নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের এই ভ্রমণমূলক পোস্টটিতে তোমাদের সবাইকে স্বাগতম। ভ্রমন করতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। কোন সময় ভ্রমণ করার সুযোগ পেলে আমরা তা সাধারণত হাতছাড়া করতে চাই না। এই ভ্রমণ করার মাধ্যমে নতুন নতুন জায়গা সম্পর্কে জানা যায় এবং আমাদের জ্ঞানের পরিধিকে বাড়ানো যায়। অনেক আগে একটু বেশি ভ্রমণ করার সুযোগ পেতাম, তবে বর্তমানে কাজের চাপে খুব বেশি ভ্রমন করার সুযোগ পাই না। যাইহোক, কিছুদিন আগে একটি ভ্রমণের সুযোগ পেয়েছিলাম, সেই সম্পর্কে এখানে কিছু কথা শেয়ার করব। কিছুদিন আগে আমি গেছিলাম নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। আসলে এই নবদ্বীপে অনেক তীর্থস্থান রয়েছে।
এই নবদ্বীপের দর্শনীয় সব জায়গা গুলো একদিনে দেখে শেষ করা যায় না। দুইদিন হাতে সময় নিয়ে গেলে সাধারণত এখানকার সব জায়গা দেখা সম্ভব হয়। আমরা এবার এখানে দুইদিন থাকার প্ল্যান নিয়েই গেছিলাম। এইবার এই নবদ্বীপ ভ্রমণে আমার সাথে আমার মা, দাদা, এবং মায়ের এক বান্ধবী গেছিল। আমরা আমাদের এই নবদ্বীপ ভ্রমণের একদিন গেছিলাম শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। শ্রীচৈতন্য মহাপ্রভু, নিমাই নামেও প্রসিদ্ধ। প্রথমে এই জায়গার সন্ধান আমরা জানতাম না। তবে আমরা অন্যান্য জায়গা ভ্রমণ করার সময় আশেপাশের কিছু মানুষের কাছ থেকে এই জায়গা সম্পর্কে জেনেছিলাম। আর যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ নাম কীর্তন প্রচারে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন, সেজন্য আমাদের ইচ্ছা হয় এখানে যাওয়ার জন্য। আর সাধারণত যারা নবদ্বীপ ভ্রমনে যায়, তারা অবশ্যই এই জায়গাটি ভ্রমণে যায়।
শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সম্পর্কিত অন্য আরেকটি জায়গা আমি মায়াপুরে গিয়েও দেখেছিলাম। যদিও এই নিয়ে অনেক মতবিভেদও রয়েছে । তবে নবদ্বীপের যে স্থানে আমরা গেছিলাম, সেই স্থানটিকেই অরজিনাল জন্মস্থান বলে মনে করা হয়। তাছাড়া এটি যে লুপ্ত তীর্থ হিসাবে উদ্ধার হয়েছে, যা সবার কাছ থেকে আমি জানতে পেরেছিলাম। তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, শ্রী চৈতন্য মহাপ্রভু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিল বলেই, তার নাম নিমাই রাখা হয়েছিল। এই নিম গাছের তলায় শচী মাতার কোলে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে।
এইখানে থাকা মন্দিরের ভিতরের পরিবেশটি অনেক শান্ত এবং সুন্দর ছিল। এই মন্দিরের ভিতরে ঘুরাঘুরির সময় আমরা শিব মন্দিরও দেখতে পেয়েছিলাম। তাছাড়া গোশালা দেখারও সুযোগ হয়েছিল এখানে গিয়ে। সত্যি কথা বলতে নবদ্বীপ এবং মায়াপুর ভ্রমণে গিয়ে যে কয়েকটা মন্দির ভ্রমণ করেছিলাম তার অধিকাংশ জায়গাতেই গোশালা দেখতে পেয়েছিলাম।
এই গো সেবা একটা পুণ্যের কাজ যা আমরা মনে করে থাকি। আমরা ওই জায়গাটিতে যে সময়টাতে গেছিলাম, ভক্তদের বেশ ভালই ভিড় ছিল। এখানে প্রতিদিনই অসংখ্য পর্যটক ঘোরাঘুরি করার জন্য আসে। এদের যদিও পর্যটক বলা যায় না, এদেরকে ভক্তবৃন্দ বলতে হয়। কারণ তারা ভক্তির জন্যই এসব জায়গা ভ্রমণ করতে আসে। যাইহোক, নিমাই এর জন্মস্থানের জায়গাটা ভ্রমণ করার পর এর ভিতরের মন্দিরের মধ্যে গেছিলাম আমরা। সেখানেও অনেক কিছুই দেখার ছিল। আমরা বেশ কিছুটা সময় মন্দিরের ভিতরে কাটাই। এসব জায়গা ঘোরাঘুরি করে আমাদের অনেক ভালো লেগেছিল।
