বন্ধুদের সাথে নিয়ে স্মার্ট বাজারে ||২৫ জুলাই ২০২৩

in hive-129948 •  last year 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। কিছুদিন আগে বন্ধুদের সাথে নিয়ে স্মার্ট বাজারে গেছিলাম তাই নিয়ে কিছু কথা শেয়ার করব আজকের ব্লগে।

20230625_171509.jpg

20230625_171217.jpg

যেদিন বন্ধুদের সাথে নিয়ে স্মার্ট বাজারে গেছিলাম বাড়ি থেকে কোন প্রকার প্ল্যান করে যায়নি। আমরা মূলত গেছিলাম কলকাতার "চায়না টাউনে" বিভিন্ন ধরনের চাইনিজ খাবার খেতে। সেখান থেকে ফেরার সময় হঠাৎ করেই আমরা এই স্মার্ট বাজারে যাই। চায়না টাউন থেকে আমরা বাসে করে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের কাছের একটি জায়গায় নেমেছিলাম। সেই জায়গা থেকে হেঁটে কিছুটা গেলেই শিয়ালদহ রেলওয়ে স্টেশন। বাস স্ট্যান্ড থেকে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে যাওয়ার পথেই এই স্মার্ট বাজার টি দেখা যায়। এই রাস্তা দিয়ে অনেকবার চলাচল করলেও এই স্মার্ট বাজারে আগে কোনদিনও আমি যায়নি। আমরা যখন বাস থেকে নামি তখন আকাশে বেশ মেঘ দেখতে পাই এবং গুটি গুটি বৃষ্টি শুরু হয়ে যায়। তার দুই এক মিনিটের মধ্যেই জোরালো বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করে।

20230625_170919.jpg

20230625_170903.jpg

সেই মুহূর্তে আমরা কোথায় যাব সেই উপায় না খুঁজে পেয়ে এই শপিং মলের পাশে গিয়ে দাঁড়ায়। যেহেতু বাইরে ততক্ষণে আরো বেশি জোরালো বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমরা বন্ধুরা স্মার্ট বাজারের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নি। বাইরে অনেক বেশি জোরালো বৃষ্টি হচ্ছিল তাই আমরা ভেবেছিলাম যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ শপিংমলে ঘোরাঘুরি করব এবং নিজেদের কোন কেনাকাটি থাকলে তাই করব। যাইহোক, আমরা সবাই মিলে এই স্মার্ট বাজারের মধ্যে প্রবেশ করি এবং এর বিশালতা দেখে অবাক হয়ে যায়। এটি অনেকটাই বড় ছিল । আমাদের বারাসাতেও স্মার্ট বাজার রয়েছে কিন্তু সেটার থেকেও এটা অনেক বেশি বড়।

20230625_171223.jpg

20230625_170810.jpg

আমাদের জীবনযাপনের জন্য যা কিছু চাই সবকিছুই এই শপিংমলদের মধ্যে ছিল। জামা-কাপড়, ইলেকট্রনিক্স সব জিনিসপত্র, খাবার দাবার সবকিছু এখানে পাওয়া যাচ্ছিল। আমরা তো কোন জায়গা থেকে কোন জায়গায় যাব তাই বুঝতে পাচ্ছিলাম না। এই শপিংমলে ঢোকার পরে এক একজনের মাথায় এক একটা জিনিস কেনার সিদ্ধান্ত হয় । আমরা যে কয়জন বন্ধু ছিলাম তার মধ্যে একজন বন্ধু পড়াশোনার জন্য তামিলনাডু রাজ্যে থাকতো। কয়েক দিনের জন্যই আমাদের বারাসাতে ঘুরতে এসেছিল সে। আমাদের সাথে স্মার্ট বাজারে গিয়ে সে তার জন্য সাবান, পারফিউম, কিছু বিস্কুট, ফেসওয়াশ এসব কেনার জন্য চলে যাই। সবকিছুতেই বেশ অফার দিচ্ছিল এখানে।

