নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি যদিও খুব বেশি ভালো নেই কারণ কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ। |
---|
বর্তমানে যা গরম পড়েছে তা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। এই গরম আমাদের সবাইকেই ফেস করতে হচ্ছে। তাছাড়া আমাদের প্রত্যেকেরই কোন না কোন কাজ থাকে যার জন্য আমাদের বাড়ির বাইরে বের হতে হয়। আর বাড়ির বাইরে গেলেই সবথেকে বেশি কষ্ট হয়ে যায় এই গরমে। আগে গরমের সময় বাড়ি থেকে বের হতে গেলে আলাদা করে কোন প্রিপারেশন নিয়ে বের হতে হতো না। তবে বর্তমানে যা গরম পড়েছে তাতে বাড়ি থেকে বের হতে গেলেও প্রিপারেশন নিয়ে বেরোতে হচ্ছে। কারণ চারিদিকে শোনা যাচ্ছে হিটস্ট্রোকে মানুষের মরে যাওয়ার খবর। এটা সত্যিই অনেক বেশি দুঃখজনক। যাইহোক, রোদের মধ্যে যেহেতু আমাদের কাজের উদ্দেশ্যে বের হতেই হয়, সেই জন্য কিছু পূর্ব প্রিপারেশন থাকা ভালো। এই ক্ষেত্রে সাথে জলের বোতল, ছাতা, সানগ্লাস এইগুলো খুবই দরকারি কিছু জিনিস।
আমার কাছে এই তিনটি জিনিসই ছিল। তবে আমার যে পুরনো সানগ্লাস ছিল কিছুদিন আগে আমি সেটা হারিয়ে ফেলেছি। সেজন্য আমার নতুন করে সানগ্লাস কেনার প্রয়োজন পড়ে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম সানগ্লাস কিনবো তবে সময় এবং সুযোগ করে উঠতে পারছিলাম না। যাইহোক, যেহেতু বাইরে বের হতেই হয় আর সানগ্লাসটা ইম্পর্টেন্ট, সেই কারণে গতকালকেই বেরিয়ে পড়েছিলাম এই সানগ্লাস কেনার উদ্দেশ্যে। নরমাল গ্লাস বা সানগ্লাস কেনার ক্ষেত্রে আমি সব থেকে বেশি ভরসা করি, আমাদের এখানকার ফেমাস ব্রান্ড লেন্সকার্ট এর উপর। আমি এর আগেও অনেক চশমা কিনেছি, এই লেন্সকার্ট থেকে। যেহেতু আমাকে পাওয়ারের চশমা পড়তে হয়, সেইজন্য মাঝে মাঝেই এই লেন্সকার্ট থেকে আমার নতুন নতুন ফ্রেমের চশমা চশমা নেওয়া হয়।
তাছাড়া বাড়ির অন্যান্য লোকের কোন চশমা নেওয়ার ক্ষেত্রেও আমি এই লেন্সকার্ট থেকে নিয়ে থাকি। যাইহোক, গতকালকে দুপুরের রোদে বেরিয়ে বেশ কষ্টই হচ্ছিল। যদিও ছাতা নিয়ে বেরিয়েছিলাম, তবে ছাতা নিয়ে বের হলেও প্রচন্ড গরম লাগছিল। তাছাড়া সামনের দিকে তাকানো যাচ্ছিল না সূর্যের তীব্রতার কারণে। অনেক কষ্ট করে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটি জায়গায়, যেখানে লেন্সকার্টের শোরুম ছিল সেখানে পৌঁছে যাই সানগ্লাস কেনার জন্য। এইখানে অনেক প্রকারের সানগ্লাস ছিল। যদিও আমার চোখে পাওয়ার রয়েছে, আর সানগ্লাসে পাওয়ারও দেওয়া যায়। তবে আমি সানগ্লাস কেনার ক্ষেত্রে এবার ভেবেছিলাম কোন পাওয়ার দিয়ে কিনবো না। কারণ পাওয়ার দেওয়া সানগ্লাস এর দাম অনেক বেশি নিয়ে নেয়। সেই কারণে পাওয়ার ছাড়াই সানগ্লাস নেওয়ার সিদ্ধান্ত নি আমি।
লেন্সকার্টে চশমা বা সানগ্লাস গুলোর উপর "বাই ওয়ান, গেট ওয়ান" অফার থাকে। তবে এক একটা চশমার দাম ২০০০ টাকা থেকে শুরু করে আরও অনেক হাই রেঞ্জের ছিল এখানে। যাইহোক, আমার যেহেতু বাজেট খুব বেশি না, সেজন্য ২ হাজার টাকায় দুটি সানগ্লাস নেব, এরকম প্ল্যান করেই যাই। আর যেহেতু এখানে "বাই ওয়ান, গেট ওয়ান" অফারটা ছিল, সেক্ষেত্রে আমি ২০০০ টাকাতে একটা সানগ্লাস কিনলেও আরেকটা সাথে ফ্রি পেয়ে যাই। তাই আমার ২০০০ টাকার মধ্যে দুটি সানগ্লাস যে প্ল্যান তা সফল হয়ে যায়। এখানে গিয়ে এবার সানগ্লাস পছন্দ করতে আমার খুব বেশি টাইম যায়নি। তবে আমি সানগ্লাস কেনার ক্ষেত্রে পোলারাইজ লেন্সের ব্যবহার করেছে কিনা সেটা দেখেই কিনেছিলাম। যেহেতু সূর্যের খারাপ রশ্মি থেকে রক্ষা পাওয়াই মূল উদ্দেশ্য ছিল, সেজন্য পোলারাইজ লেন্সের সানগ্লাস আমি কিনেছিলাম।
