেন।

হ্যাঁ ভাই, অবশ্যই আপনাকে শিখিয়ে দেব। আমি ওয়ালমেট তৈরির প্রত্যেকটা ধাপই সুন্দর করে শেয়ার করার চেষ্টা করি ভাই। এগুলো ভালো করে দেখলে খুব সহজেই আপনি শিখে নিতে পারবেন ওয়ালমেট তৈরি পদ্ধতি।