20230625_170905.jpg

20230625_170712.jpg

আমি আমার জন্য চিপস, স্যুপ ও কোল্ড ড্রিঙ্ক কেনার জন্য চলে যাই । তাছাড়া অন্যান্য যারা ছিল তারাও তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে চলে যায়। আমাদের প্রত্যেকের কাছেই মোবাইল ছিল তাই যে যার মত কেনাকাটা করে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকার কথা বলি। ৪৫ মিনিটের মত সময় ধরে যে যার মত শপিং করে এবং সবাই একসাথে বিল কাউন্টারে দেখা করি। সেই সময়ের মধ্যে বৃষ্টি থেমে গেছিল। আমরা আমাদের মত শপিং করে শপিংমল থেকে বাইরে বেরিয়ে পড়ি। বাইরে বের হয়ে বেশ সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম সেই দিন এই বৃষ্টির জন্য। সেই দিন শপিং শেষ করে আমরা ট্রেনে করেই যে যার মত বাড়ি ফিরি।

20230625_170551.jpg



পোস্ট বিবরণ

ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনশিয়ালদহ কমার্শিয়াল কমপ্লেক্স, শিয়ালদহ ফ্লাইওভার, বিদ্যাপতি সেতু, শিয়ালদহ, রাজা বাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০১৪

বন্ধুদের সাথে স্মার্ট বাজারে যাওয়া নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এইসব শপিংমলে গেলে খুব বেশি হাটাহাটি করতে হয় না ।কারণ একটা জায়গাতেই আপনার প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় ।এসব জায়গায় শপিং করতে আমার কাছেও বেশ ভালো লাগে ভাইয়া ।বন্ধুরা মিলে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনে ফেলেছেন পাচ্চল্লিশ মিনিটের ভিতরে ,খুবই অল্প সময় লেগেছে। ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, একই জায়গায় সব জিনিস পাওয়া যায় এজন্য বেশি হাঁটাহাঁটি করার দরকার পড়ে না। আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনারা শপিং মলের ভেতরে ঢুকতে পেরেছিলেন। আর শপিংমলে ঘোরাঘুরি করে নিজেদের প্রয়োজনীয় বেশ কিছু কেনাকাটাও করেছিলেন। তবে আপনার ফটোগ্রাফিতে দেখেই বুঝতে পারছি এই শপিং মলটি অনেক বড়। এরকম স্মার্ট বাজারে গেলে অনেক কিছুই কেনাকাটা করা যায় একসাথে কারণ এখানে সবকিছুই পাওয়া যায়। ভালো লাগলো আপনার করা এই পোস্ট আমার কাছে।

হ্যাঁ ভাই শপিং মলটি অনেক বড়ই ছিল। আমার শেয়ার করা এই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আমরা বাড়ি ফেরার সময় বৃষ্টি কিন্তু থামেনি। তখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক অল্প একটু বৃষ্টি হচ্ছিল জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম শপিংমলে, তবে ওখানে না গিয়ে যদি আমরা দৌড়ে প্ল্যাটফর্মে চলে আসতাম তাহলে আরো অনেক বেশি সুবিধা হতো। তারপরও শপিং মল ঘুরে খুব বেশি একটা খারাপ লাগছিল না আমাদের ঐদিন।

ওই দিনের কথাগুলো পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

স্মার্ট বাজারে গিয়েছিলেন এবং নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিসও কিনেছিলেন দেখছি। বৃষ্টি যেহেতু হয়েছিল তাই যেকোনো জায়গায় তো আশ্রয় অবশ্যই নিতে হবে। আর আপনারা স্মার্ট বাজারে আশ্রয় নিয়েছিলেন এবং মলটি ভালোভাবে ঘুরাঘুরি করে কিছু কেনাকাটা ও করেছিলেন। মলটার সামনের অংশটা দেখেই বুঝতে পারছি অনেক বড় মল। আপনি তো দেখছি আপনার জন্য শুধু চিপস,স্যুপ ও কোলড্রিংস কিনেছিলেন। নিশ্চয়ই এগুলো খুব মজা করে খাওয়া হয়েছিল।

সেদিন মূলত বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শপিংমলের মধ্যে ঢুকে টুকটাক কেনাকাটা করেছিলাম আপু।