সানগ্লাস কেনার সময় এবার খুব বেশি ট্রাইল দেওয়ার প্রয়োজন পড়েনি, খুব অল্প সময় নিয়ে এবার সানগ্লাস পছন্দ করতে বেরিয়েছিলাম যা আমার নিজের কাছেও ভালো লেগেছিল। অন্যান্যবার চশমা বা সানগ্লাস কেনার ক্ষেত্রে আমার অনেক দেখার প্রয়োজন পড়ে, তবে এবার সেটির আর প্রয়োজন পড়েনি। এই লেন্সকার্টে ফ্রিতে আই টেস্টও করা যায়। এবার গিয়ে ভেবেছিলাম একবার ফ্রি আই টেস্ট করে নেব। তবে যেহেতু নরমাল গ্লাস কিনতে যাইনি তাই আর আই টেস্ট করায়নি। যাইহোক, অবশেষে নিজের পছন্দের দুটি সানগ্লাস কিনতে পেরে অনেক ভালো লেগেছিল আমার। সানগ্লাস কেনার কাজ শেষ করে, আমি একটি সানগ্লাস পরে এবং একটি সানগ্লাস হাতে নিয়ে বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। এইভাবে আমার সানগ্লাস কেনার শপিং কমপ্লিট হয়। এই গরমে এখন বাইরে বের হওয়ার দরকার পড়লেও অনেক কষ্ট থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত , ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গরমের জন্য এই তিনটা জিনিস আসলেই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছাতা সানগ্লাস এবং পানি ছাড়া যদি বাহিরে যাওয়া হয়, তাহলে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। আপনার পুরাতন সানগ্লাস হারিয়ে যাওয়ার পর, নতুন করে দুইটা কিনে নিয়ে ভালোই করেছেন। এখন আর বাহিরে গেলে রোদের জন্য চোখের সমস্যা হবে না। সানগ্লাস কিন্তু অনেক সুন্দর। আপনার সানগ্লাস কেনার মুহূর্তটা অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন। দেখে সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু, নতুন সানগ্লাস কেনার কারণে এখন আর বাইরে গেলে রোদের জন্য চোখে আর সমস্যা হবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া সানগ্লাস পড়ে একবার অভ্যাস হয়ে গেলে,সেটা ছাড়া আর চলাফেরা করা যায় না। তবে আপনার ভাগ্য ভালো একটি কিনে আরেকটি সানগ্লাস ফ্রি পেয়েছেন। আপনার দুই সানগ্লাসের ইচ্ছাটা কিনে পুরন না হলেও ফ্রি পেয়ে পুরন হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই, এটা তো ঠিক কথা বলেছেন। সত্যি বলতে, আমাদের এইখানে এই ধরনের অফারগুলো বেশ পাওয়া যায় ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে চশমা কেনার খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইজান। আপনার এই পোস্ট পড়ে কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে। প্রচন্ড এই রোদ গরমের মুহূর্তে বাইরে চলাচল বেশ কঠিন। আর এদিকে চশমা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। আমিও বিভিন্ন প্রয়োজনে চশমা ব্যবহার করে থাকি। একদিকে রুমেও যেমন মোবাইল ব্যবহার করায় আবার বাইরে গাড়ি রান করাতেও চশমাটা বেশি ব্যবহার করার চেষ্টা করি। যাই হোক আপনার এই চশমা কেনার অনুভূতি আমার কাছে বেশি দারুন লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এই চশমা কেনার অনুভূতি আপনার বেশ দারুণ লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যেহেতু বাইক চালাই, তাই সানগ্লাস আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ।