কার্ড বোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করার দৃশ্য || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৩২

in hive-129948 •  2 years ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আমার আজকের ব্লগে প্রথমে সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে আমি আমাদের কমিউনিটি "আমার বাংলা ব্লগ" আয়োজিত ৩২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমি কার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট করে দেখাবো। শক্ত কার্ড বোর্ড ব্যবহার করে আগে কখনো এমন ডাই প্রজেক্ট করিনি। এই প্রথমবার কার্ড বোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্য করার দৃশ্য তৈরি করলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সকাল থেকে অনেক কষ্ট হয়েছে এই কাজটি করতে গিয়ে। এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা শোনার পর থেকেই ভেবে নিয়েছিলাম যে করেই হোক এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না কার্ড বোর্ড দিয়ে কি তৈরি করব। পরে অনেক ভেবে এই ডাই টি তৈরি করেছি। আমাদের কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

InShot_20230305_004932962.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● কার্ড বোর্ড
● কাঁচি
● আঠা
● একটি হালকা গোলাপি কালারের মাস্ক
● অনেকটা মাস্ক এর মত ফেব্রিক যুক্ত দুটি ভিন্ন কালারের ব্যাগ।
● পোস্টার রঙ
● তুলি
● কালো মার্কার পেন

InShot_20230305_005827925.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কার্ড বোর্ড এর উপর কালো মার্কার পেনের সাহায্যে একটি মেয়ে নৃত্য করছে এমন দৃশ্যের চিত্রাঙ্কন করে নিলাম।

InShot_20230305_005448991.jpgInShot_20230305_005950304.jpg

দ্বিতীয় ধাপ

কাঁচির সাহায্যে প্রথম ধাপে করা চিত্রাংকনের অংশটুকু সুন্দর করে কেটে নিলাম।

InShot_20230305_013713997.jpg

তৃতীয় ধাপ

মাস্ক ও মাস্ক এর মত ফেব্রিক যুক্ত ব্যাগ দুটিকে প্রথমে ছোট ছোট চারকোনা করে কেটে নিলাম এবং পরে সেগুলোকে অনেকটা গোল গোল করে কেটে নিলাম।

InShot_20230305_010633228.jpgInShot_20230305_005721970.jpg

চতুর্থ ধাপ

চিত্রের মত করে ফেব্রিক গুলোতে আঠা লাগিয়ে ফুলের পাপড়ির মত করে নিলাম।

InShot_20230305_010402492.jpgInShot_20230305_005613946.jpg

পঞ্চম ধাপ

দ্বিতীয় ধাপে করে রাখা কার্ড বোর্ডের অংশটুকুতে কালো পোস্টার রং করে দিলাম।

InShot_20230305_010754243.jpgInShot_20230305_010503341.jpg

ষষ্ঠ ধাপ

কার্ড বোর্ড দিয়ে তৈরি করা মেয়েটির শরীরের উপরের অংশে একটি সাদা ফেব্রিক লাগিয়ে দিলাম আঠার সাহায্যে এবং সেই কার্ড বোর্ডটির রং শুকানোর জন্য কিছু সময় রেখে দিলাম।

InShot_20230305_010918066.jpgInShot_20230305_010146187.jpg

সপ্তম ধাপ

চতুর্থ ধাপে যে ফেব্রিক গুলোকে ফুলের পাপড়ির মতো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কেটে রাখা কার্ড বোর্ডের বিভিন্ন অংশে সুন্দর করে লাগিয়ে দিলাম। ফেব্রিক গুলো লাগানোর পর কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার নৃত্য করা মেয়েটির হাতে, গলায় এবং চুলের খোঁপায় কিছুটা সাদা রঙ এর শেড টেনে দিলাম । এভাবেই আমার আজকে কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্য সম্পন্ন হল।

InShot_20230305_004932962.jpgInShot_20230305_011120225.jpg

InShot_20230305_011030980.jpg


পোস্ট বিবরণ


শ্রেণীকার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা কার্ড বোর্ড দিয়ে করা ডাই প্রজেক্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কার্ড বোর্ড দিয়ে দারুন ভাবে একটি মেয়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। মেয়েটি সুন্দরভাবে নাচ করছে দেখতে সত্যিই ভালো লাগছে। আর মেয়েটির জামাগুলো এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের জামা তৈরি করেছেন। আশা করছি প্রতিযোগিতায় ভালো অবস্থান তৈরি করে নিবেন। প্রতিযোগিতার জন্য আপনার তৈরি করা প্রজেক্ট খুবই সুন্দর হয়েছে।

