বিকাল বেলায় বাড়ির ছাদে কিছুক্ষণ

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

20230528_175555.jpg

20230528_175546.jpg

শরীরটা গতকাল থেকেই খারাপ। ওয়েদার চেঞ্জ এর কারণে হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেল । সর্দি সেই সাথে হালকা কাশিও হচ্ছে। জ্বরের থেকে সর্দি হলেই বেশি খারাপ লাগে। সারাদিন ধরে নাক দিয়ে জল পড়া খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। এই অসুস্থতার মধ্যে বাইরে যাওয়ারও কোনো উপক্রম নেই। সারাদিন ঘরে বসে থেকেই সময় কাটিয়ে দিতে হয়। যেহেতু সারাদিন ঘরে বসে থাকতে খুব একটা ভালো লাগে না আর বাইরে যাওয়ার কোন উপায় নেই সেই জন্য আজকে বিকেলে কিছু সময় ছাদে গিয়ে কাটিয়েছি। ছাদে যেহেতু বসার জায়গা নেই তাই রুম থেকে একটি চেয়ার নিয়ে ছাদে গেছিলাম আজ বিকালে।

20230528_175524.jpg

20230528_173003.jpg

একচুয়ালি আমাদের ছাদে অনেক ধরনের গাছ রয়েছে এই জন্য অনেক বেশি ভালো লাগে ছাদে গিয়ে। সারা বছর ধরে আমরা ছাদের বিভিন্ন জায়গায় টবে করে গাছ লাগাই। বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ এবং সেই সাথে সবজির গাছও আমরা ছাদে লাগাই। এইজন্য সারা বছর ধরেই বিভিন্ন ধরনের গাছ দেখা যায় আমাদের ছাদ বাগানে। ছাদ বাগানের অনেক গাছ আমি নিজে হাতে লাগিয়েছি। বিশেষ করে অধিকাংশ ফুলের গাছ আমি লাগিয়ে থাকি। অন্যদিকে পরিবারের অন্যান্য লোকজন বিভিন্ন ধরনের সবজি ও ফলের গাছ লাগিয়ে থাকে। আজকে ছাদে যাওয়ার পর হালকা হালকা গরমও লাগছিল কারণ সূর্যের প্রভাব তখনও কিছুটা ছিল। তবে হালকা হাওয়া বয়ে যাওয়ার কারণে কিছুটা স্বস্তি লাগছিল।

20230528_172949.jpg

20230528_172941.jpg

আমার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য প্রথমে গিয়েই প্রকৃতিটাকে অন্যদিনের মতো উপভোগ করতে পারছিলাম না। শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হচ্ছিল। ছাদে চেয়ার নিয়ে কিছু সময় বসে থাকার পর কিছু সময় হেঁটে হেঁটে চারপাশের গাছগুলোকে আমি দেখার চেষ্টা করি। গাছগুলো বেশ সতেজ দেখাচ্ছিল। কিছুদিন ধরে রোদের প্রভাব বেশি থাকায় নিয়মিত জলও দেয়া লাগছে। গাছগুলোতে নিয়মিত জল না দিলে আবার ঢলে পড়ে । আমার শরীরটা আজ খারাপ ছিল তাই আমি আজ জল দিতে পারিনি কিন্তু অন্যান্য দিন বিকালে যখন ছাদে যাই আমি চেষ্টা করি গাছে জল দেওয়ার। আজ ছাদে গিয়ে চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে শূন্য আকাশ দেখতে অনেক ভালো লাগছিল। শূন্য আকাশের দিকে তাকিয়ে সবকিছু ক্ষণিকের জন্য ভুলে যেতে হয় । নিজের অস্তিত্বের অনুভবও পাওয়া যায় না আকাশের দিকে তাকিয়ে থাকার সময়।

20230528_172935.jpg

20230528_172930.jpg

কিছু সময় হাজারো চিন্তাভাবনা থেকে নিজেকে একটু দূরে রাখা যায়। প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে কাটাতে আমি আমাদের ছাদের চারপাশের কিছু ফটোগ্রাফি করেছিলাম। যেখানে ছাদ বাগানের বিভিন্ন ধরনের গাছপালা সেই সাথে আশেপাশের সুন্দর প্রকৃতিও দেখা যাবে। আজ ছাদে গিয়ে প্রায় ৪৫ মিনিটের মত সময় কাটিয়েছিলাম । সূর্যের আলো কমে যাওয়ার সাথে সাথে মশার উৎপাত শুরু হয়ে যায়। সেই জন্য সূর্যের আলো কমে গেল আর ছাদে থাকা যায় না। সূর্যের আলো অনেকটা কমে গেলে আমি আমার রুমে চলে আসি।



পোস্ট বিবরণ

ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা।

বিকাল বেলায় বাড়ির ছাদে কিছু সময় কাটানো নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ওয়েদার চেঞ্জের কারনে আপনার শরীর খারাপ।আশাকরি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এটা সত্যি সর্দি হলে বেশী খারাপ লাগে।আপনি কিছু সময় ছাদে গিয়ে কাটালেন।যা আপনার ফটোগ্রাফিতে দেখলাম।আসলে সবুজের মাঝে থাকলে মন এম্নিতেও ভালো হয়ে যায়।আপনি ৪৫ মিনিট ছাদে ছিলেন অনেকটাই রিলাক্স মুডে। আপনার অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু দেখি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারি। ওয়েদার চেঞ্জ এর কারণেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম । অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ভাই। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আপনার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে বুঝতে পারছি। আসলে এটা কিন্তু ঠিক বলেছেন জ্বর এর থেকে সর্দি হলে একটু বেশি খারাপ লাগে। সকালবেলায় ছাদের উপরে গিয়ে খুবই ভালোই মুহূর্ত কাটিয়েছিলেন আপনি, বেশ ভালোই উপভোগ করলাম আপনার মুহূর্তটা। যেহেতু ছাদের উপরে কোন বসার জায়গা নেই তাই আপনি ঘর থেকে একটা চেয়ার নিয়ে গিয়েছিলেন। ছাদের উপরে বিভিন্ন রকমের গাছ পালা দেখে ভীষণ ভালো লাগলো। আপনার কাটানো সুন্দর মুহূর্তটা খুব সুন্দরভাবে শেয়ার করলেন।

হ্যাঁ ভাই ছাদের উপর বসার জায়গা নেই এই জন্য আমি প্রতিদিনই রুম থেকে চেয়ার নিয়ে গিয়ে ছাদে বসে সময় কাটাই। বেশ ভালো লাগে ছাদ বাগানের গাছপালা গুলো দেখতে। অনেকটা ভালো সময় কাটে সেখানে বসে থেকে। ছাদে লাগানো গাছপালা গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।