আর এই গরমের জন্য তো বাহিরে বের হওয়ায় মুশকিল হয়ে যাচ্ছে। তবুও বিভিন্ন কাজে তো মাঝেমধ্যে বের হওয়াই লাগে। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা সানগ্লাস কিনবো, কিন্তু এখন পর্যন্ত কেনা হয়েছিল উঠেনি। বাইক চালানোর ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বাইক চালানোর সময় অনেক ধুলো বালু চোখে পড়ে। আপনার কেনা সানগ্লাস আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। এই রোদে বাহিরে বের হওয়ার জন্য এটা কিনে ভালো করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাড়াতাড়ি একটা সানগ্লাস কিনে ফেলুন ভাই। ধুলোবালি অথবা রোদের হাত থেকে চোখকে রক্ষা করার জন্য এটা সত্যিই খুব দরকারী একটা জিনিস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ার সময় একটি সানগ্লাস নিয়ে ছিলাম। পরে সেটা ভেঙ্গে যাওয়ার পরে আর কিনি নাই। তবে এখন দরকার পড়ছে না। আপনার ভাগ্যটা অনেক ভালো একটি সানগ্লাস কিনে আরেকটি ফ্রি পেলেন। দুই হাজার টাকা একটু বেশি মনে হলো,একহাজার হলে পাফেক্টে ছিল। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, ১০০০ টাকা হলে তো ভালোই হতো। তবে কি আর করা যাবে, দাম যা তাই দিয়েই তো নিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার সানগ্লাসটি কিন্তু দারুন হয়েছে। আপনি কিন্তু দারুন সানগ্লাস কিনেছেন। তবে সানগ্লাস কিন্তু আমার খুব প্রিয়। আর যে রোদ পড়েছে তাতে তো সানগ্লাস কিনাটা আমাদের জন্য এখন বেশ জরুরী। তবে আপনার সানগ্লাস দেখে মনে হচ্ছে আপনি একদম ঠকেননি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন আপু, যে রোদ পড়েছে তাতে তো সানগ্লাস কিনাটা আমাদের জন্য এখন অনেক বেশি জরুরী কাজ। আমার কেনা সানগ্লাস টি আপনার কাছে দারুণ লেগেছে, জেনে ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও কিছুদিন আগে লেন্সকার্ট থেকে চশমা কিনেছিলাম। এখানকার চশমা গুলো বেশ কোয়ালিটি ফুল দামে একটু বেশি হলেও। যাইহোক, দুপুর রোদে যদিও এই গরমে আপনার কষ্ট হয়েছে তা সত্বেও পছন্দমত দুটো সানগ্লাস কিনতে পেরেছেন দেখে ভালো লাগলো। আপনার যেহেতু আগে থেকেই পাওয়ার ছিল চোখে তাই আর চোখ পরীক্ষা করানো লাগেনি, তবে আমার যেহেতু নতুন পাওয়ার এসেছে তাই ওখান থেকে একবার চোখ পরীক্ষা করিয়ে নিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি, আপনি একটি পোস্টের মাধ্যমে সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং আমি আপনার সেই পোস্ট টি পড়েছিলামও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই, আপনি মন্তব্যও করেছিলেন সেই পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেন্সকার্টে কোন কিছু কেনার মাঝে একটি আলাদা ভালোলাগা কাজ করে এবং আপনি আজকে সেখানে গিয়ে সানগ্লাস কিনেছেন শুনে খুবই ভালো লাগলো৷ সেখানে আপনি প্রথম গিয়েছেন এবং আপনার চোখের পরীক্ষা করে নিয়েছেন শুনেও বেশ ভালো লাগলো৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit