আর্ট || রঙিন একটি ম্যান্ডেলা আর্ট [ ৩০ অক্টোবর ২০২৪]

in hive-129948 •  25 days ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি একটি আর্ট শেয়ার করবো। কিছুদিন আগেই আমাদের ধর্মীয় সব থেকে বড় উৎসব দুর্গোৎসব ছিল। আর পূজোর নানা ব্যস্ততার কারণে ঠিকঠাক ভাবে কাজকর্ম করার সুযোগ হয়ে ওঠেনি। দুর্গাপুজোর পরে লক্ষী পূজো আবার সামনে কালীপুজো আসছে। তাই এখনও নানাভাবে ব্যস্ততা চলতেই আছে। তবুও এই ব্যস্ততার মাঝে আজকে একটু সময় বের করে আমি এই আর্টটি করেছি। যদিও আর্ট করতে গেলে হাতে অনেকটা সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হাতে খুব বেশি সময় না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছি। অল্প সময়ের মধ্যে হলেও কাজটি আমি নিখুঁত ও সুন্দরভাবে করার চেষ্টা করেছি। জানিনা কতটা নিখুঁত সুন্দরভাবে করতে পেরেছি। এক্ষেত্রে তোমরা তোমাদের মতামত জানিও। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে আর্ট তৈরির ধাপগুলো নিচে দেখে নেওয়া যাক।

20241029_222046.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●সাদা পেপার
●গ্লিটার জেল পেন
●কালো বল পেন
●পেন্সিল
●কম্পাস

20241029_222219.jpg


প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং সেই বৃত্তের ভিতরে পেন্সিল ও কম্পাসের সাহায্যে আরও চারটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20241029_202723.jpg20241029_202841.jpg

দ্বিতীয় ধাপ

এবার কালো বল পেনের সাহায্যে প্রত্যেকটি বৃত্ত হাইলাইটস করে নিলাম।

20241029_203240.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, প্রথম ও দ্বিতীয় বৃত্তটিতে কালো বল পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।

20241029_203852.jpg20241029_204818.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে, তৃতীয় বৃত্তটিতে কালো বল পেনের সাহায্যে ডিজাইন করে নিয়ে প্রথম এবং দ্বিতীয় বৃত্তটিতে গ্লিটার জেল পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241029_205418.jpg20241029_210258.jpg

পঞ্চম ধাপ

এবার এই ধাপে সর্বশেষ দুটি বৃত্তে কালো বল পেনের সাহায্যে কিছু চিত্র অঙ্কন করে নিয়ে গ্লিটার জেল পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241029_211702.jpg20241029_212503.jpg
20241029_213714.jpg20241029_221824.jpg

ষষ্ঠ ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।

20241029_221847.jpg20241029_222046.jpg

20241029_222046.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অনেক দিন ধরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ভাই। আশা করি ব্যস্ততা শেষ করে কমিউনিটিতে নিয়মিত কাজ করবেন। যাইহোক ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে। আপনার এই ধরনের আর্ট গুলো বরাবরই দারুণ হয়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য। হ্যাঁ ভাই, ব্যস্ততা কাটিয়েই আবার কমিউনিটির কাজে পুরোপুরি লেগে যাবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেকদিন পর আপনার ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের আর্ট করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনার এই আর্ট সম্পূর্ণ শেষ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে খুব ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আপু আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে থাকেন, যেগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর কালার করেছেন এই নিখুঁত ম্যান্ডেলার ডিজাইনের মধ্যে। অনেক সময় নিয়ে পুরোটা কমপ্লিট করেছেন দেখেই বুঝতে পারছি। আপনার ম্যান্ডেলা আর্ট সবসময় সুন্দর হয়। এক কথায় অসাধারণ হয়েছে এই আর্ট।

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো যে আপনার কাছে সবসময় সুন্দর মনে হয়, এটা জেনে খুব খুশি হলাম আপু আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসম্ভব সুন্দর আপনি বানিয়েছেন। প্রতিটা কলকাই খুব পারফেক্ট হয়েছে দেখতে। রংয়ের কম্বিনেশনও দারুন লাগছে। মান্ডালা আর্টে যে ইলিউশনটা তৈরি হয়, যে কারণে এই আর্টটি আবিষ্কৃত হয়েছিল সেই ব্যাপারটি আপনারা আঁকার মধ্যে এসেছে।

এত সুন্দর ভাবে আমার এই ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। অনেক ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় খুব নিখুঁত হয়। আজকের এই ম্যান্ডেলা আর্টটাও ভীষণ সুন্দর হয়েছে। কালার পেন ব্যবহার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টটি যে আপনার কাছে ভীষণ সুন্দর লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আমি। আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

image.png

সর্বপ্রথম আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনি যেন সমস্ত ব্যস্ততা কেটে আমাদের মাঝে আবার পূর্ণদমে ফিরে আসেন। যাইহোক বিভিন্ন কালারের পেন এবং পেন্সিল ব্যবহার করে সাদা কাগজের উপর রঙিন একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার ম্যান্ডেলা আর্টের কালারটা খুবই সুন্দর ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার এই আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। খুব খুশি হলাম ভাই আপনার এই মন্তব্যটি পড়ে।

বাহ চমৎকার তো। খুবই সুন্দর লাগছে তো। বেশ কালারফুল এবং সুন্দর। চমৎকার করেছেন মান্ডালা আর্ট টা। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

ভাই, সবমিলিয়ে যে এই আর্ট টি আপনার কাছে দারুণ লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আমি।

বাহ আজকে তো আমাদের রঙ্গিন ভাই খুব চমৎকার রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট চমৎকার লাগতেছে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে রঙিন ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

উৎসব মানেই বিভিন্ন রকমের ব্যস্ততা। আর যদি দ্রুতই আবারো উৎসব চলে আসে তাহলে ব্যস্ততাও বেড়ে যায়। ব্যস্ততার মাঝেও ম্যান্ডেলা আর্ট করেছেন আর সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা। অনেক কালারফুল হয়েছে আপনার আর্ট।

আপনার আর্টগুলো সব সময় অনেক অসাধারণ হয়ে থাকে এবং এই আর্ট আমাদের মাঝে শেয়ার করে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলছেন৷ আজকেও খুবই সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আজকের এই অসাধারণ আর্ট দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি রঙের সংমিশ্রণ খুবই সুন্দর ভাবে দিয়েছেন এবং ডিজাইনগুলো একেবারে নিখুঁত হয়েছে৷

ঠিক বলেছেন দাদা দূর্গা পূজার পর লক্ষী পূজা কালী পূজার ব্যাস্থতা থাকে।আপনি আজকে বরাবরের মতোই চমৎকার সুন্দর করে একটি কালার ফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার ম্যাডেলাটি।অনেক ধৈর্য ও সময় নিয়ে ধাপে ধাপে চমৎকার সুন্দর একটি ম্যাডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।