এখানে ভ্রমণ করে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন সম্পর্কে। যদিও সেই বিষয়গুলো এখানে আর শেয়ার করলাম না। যাইহোক, এই জায়গাটাতে আমরা প্রায় ৩০ মিনিটের মতো সময় ছিলাম এবং যতটুক পারি চারপাশে ঘোরাঘুরি করে দেখেছিলাম। তারপর আশেপাশের কিছু ফটোগ্রাফি করে আমরা অন্য আরেকটা জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে রওনা করি।
পোস্ট বিবরণ
শ্রেণী | ট্রাভেল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | নবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। |
দাদা আপনার পোষ্টের মাধ্যমে ভারত বর্ষের অনেক মন্দির সম্পর্কে জানতে পেরেছি ৷ আর এই জন্য বলি ভারত বর্ষ মানেই হলো হিন্দু সনাতন ধর্মীয়দের পুরনো ইতিহাস ৷ যা হোক আপনার সহ পরিবারে ভ্রমন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। সেখানের পরিবেশ ফটোগ্রাফি সব সুন্দর করে উপস্থাপন করেছেন ৷ ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা আশা করি এভাবেই ধারাবাহিক ভ্রমন পোষ্ট দেখতে পাবো এমনটাই প্রতার্শা করি ৷ ভালো থাকবেন দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক বলেছেন ভাই। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নবদ্বীপ ভ্রমণের বেশ দারুন কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আসলেই এরকম জায়গাগুলোতে গেলে নানাবিধ জ্ঞান অর্জন করা যায়। নিমাই এর নামকরণ নিয়ে যেমন মানুষ বলেছিল নিম গাছের নিচেই জন্মগ্রহণ করেছিল বলে নিমাই নামকরণ করা হয়েছে। ঠিক তেমনি এরকম কিছু কিছু গুণী ব্যক্তি রয়েছেন যাদের নামকরণের ক্ষেত্রে বিভিন্ন মতবাদ রয়েছে। এরকম মতবাদ হয়েই থাকে। নবদ্বীপ ভ্রমণের বেশ কিছু দারুন ফটোগ্রাফিও আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন ভাইয়া। সাথে আপনার মাকে দাদাকে সহ আপনার মায়ের বান্ধবীকেও নিয়ে গিয়েছিলেন শুনে বেশ ভালো লাগলো। এরকম জায়গাগুলোতে ঘোরাঘুরি করতে নিজের মা যদি সাথে থাকে আরো বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর করে গুছিয়ে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভ্রমন করতে আমরা সকলে অনেক ভালোবাসি৷ ভ্রমনের মাধ্যমে আমরা অনেকগুলো জায়গা সম্পর্কে জানতে পারি এবং নতুন নতুন জায়গা গুলো ভ্রমন করে অনেক নতুন দেখি৷ নতুন কিছু শিখতে পারি৷ আজকে আপনি এই স্থানে ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগছে। এই স্থানে আমার কখনোই যাওয়া হয়নি৷ কখনো এই স্থান দেখা হয়নি৷ আপনার কাছ থেকে স্থানটি সম্পর্কে দেখলাম ও জানতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা ভাই, নতুন নতুন জায়গা ভ্রমন করার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কিছুই দেখতে পারি এবং শিখতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/ronggin0/status/1772939703303516319?t=J3PsaH2r0vosaEowoi9Hag&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit