জেনারেল রাইটিং || মানুষের মধ্যে মনুষ্যত্ব আর নেই

in hive-129948 •  9 months ago  (edited)

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

seniors-1505944_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। বর্তমানে আমাদের মধ্যে কতোটুকু মনুষ্যত্ব আছে, তাই নিয়ে কিছু কথা বলবো এখানে। আমরা সৃষ্টির সেরা জীব। তবে সৃষ্টির সেরা হিসেবে আমরা আসলেই কতোটা সেরা তা কিন্তু চিন্তার বিষয়! এই কথাটা আমি আগেও তোমাদের সাথে দুই একটা ব্লগে শেয়ার করেছি। আসলে আমরা সৃষ্টি সেরা জীব হিসেবে সেরা কাজগুলো করি না। আমাদের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা কেমন জানি নেই বলা যায়। কিছুদিন আগের একটা ঘটনা বলছি, তাহলে তোমরা ব্যাপার গুলো ভালো ভাবে বুঝতে পারবে। আমি এবং আমার এক ভাই সেদিন দমদমে একটি কাজে গেছিলাম। সেখানে গিয়ে রাস্তায় হঠাৎ করে একটা দুর্ঘটনা সামনে পড়ে।

একটা বৃদ্ধ লোককে এক বাইক চালক পিছন দিয়ে এসে ধাক্কা দিয়ে দেয়। আসলে সেই সময় যে বাইক চালক এর দোষ ছিল, সেটা বলবো না। বাইকের সাইডে অন্য আরেকটি গাড়ি ছিল। সেই গাড়িকে সাইড দিতে গিয়ে সেই বাইক চালক এসে সেই লোকটির উপরে বাইক উঠিয়ে দেয়। সেই মুহূর্তে বাইক চালক অনেকটা ভয় পেয়েই দ্রুত বাইক চালিয়ে চলে যায়। এটা মেনে নিচ্ছি বাইক চালকের দোষ ছিল না, তবে মনুষ্যত্ব দেখিয়ে সেও কিছু সময় দাঁড়িয়ে বৃদ্ধ লোকটির কি অবস্থা হলো সেটা অন্তত দেখতে পারতো। তবে সে মনুষ্যত্ব না দেখিয়ে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গেছে।

বাইক চালকের কথা বাদ দিলাম, তবে আশেপাশের যে লোকগুলো ছিল তাদের মনুষ্যত্ব দেখে আমি অবাক হয়ে গেলাম! বৃদ্ধ লোকটি রাস্তায় পড়ে যাওয়ার পরে, একটা লোকও এগিয়ে আসলো না তাকে সাহায্য করতে। কয়েকজন শুধু একটু চিৎকার করলো আর একজন আরেকজনকে হেল্প করার জন্য বলতে লাগলো শুধু যা আমার কাছে সব থেকে বেশি অবাক লেগেছিল। কেউ যে সাহস করে এগিয়ে যাবে, সেরকম মানুষ দেখতে পাচ্ছিলাম না। বৃদ্ধ লোকটি ব্যাথা পেয়ে রীতিমতো চিৎকার করছিল অনেকটা কান্নার সুরে। তবে সেই কান্নায় অন্য সব মানুষের মনুষ্যত্ব আমি দেখতে পাইনি ওই মুহূর্তে। আশেপাশের কিছু ইয়ং ছেলেদের দেখি ভিডিও করছে ওই বৃদ্ধ লোকটির। এসব ইয়ং ছেলেদের ভিডিও করা দেখে আমার রীতিমতো রাগ হয়ে যাচ্ছিল। কারণ এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যতে আর এরাই যদি এসব কাজ করে তাহলে তো আমাদের সমাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।

যাইহোক, কয়েক মুহুর্ত এসব বিচার করতে করতে আর দেখতে দেখতে আমি কিছুটা অবাক হই। তবে আমি সাথে সাথেই সেই বৃদ্ধ লোকটাকে হেল্প করার জন্য এগিয়ে যাই। আমার সাথে আমার যে ভাই ছিল সেও আমাকে সাহায্য করে। আমরা বৃদ্ধ লোকটিকে উঠিয়ে পাশের একটি জায়গায় বসিয়ে দেই। খুব চোট লেগেছিল সেটা বলবো না। তবে হাতটা কিছুটা কেটে গেছিল। আমি পাশের একটি দোকান থেকে একটু জল কিনে লোকটির একটু সেবাও করলাম। এটা করার পরে আমার নিজের কাছেও ভালো লাগছিল। আমি এইখানে মানুষ হিসেবে যে মনুষ্যত্ব দেখানো উচিত, সেটা আমি দেখেছিলাম। কিন্তু আশেপাশের মানুষগুলোর মনুষ্যত্ব দেখে আমি সত্যি হতবাক হয়েছিলাম সেই মুহূর্তে। মানুষ হিসেবে আমাদের কিছু কর্তব্য থাকে সেগুলো আমাদের সবারই করা উচিত।