নৃত্য করা মেয়েটির জামা গুলো খুব সুন্দর করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে এটি অনেক ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম। এই প্রতিযোগিতায় ভালো একটা অবস্থান পাওয়ার জন্য শুভকামনা করেছেন এটা জেনে অনেক ভালো লাগলো।

image.png

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো। আসলেই প্রতিযোগিতা আসলেই একটা চিন্তার মধ্যে পড়ে যাই কি বানাবো কি বানাবো করে।যাই হোক একটি মেয়ে নৃত্য করার দৃশ্য বেশ সুন্দর করে তৈরি করেছেন। ভালো লাগলো।ধন্যবাদ

কোন প্রতিযোগিতা আসলে কি বানাবো, কি করব এই কনফিউশনে আমাদের সবাইকে ভুগতে হয় আপু কারণ হঠাৎ করে মাথায় সবসময় আইডিয়া আসে না ।

দারুন দারুন 😍
প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। যাই বলুন ডাই প্রজেক্টটা কিন্তু দারুন হয়েছে 👌
এককথায় নিখুঁত কাজ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দোয়া রইল।

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ডাই প্রজেক্ট এর জন্য শুভ কামনা করলেন তা জেনে ভালো লাগলো । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি মেয়ের নৃত্য করার ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ডাই পোস্টের প্রশংসা করেছেন, এটা আমার জন্য খুশির ব্যাপার আপু।

সবচেয়ে বেশি ভালো লাগছে ক্রাফটটার কালার কম্বিনেশনের জন্য।একদম চোখ ধাধানো হয়েছে কাজটা।
আশা করি ভালো কিছু হবে,শুভ কামনা রইলো।

ডাই টির কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাই। ভালো কিছু হবে সেই শুভ কামনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

ভাইয়া কি চমৎকার করে কার্ডবোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্য করা দৃশ্য তৈরি করেছেন। দেখে তো একদম ফিদা হয়ে গেলাম। কার্ডবোর্ড দিয়ে একটি মেয়েকে তৈরি করে, খুব সুন্দর পোষাক পরিয়ে দিয়েছেন, দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে কার্ডবোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করা দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাই অনেকদিন পর ফিদা এই শব্দটা শুনলাম। খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ডাই পোস্টের জন্য প্রশংসা পেয়ে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই দাদা।কার্ড বোর্ড দিয়ে তৈরি করা মেয়েটি দেখতে খুবই সুন্দর হয়েছে। টিস্যু ব্যাগ দিয়ে জামার ডিজাইন অসাধারণ হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন দাদা।অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

দিদি আমিও আপনার ৩২ তম প্রতিযোগিতার ডাই পোস্টটি দেখেছি। আপনিও খুব সুন্দর করে ডাই টি তৈরি করেছেন। যাই হোক আমার শেয়ার করা ডাই টির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমেই তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নিজেও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি তবে তোমারটা দেখে মনে হচ্ছে আমারটা তার কাছে কিছুই না। সত্যিই বেশ পারফেক্ট হয়েছে। মাস্ক দিয়ে এত সুন্দর কনসেপ্ট মাথায় আসতে পারে এটাই তো চিন্তা করা যায় না। সব মিলিয়ে দুর্দান্ত একটা diy হয়েছে।

বাড়িতে বেশ কিছু মাস্ক পড়ে ছিল তাই দেখেই এই আইডিয়াটা মাথায় এসেছিল। আমার আজকের শেয়ার করা ডাই টি নিয়ে এত সুন্দর কিছু কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর একটি কার্ডবোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্যের দৃশ্য তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্যের দৃশ্যটি দেখতে অসাধারণ বলা যায়। কারণ আপনি যেহেতু প্রথম তৈরি করেছেন সেই তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে। বিভিন্ন উপকরণ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন দৃশ্যটি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার কার্ডবোর্ড তৈরির ডাই পোস্ট।

হ্যাঁ আপু প্রথম বার কার্ড বোর্ড দিয়ে এমনটা তৈরি করেছি এবং চেষ্টা করেছি যতদূর সম্ভব ভালো করার। এত সুন্দরভাবে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কার্ড বোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করার দৃশ্য দেখতে অসাধারন লাগতেছে দাদা। চমৎকার ভাবে পুরো কাজ সম্পন্ন করেছেন। বিভিন্ন রঙের মাস্ক ব্যবহার করার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে।

মাস্ক ব্যবহার করেছি এবং সেই সাথে মাস্ক এর মত ফেব্রিক যুক্ত কিছু শপিং ব্যাগও ব্যবহার করেছে এটি তৈরি করতে। আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

কার্ডবোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নিত্য করার দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে আমি মুক্ত হয়ে গেলাম। মেয়েটির জামার ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে।মাস্ক ও শপিং ব্যাগ দিয়ে মেয়ে টি র জামা তৈরি করেছেন তা দেখে বোঝাই যাচ্ছে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।

