ইকো পার্ক থেকে তোলা কিছু ফটোগ্রাফি || পর্ব - ০২

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

আজকের ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব । আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমি ইকো পার্কে গিয়ে তুলেছিলাম। এর আগের একটি পোস্টে ইকো পার্ক থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই দিন ইকোপার্কে গিয়ে অনেক অনেক ফটোগ্রাফি করেছিলাম সেগুলো তোমাদের সাথে পর্বের আকারে শেয়ার করব তা প্রথম পর্বে জানিয়েছিলাম । প্রথম পর্বে তোমাদের সাথে ইকো পার্কে প্রবেশের পূর্বে এবং প্রবেশের পরের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবে সেগুলো হল ইকো পার্কের মধ্যে কিছু সময় ঘোরাঘুরি করার পর আমরা ইকো পার্কের বড় লেকের পাড়ে যাই কোলড্রিংস এবং চিপস কিনে, সেই যাওয়ার সময় যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো এখন শেয়ার করলাম।

20220728_153339.jpg
গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে মাথায় ছাতা দিয়ে কিছু লোকজন দাঁড়িয়ে আছে একটি খাবারের দোকান এর সামনে। এই দোকান থেকে আমরা আমাদের জন্য চিপস এবং কোলড্রিংস কিনেছিলাম। খাবারের দোকানে প্রবেশের পূর্বে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

20220728_153428.jpg
লেকের পাড়ে প্রবেশের পূর্বে সারি সারি নারকেল গাছ আমার চোখে পড়ে যার সৌন্দর্য সত্যিই অসাধারণ ছিল। নারকেল গাছের নিচের জায়গার সবুজ ঘাস গুলোর দিকে তাকালে চোখ আর অন্যদিকে ফেরানো যাচ্ছিল না এত সুন্দর লাগছিল। অনেক বেশি সবুজ দেখলে চোখের দৃষ্টিও বৃদ্ধি পায় কোথায় যেন আমি পড়েছি তাই সেইখানে কিছু সময় দাঁড়িয়ে আমি এই সবুজ ঘাসগুলো দেখি।

20220728_153432.jpg

20220728_153439.jpg

20220728_160509.jpg
দূরে যে বড় বৃক্ষটি দেখা যাচ্ছে এই বৃক্ষের নাম আমি জানিনা। আমরা বন্ধুরা সবাই এই বৃক্ষের নিচে বসে অনেকটা সময় আড্ডা দিয়েছিলাম। বন্ধুরা মিলে এখানে যাওয়ার সময় কিছুটা কাদা জল পার করে যেতে হয়েছিল আমাদের । সেই দিন এই গাছের নিচে বসে অনেক শান্তি পেয়েছিলাম আমরা।

20220728_162206.jpg
এই ফুলের কি নাম তা আমার জানা নেই। চলার পথে বৃষ্টি ভেজা এই ফুল গাছের ফটোগ্রাফিটি করেছিলাম। বৃষ্টি ভেজা এই ফুলগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছিল।

20220728_162149.jpg
এটি এক ধরনের ফুল গাছ। এই ফুল গাছগুলো আমি অনেক জায়গায় দেখেছি যদিও ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে গাছটিতে এখনো ফুল আসেনি। অনেক মনে করার চেষ্টা করলাম কিন্তু এই ফুল গাছটির নাম আমি মনে করতে পারলাম না । তোমরা যদি কেউ এই ফুল গাছটির নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো।

ক্যামেরা: স্যামসাং

মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকো পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

বন্ধুরা, আজকের শেয়ার করা ইকো পার্কে গিয়ে তোলা দ্বিতীয় পর্বের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করো আমার সাথে । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🎠🎠ধন্যবাদ সবাইকে 🎠🎠

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে প্রকৃতির সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছে। দূর থেকে বটবৃক্ষের তোলা ছবি টা ছিল জাস্ট অসাধারণ, গাছের উপরে আকাশীরং এর মাঝে সাদা সাদা মেঘ কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। ফুলের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে এটা সম্ভব রঙ্গন ফুল। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

ওয়াও! খুব সুন্দর করে কমেন্টটি করলেন দিদি, খুবই ভালো লাগলো কমেন্টেটি পড়ে। আমার ফটোগ্রাফির বর্ণনায় আরো কিছু কথা অ্যাড হল আপনার কমেন্টের মাধ্যমে।

বৃষ্টি তে ভেজার পর প্রকৃতির মাঝে আলাদা একটি সৌন্দর্য চলে আসে,যা চোখ জুড়িয়ে দেয়।সবুজ ঘাসগুলো সত্যিই চোখকে প্রশান্তি দিচ্ছে।আপনার ফটোগ্রাফ বরাবরই সুন্দর হয়।এগুলোও তার ব্যতিক্রম নয়।ধন্যবাদ দাদা বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

প্রকৃতি নিয়ে এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

লেকের পাড়ে নারিকেল গাছ এই দৃশ্য টা বেশ দারুণ ছিল। এছাড়া অন‍্যান‍্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। ইকো পার্ক এর ফটোগ্রাফি গুলো যতই দেখছি ততই ভালো লাগছে। দারুণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো

লেকের পাড়ের সারি সারি নারকেল গাছের দৃশ্য সত্যিই দেখার মত ছিল। বৃষ্টির কারণে সবকিছু অনেক সতেজ মনে হচ্ছিল। ওভারঅল সুন্দর একটা দৃশ্য উপভোগ করার সুযোগ হয়েছিল সেদিন। ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

এর আগে অন্য একটি কাজ যেন পোস্টে ইকোপার্কের ফটো দেখেছিলাম। আপনার ফটোগ্রাফিটিও খারাপ হয়নি। দোয়া করি আপনার সামনে আরও এগিয়ে যান।

অনেক অনেক ধন্যবাদ আপু আমার জন্য দোয়া করার জন্য।

ইকো পার্কে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত ছিলো। বিশেষ করে পার্কের পরিবেশের খুব ভালো ছিল প্রাকৃতিক সৌন্দর্য দৃষ্টিনন্দন। পার্কে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

কিছু বছর আগের থেকেও এখন ইকোপার্কের অনেক উন্নতি হয়েছে। আরো সুন্দর সাজানো গোছানো একটা পার্ক তৈরি হয়েছে। কিছুদিন আগে আমিও তো গেলাম ইকো পার্কে তোমাদের সাথে। ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। তবে সরাসরি ইকোপার্ক দেখতে আরো বেশি সুন্দর।

ইকো পার্কের মধ্যে দিন দিন শুধু উন্নতি হচ্ছে তাই নয়, নতুন নতুন জিনিসও দেখা যায় প্রত্যেক বছর গেলে। এটা ঠিক ফটোগ্রাফির থেকে সামনে গিয়ে দেখলে আরো বেশি সুন্দর লাগে। ফটোগ্রাফিতে হয়তো সবকিছু ভালোভাবে বোঝা যায় না। ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।