ছোট একটা ঘটনার মাধ্যমে সমাজের একটা চিত্র তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, এটাই শেয়ার করার ছিল। আমি সেখানে কুড়ি মিনিটের মতো লোকটিকে বসিয়ে লোকটির একটু দেখাশোনা করে তারপর লোকটিকে অটোতে তুলে দিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। লোকটি আমাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছিল যা আমি তার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছিলাম। সেদিন বৃদ্ধ সেই লোকটির একটু উপকার করতে পেরে এবং লোকটির ছোট্ট একটা ধন্যবাদ পেয়ে অন্যরকম এক তৃপ্তি পেয়েছিলাম মনে


পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাইয়া আপনি দারুণ একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই সমাজে মানুষের মনুষ্যত্ব নেই বললে চলে।আপনার পোস্ট টি পড়ে একটু আমিও অবাক হলাম।কথায় আছে না,নিজের জীবন বাঁচলে দুনিয়া ভালো। ওই বৃদ্ধ লোকটির জন্য আমারো খারাপ লাগতেছে। ওই সময় যদি সবাই মিলে তাকে হেল্প করতো তাহলে এতো কিছু হত না।যাইহোক পরে আপনারা তাকে হেল্প করছেন এটা খুবই ভালো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

ভাই, মানুষের বিপদে পাশে থাকাটাই উচিত কাজ । আমি এবং আমার ভাই সেদিন সেই কাজটাই করেছিলাম, বৃদ্ধ লোকটির বিপদে পাশে দাঁড়িয়ে।

Posted using SteemPro Mobile

খুবই চমৎকার একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার এই গল্পটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আমার সামনে থেকে এরকম একটা ঘটনাই ঘটেছে তবে আমার ঘটনাটা একটু ভিন্ন ছিল, যাইহোক বর্তমান সময়ে আসলে মানুষের মধ্যে আর মনুষত্বটা নেই তবে এটা জেনে ভালো লাগলো যে আপনি এই ওই লোকটার সেবা করেছিলেন এবং লোকটা আপনাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন। এসব কাজের মাঝে আসলেই অন্যরকম এক ভালোলাগা কাজ করে এটা হয়তোবা অনেকেই বোঝেনা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গল্প আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই, এই কাজগুলো করার মাঝে তো ভালো লাগা রয়েছেই, তাছাড়াও মনের ভিতর একটা আলাদা শান্তি লাগে এমন কাজগুলো করার সুযোগ হলে।

Posted using SteemPro Mobile

দাদা ব্লগটি পড়ে যতটা অনুপ্রাণিত হলাম ৷তার পাশাপাশি কিছু মানুষের বিবেক মনুষ্যত্ব যে গুলো পশুর সমান সেটা বললেও ভুল হবে ৷ যেটা আপনার পোষ্ট পরে জানতে পারলাম ৷এটা ঠিক দাদা বর্তমান সময়ে এমন অনেক মানুষ যারা মানুষ কে সাহায্য করা তো দুরের কথা বরং চোখ ফেরেও তাকায় না ৷
তবে আপনি যেভাবে মানবতার উদারতা দিয়েছেন ৷ ঈশ্বরের কাছে হাজার কামনা এমন মনমানসিকতা সবার মনে জন্ম নিক ৷ তবেই একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র হলেও হতে পারে ৷
দিনশেষে যে মানুষ মানুষের জন্য এটা ভুলেই যায় সবাই ৷

আমার এই ব্লগটি পড়ে আপনি যে অনুপ্রাণিত হলেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই।

Posted using SteemPro Mobile

আসলে যত দিন যাচ্ছে মানুষের মনুষত্ব যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ লোকের এমন অবস্থার পরেও বাইক চালানো লোকটি তাকে কোন সাহায্য করল না। কিন্তু তারপরেও আশপাশের যে লোক গুলো ছিল তারা বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে পারত বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলছেন তারা ভিডিও করতেছিল আসলে এ বিষয়টা সবচেয়ে বেশি খারাপ লেগেছে।

Posted using SteemPro Mobile

সেটাই দেখছি ভাই চারপাশে, দিন যত যাচ্ছে মানুষের ভিতরের মনুষ্যত্ব কেমন জানি হারিয়ে যাচ্ছে।

