(এসো নিজে করি) রেসিপি || স্পেশাল ডিম ভাপা রেসিপি তৈরি।

in hive-129948 •  10 months ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

আমাদের এই কমিউনিটিতে কাজ করার পর থেকেই কেমন জানি ভালো রাধুনি হয়ে গেছি! যাইহোক, আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি নিত্য নতুন রান্না করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি পোস্টগুলো করার জন্যই সাধারণত এই রেসিপিগুলো তৈরি করে থাকি। আর এর মাধ্যমে নতুন নতুন খাবারও টেস্ট করার সুযোগ হয়ে যায় আমার। রান্না করা আমার কাছে চ্যালেঞ্জিং কাজ মনে হয় না কারণ অনেক আগে থেকেই আমি এই রান্নার কাজটা করে আসছি। সেইজন্য এই কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি "ডিম ভাপা" নামে একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুব বেশি কঠিন না, তবে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এই রেসিপিটি আমি কয়েক বছর আগে প্রথম বাড়িতে তৈরি করেছিলাম আর কয়েকদিন আগে পুনরায় এটি আবার বাড়িতে তৈরি করেছি। রেসিপিটি আমি কেমন ভাবে করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।

InShot_20240403_062029664.jpg



প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
পেঁয়াজ৫ টি
আমন্ডকিছু সংখ্যক
রসুন১টি
আদাকিছু পরিমাণ
কাঁচা লঙ্কাকিছু সংখ্যক
টক দই৪ চামচ
ডিম৩টি
তেজপাতা১টি
বড় এলাচ১টি
ছোট এলাচ২টি
লবঙ্গকিছু সংখ্যক
গোলমরিচকিছু সংখ্যক
দারচিনিকিছু পরিমাণ
লবণ২ চামচ
হলুদ১ চামচ
তেলপরিমাণমত
লিকুইড দুধ১কাপ
শুকনো লঙ্কার গুঁড়ো১ চামচ

InShot_20240403_063140195.jpg

⏩ প্রস্তুত প্রণালী ⏪

🥚 প্রথম ধাপ 🥚

প্রথম ধাপে, দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। তারপর অন্য তিনটি পেঁয়াজ, কিছু পরিমাণ আদা, একটি রসুন, কিছু সংখ্যক আমন্ড এবং কিছু সংখ্যক কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিলাম।

20240330_102030.jpg20240330_091831.jpg20240330_091925.jpg

🥚 দ্বিতীয় ধাপ 🥚

এবার তিনটি ডিম পরিমাণমত লবণ দিয়ে মিক্সড করে নিলাম।

20240330_092533.jpg20240330_092942.jpg

🥚 তৃতীয় ধাপ 🥚

এখন একটি বাটিতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবং ডিমের মিশ্রণটি বাটির মধ্যে ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে তার উপরে বাটি টি দিয়ে আধা ঘন্টার মত অল্প আঁচে রেখে দিলাম।

20240330_093118.jpg20240330_093153.jpg
20240330_093344.jpg20240330_093359.jpg

🥚 চতুর্থ ধাপ 🥚

আধা ঘন্টা পরে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে কেটে নিলাম।

20240330_100204.jpg20240330_100411.jpg

🥚 পঞ্চম ধাপ 🥚

এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম।

20240330_100603.jpg20240330_100723.jpg20240330_100744.jpg
20240330_100806.jpg20240330_101520.jpg20240330_101656.jpg

🥚 ষষ্ঠ ধাপ 🥚

এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে হালকা করে ভেজে নিলাম।

20240330_102128.jpg20240330_102511.jpg

🥚 সপ্তম ধাপ 🥚

এবার এর মধ্যে পেঁয়াজ বাটা,আমন্ড বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

20240330_102708.jpg20240330_102901.jpg20240330_102928.jpg
20240330_103306.jpg20240330_103343.jpg20240330_103414.jpg
20240330_103429.jpg20240330_104012.jpg

🥚 অষ্টম ধাপ 🥚

এই ধাপে, মসলাগুলোর উপরে টক দই দিয়ে তা মিশিয়ে নিতে হবে এবং সবশেষে লিকুইড দুধ দিয়ে আর একটু মসলা গুলো কষিয়ে নিয়ে, তার মধ্যে পূর্বে তৈরি করে রাখা ডিম গুলো একে একে মসলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এভাবে দশ মিনিটের মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। দশ মিনিট পরে এগুলো প্লেটে নামিয়ে পরিবেশন করে নিলাম।

