প্রথমবারের মতো শিয়ালদহ মেট্রো স্টেশন গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

নমস্কার সবাইকে ,

আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভাল আছি । নতুন একটি দিন, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমে।আজ আমি আপনাদের সাথে শিয়ালদহ মেট্রো স্টেশন গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

মাসখানেকের মত হবে কাছের কিছু বন্ধুদের সাথে কলকাতায় একটু ঘোরাঘুরির জন্য গেছিলাম। সেই দিন আমাদের উদ্দেশ্য নর্থ কলকাতা যাওয়ার ছিল। কাছের কিছু বন্ধুরা হায়ার স্টাডি করার জন্য দেশের বিভিন্ন রাজ্যে চলে যাবে তাই তারা যাওয়ার আগে আমরা ঠিক করেছিলাম কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে একসাথে শেষবারের মতো দেখব। আমরা যেদিন এই প্লান করেছিলাম সেদিন আমরা দুপুর এর দিকে বাড়ি থেকে বেরিয়ে ছিলাম। দুপুরে সবাই একসাথে বেরিয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠে প্রথমে আমরা শিয়ালদহ স্টেশনে গিয়েই নামি। শিয়ালদা স্টেশনে নেমে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই নর্থ কলকাতা যাওয়ার আগে কাছেই শিয়ালদা মেট্রো স্টেশন রয়েছে সেখানে গিয়ে একটু ঘুরে আসব।

20220729_164531.jpg

এই মেট্রো স্টেশনটি বেশিদিন চালু হয়নি খুবই নতুন একটি মেট্রো স্টেশন এটি। এই মেট্রো স্টেশনটির শুভ উদ্বোধন হয়েছে ১১ ই জুলাই ২০২২ এবং যাত্রী পরিষেবা শুরু হয়েছে ১৪ই জুলাই ২০২২ থেকে।
অর্থাৎ আমরা যেদিন এইখানে গেছিলাম তার কয়েক মাস আগেই এই মেট্রো স্টেশনের যাত্রা শুরু হয়েছে। নতুন নতুন মেট্রো স্টেশন দেখার আগ্রহ আমাদের সবারই ছিল।
তাছাড়া উদ্বোধন হওয়ার আগে টিভি ,পত্রিকায় শুধু আমরা এই বিষয়ে দেখতে পাচ্ছিলাম। অনেক ব্লগারের ভিডিওতে আমরা এই মেট্রো স্টেশনের ভিউ দেখেছিলাম খুবই সুন্দর লেগেছিল। তাদের ভিডিওগুলো দেখার পর থেকেই সবার প্রবল ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি কোন একদিন সেখানে অবশ্যই যাওয়ার। আর সেদিন আমাদের এই সুযোগ চলেই আসলো। যাইহোক সবার ইচ্ছা পূরণ করার জন্য আমরা শিয়ালদহ স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে এই মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছায়। শিয়ালদা স্টেশনের খুবই কাছেই এটি অবস্থিত। কাছে গিয়ে তো আমরা অবাক হয়ে যাই। সম্পূর্ণ নতুন এবং মর্ডান ভাবে এটি তৈরি করা হয়েছে। বিদেশে আমরা যে মেট্রো স্টেশনগুলো দেখি অনেকটা সেই রকম দেখতে। আমি তো মেট্রো স্টেশনের সামনে থেকেই ফটোগ্রাফি স্টার্ট করে দি গিয়েই ।

20220729_164648.jpg

সামনে থেকে কিছু ফটোগ্রাফি করে আমরা মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করি। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মেট্রো স্টেশনটি তৈরি করা । গিয়ে বিশাল একটা ওপেন স্পেস আমরা দেখতে পাই। আমার এক বন্ধুর এত ভালো লাগে সে তো নতুন মেট্রো রেলগাড়ীতে ওঠার কথা বলে। আমরাও তখন তার সাথে সহমত হই কারণ মেট্ররেল গাড়ির ভাড়া অনেকটাই কম ছিল তুলনামূলকভাবে। আমার এক বন্ধু গিয়ে টিকিট কাটতে যায় কিন্তু আমরা যেহেতু নর্থ কলকাতায় যাব আর এই মেট্রো রেল রুটটি সম্পূর্ণ উল্টোদিকে সেই জন্য আমরা আর উঠিনি সেই দিন এই মেট্রো রেল গাড়িতে। যাইহোক ভিতরে গিয়েও আমার ফটোগ্রাফি থেমে থাকেনি। যতটা সম্ভব সব জায়গার টুকিটাকি ফটোগ্রাফি করে নিই। এর ভিতরে গিয়ে আমাদের সবারই অনেকটা ভালো লেগেছিল নতুন নতুন সবকিছু দেখে। এখানে যাত্রীদের সুবিধার জন্য ভাড়া থেকে শুরু করে যাওয়ার নির্দেশ সবকিছুই দেওয়া ছিল সামনের উপরেই। যাত্রীদের সুবিধার সমস্ত দিক ভেবেই এই মেট্রো রেল স্টেশনটি মর্ডানাইজ করা হয়েছে। যাইহোক আমাদের উদ্দেশ্য যেহেতু অন্যদিকে যাওয়ার ছিল তাই সেখানে কিছু সময় কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসি।

20220729_164652.jpg

20220729_164707.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: শিয়ালদহ, রাজাবাজার, কলকাতা - ৭০০০০৯

20220729_164645.jpg

20220729_164736.jpg

20220729_164741.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: শিয়ালদহ, রাজাবাজার, কলকাতা - ৭০০০০৯
20220729_164752.jpg

20220729_164934.jpg

20220729_164946.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: শিয়ালদহ, রাজাবাজার, কলকাতা - ৭০০০০৯

20220729_165139.jpg

20220729_165150.jpg

20220729_165526.jpg

20220729_164558.jpg

20220729_165606.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: শিয়ালদহ, রাজাবাজার, কলকাতা - ৭০০০০৯

আজকের শেয়ার করা শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতটা সময় দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@ronggin প্রথম দিকে দুটো ছবি আপলোড হয়নি। ওই দুটো পুনরায় আপলোড করো।

সবগুলো ছবি ই আপলোড হয়েছে। আমি আপলোড করার পর বার বারই চেক করে নি এই বিষয়গুলো। আপনি প্লিজ রি চেক করে দেখবেন একটু । আশা করি অল টিক আছে।
ধন্যবাদ

হ্যা, ঠিক আছে। ওটা আমার এখানে লোড নিতে প্রব্লেম করছিলো। সবগুলো বাদে ওই দুটো লোড হচ্ছিলো না, যাইহোক অল ওকে।

হ্যাঁ মাঝে মাঝেই এই ব্যাপারগুলো সবার সাথেই ঘটে।

যেহেতু এই জায়গায় আমি নিজেও উপস্থিত ছিলাম সুতরাং সব ঘটনাই আমার জানা। ঐদিন সত্যিই খুব খারাপ লেগেছিল আমাদের। এত আশা করে গিয়েছিলাম সবাই যে মেট্রোতে করে একটু ঘুরবো। কিন্তু মেট্রো রেলের রুট উল্টোদিকে হওয়ায় সেই ইচ্ছা আর পূরণ হলো না। তবে শিয়ালদা মেট্রো রেল সুন্দর করেছে। ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে।

কি আর করা যাবে অন্য কোনদিন সময় পেলে ওই দিকে ঘুরে আসা যাবে।