Posted using SteemPro Mobile

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। আসলে এখনকার মানুষের মধ্যে মানবিকতা বলতে কোন কিছুই দেখা যায় না৷ প্রতিনিয়ত মানুষ যেভাবে মনুষত্ব হারিয়ে ফেলছে তা চোখে পড়ার মতো৷ একজন আরেকজনকে সাহায্য করার হাত কখনোই বাড়িয়ে দিতে চায়না৷ প্রতিনিয়ত যেন একজন আরেকজনের কিভাবে ক্ষতি করা যায় এরকম চিন্তা ভাবনা করতে থাকে৷ এরকম চিন্তা ভাবনা প্রতিনিয়ত অনুপ্রাণিত করার জন্য অনেক মানুষজন বসে আছে৷ তবে এটা জেনে ভালো লাগলো যে আপনি ওই ব্যক্তিটিকে সাহায্য করেছেন এবং তিনি আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন৷ আপনাকেও অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

প্রতিনিয়ত মানুষ যেভাবে মনুষত্ব হারিয়ে ফেলছে তা চোখে পড়ার মতো৷

একদম বাস্তব কথা বলেছেন ভাই। এই জিনিসটা এখন এত বেশি হয়ে গেছে, সব সময় চোখে পড়ে যাচ্ছে কোন না কোন ভাবে।

Posted using SteemPro Mobile

এখন মনুষ্যত্ব নেই বললেই চলে। যে যেভাবে চলার চেষ্টা করে। বৃদ্ধ লোকটিকে না দেখে গাড়ি নিয়ে পালিয়ে গেল লোকটি। তবে এটি হয়তো বা সেই ভয় করলো। তবে ভাইয়া যে ইয়াং ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে এদের মনুষ্যত্ব নেই বললেই একদম চলে। শুনে ভালো লাগলো আপনি লোকটিকে পানি দিয়ে একটু সেবা চেষ্টা করলেন। তবে সামনে যত দিন আসতেছে মনে হয় আরো খারাপের দিকে আসতেছে। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো।

তবে সামনে যত দিন আসতেছে মনে হয় আরো খারাপের দিকে আসতেছে।

আমারও তাই মনে হচ্ছে আপু, চারিদিকের সব কিছু দেখে।

Posted using SteemPro Mobile

আসলেই দাদা, মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে গিয়েছে। কারো মাঝে সেটা এখন দেখা যায় না। দিনকে দিন আমাদের মানসিকতার চরম লেভেলের অবক্ষয় হচ্ছে। বৃদ্ধ লোকটিকে বাইকার বাইক লাগিয়ে চলে গেল! ন্যূনতম দায়িত্ববোধ তার মাঝে কাজ করলো না। আর আশেপাশের মানুষজন মোবাইল দিয়ে ভিডিও করায় ব্যস্ত! অথচ তাদের উচিত ছিল ছবি না তুলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনাকে ধন্যবাদ দিতে চাই দাদা 🙏

বৃদ্ধ লোকটিকে বাইকার বাইক লাগিয়ে চলে গেল! ন্যূনতম দায়িত্ববোধ তার মাঝে কাজ করলো না।

এই বিষয়টাই আমাকে অনেক বেশি অবাক করেছিল ভাই। বাইক চালক একবার বাইক থামিয়ে দেখলোও না, বৃদ্ধ লোকটির কি হলো পড়ে গিয়ে।😥

Posted using SteemPro Mobile

বর্তমানে এমনটাই দেখা যায়। মানসিকতার চরম অবক্ষয় এটি দাদা 🥲

মানসিকতার চরম অবক্ষয় এটি দাদা

হ্যাঁ, ঠিক বলেছেন ভাই।

Posted using SteemPro Mobile

আসলে মানুষের মানুষত্ব বোধ হারিয়ে গেছে। এখন দূর্ঘটনা ঘটলে কেউ কাউকে সাহায্য করে না বরং ভিডিও করে ফটোগ্রাফি করতে ব্যাস্ত হয়ে যায়।আসলে লোকটি ভয় পেয়ে পালিয়ে গেছে কারণ অনেক সময় অহেতুক হয়রানি করতে থাকে এরকম ঘটনায় কিন্তুু হয়রানির ভয় পেয়ে তো মানুষ কে বিপদে ফেলে রেখে পালানোটা ঠিক নয়।জেনে ভালো লাগলো আপনি লোকটির দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। সত্যি মানবিক পরিচয় দিয়েছেন আপনি।ধন্যবাদ আপনাকে।

হয়রানির ভয় পেয়ে তো মানুষ কে বিপদে ফেলে রেখে পালানোটা ঠিক নয়।

ঠিক বলেছেন দিদি। আমি মনে করি, হয়রানির ভয় না পেয়ে মানুষের আগে মনুষ্যত্ব দেখানো উচিত।

Posted using SteemPro Mobile