20240330_104313.jpg20240330_104404.jpg20240330_105206.jpg
20240330_105240.jpg20240330_105426.jpg

InShot_20240403_062029664.jpg


🥀পোস্ট বিবরণ🥀

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung Galaxy M31s
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা স্পেশাল ডিম ভাপা রেসিপি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ডিম ভাপা রেসিপি নাম শুনেছি কিন্তু কখনও এই রেসিপি খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একদিন অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করব। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য ।

হ্যাঁ আপু, রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি চেষ্টা করেছি আপু, এই রেসিপি তৈরির ধাপগুলো সুন্দর করে এখানে উপস্থাপন করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ডিম ভাজা রেসিপি খেতে আমি অনেক ভালোবাসি কেননা ডিম ভাজা রেসিপি এবং রুটি আমার ফেভারিট। আপনি অনেক সুন্দর করে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ ভাই এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই রেসিপিটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

ডিম বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া হয়েছে। স্পেশাল ডিম ভাপা কখনো খাইনি। দাদা সম্পুর্ন ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম। আমিও শিখে নিলাম বাসায় তৈরি করবো। ধন্যবাদ আপনাকে দাদা।

আমার শেয়ার করা রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে এবং আমার মাধ্যমে আপনি যে নতুন একটি রেসিপির সাথে পরিচিত হয়েছেন, সেটা জেনে ভালো লাগলো ভাই।

এভাবে কখনো খেয়ে দেখি নাই। আজকে প্রথম দেখলাম বেশ অনেক লাগলো আমার কাছে। বেশ সুন্দরভাবে ডিম ভাবার রেসিপিটি সম্পূর্ণ করেছেন। আপনি প্রয়োজনীয় উপকরণগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন। উপস্থাপনা করার প্রক্রিয়াগুলি বেশ সুন্দর ছিল।ধাপগুলো খুবই স্পষ্ট ছিল। আপনাদের রেসিপি দেখে আমরা শিখতে পারলাম। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

চেষ্টা করেছি ভাই, সুন্দর ভাবে ডিম ভাপা রেসিপিটি তৈরি করার জন্য। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

জিভে জল আসার মতো রেসিপি স্পেশাল ডিম ভাপা রেসিপিটি।ভীষণ লোভনীয় লাগছে।এই ডিম ভাপা অবশ্য খাওয়া হয়নি কখনো।তবে আপনার রেসিপিটি শিখে রাখলাম খাব কোনএক দিন বানিয়ে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

তবে আপনার রেসিপিটি শিখে রাখলাম খাব কোনএক দিন বানিয়ে।

ঠিক আছে দিদি, সময় করে একদিন বাড়িতে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।

ডিম ভাপা রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। এই রেসিপিটা আমার অনেক পছন্দের একটি খাবার। বাসায় আসলে আমি প্রায়ই আম্মুকে রেসিপিটা তৈরি করে দিতে বলি। আপনার রন্ধন প্রণালী টি বেশ সুন্দর ছিল ।রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ।আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।সুস্বাদু একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই, রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। যাইহোক, রেসিপিটি যে আপনার অনেক পছন্দের, বিষয়টা জেনে অনেক ভালো লাগলো আমার।

রান্না একটা শিল্প, যা সবাই পারে না। আপনার রান্নার হাত বরাবরই ভীষণ ভালো, আমি আগেও দেখেছি। আজকে খুব চমৎকার এবং ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। এভাবে কখনো ডিম ভাপা খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তৈরি করতে পারব। অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই রেসিপিটি আপনার কাছে চমৎকার এবং ইউনিক লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই। এত সুন্দর প্রশংসামূলক মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ডিম ভাপা রেসিপি দেখে আমার কাছে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে আপনার রেসিপির পরিবেশনে আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর এবং ধাপগুলো এত সুন্দরভাবে শেয়ার করেন। যে ধাপগুলো দেখেই রেসিপিটা তৈরি করা শিখতে পারা যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই, রেসিপিটি আমি সেই ভাবেই শেয়ার করেছি, যেন যে কেউই সহজে রেসিপিটি শিখে নিতে পারে এখানে শেয়ার করা ধাপগুলো দেখে । যাইহোক, রেসিপিটির পরিবেশন আপনার খুব ভালো লেগেছে, জেনে আমারও ভালো লাগলো।

ভাই আপনার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। রেসিপিটি দেখেই মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। এমনিতে এমন রেসিপি দেখলে সবারই কম বেশি একটু লোভ হবে। তবে আপনার পদ্ধতি প্রণালীগুলো ছিল খুবই সুন্দর এবং এগুলো দেখে তৈরি করতে কোন কঠিন মনে হবে না। ধন্যবাদ আপনাকে এত লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ভাই, আমার শেয়ার করা এই রেসিপিটি আপনার কাছে লোভনীয় লাগলে বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি, অনেক ভালো লাগবে।

এখানে কাজ করার পর থেকে আপনার রান্নার দক্ষতা বৃদ্ধি পেয়েছে জেনে ভালো লাগলো। বেশ দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। ডিম ভাপা রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি। ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে।

আমার শেয়ার করা এই রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে, জেনে অনেক খুশি হলাম আপু। আপনি যেহেতু আগে এই রেসিপিটি কখনো বাড়িতে তৈরি করে খাননি, তাহলে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপু। আশা করি, রেসিপিটি অনেক ভালো লাগবে।

বাহ! ভাইয়া খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন। এভাবে করে কখনো ডিম ভাপা খাওয়া হয়নি। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি একবার ট্রাই করে দেখব রেসিপিটি। ধন্যবাদ ভাইয়া মজার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি একবার ট্রাই করে দেখব রেসিপিটি।

অবশ্যই আপু, রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি, এটি অনেক ভালো লাগবে।

ডিম দিয়ে কিছু তৈরি করলে খেতে এমনিতে ভালো লাগে। তবে আজকে আপনি খুব সুন্দর করে ডিম ভাপা রেসিপি করেছেন। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। যদিও এই রেসিপি কয়েক বছর আগে আপনি প্রথম করেছেন এবার আবার পুনরায় করেছেন। খুব সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

হ্যাঁ আপু, রেসিপিটি খেতে অনেক মজার হয়েছিল। চেষ্টা করেছি আপু, শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে রেসিপিটি উপস্থাপন করার জন্য।

এই রেসিপিটি এর আগেও আমি ইন্ডিয়ান রান্নার অনষ্ঠানে দেখেছিলাম। কিন্তু করা হয়নি। বেশ ইউনিক রেসিপি। বেশ কিছু উপাদান ব্যবহার করে রেসিপিটি তৈরি করা হয়েছে। রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। একদিন ট্রাই করবো। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। একদিন ট্রাই করবো।

হ্যাঁ আপু, খেতে অনেক মজার হয়েছিল রেসিপিটি। ঠিক আছে আপু, বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটি।

অনেকেই অনেক একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। এই রেসিপিটি আগে কখনো তৈরি করে খাওয়া হয় নি। তবে রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

হ্যাঁ আপু, রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। আপনি যেহেতু আগে কখনো এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাননি, তাই আমি বলবো কখনো সময় পেলে বাড়িতে রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন আপু । আশা করি, অনেক ভালো লাগবে।

অনেক সুন্দর এবং ইউনিক রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। ছবিটা দেখতে খুবই অসাধারণ লাগছে। দেখে মনে হচ্ছে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আলোচনা করেছেন। চাইলে এখন যে কেউ রেসিপিটা তৈরি করে নিতে পারে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার শেয়ার করা এই রেসিপিটি আপনার কাছে ইউনিক এবং সুন্দর লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সু স্বাগতম ভাই।

স্পেশাল ডিম ভাপা রেসিপি তৈরি করার প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একইসাথে এরকম রেসিপি আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷ এটিকে দেখতে একেবারে ইউনিক মনে হচ্ছে৷ এটিকে একেবারে সুস্বাদু ও লোভনীয় দেখা যাচ্ছে৷ অবশ্যই চেষ্টা করব এরকম ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখার।

আমার শেয়ার করা রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটির জন্য।