এত সুন্দর ভাবে আমার ডাই পোস্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমার শেয়ার করা ডাই টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন এটা আমার জন্য আনন্দের ব্যাপার।

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভাল লাগল। আপনি কাঠ বোর্ড ব্যাবহার করে খুবই চমৎকার একটি মেয়ের নাচের দৃশ্য তৈরী করেছেন। খুবই দারুন লাগছে দেখতে। সবচেয়ে স্পেশাল ছিল মাস্ক দিয়ে আপনি সুন্দর ড্রেস বানিয়েছেন যা দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে। আমি মনে করি প্রতিযোগিতায় আপনি অনেকটাই এগিয়ে গিয়েছেন। ধন্যবাদ দাদা ।

হ্যাঁ ভাই মাস্ক দিয়ে নৃত্য করা মেয়েটির ড্রেস টা স্পেশাল ভাবে তৈরি করার চেষ্টা করেছি । আপনার এটি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

এর আগে কার্ডবোর্ড দিয়ে কিছু তৈরি না করলেও কিন্তু এবারে দারুন ভাবে একটি মেয়ের নিত্য করার দৃশ্য তৈরি করেছেন। আপনি যে প্রতিযোগিতায় জয়েন করেছেন এটা দেখেই ভাল লাগল। আসলে আগে তো আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশেষ করে কালার কম্বিনেশন টাও দারুণ হয়েছে। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু চেষ্টা করেছি ভালো করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। শেয়ার করা ডাই পোস্টের কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।কার্ড বোর্ড দিয়ে অনেক সুন্দর করে একটি মেয়ের নৃত্য করার দৃশ্য বানিয়েছেন। মার্কস এবং কালার ব্যাগ দিয়ে খুব সুন্দর করে মেয়েটির কাপড়ের দৃশ্য বানিয়েছেন। আমি তো আপনার ডাই পোষ্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আশা করি প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট দেখতে পারবো।

আমার শেয়ার করা ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা জেনে আমি অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। বেশ দুর্দান্ত ডাই পোস্ট তৈরি করেছেন। কার্ড বোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করার দৃশ্য বেশ অসাধারণ হয়েছে।

আমার শেয়ার করা ডাই টি আপনার কাছে দুর্দান্ত লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম ভাই। আমার জন্য শুভকামনা করেছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া প্রতিযোগিতায় আপনি অংশ গ্রহন করেছেন দেখে অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভাল লেগেছে আমার। আপনি একটি মেয়ের নৃত্য পরিবেশন আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য রইলো অনেক অভিনন্দন।

এত সুন্দর করে আমার শেয়ার করা ডাই টির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুবই সুন্দর কার্ডবোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্য করার দৃশ্য বেশ সুন্দর করে তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। কালারিং ব্যাগ‌ ব্যবহার করার কারণে ড্রেস টা ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর গুছিয়ে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি কার্ডবোর্ড দিয়ে মেয়ের নিত্য করার দৃশ্য খুবই সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে প্রতিযোগিতা মানে যা যতটুক ক্রিটিভিটি আছে সে দেখাতে চেষ্টা করে। আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ ভাই আমার বাংলা ব্লগ আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেছি। আমার শেয়ার করা ডাই টি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য আমার সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সত্যি বলতে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। কার্ডবোর্ড দিয়ে এভাবে যে কোন জিনিস তৈরি করলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে।আপনি আজকে কার্ডবোর্ড দিয়ে একটি মেয়ের নিত্য করার দৃশ্য তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ভিন্ন রং দিয়ে করার কারণে একটু সুন্দরভাবেই ফুটি উঠেছে এই দৃশ্যটি।

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন্তব্যটি করেছেন যা পড়ে অনেক ভালো লাগলো । অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার শেয়ার করা ডাই টির প্রশংসা করার জন্য।

সবাই দেখছি ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে নিজের দক্ষতা প্রমাণ দিয়েছে। আপনি খুব সুন্দর করে একটা মেয়ের নৃত্য দৃশ্যের বিষয়টি ফুটিয়ে তুলেছেন ।আসলেই এই ধরনের কাজ নিজের ক্রিটিভিটি প্রতিভার দারুন বহিঃপ্রকাশ প্রমাণ করে। অনেক সুন্দর হয়েছে আমার কাছে আপনার তৈরি অনেক ভালো লাগলো।

চেষ্টা করেছি ভাই এই কাজটি করার মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য। এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ডাই টির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সময় আর ধৈর্য্য নিয়ে তৈরী করেছেন আপনি আপনার এই ডাই প্রজেক্টটি। কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে ভাই। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

কালার কম্বিনেশন ঠিক রাখার চেষ্টা করেছি। আর এই ধরনের কাজ করতে একটু বেশি ধৈর্যেরও প্রয়োজন পড়ে এটা ঠিক। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।