নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব । আসলে আমাদের জীবন রিলেটেড একটি টপিক নিয়ে লিখব আজকের ব্লগে। আজকের টপিক জীবনে সৎ থাকার প্রয়োজনীয়তা। আসলে আমাদের সমাজে সব ধরনের মানুষ বসবাস করে। তাদের মধ্যে সৎ অসৎ উভয় দেখা যায়। সৎ থাকার গুণটা কিন্তু খুব জরুরী একটা বিষয় । সমাজে সৎ লোকের সংখ্যা কিন্তু বর্তমানে খুবই কম । অন্য দিকে অসৎ মানুষের রাজত্ব হয়ে পড়েছে এই পৃথিবী। তারপরও এই অসৎ এর রাজ্যে কিছু কিছু সৎ এবং ভালো মানুষ এখনো দেখা যায় । যাদের কারণে সমাজটা অনেক সুন্দর থাকে। মানুষের ভেতরে সৎ গুনটা না থাকলে সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি সব চলতেই থাকে। মানুষের ভেতর সৎ গুন থাকলে সমাজ ও মানুষ উভয়ের উপকার হয়। আমাদের সমাজে উন্নতির জন্য সৎ মানুষ থাকা খুব জরুরী। আসলে অন্য কাউকে সৎ থাকার উপদেশ না দিয়ে যদি আমরা প্রত্যেকেই নিজেদের ভিতরে সৎ গুণ তৈরি করি তাহলে তা আমাদের জন্য যেমন ভালো হবে তেমন সমাজের জন্য কল্যাণকর হবে।
সৎ হলে সমাজে অনেক অবহেলিত হতে হয়। অসৎ মানুষেরা আসলে সৎ মানুষদের সেভাবে সহ্য করতে পারে না কারণ অসৎ মানুষেরা দুর্নীতি করে আর সৎ মানুষেরা তার প্রতিরোধ করে । সেই কারণে অসৎ লোকেরা সবসময় পথের কাটা মনে করে সৎ লোকদের। তাই বলে অসৎ হলে চলবে না আমাদের। পারিবারিক শিক্ষার ভিতরও এই ব্যাপারটা নিয়ে আসতে হবে। যেখানে আমরা সবাই সৎ থাকতে পারবো, সেই ব্যাপারটা সবার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সততাই উৎকৃষ্ট পন্থা, এই বিষয়টা আমাদের ভেতর থেকে গ্রহণ করতে হবে।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit